Eco Freak

Eco Freak Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eco Freak, Chittagong.

পরীর বাচ্চা 🧚🏻‍♂️মাশা আল্লাহ বলুন 🥰
28/01/2025

পরীর বাচ্চা 🧚🏻‍♂️
মাশা আল্লাহ বলুন 🥰

আপনি যখন রাস্তা থেকে একটা বিড়াল উঠিয়ে ঘরে আনবেন, আপনার জন্যে হয়তো ও সময় কাটানোর জিনিস, বা ভালোবাসার জিনিস,কিন্তু ওই বিড়া...
23/01/2025

আপনি যখন রাস্তা থেকে একটা বিড়াল উঠিয়ে ঘরে আনবেন,

আপনার জন্যে হয়তো ও সময় কাটানোর জিনিস, বা ভালোবাসার জিনিস,

কিন্তু ওই বিড়ালটার জন্যে আপনি ওর পুরো পৃথিবী ❤️❤️

ওর সব কিছু ঘিরেই শুধু আপনি আর আপনি ই ❤️❤️

আপনি যখন ওকে ঘরে রাখবেন,ও আপনার বিছানায় আপনার গায়ের সাথে ঘেঁষে পরম মমতায় ঘুমাবে,

সারাক্ষণ আপনার ঘরে দৌড়াবে,আপনাকে দেখলে গা ঘসবে, ম্যাওম্যাও করবে একটু এটেনশনের জন্যে।

এটুকুই ওর পৃথিবী, এটুকুতেই খুশি ও ❤️❤️

তারপর এক সময় আপনি বুঝবেন আপনার বয়ফ্রেন্ড বিলাই পছন্দ করে না, আপনার বউ বিলাই দেখতে পারে না, আপনার বিয়া হয়ে গেলে আপনার আম্মা পাপ্পা বিলাই রাখতে পারবে না, আপনি পড়াশোনার সময়, সময় কাটাতে বিলাই আনছেন, এখন ক্যারিয়ার নিয়া বিজি ওরে সময় দিতে পারবেন না,

আপনার নিজের নাইলে বউয়ের বাবু হবে,বিলাই থাকলে বিলাইর মতো হবে, বাবু হইয়া গেলে বিলাইর লুম্বা পেটে গেলে বাবু ম ই রা যাবে,সিক হবে ( মনে হয় যাগো বিলাই নাই তারা সিক
হয় না)

অবশেষে....

তিন্দিনের আল্টিমেটাম দিবেনঃ কেউ এই বিলাই নেন,নাইলে রাস্তায় ছাইড়া দিমু, আমার বিলাই আমি যা মঞ্চায় করমু বইলা প্রত্যেকের কমেন্টে কাই জ্জা করবেন 🙂🙂🙂

তারপর ঠিকই ওরে ঘর থেকে বের করে দিবেন, তারপর কি হবে জানেন?

বে চারা যেহেতু ঘরে থেকে অভ্যাস,ক'দিন আপনার দরজায় ম্যাওম্যাও করবে, আপনি তো আর খুলবেন না,খুললেই তো আবার দায়িত্ব নেয়া লাগবে,

দু'দিন বিলাই আপনার দরজায় সাড়া না পেয়ে ক্ষুধায় ডাস্টবিনে ঘুরবে,ও তো জানেই না ওর অপরাধ কি!

ও জানেই না এই ডাস্টবিন থেকে ও কি খাবে!

তারপর কারো না কারো ঘরে ঢুকতে চেষ্টা করবে,

ফলাফল ওরে পি টায়ে পা কোমড় ভেঙে দিবে।

আপনার দরজায় আর এলো না,

আপনিও খুশি! আপদ উদ্ধার হলো আলহামদুলিল্লাহ ❤️

স্বস্থির নিঃশ্বাস ফেলবেন সোফায় বসে।

তারপর এক সময় বাচ্চাটার কি হবে তা প্রকৃতি ই জানে।

ভাই এমন ইনটেনশন থাকলে বিলাই পাইলেন না, বিলাইর মতো একদম রিয়েল পুতুল আছে সেগুলা নেন, সময়ও কাটবে, বয়ফ্রেন্ড ও প্যারা দিবে না।

তবে মনে রাখবেনঃ আজকে আপনি নিষ্পাপ যে প্রাণের ক্ষতি করছেন নিজ হাতে, প্রকৃতিও আপনাকে তার তিনগুণ ফিরিয়ে দিবে। এমনও হতে পারে, শেষ বয়সে আপনি একাকীত্বকে ধুকেধুকে ম/র/বেন ❤️❤️❤️

কালেক্টেড।

শীতে নিজেকে উষ্ণ রাখতে হোক বা গরমে নিজেকে ছায়া দিতে বা হোক বর্ষায় বৃষ্টি থেকে বাঁচতে। ওরা  আমাদের গাড়ি গুলোর নিচে আশ্রয় ...
22/01/2025

শীতে নিজেকে উষ্ণ রাখতে হোক বা গরমে নিজেকে ছায়া দিতে বা হোক বর্ষায় বৃষ্টি থেকে বাঁচতে।
ওরা আমাদের গাড়ি গুলোর নিচে আশ্রয় নেয়। পার্কিং করা গাড়ি স্টার্ট দেওয়ার আগে অবশ্যই গাড়ির নিচে চেক করে নিন🙏
খুব বেশি না হলেও অন্তত হর্ণ বাজান। খুব বেশি হলে এতে আপনার কিছু সময় ব্যয় হবে। আপনার একটু চেষ্টায় বাঁচতে পারে একটি করে প্রান। প্রতিটি প্রান অমূল্য।

🔴সচেতনতা ছড়িয়ে পরুক সকলের মাঝে

19/01/2025
আমাদের দেশের সিংহভাগ মানুষ মনে করেন কুকুরেরা হাড্ডি খেতে ভালবাসে আরে বিড়ালেরা মাছের কাঁটা! কিন্তু এই সাধারণ জিনিস তাদের ...
15/01/2025

আমাদের দেশের সিংহভাগ মানুষ মনে করেন কুকুরেরা হাড্ডি খেতে ভালবাসে আরে বিড়ালেরা মাছের কাঁটা! কিন্তু এই সাধারণ জিনিস তাদের মাথাতেই আসে না, যে কুকুরেরা হাড্ডি নয়, হাড্ডির সাথে লেগে থাকা সামান্য মাংস বা মাংসের গন্ধের কারণে হাড্ডি নিয়ে বসে, বিড়ালেরাও তাই!
ওদের শুধু মাংস অথবা মাছ খেতে দিলে ওরা কখনও হাড় এবং কাঁটার দিকে ফিরেও তাকাবে না! এটাই স্বাভাবিক, এটাই যৌক্তিক!

ছবির এই কুকুরটাকেও তার মালিক উচ্ছিষ্ট হাড়গোড় খাওয়াতো, দিনের পর দিন বাচ্চাটা ক্ষুধার তাড়নায় তাই খেত যা তার মালিক তাকে খাওয়াত, একদিন হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়ার পর সে দয়া করে কুকুরটিকে হাসপাতালে নিয়ে যায়! প্রথমে ডাক্তারেরা ভাবেছিলেন যে ও বোধহয় জুতা, সোফার গদি এই টাইপ কিছু একটা খেয়ে ফেলেছে, কিন্তু এক্সরে দেখে কিছু বোঝা যাচ্ছিল না, অবশেষে তারা কুকুরটির পেট কাটার সিদ্ধান্ত নেন! পেট কাটার পর যা পাওয়া গেল তা হল এই! এই দৃশ্য দেখে ডাক্তারেরা তাদের চোখের পানি ধরে রাখতে পারেন নাই! অপারেশনের কয়েকঘন্টা পরই হতভাগা মারা যায়!

মুক্তি মিলে চিরতরে...

আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি,তার ভেতরের কুকুরটাকে দেখব বলে -                                               ...
02/01/2025

আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি,
তার ভেতরের কুকুরটাকে দেখব বলে -
সুনীল গঙ্গোপাধ্যায় 💔

আপনারাও এসবের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন.💔 🙂
01/01/2025

আপনারাও এসবের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন.💔 🙂

পাখিদের কোনো থার্টি ফার্স্ট'নেই। ওদের ঘুমাতে দিন। দেশটা পাখিদেরও। 🤍🥹
31/12/2024

পাখিদের কোনো থার্টি ফার্স্ট'নেই। ওদের ঘুমাতে দিন। দেশটা পাখিদেরও। 🤍🥹

31/12/2024
বাহ
28/12/2024

বাহ

*মেছো বিড়াল হত্যার দায়ে গ্রেফতার-২*বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা থেকে ঝিনাইদহের কা...
27/12/2024

*মেছো বিড়াল হত্যার দায়ে গ্রেফতার-২*
বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা থেকে ঝিনাইদহের কালীগঞ্জে নির্মম ও নিষ্ঠুরভাবে মেছোবিড়াল হত্যার অভিযোগে রাত ১ঃ৩০ ঝিনাইদহের কালীগঞ্জ থানায় মামলা দাখিল করা হয়। উল্লেখ্য গতকাল ২১ ডিসেম্বর, ২০২৪ অত্র বিভাগ থেকে জিডি করা হয়েছিল। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাকে আপনার সাহসী ও দ্রুত পদক্ষেপের জন্য। সাথে সাথে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় উপদেষ্টার সহকারী একান্ত সচিব, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক, বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা, বন সংরক্ষক, সামাজিক বন অঞ্চল, যশোর ও বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা মহোদয়, স্বেচ্ছাসেবক আদনান মীম এবং কালীগঞ্জ থানার সকল পুলিশ কর্মকর্তা-কর্মচারীদেরকে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে অপরাধীদেরকে গ্রেফতার করা গেছে। এটি একটি মাইলফলক হয়ে থাকবে। আশা করি এর মাধ্যমে ভবিষ্যতে বন্যপ্রাণীরা কিছুটা হলেও নিরাপত্তা পাবে।

24/12/2024

পৌষমেলায় গাড়ি সাবধানে চালাবেন বাচ্চারা রাস্তা পার হয়

সুখবরটা ছড়িয়ে দেওয়া হোক।।সেই বেড়াল হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। যাদের উদ্যোগে হয়েছে তাদের ধন্যবাদ জানাই। এই খবর ছড়...
21/12/2024

সুখবরটা ছড়িয়ে দেওয়া হোক।।
সেই বেড়াল হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। যাদের উদ্যোগে হয়েছে তাদের ধন্যবাদ জানাই। এই খবর ছড়িয়ে দিতে হবে। যারা বুঝে বা না বুঝে এসব করে, তাদের জানা দরকার এই নৃশংসতা শাস্তিযোগ্য অপরাধ। কেন অপরাধ তাদের বুঝিয়ে বলতে হবে। মানবতা জাগিয়ে তুলতে না পারলে সে বের হয়ে আবার করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অজস্র বিরক্তিকর উপাদানের মধ্যে এমন ভাল কাজও হয়। এইসব কাজে অংশীদার হোন। নিজের ভাল লাগবে। যাদের সন্তান আছে তারাও সঠিক মানুষ হিসেবে বড় হবে।

কে কী খায়, ব্যক্তিগত জীবনে কী করে - সেইসব খবর ভাইরাল হওয়া উচিত নয়, সমাজ পজিটিভলি বদলাতে পারে এমন নিউজ ভাইরাল হওয়া উচিত। সেই কাজটি করার দায়িত্ব - আমার, আপনার।

সে মাছ বিক্রি করে এবং অসহায় বিড়ালদের খাবার দেয়।
20/12/2024

সে মাছ বিক্রি করে এবং অসহায় বিড়ালদের খাবার দেয়।

Address

Chittagong

Telephone

+8801996259255

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eco Freak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share