26/03/2022
আপনি কি জানেন? যারা বিড়াল পালতে পছন্দ করে কিংবা ভালোবাসে তাদের ক্যাট ফ্যানসিয়ার বা লাভার বলা হয়।
বিজ্ঞান বিড়াল পালন করতে উৎসাহিত করে কেনো জানেন? বিড়াল বুঝতে পারে আপনার ভিতরে বিদ্যমান নেগেটিভিটি এবং একাকিত্ব।
আমাদের পৃথিবীতে ৫০০ মিলিয়নের উপরে গৃহপালিত বিড়াল রয়েছে। এবং আমাদের সাথে এদের সম্পর্ক ১০০০০ বছরের কাছাকাছি।
বিড়ালের রয়েছে ২০-১৪০ হার্জ অনুভব শক্তি যা মেডিক্যালি থেরাপিউটিক বলা হয়। আপনার অসুস্থতা এবং উচ্চ রক্তচাপ থেকে বিড়াল আপনাকে হেল্প করতে পারে।
বিড়াল গৃহপালিত প্রানিদের মধ্যে অন্যতম একজন ভালবন্ধু হিসেবে আপনাকে সঙ্গ দিতে পারে। যার ফলে আপনি মানুষিক প্রশান্তি পেতে পারবেন।
মানুষ বিশ্বাস ঘা/ত/কতা করে কিন্তু এরা নয়। সবচেয়ে বড় কথা বিড়াল পালা সুন্নত❤️