Tasim’s pet brid

Tasim’s pet brid Follow This page �
(1)

  ❤️
07/01/2024

❤️

চলে গেল নতুন ঠিকানায় 🥲
19/08/2023

চলে গেল নতুন ঠিকানায় 🥲

Nibrash ❤️red factor painapple conure
02/10/2022

Nibrash ❤️red factor painapple conure

আদশ মা❤️
02/10/2022

আদশ মা❤️

02/10/2022
Cenamon parl  I keep birds. Those of you who need birds, please contact me
24/05/2022

Cenamon parl I keep birds. Those of you who need birds, please contact me

Cat 🐈  I keep birds. Those of you who need birds, please contact me
24/05/2022

Cat 🐈 I keep birds. Those of you who need birds, please contact me

Allah humma barik❤️
24/05/2022

Allah humma barik❤️

ঈদ মোবারক🌙তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!❤️
02/05/2022

ঈদ মোবারক🌙

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!❤️

Red factor painapple conure baby tame🔥Mashallah Allah humma barik 😊Omar Solaiman Mohotasim
19/04/2022

Red factor painapple conure baby tame🔥
Mashallah
Allah humma barik 😊
Omar Solaiman Mohotasim

19/04/2022

Red factor painapple conure
Age:2.5 month
Name is nibru 🔥

03/04/2022

দুষ্ট মেয়ে👩‍🍳

03/02/2022

Running female Cenamon paral
Age:1.5 year
Location:pahartoli,shoraipara, Chittagong
Mobile:01638610665

🇵🇰😀
22/11/2021

🇵🇰😀

26/08/2021

Alhamdulillah
First dim ar baccha ...in sha allah baki ghula ow futbe....
Red factor painapple conure ❤️

26/08/2021

Red factor painapple conure ❣️
Mash’s Allah

Mash’s Allah 😊
18/08/2021

Mash’s Allah 😊

07/08/2021

Follow this page Tasim’s pet bird

#সচেতনতামূলক পোষ্টঃ

অসম্ভব প্রিয় ও ভালাবাসার পাখিদের জন্য কিছু প্রয়োজনীয় পদক্ষেপ সব সময় মাথায় রাখা উচিত। আরও ভাল হয় যদি আমরা পাখির খাঁচাগুলোকে ৩/৪ ফুট উপরে রাখতে পারি, মহান আল্লাহ্ তা’আলা সবার ভালবাসার পাখিকে সুস্হ ও ভাল রাখুক!!!

ক) ইঁদুরঃ

১)গোল মরিচের ব্যবহারঃ
গোলমরিচের গন্ধ ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না। গোলমরিচের ঝাঁজ পূর্ণ ঘ্রাণ ইঁদুরের ফুসফুসে গেলে শ্বাস নিতে পারে না ইঁদুর।আর একারণে খুব সহজেই মারা পড়ে। যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব বেশী বা ইঁদুরের আবাস রয়েছে মনে করছেন সেসকল স্থানে গোলমরিচ গুঁড়ো করে ছড়িয়ে রাখুন।

২)তেজপাতার ব্যবহারঃ
তেজপাতা খুবই উপকারী একটি মসলা যা প্রত্যেকের ঘরেই রয়েছে।তেজপাতাকে ইঁদুরেরা নিজেদের খাবার মনে করে।কিন্তু তেজপাতা খাওয়ার পর তারা এটি হজম করতে পারে না একেবারেই।তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে রাখুন উপদ্রবের স্থানগুলোতে কিছুদিনের মধ্যেই ঝামেলা থেকে মুক্তি পাবেন।

৩)পেঁয়াজের ব্যবহারঃ
পেঁয়াজের অনেক গুনের মধ্যে আরও একটি অসাধারণ গুন হচ্ছে, পেঁয়াজ দিয়ে খুব সহজেই ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়।পেঁয়াজের উপাদান ইঁদুর হজম করতে পারে না।কিন্তু ইঁদুর খুব সহজেই পেঁয়াজে কামড় দিয়ে বসে। ইঁদুর যেখানে রয়েছে বলে মনে করছেন সে সকল স্থানে পেঁয়াজ টুকরো করে রেখে দিন।কিছুদিনের মধ্যেই ইঁদুর আর দেখতে পবেন না ঘরে।

খ)তেলাপোকাঃ

যা যা লাগবেঃ
>২০ গ্রাম বোরিক এসিড (যে কোনো ফার্মেসীতে পাওয়া যাবে)- ১টেবিল চামচ আটা-পরিমাণ মতো পানি

পদ্ধতিঃ
>সমপরিমাণে বোরিক এসিড ও আটা একসাথে ভালো করে মিশিয়ে নিন।এরপর এতে অল্প অল্প করে পানি যোগ করতে থাকুন।
>সাবধানে হাত দিয়ে আটা মাখাতে থাকুন রুটির ডো তৈরির মতো।বেশী নরমও না এবং বেশী শক্তও নয় এমন ডো তৈরি করে নিন।
>এরপর এই ডো দিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিন।এবং এই ছোট ছোট বল ঘরের কোণে এবং তেলাপোকা আসার স্থানে ছড়িয়ে দিন রাতের বেলা।
>৩দিন বা এক সপ্তাহ পরে পরীক্ষা করে দেখুন।দেখবেন এই খাবারটি খেয়ে তেলাপোকা মারা পড়েছে।

গ)মশাঃ

১)রসুনের ব্যবহারঃ
রসুন হচ্ছে মশার চিরশত্রু।কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে ছেঁচে পানিতে ফুটিয়ে মিশ্রন তৈরি করে নিন।এই মিশ্রণ একটি স্প্রে বোতলে ভোরে নিয়ে জানালা,দরজার ফ্রেমে,ঘরের কোনায় ভালো করে স্প্রে করে দিন।দেখবেন মশার উপদ্রব থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন।

২)পুদিনার ব্যবহারঃ
জার্নাল অফ বায়োরিসোর্স টেকনোলোজির গবেষণা মতে তুলসির মতো পুদিনা পাতারও রয়েছে মশা দূরে রাখার ক্ষমতা।শুধু মশাই নয় পুদিনার গন্ধ অনেক ধরণের পোকামাকড়কে ঘর থেকে দূরে রাখে।পুদিনা পাতা ছেঁচে নিয়ে পানিতে ফুটিয়ে নিন।এই পানির ভাপ পুরো ঘরে ছড়িয়ে দিন।দেখবেন ঘরের সব মশা পালিয়েছে।

৩)তুলসির ব্যবহারঃ
একটি গবেষণায় পাওয়া যায় তুলসি পাতা মশার লার্ভা ধ্বংস করতে এবং মশা দূরে রাখতে বিশেষ ভাবে কার্যকরী।তাই মশাকে দূরে রাখতে ঘরে রাখতে পারেন তুলসি গাছ।এটি আপনার ঘর থেকে মশার উপদ্রব কমাবে।

ঘ)পিঁপড়াঃ

১)ভিনেগারের ব্যবহারঃ
সমপরিমাণ পানি ও ভিনেগার একসাথে মিশিয়ে নিন ভালো করে।একটি স্প্রে বোতলে এই মিশ্রন ভরে নিয়ে ঘরের যে স্থান দিয়ে পিঁপড়া ঘরে ঢোকে সেই সব স্থানে ভালো করে স্প্রে করে দিন।ব্যস,পিঁপড়া আর আসবে না।

২)লবণের ব্যবহারঃ
সবচাইতে কম খরচে পিঁপড়ার হাত থেকে রেহাই পেতে গরম পানিতে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর তা স্প্রে বোতলে ভরে নিয়ে যেখানেই পিঁপড়া দেখবেন সেখানে স্প্রে করুন।সমস্যার সমাধান পাবেন।

৩)গোল মরিচের ব্যবহারঃ
গোল মরিচ গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে একই পদ্ধতিতে সব স্থানে স্প্রে করেও পিঁপড়ার হাত থেকে রেহাই পেতে পারেন।

৪)সাবানের ব্যবহারঃ
সাবানের কেমিক্যাল পিঁপড়ার জন্য ক্ষতিকর।তাই স্প্রে বোতলে সাবান পানি ভরে নিয়ে পিঁপড়া ঢোকার সবস্থানে স্প্রে করে রাখুন।

৫)লেবুর ব্যবহারঃ
লেবুর সাইট্রিক অ্যাসিড পিঁপড়ার মারতে সক্ষম।লেবুর রসের সাথে পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। যেখানেই পিঁপড়া দেখবেন স্প্রে করে দিন।

৬)কর্ণফ্লাওয়ারের ব্যবহারঃ
পিঁপড়া কর্ণফ্লাওয়ার হজম করতে পারে না।পিঁপড়ার উপরে কর্ণফ্লাওয়ার খানিকটা ছিটিয়ে দিলে পিঁপড়া খাবে ঠিকই কিন্তু হজম করতে পারবে না।এতে করেও রেহাই পাবেন যন্ত্রণা থেকে।

৭)রসুনের কোয়া এবং দারুচিনিঃ
রসুন ও দারুচিনির গন্ধও পিঁপড়া সহ্য করতে পারে না। তাই সব স্থানে রসুনের কোয়া বা দারুচিনি দিয়ে রাখুন। ঝামেলা থেকে রেহাই পাবেন।

সংগৃহিত

পাখির রুমে কি মশা বেশি বিরক্ত করছে?? এই বিরক্তি আর নয় আপনাদের জন্য নিয়ে এলাম সমাধান🥰-উপাদান: লেবু ও লবঙ্গে। আমরা সাধারণত...
29/07/2021

পাখির রুমে কি মশা বেশি বিরক্ত করছে??

এই বিরক্তি আর নয় আপনাদের জন্য নিয়ে এলাম সমাধান🥰
-
উপাদান: লেবু ও লবঙ্গে। আমরা সাধারণত লং ও বলে থাকি।

লেবু ও লবঙ্গের ব্যবহারঃ একটি গোটা লেবু গোল গোল করে কেটে নিন এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেক গুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গে পুরোটা ঢুকাবেন শুধুমাত্র লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে। এরপর লেবুর টুকরা গুলো একটি প্লেটে করে পাখির ঘর বা আপনার রুমের কোণায় কোণায় রেখে দিন। চাইলে খাচার আশে পাশে ও দিতে পারেন।
ব্যস এতে বেশ কয়েকদিন মশার অত্যাচার থেকে মুক্ত থাকতে পারবেন😊

এই পদ্ধতিতে ঘরের মশা একেবারেই দূর হয়ে যাবে। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন। এতে করে মশা ঘরেই ঢুকবে না।

সবাই সুস্থ থাকুন সাবধানের থাকুন এবং মাস্ক পরিধান করুন❤️🐦

কোপা আমেরিকার শিরোপা জিতলো আর্জেন্টিনা 😍আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে অভিনন্দন
11/07/2021

কোপা আমেরিকার শিরোপা জিতলো আর্জেন্টিনা 😍আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে অভিনন্দন

নীরঘুম রাত😀Allah hummma barik❤️Tasim’s pet bird 🦅
27/06/2021

নীরঘুম রাত😀
Allah hummma barik❤️
Tasim’s pet bird 🦅

19/06/2021

1 years ago❤️

Tasim’s pet bird 🦅
16/06/2021

Tasim’s pet bird 🦅

13/06/2021

Alhamdulillah ❤️

10/06/2021
❤️
10/06/2021

❤️

Address

Pahartali
Chittagong

Telephone

01638610665

Alerts

Be the first to know and let us send you an email when Tasim’s pet brid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tasim’s pet brid:

Videos

Share

Category