Mirza Agro Farm

Mirza Agro Farm Welcome to Mirza Agro Farm
01754489069
01997782498

31/03/2024
08/02/2024
08/02/2024
08/02/2024
08/02/2024

ক্ষুরা রোগের চিকিৎসাঃ আমরা সকলেই জানি যে গবাদিপ্রাণির জন্য ক্ষুরা রোগ একটি নিয়মিত সমস্যা। এই রোগ হলে প্রাণীর পায়ে ও মুখে ঘাঁ হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং প্রাণী ঠিকমত খেতে পারেনা। নানা জটিলতায় প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া ক্ষুরা রোগের পাশাপাশি প্রাণীর শরীরে কখনো কখনো ঘাঁ ও ক্ষত সৃষ্টি হয় জা প্রানিকে অসুস্থ এবং প্রাণীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। আমরা সকলে আরো জানি যে এই ধরনের ক্ষতস্থান নিরাময় দ্রুত ব্যবস্থা না নিলে দিন দিন ক্ষত বেড়েই যায় এবং পানির স্বাভাবিক জীবন ধারা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অন্যদিকে এন্টিবায়োটিক এর সাইড ইফেক্ট এবং ট্রিটমেন্ট খরচ বেশি হওয়ার অনেকের পক্ষে এন্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট নেওয়া সম্ভব হয় না। তাই গবাদিপ্রাণির ক্ষত এবং চর্ম রোগ নিরাময়ের জন্য এমন একটি ঔষধ দরকার যার কার্যকারিতা শক্তিশালী অ্যান্টিবায়োটিক এর মত কিন্তু সাইড ইফেক্ট এবং ট্রিটমেন্ট কস্ট খুবই কম। এ সকল বিষয় বিবেচনা করে বি-লজিক এগ্রোভেট লিমিটেড বাজারে এনেছে ২৫ মিলি ক্ষুরা অয়েল ড্রপস। যা তৈরি করা হয়েছে কিছু স্পেসিয়াল ভেসজ তেল দিয়ে। ক্ষুরা অয়েলে আছে মারগোছা অয়েল, তারপেন্টিন অয়েল, হাইডনোকার্পাস কার্গিল অয়েল, নিলগিলা সেটিভালিন অয়েল,ইলেটারিয়া অয়েল, কার্ডামম অয়েল, গাইনোকারডিয়া অডোরাটা অয়েল ইত্যাদি সহ কতিপয় গুরুত্বপূর্ণ ভেষজের সংমিশ্রণ। এই সকল হার্ব অয়েল গবাদি প্রাণির ক্ষুরা রোগ এবং শরীরের যে কোন ধরনের ক্ষত চিকিৎসায় বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘ যুগ ধরে পরীক্ষিত ও প্রমাণিত। তা ছাড়া ক্ষুরা অয়েল এর উন্নতমানের উপাদান এবং স্পেসিয়াল ম্যানুফ্যাকচারিং টেকনোলজির জন্য এর ট্রিটমেন্ট সফলতা অতুলনীয়।
ক্ষুরা অয়েল এর ব্যাবহারঃ ক্ষুরা অয়েল ব্যাবহারের পুর্বে ক্ষতস্থান ভালো করে পরিস্কার করতে হবে। পরিস্কার করা ক্ষতস্থান শুকানোর পর ক্ষুরা অয়েল ভালো করে দৈনিক ৩-৪ বার ব্যাবহার করতে হবে, যত দিন প্রয়োজন।
যেকোন প্রয়োজনেঃ হেড অফিস: 01920222769, 01877443864.

08/02/2024

বাংলাদেশের ৫০% এর বেশি দুগ্ধদানকারি গবাদি প্রাণি Mastitis দ্বারা আক্রান্ত হয়। সাবক্লিনিকাল ম্যাস্টাইটিস ৬০-৭০% অর্থনৈতিক ক্ষতির জন্য দায়ী
তাই Mastitis এর সমস্যা 100% Solve করতে B-Logic Agrovet Ltd মার্কেটে দিয়েছে Masti Solv
অর্ডার করতে যোগাযোগ করুনঃ 01920-222769

08/02/2024

PPR ছোট গবাদি প্রাণির একটি প্রাণঘাতী মহামারী।PPR ভাইরাস দ্বারা এই রোগ হয়। PPR এর কারনে বাংলাদেশে প্রতি বছর ২৫ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি সাধিত হয়। এই রোগের ফলে প্রায় ১০০% ছাগল, ভেড়া, দুম্বার মৃত্যু হতে পারে এবং অধিক ছোঁয়াচে বলে ৯০% গবাদি প্রাণী আক্রান্ত হয়। প্রায় দুই তৃতীয়াংশ ছোট গবাদি প্রাণী এই রোগের ঝুঁকিতে রয়েছে। চোখের ও নাকের নিঃসরণ ও ডায়রিয়ার মাধ্যমে এই ভাইরাস দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে।
তাই PPR এর সমস্যা সমাধানে বাংলাদেশে এই প্রথম B-Logic Agrovet নিয়ে এলো Scientific Solution PPR-Solve

08/02/2024

একটি গাভির দৈনিক ক্যালসিয়াম বের হয়ে যায় দুধের মাধ্যমে ২০-৫০ গ্রাম। বাচ্চার দেহ গঠনে ১৫ গ্রাম, প্রস্রাবের সাথে ০.৫ - ০২ গ্রাম, পায়খানার সাথে ১০ গ্রাম, নিজের দেহ গঠনে ২৫ গ্রাম। তাই গবাদি প্রাণির এই বিপুল পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতি পূরণে দরকার অধিক মাত্রার মানসম্মত ক্যালসিয়াম।
খামারিদের সেই চাহিদা পূরণে B-Logic Agrovet Ltd নিয়ে এসেছে High Ca ও High উপাদান সমৃদ্ধ Hi Calci Vet

08/02/2024

অর্ডার করতে যোগাযোগ করুনঃ 01920-222769

08/02/2024

লিভারের ক্ষয়, টক্সিসিটি ও সর্বোপরি উৎপাদন বাড়াতে আস্থা রাখুন Livanor এ:
বাংলাদেশের প্রায় ৫০ শতাংশের অধিক গবাদি প্রাণী লিভার কৃমি দ্বারা আক্রান্ত হয়ে থাকে। কৃমি লিভারের ক্ষতি সাধন করে। যার ফলে ডায়রিয়া, উৎপাদন কমে যাওয়া, গলাফুলা, শুকিয়ে যাওয়া, ক্ষুধামন্দা সহ নানা রোগ ব্যাধির সৃষ্টি হয়। লিভার হলো ডিটক্সিফাইয়িং অঙ্গ, যাহা দেহের সকল টক্সিনকে শোষণ করে থাকে। এছাড়াও লিভার পুষ্টি উপাদান সঞ্চয় করে শক্তি প্রদানে সহায়তা করে।
কেন Livanor সেরা?
• শুধুমাত্র Livanor এ রয়েছে সকল Vitamin B-Complex যা ক্ষতিগ্রস্থ লিভারকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে।
• Livanor এ রয়েছে ইনোসিটল যা লিভারের কার্যকারিতা বৃদ্ধি করে।
• Livanor এ রয়েছে কলিন ও মিথিয়নিন, যা ফ্যাটি লিভার সিনড্রমকে দমন করে ও লিভারকে দ্রুত স্বাভাবিক করে, উৎপাদন বাড়ায়।
• ফলিক এসিড লিভারের কার্যক্ষমতা বাড়ায় ও রক্ত উৎপাদনে সহায়তা করে।
একমাত্র Livanor-ই পারে অতিরিক্ত Vitamin B-Complex এর খরচ থেকে মুক্তি দিতে
প্রয়োগ ক্ষেত্র:
• লিভারের যেকোন প্রদাহ দূর করতে।

• কৃমিনাশক ব্যবহারের পর।

রুচি হানি ও দুর্বলতার চিকিৎসায়।

• মুরগির মাইকোটক্সিনের সমস্যায়।

• রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে।
অর্ডার যোগাযোগ করুন: 01920-222769

08/02/2024

Our Best product.
Order Now: 01920-222769
Gorw Milk

08/02/2024

প্রাণির মাংসের উৎপাদন বাড়াতে প্রধান উপাদান হলো প্রোটিন, যার ক্ষুদ্রতম একক এমাইনো এসিড। ভিটামিন খাদ্য থেকে পুষ্টি উপাদানের শোষণ প্রক্রিয়া ত্বরান্বিত করে। মিনারেল হাড়ের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। এনজাইম হজমে সহায়তা করে অধিক পুষ্টি নিশ্চিত করে। ফ্যাট ও কার্বোহাইড্রেট শক্তি উৎপাদনে সহায়তা করে।
Nutrifat হলো প্রোটিন, ফ্যাট, এমাইনো এসিড, মাল্টি ভিটামিন ও মাল্টি মিনারেল, এবং মাল্টি এনজাইমের একটি সুষম মিশ্রণ। যা স্বল্প সময়ের মধ্যে আপনার গরু-ছাগল, হাঁস-মুরগী ও মাছের প্রত্যাশিত বৃদ্ধি নিশ্চিত করে।

প্রয়োগক্ষেত্র:

■ প্রাণির দ্রুত মোটাতাজা ও বৃদ্ধি নিশ্চিত করতে।

■ দ্রুত উচ্চ উৎপাদনশীল প্রাণির পুষ্টি ও শক্তির চাহিদা পূরণে।

■ প্রোটিন ও এমাইনো এসিডের অভাব পূরণ করতে।

■ দুধের উৎপাদন বাড়াতে ও দুধের ফ্যাট বৃদ্ধি করতে।

■ প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে।

রুচি বৃদ্ধি করতে।

■ হাঁস-মুরগী ও মাছের পুষ্টিহীনতাজনিত মৃত্যু হ্রাস করতে।
প্রয়োজনে: 01920-222769

Address

Barsal Bakergonj
Barishal

Telephone

+8801754489069

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mirza Agro Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category