23/01/2025
আপনি যখন রাস্তা থেকে একটা বিড়াল উঠিয়ে ঘরে আনবেন,
আপনার জন্যে হয়তো ও সময় কাটানোর জিনিস, বা ভালোবাসার জিনিস,
কিন্তু ওই বিড়ালটার জন্যে আপনি ওর পুরো পৃথিবী ❤️❤️
ওর সব কিছু ঘিরেই শুধু আপনি আর আপনি ই ❤️❤️
আপনি যখন ওকে ঘরে রাখবেন,ও আপনার বিছানায় আপনার গায়ের সাথে ঘেঁষে পরম মমতায় ঘুমাবে,
সারাক্ষণ আপনার ঘরে দৌড়াবে,আপনাকে দেখলে গা ঘসবে, ম্যাওম্যাও করবে একটু এটেনশনের জন্যে।
এটুকুই ওর পৃথিবী, এটুকুতেই খুশি ও ❤️❤️
তারপর এক সময় আপনি বুঝবেন আপনার বয়ফ্রেন্ড বিলাই পছন্দ করে না, আপনার বউ বিলাই দেখতে পারে না, আপনার বিয়া হয়ে গেলে আপনার আম্মা পাপ্পা বিলাই রাখতে পারবে না, আপনি পড়াশোনার সময়, সময় কাটাতে বিলাই আনছেন, এখন ক্যারিয়ার নিয়া বিজি ওরে সময় দিতে পারবেন না,
আপনার নিজের নাইলে বউয়ের বাবু হবে,বিলাই থাকলে বিলাইর মতো হবে, বাবু হইয়া গেলে বিলাইর লুম্বা পেটে গেলে বাবু ম ই রা যাবে,সিক হবে ( মনে হয় যাগো বিলাই নাই তারা সিক
হয় না)
অবশেষে....
তিন্দিনের আল্টিমেটাম দিবেনঃ কেউ এই বিলাই নেন,নাইলে রাস্তায় ছাইড়া দিমু, আমার বিলাই আমি যা মঞ্চায় করমু বইলা প্রত্যেকের কমেন্টে কাই জ্জা করবেন 🙂🙂🙂
তারপর ঠিকই ওরে ঘর থেকে বের করে দিবেন, তারপর কি হবে জানেন?
বে চারা যেহেতু ঘরে থেকে অভ্যাস,ক'দিন আপনার দরজায় ম্যাওম্যাও করবে, আপনি তো আর খুলবেন না,খুললেই তো আবার দায়িত্ব নেয়া লাগবে,
দু'দিন বিলাই আপনার দরজায় সাড়া না পেয়ে ক্ষুধায় ডাস্টবিনে ঘুরবে,ও তো জানেই না ওর অপরাধ কি!
ও জানেই না এই ডাস্টবিন থেকে ও কি খাবে!
তারপর কারো না কারো ঘরে ঢুকতে চেষ্টা করবে,
ফলাফল ওরে পি টায়ে পা কোমড় ভেঙে দিবে।
আপনার দরজায় আর এলো না,
আপনিও খুশি! আপদ উদ্ধার হলো আলহামদুলিল্লাহ ❤️
স্বস্থির নিঃশ্বাস ফেলবেন সোফায় বসে।
তারপর এক সময় বাচ্চাটার কি হবে তা প্রকৃতি ই জানে।
ভাই এমন ইনটেনশন থাকলে বিলাই পাইলেন না, বিলাইর মতো একদম রিয়েল পুতুল আছে সেগুলা নেন, সময়ও কাটবে, বয়ফ্রেন্ড ও প্যারা দিবে না।
তবে মনে রাখবেনঃ আজকে আপনি নিষ্পাপ যে প্রাণের ক্ষতি করছেন নিজ হাতে, প্রকৃতিও আপনাকে তার তিনগুণ ফিরিয়ে দিবে। এমনও হতে পারে, শেষ বয়সে আপনি একাকীত্বকে ধুকেধুকে ম/র/বেন ❤️❤️❤️
কালেক্টেড।