JI Joney Pigeon Loft

JI Joney Pigeon Loft কবুতর পালন,চিকিৎসা ও কবুতর রেস সম্পর্?

জালালী  কবুতরের নামকরণ ও ইতিহাস:_____________জালালী কবুতরকে ইংরেজিতে বলা হয় Rock Pigeon বা Feral Pigeon।এরা মূলত বন্য ক...
25/01/2025

জালালী কবুতরের নামকরণ ও ইতিহাস:
_____________
জালালী কবুতরকে ইংরেজিতে বলা হয় Rock Pigeon বা Feral Pigeon।এরা মূলত বন্য কবুতর। পৃথিবীর সকল পোষা কবুতর মূলত এই কবুতর থেকে উৎপত্তি হয়েছে।জালালী কবুতর সাধারনত দুই রঙের হয়,ধূসর ছাই রঙয়ের তবে ডানায় দুটি করে ঘাড় রঙের স্পট(বার থাকে) যাকে ব্লু বার বলে।জালালী কবুতর ব্লাক চেকার বা মাকসি রঙয়েরও হয়ে থাকে। এদের দেহগঠন মাঝারি আকারের চোখ লালচে-কমলা বর্ণের ও মণির রঙ কালো হয়। চোখের আকৃতি ও আইরিশ এবং ঠোটের গঠন ঘুঘু পাখির মত।পায়ের রঙ হয় লালচে গোলাপি।

বাংলাদেশে শত শত বছরের ঐতিহ্য নিয়ে জালালি কবুতর টিকে আছে বাংলাদেশে সিলেটের হযরত শাহ জালাল (র)-এর মাজারে। ধর্মপ্রাণ সিলেটের মানুষের বিশ্বাস- এই কবুতর হারিয়ে যেতে পারে না। তাই প্রায় ৭০০ বছর ধরে কবুতরের এই বিশেষ প্রজাতির ওড়াউড়িতে মুখরিত শাহজালাল (র)-এর মাজার।

হযরত শাহজালালকে (র) নিয়ে দিল্লির নিজামউদ্দীন আউলিয়ার কাছে তার এক শিষ্য কুৎসা রটনা করলে তিনি তাকে দরবার থেকে বিতাড়িত এবং শাহজালাল (র) সালাম পাঠায়, তখন শাহজালাল (র) একটি বাক্সে প্রজ্বালিত অঙ্গারের সঙ্গে কিছু তুলা পাঠান, যা ছিল একটি আধ্যাত্মিক নিদর্শন। এর পর তাদের সাক্ষাৎ হয় এবং শাহজালাল (র) ফিরে আসার সময় ভালোবাসার নিদর্শনস্বরূপ নিজামুদ্দীন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন, যা আজকের জালালি কবুতর বা জালালি কইতর নামে পরিচিত। [১০]

১৩০৩ সালে (৭০৩ হিজরী) ৩২ বছর বয়সে তিনি সিলেটে আসার পথে দিল্লীর আউলিয়া নিজামুদ্দীনের সাথে সাক্ষাত করেছিলেন। সাক্ষাতের বিদায়কালে প্রীতির নিদর্শন স্বরূপ নিজামুদ্দীন হজরত শাহ্ জালাল কে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দিয়েছিলেন। এই কবুতর নিয়েই তিনি সিলেটে এসেছিলেন। সেই থেকে সিলেটে এই কবুতরের ব্যাপকতা দেখা যায় এবং হযরত শাহ জালাল এর নামের সাথে মিল রেখে এর নাম হয় “জালালি কবুতর” হযরত শাহ্ জালাল (রহ.) ৩৬০ জন আউলিয়া নিয়ে ১৩০৩ সালে তৎকালীন আসামের অন্তর্ভুক্ত সিলেট (শ্রীহট্ট) জয় করে উড়িয়ে দিয়েছিলেন সেই কবুতরজোড়া । [১
তথ্য সূত্র: উইকিপিডিয়া

25/01/2025
25/01/2025

মানুষের প্রথম পোষ মানা প্রাণী ছিল কুকুর। প্রস্তরযুগ শেষ হওয়ার আগেই, এমনকি কৃষিকাজ ও অন্যান্য পশুপালনেরও আগে, পোষ মেনেছিল কুকুর। তবে মেসোপটেমিয়ায় কৃষিকাজের সূচনা ঘটার পর, ওই একই সময়ের দিকে সেখানকার মানুষ কিছু পশুদেরও পোষ মানাতে শুরু করে।

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
20/10/2024

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

13/01/2024
27/07/2023

📌মানুষ দিনের বেলা যতোটা পরিষ্কার দেখে, বিড়ালেরা রাতে তার চেয়েও ভালো দেখতে পায়।

আমাদের শরীরে ২০৬টি হাড় আছে। বিড়ালের শরীরে কয়টি হাড় আছে জানো? ২৩০ থেকে ২৫০টি।

একটা প্রাপ্তবয়ষ্ক বিড়ালের ৩০টা দাঁত থাকে

বিড়ালকে বলা হয় 'বাঘের মাসি'। কারণ, বাঘ বিড়াল গোত্রের প্রাণী।

এরা প্রায় ৪৮ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। দৌড়ে এরা উসাইন বোল্টকেও হারিয়ে দিতে সক্ষম।

নিজেদের উচ্চতার চেয়ে ৫ গুন ওপরে লাফাতে পারে এরা।

বিড়ালেরা মানুষের মতো স্বপ্ন দেখে।

পৃথিবীর জনপ্রিয় পোষা প্রানীদের একটি হলো বিড়াল।

পৃথিবীতে প্রায় পঞ্চাশ কোটি বিড়াল রয়েছে।

প্রায় ১০ হাজার বছর আগের থেকে মানুষ বিড়াল পুষছে।

বিড়াল ঘুম প্রিয় প্রাণী। এরা দিনে প্রায় ১৩ থেকে ১৪ ঘন্টা ঘুমায়।

পৃথিবীর সবচেয়ে বড় বিড়ালটির ওজন ২১.২৯৭ কেজি।

মানুষ দিনের বেলা যতোটা পরিষ্কার দেখে, বিড়ালেরা রাতে তার চেয়েও ভালো দেখতে পায়।

বিড়ালের শোনার, দেখার এবং ঘ্রাণের ক্ষমতা মানুষের চেয়ে বহুগুণ বেশি।

বিড়াল সবচেয়ে পরিষ্কার প্রাণীদের একটি। এরা সময় পেলেই নিজের শরীর চেটে পরিস্কার করে।

Colour of nature
30/01/2023

Colour of nature

New chik🐥
07/08/2022

New chik🐥

Up for sell
12/07/2022

Up for sell

24/06/2022

Friday bathing time

Macaw 🦜
19/06/2022

Macaw 🦜

খাকি দেয়না ফাকি
21/05/2022

খাকি দেয়না ফাকি

27 km পাল্লা করা নরঝিরা গলা মাদি
20/05/2022

27 km পাল্লা করা নর
ঝিরা গলা মাদি

Tuesday feeding time
17/05/2022

Tuesday feeding time

Address

Chandpur
3610

Telephone

+8801633566702

Website

Alerts

Be the first to know and let us send you an email when JI Joney Pigeon Loft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category