Md Tarek

Md Tarek আমাদের গ্রামের পরিবেশ বিভিন্ন ভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো
(7)

আহ্ কি নির্মম মৃত্যু!! পরিবারের জন্য এত কিছু...ইন্নালিল্লাহ চট্টগ্রাম চন্দনাইশ গাছবাড়িয়া ষ্টেশনের দক্ষিণ পাশে হাইওয়ে পু...
25/03/2024

আহ্ কি নির্মম মৃত্যু!! পরিবারের জন্য এত কিছু...

ইন্নালিল্লাহ চট্টগ্রাম চন্দনাইশ গাছবাড়িয়া ষ্টেশনের দক্ষিণ পাশে হাইওয়ে পুলিশ সিএনজি সিগন্যাল দিচ্ছে ধরার জন্য। আর সেই হাইওয়ে পুলিশের মামলা থেকে বাঁচার জন্য দ্রুত চলে যেতে চাইলে ওই সময় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সিএনজি উল্টে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এতে সিএনজি ড্রাইবার গাড়ির স্টেয়ারিং ধরা অবস্থায় পুড়ে ছাই হয়ে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস হে আল্লাহ আপনি এই ভাইকে জান্নাতের আলা মাকাম নসিব করুন আমিন।

©️

24/03/2024

Mashallah❤️🌼

🎥 : Anamul Hoque Babu 🖤🫶

20/03/2024

আপনার পেইজটি ঘুরে দেখলাম সত্যি অনেক ভালো লাগলো। আরো সামনে এগিয়ে যান! শুভকামনা রইলো
Follow+Reviews করেছি।
ধন্যবাদ

শূন্যে লাফাচ্ছে হরিণ এক লাফেই তেইশ হাত! আর বাঘ যায় এক লাফে বাইশ হাত। তাহলে অংকের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয়। কিন...
19/03/2024

শূন্যে লাফাচ্ছে হরিণ এক লাফেই তেইশ হাত! আর বাঘ যায় এক লাফে বাইশ হাত। তাহলে অংকের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয়। কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়। কিন্তু কেন?
কারণ হলো— হরিণ লাফাতে লাফাতে কখনও কখনও পিছন ফিরে তাকায়, বাঘের চাইতে সে কতোটা এগিয়েছে তা বুঝার জন্য।
আর এটাই হয় সর্বনাশের কারণ। পেছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই তেইশ হাত পিছনে চলে আসে!
Science Panacea
তাই জীবনের চলার পথে কখনো কখনো শত বাধা বিপত্তি থাকলেও পিছনে তাকাতে নেই। দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো।

"আলহামদুলিল্লাহ আল্লাহ কারীম" আমরা যতই শক্তিশালী  হইনা কেন প্রিয় মানুষ গুলোর কাছে সবসময়  দূর্বল  থাকি 🫂🇧🇩সবার জন্য দোয়া ...
17/03/2024

"আলহামদুলিল্লাহ আল্লাহ কারীম"
আমরা যতই শক্তিশালী হইনা কেন প্রিয় মানুষ গুলোর কাছে সবসময় দূর্বল থাকি 🫂
🇧🇩
সবার জন্য দোয়া ও ভালোবাসা অভিরাম সবসময় ভালো থেকো প্রিয় মানুষ গুলো।

17/03/2024

কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এগিয়ে যাবে স্বপ্নের বাংলাদেশ।
আমরা কৃষক দের কে সম্মান করতে জানিনা
এটা স্বরন রাখতে হবে ওনাদের কষ্টের বিনিময়ে
আমরা দুই চারটা ভাত খেতে পারি

– যা আছে তা নিয়ে খুশি থাকার চেষ্টা করেন,😊– কারণ, অনেকের কাছে তাও নেই.!!🖤🌸
16/03/2024

– যা আছে তা নিয়ে খুশি থাকার চেষ্টা করেন,😊

– কারণ, অনেকের কাছে তাও নেই.!!🖤🌸

15/03/2024
রেল লাইন বহে সমান্তরাল...বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, বাংলাদেশ। 🇧🇩📸মিস্টার তারেক🙋‍♂️🙋‍♂️
15/03/2024

রেল লাইন বহে সমান্তরাল...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, বাংলাদেশ। 🇧🇩

📸মিস্টার তারেক🙋‍♂️🙋‍♂️

10/03/2024

রাইট 🤲🤲

ঝরে গেলেন বাংলাদেশের আরেকটি নক্ষত্র.!আমাদের লক্ষ্মীপুর জেলার অহংকার প্রিয় স্কলার ড. মাওলানা লুৎফর রহমান রাহিঃ দুনিয়ার সফ...
03/03/2024

ঝরে গেলেন বাংলাদেশের আরেকটি নক্ষত্র.!
আমাদের লক্ষ্মীপুর জেলার অহংকার প্রিয় স্কলার ড. মাওলানা লুৎফর রহমান রাহিঃ দুনিয়ার সফর শেষ করে মালিকের দরবারে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আল্লাহ তায়ালা উনার ভুলত্রুটি ক্ষমা করে উনাকে জান্নাতের উঁচু মাক্বাম দান করুন..!
#আমিন

03/03/2024

৩ মার্চ ২০২৪, রবিবার দুপুর ২.৪৫ মিনিট।
আমাদের নয়নমণি, মধ্যমণি আল্লামা লুৎফর রহমান (রহঃ) মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোর্সঃ হুজুরের ছোট ছেলে

02/03/2024

আবারো জকসিন বাজারে ভয়া’বহ অ’গ্নিকা’ন্ড। নোয়াখালী টিভি

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে ভ’য়াব’হ অগ্নিকা’ন্ডে ১১টি দোকান পু’ড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষ-য়-ক্ষ-তি হয়েছে বলে জানিয়েছেন ক্ষ’তিগ্র’স্ত’রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগু’ন নি’য়’ন্ত্রণে আনে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বৈ-দ্যু-তি-ক শ-র্ট সা-র্কি-ট থেকে আ-গু-নের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে- সহিদ স্টোর, গ্যাস সিলিন্ডার, ইলেকট্রনিক্স,নুরুল ইসলামের ভাঙ্গারি দোকান সহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠান।

ইতিহাসের কালো অধিবর্ষ!৪৫ জনের মৃত্যু এবং ২২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে🥺এমন অধিবর...
02/03/2024

ইতিহাসের কালো অধিবর্ষ!

৪৫ জনের মৃত্যু এবং ২২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে🥺

এমন অধিবর্ষ না আসুক এ ধরায়,,,

02/03/2024

হে আল্লাহ
আপনি সবাইকে
বুঝার তফিক দিন
আমিন

02/03/2024

আমার ৩টা ভাগ্নি আর ১টা বোন খুজে পাইতেছি না.!😭
বেইলি ট্রাজেডি.!
ঝরে গেল তাজা ৪৫টি পান।
সকলের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করি.!🌸🤲

আহ.! কতটা অনিশ্চিত এ জীবন..!🥲😥
আমরা চিন্তা করি, ৪ বছর পর কে কই থাকবো। আমরা জানিই না ৪ সেকেন্ড পর আমরা বেঁচে থাকবো কিনা। আমরা জানি না, আমাদের আর ঘরে ফেরা হবে কিনা, আমাদের কাছের মানুষরা আর ঘরে ফিরবে কিনা।

জীবনের চেয়ে অনিশ্চিত কিছু আর একটাও নাই.

26/02/2024

বাউলগানের ফেরিওয়ালা,
কন্ঠশিল্পী,
মোঃআলামিন হোসেন
সরাসরি সম্প্রচার হচ্ছে ভুলুয়া নদীর পাশ থেকে #

Address

Karuna Nagar, Ramgoti, Laxmipur
Chattogram
3730

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Tarek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Chattogram pet stores & pet services

Show All

You may also like