08/02/2024
ক্ষুরা রোগের চিকিৎসাঃ আমরা সকলেই জানি যে গবাদিপ্রাণির জন্য ক্ষুরা রোগ একটি নিয়মিত সমস্যা। এই রোগ হলে প্রাণীর পায়ে ও মুখে ঘাঁ হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং প্রাণী ঠিকমত খেতে পারেনা। নানা জটিলতায় প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া ক্ষুরা রোগের পাশাপাশি প্রাণীর শরীরে কখনো কখনো ঘাঁ ও ক্ষত সৃষ্টি হয় জা প্রানিকে অসুস্থ এবং প্রাণীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। আমরা সকলে আরো জানি যে এই ধরনের ক্ষতস্থান নিরাময় দ্রুত ব্যবস্থা না নিলে দিন দিন ক্ষত বেড়েই যায় এবং পানির স্বাভাবিক জীবন ধারা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অন্যদিকে এন্টিবায়োটিক এর সাইড ইফেক্ট এবং ট্রিটমেন্ট খরচ বেশি হওয়ার অনেকের পক্ষে এন্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট নেওয়া সম্ভব হয় না। তাই গবাদিপ্রাণির ক্ষত এবং চর্ম রোগ নিরাময়ের জন্য এমন একটি ঔষধ দরকার যার কার্যকারিতা শক্তিশালী অ্যান্টিবায়োটিক এর মত কিন্তু সাইড ইফেক্ট এবং ট্রিটমেন্ট কস্ট খুবই কম। এ সকল বিষয় বিবেচনা করে বি-লজিক এগ্রোভেট লিমিটেড বাজারে এনেছে ২৫ মিলি ক্ষুরা অয়েল ড্রপস। যা তৈরি করা হয়েছে কিছু স্পেসিয়াল ভেসজ তেল দিয়ে। ক্ষুরা অয়েলে আছে মারগোছা অয়েল, তারপেন্টিন অয়েল, হাইডনোকার্পাস কার্গিল অয়েল, নিলগিলা সেটিভালিন অয়েল,ইলেটারিয়া অয়েল, কার্ডামম অয়েল, গাইনোকারডিয়া অডোরাটা অয়েল ইত্যাদি সহ কতিপয় গুরুত্বপূর্ণ ভেষজের সংমিশ্রণ। এই সকল হার্ব অয়েল গবাদি প্রাণির ক্ষুরা রোগ এবং শরীরের যে কোন ধরনের ক্ষত চিকিৎসায় বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘ যুগ ধরে পরীক্ষিত ও প্রমাণিত। তা ছাড়া ক্ষুরা অয়েল এর উন্নতমানের উপাদান এবং স্পেসিয়াল ম্যানুফ্যাকচারিং টেকনোলজির জন্য এর ট্রিটমেন্ট সফলতা অতুলনীয়।
ক্ষুরা অয়েল এর ব্যাবহারঃ ক্ষুরা অয়েল ব্যাবহারের পুর্বে ক্ষতস্থান ভালো করে পরিস্কার করতে হবে। পরিস্কার করা ক্ষতস্থান শুকানোর পর ক্ষুরা অয়েল ভালো করে দৈনিক ৩-৪ বার ব্যাবহার করতে হবে, যত দিন প্রয়োজন।
যেকোন প্রয়োজনেঃ হেড অফিস: 01920222769, 01877443864.