Home Bird Love

Home Bird Love The page is all about birds related videos.
(128)

26/11/2023
07/09/2023

এরে মনের দুঃখে হেতাগোরে কিয়া কয়তাম🤦‍♀️
এনদি ফলো দেয় আর
ওইনদি হেতেরা
ফলো চুরি করি
হালাই
😂

06/09/2023

আপনার পেজটি ঘুরে দেখলাম খুবই সুন্দর হয়েছে ।
সামনের দিকে এগিয়ে যান ।
শুভকামনা রইলো

05/09/2023

আপনার পেজটি ঘুরে দেখলাম খুবই সুন্দর হয়েছে ।
সামনের দিকে এগিয়ে যান।
শুভকামনা রইলো

03/09/2023

আসসালামু আলাইকুম
আপনার পেজটি ঘুরে দেখলাম খুবই সুন্দর হয়েছে । দোয়া করি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারেন । শুভকামনা রইলো

02/09/2023

আসসালামু আলাইকুম
আপনার পেজটি ঘুরে দেখলাম খুবই সুন্দর হয়েছে । দোয়া করি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারেন।শুভকামনা রইলো

01/09/2023

আপনার পেজটি ঘুরে দেখলাম খুবই সুন্দর হয়েছে । সামনের দিকে এগিয়ে যান শুভকামনা রইলো ।

01/09/2023

আপনার পেইজটি ঘুরে দেখলাম খুব সুন্দর হয়েছে। সামনের দিকে এগিয়ে যান শুভকামনা রইলো।

আলহামদুল্লিলাহ আমার পাখির  ডিম থেকে সব বাচ্চা ফুটেছে ও দের জন্য সবাই  দোয়া  করবেন ।
29/08/2023

আলহামদুল্লিলাহ আমার পাখির ডিম থেকে সব বাচ্চা ফুটেছে ও দের জন্য সবাই দোয়া করবেন ।

29/08/2023

আপনার পেজটি ঘুরে দেখলাম আসলে আমার খুব ভালো লেগেছে । আপনার জন্য শুভকামনা রইলো ।

29/08/2023

আপনার পেজটি ঘুরে দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ।সামনের দিকে এগিয়ে যান শুভকামনা রইলো ।

28/08/2023

আপনার পেজটি ঘুরে দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ।সামনের দিকে এগিয়ে জান শুভকামনা রইলো ।

27/08/2023

আপনার পেজটি ঘুরে দেখলাম খুবই সুন্দর হয়েছে ।দোয়া করি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারেন।শুভকামনা রইলো ।

27/08/2023

আপনার পেজটি ঘুরে দেখলাম খুবই সুন্দর হয়েছে । যাতে সামনের দিকে এগিয়ে যান এই দোয়া করি।

26/08/2023

আপনার পেজটি ঘুরে দেখলাম খুবই সুন্দর হয়েছে ।সামনের দিকে এগিয়ে যাও দোয়া রইলো

25/08/2023

আপনার পেজটি ঘুরে দেখলাম খুবই সুন্দর ।আপনি ও আমার পেজ টি তে ঘুরে আসেন প্লিজ

আপনি জানেন কি পাখির জন্য রসুনের উপকারিতাঃরসুনে রয়েছে- অ্যালিসিন নামক একটি প্রধান যৌগ রয়েছে, যা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ...
22/08/2023

আপনি জানেন কি পাখির জন্য রসুনের উপকারিতাঃ

রসুনে রয়েছে- অ্যালিসিন নামক একটি প্রধান যৌগ রয়েছে, যা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যে সমৃদ্ধ। এছাড়াও এটি ভিটামিন এবং পুষ্টিতেও সমৃদ্ধ। ভিটামিন বি১, বি৬, সি ছাড়াও এতে রয়েছে ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, কপার, সেলেনিয়াম এবং অন্যান্য প্রধান লবণ।

উপকারিতাঃ
জ্বর নাশক, ঠান্ডা ভাব দূর করে, এগ বাইন্ডিং প্রতিরোধক। আস্ত রেখে দিলে পোকা মাকড় আসে না।
শ্বাসনালী ও বুকের জীবানুকে ধংস করে,
এন্টিবায়োটিক ঔষধের মতো শরীরের ভেতর, এন্টিবডিজকে নষ্ট করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় না,শরীরে আক্রমনকারী জীবানুর সঙ্গে লড়াই করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়,ক্রিমির প্রতিরোধে,পাচন ক্রিয়াকে সুস্থ – সবল রাখে,পাকস্থলি ও অন্ত্রের কাজে টনিকের কাজ করে, রসুনের রস মিশ্রিত পানি স্প্রে করলে উকুন জাতীয় পরজীবির হাত থেকে রক্ষা পাওয়া যায়,হৃদযন্ত্র ও লিভারের উপকার করে,সর্দি-কাশির জন্য উপকারী, ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগের ঝুঁকি কমে যায়, ইনফেকশন ও ব্যাকটেরিয়া প্রতিরোধী ।

নিয়মঃ
১ লিটারে ২ চামচ রসুন বাটা মিশিয়ে ঐ পানি ছেকে খাওয়াতে পারেন খাবার পানি হিসাবে অথবা কুঁচি কুঁচি করে কেটে শাকসবজির সাথে মিক্স করে দিতে পারেন প্রতি মাসে ৫ দিন।

21/08/2023

বৃক্ষ মেলা 2023

20/08/2023

আলহামদুল্লিলাহ

🏵️🏵️🏵️🏵️ পাখি পালন নিয়ে কিছু কথাঃ❤️❤️❤️  ⭕আদরের পাখি গুলো পুষতে গেলে কিছু কথা জানা আবশ্যক।   কি কি বিষয় গুলো খেয়াল রাখা ...
20/08/2023

🏵️🏵️🏵️🏵️ পাখি পালন নিয়ে কিছু কথাঃ❤️❤️❤️

⭕আদরের পাখি গুলো পুষতে গেলে কিছু কথা জানা আবশ্যক। কি কি বিষয় গুলো খেয়াল রাখা জরুরি তাই নিয়ে ছোট্ট একটি আলোচনা তুলে ধরলাম।

🚩১/পাখির সীড মিক্সঃ সঠিক সীডমিক্স দেয়ার ক্ষেত্রে নজর দিতে হবে,শুধু চিনা, কাউন বা ধান কখনোই পাখির খাবার হতে পারেনা। সব রকম সীড মিক্স দিবেন তবে তৈল জাতীয় বীজ সপ্তাহে ১ বার বা মাসে দু বার দিতে পারেন এর বেশি না দেয়াই শ্রেয়। আর পাখির ফ্যাট জমলে একেবারেই বাদ🚫 বাজারে ভালো মানে সীড মিক্স প্যাকেটে পাওয়া যায় ওগুলো দিতে পারলে সব চেয়ে ভালো। আর খোলা আনলে আলাদা আলাদা কিনে ভাল করে ধু্য়ে শুকিয়ে প্রয়োজনীয় সব সীড মিক্স এক সাথে সংরক্ষণ করতে পারেন।

🚩২/খাঁচাঃ
খাঁচায় পার্চ দিতে হবে লম্বালম্বি ভাবে এবং মাঝ বরাবর। এর পর হাড়ি বা বক্স দিবেন। খেয়াল রাখবেন যেন পাখি হাড়ির মুখ পার্চের সাথে এমন ভাবে লাগানো থাকবে যেন পাখি খুব সহজে ওঠা নামা করতে পারে।পার্চ খুব নিচে বা উপরে না,মাঝে বরাবর দিবেন। বাজরিগারের জন্য আদর্শ খাচাঁর মাপ -"২০*১৮*১৮ "
এই সাইজের খাঁচা দিলে সব চেয়ে ভাল হয় , বড় দিতে পারলে খুবই ভালো।খাঁচা পরিষ্কার রাখতে হবে,আর খাঁচা জং ধরা অপরিষ্কার হলে নতুন খাঁচা অথবা খাঁচা পরিষ্কার করে নতুন রং লাগিয়ে শুকিয়ে নিবেন।

🚩 ৩/শাক-সবজীঃ পাখির সু- স্বাস্থ্যের জন্য খুবই সবুজ শাক সবজী খুবই গুরুত্বপূর্ন, তাই পুঁই শাক ব্যাতিত যে কোনো শাক দিতে পারেন তবে সপ্তাহে দু দিনের বেশি শাক দিবেন না। শাক হিসেবে কলমি ও পালং শাক বেস্ট আমার কাছে। কলমি শাক ২-৪ দিন ও দেয়া যায়। সবজীতে আলু বাদে বাকি সব্জী ভাল ভাবে ধুয়ে কুচি করে কেটে বা গ্রীডারে গ্রীড করে দিবেন। এর সাথে সেদ্ধ ডিম দিলে হয়ে যেতে পারে মজাদার সফট ফুড।

🚩৪/ ফুটানো পানিঃ বিশুদ্ধ পানি নিশ্চত করতে হবে,প্রতিদিন নতুন পানি দিবেন। যে কোনো দ্রবন সিজন বুঝেও দিতে পারেন তবে সে ক্ষেএে ৬ ঘন্টার বেশি রাখা যাবে না।

🚩৫/অঙ্কুরিত বীজ বা স্পাউটঃ খুবই পুষ্টিকর একটা খাবার। বানানো খুবই সহজ। সীড মিক্স নিয়ে ভাল করে ধুয়ে একটা বাটিতে নিয়ে অল্প পানিতে ভিজিয়ে রাখুন। এমন ভাবে রাখবেন যেন বীজ ও পানি সমান সমান হয়। একটু পর পর স্প্রে করুন অঙকুর বের হওয়া অবদি। অঙকুর বের হলে নিয়ম করে একটু পর পর স্প্রে করুন। একটু বড় হলেই ভাল করে ধুয়ে খেতে দিতে পারেন।

🚩৬/এলোভেরাঃ এলোভেরা পাখির জন্য খুবই উপকারী, বিশেষ করে গরমে পাখির শরীর ঠান্ডা রাখে। স্ট্রোক থেকে বাচাঁবে, শরীর সতেজ রাখবে। এলোভেরা জেল পানিতে মিক্স করে দিবেন ৬ ঘন্টা রাখার পর বের করে নরমাল পানি দিবেন।

🚩৭/ নিম পাতাঃ ন্যাচারাল ঔষধি গাছ হিসেবে নিমের পাতা কতটা কার্যকরি তা আমরা সবাই জানি। পাখির জন্যও অনেক উপকারি এই পাতা ও ডাল। এর ডাল পার্চ হিসেবে খুবই ভালো। বাজরিগার পাখি চঞ্চল পাখি তাই সে নরম কিছু পেলে ঠোট দিয়ে কুটি কুটি করে কাটে। আর ফিমেল পাখি ডিম পারার সময় হলে ওই খাচাঁ ঠোট দিয়ে কাটতে চায়। তাই অন্য ডালের চেয়ে নিমের ডাল দিলে ও কাটলেও ওর জন্য উপকার।
নিম পাতা একইভাবে গরম পানিতে দিয়ে বাদামি হয়ে এলে এই রস পাখিকে দিতে পারেন। অবশ্য সপ্তাহে একদিনের বেশি নয়! তবে কৃমি সমস্যা টানা ৩দিন দিলে উপকার পাবেন। এ ছাড়া মাইটস সমস্যায় এই নিমের দ্রবন স্প্রে করে গোসল দেয়াবেন।

🚩৮/তুলসি পাতাঃ তুলসি দ্রবন অনেক উপকারি দ্রবন ঠান্ডা জনিত সমস্যা নিরাময়ে এটা খুবই কার্যকরি,সাথে আদা কুঁচি আর মধু মিশিয়ে তুলসি চা করে দিবেন যা পাখির ঠান্ডা জনিত সমস্যা দুর করবে।

🚩৯/সজনে পাতাঃ সজনে পাতা করা রোদে শুকিয়ে গুড়ো করে সংরক্ষন করে রাখবেন যখন লাগবে হালকা গরম পানিতে মিশিয়ে জুস বানিয়ে দিবেন বা সফট ফুডে মিক্স করে দিবেন। এতে ক্যালসিয়ামের ঘাটতি পুরন হবে। এ ছাড়া পাতা ছিড়ে ভাল করে ধুয়ে দিলেও খাবে। সজনেপাতা আর সজনে ডাটা ভিটামিন,ক্যালয়াসিয়াম সহ পাখির দেহের জন্য প্রয়োজনোয় পুষ্টির আধার,তাই সপ্তাহে ২-৩ দিন সজনে পাতা সরবরাহ নিশ্চিত করবেন।

🚩১০/পাখির গ্রীডঃ
বাজরিগার পাখি গ্রীড হিসেবে লাইম স্টোন গুড়া, ক্যাটল ফিস বোন গুড়া,শামুক ঝিনুক গুড়া, ক্যালসিয়াম টনিক, মিনারেল ব্লক ইত্যাদি দিতে পারেন।

⛔সচেতনতাঃ

বছরে ৩বারের বেশী পাখিকে ব্রীডে দিবেন না,অধিক প্রজনন পাখির জন্য মৃত্যু পর্যন্ত বয়ে আনতে পারে।
কম বয়সী পাখিকে ব্রীডে দেয়া থেকে বিরত থাকুন। ভাল থাকুক সকলের পাখি এই কামনায় আজ এ পর্যন্তই।

Home Bird Lover

19/08/2023

মুরগির কান্ড দেখুন ।

18/08/2023

Good morning

17/08/2023

দেখুন কি সুন্দর লাগছে ।

V paid Cockatiel Pakhi.👍
07/08/2023

V paid Cockatiel Pakhi.👍

06/08/2023

বৃষ্টি ।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Home Bird Love posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category