![#বাজেরিগার_সম্পর্কে_মজার_কিছু_অজানা_তথ্য :-১। বাজেরিগারের শরীরে প্রায় ৩০০০ পশম/পালক থাকে।২। প্রতি মিনিট (৬০ সেকেন্ড) এ ...](https://img5.voofla.com/008/120/853884350081206.jpg)
26/02/2024
#বাজেরিগার_সম্পর্কে_মজার_কিছু_অজানা_তথ্য :-
১। বাজেরিগারের শরীরে প্রায় ৩০০০ পশম/পালক থাকে।
২। প্রতি মিনিট (৬০ সেকেন্ড) এ তাদের হৃদয় ৩০০ বার স্পন্ধন করে।
৩। ১০-১২ ফোটা রক্তখরন হলে ওরা মারা যাই।
৪। তারা প্যারানরমাল জিনিষ দেখতে পায়।
৫। বাজেরিগার তাদের ঠোট নাচানো মানে তারা খুবই খুশি আছে।
৬। ওরা প্রতি ১২-১৫ মিনিটে একবার হাগু করে।
৭। ওরা ওদের মাথা ১৮০ ডিগ্রি ঘুরাতে পারে।
৮। ওরা প্রতি সেকেন্ড এ ১৬০ টা ছবি মাথাই রাখতে পারে, মানুষ মাত্র ১৬ টা।
৯। ওরা পৃথিবী রাঙ্গানো দেখতে পারে।
১০। ওরা ৩ পর্যন্ত গুনতে পারে।
১১। ওরা খুব্বি সুন্দর ভাবে কথা বলতে পারে।
১২। বাজেরিগারের বাচ্চার চোখ ফুটে ৬-৭ দিনে।
১৩। বাজেরিগার দিনে ১-২ মি:লি: পানি খায়।
১৪। একটি বাজেরিগার ১-২ চা চামুচ খাবার খায়।
১৫।বাজেরিগার গড়ে ৫-৭ বছর বাচে কিন্তু ২৯ বছর বাচার রেকর্ড আছে।
#কালেক্টেড