Hriddhommo - ঋদ্ধম্ম Pet Heaven Ctg

Hriddhommo - ঋদ্ধম্ম Pet Heaven Ctg *Foster *Gromming *Vaccine *Vet Consultancy
(1)

ঈদ মোবারক 🌙 াহা'২৪
16/06/2024

ঈদ মোবারক 🌙

াহা'২৪

Bruno says: Duty is beauty 🤪He is carefully manning security at the gate😊 and I am guarding him🙂
29/05/2024

Bruno says: Duty is beauty 🤪

He is carefully manning security at the gate😊 and I am guarding him🙂

07/05/2024

প্রিয় শুভাকাঙ্ক্ষী!

আসসালামু আলাইকুম

আপনাদের সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফোস্টারের মান উন্নয়ন(ডেকোরেশন) ও দক্ষ ম্যানেজমেন্ট নির্ধারণের জন্য আগামী ১০ মে, ২০২৪ হতে জুলাই,২০২৪ পর্যন্ত সকল প্রকার ফোস্টার সেবা বন্ধ থাকবে।

উক্ত অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সেই সাথে আপনাদের জানিয়ে রাখছি, ইনশাআল্লাহ আমরা উক্ত ২-৩ মাসের মধ্যে আমাদের সকল ধরনের ফ্যাসিলিটিজ আরও উন্নত করতে পারব।

আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ।

Hriddhommo - ঋদ্ধম্ম Pet Heaven Ctg

Premium Cat cabin in Cat foster Room.
24/04/2024

Premium Cat cabin in Cat foster Room.

মনে আছে লালাুল কথা!😁আমাদর শুভাকাঙ্ক্ষী রা কিন্তু লালাুর কথা কখনোই ভুলবে না😛লালুকে এইবারে ভ্যাক্সিন দেওয়ার সুযোগ হয়েছে আম...
24/04/2024

মনে আছে লালাুল কথা!😁

আমাদর শুভাকাঙ্ক্ষী রা কিন্তু লালাুর কথা কখনোই ভুলবে না😛

লালুকে এইবারে ভ্যাক্সিন দেওয়ার সুযোগ হয়েছে আমার।

দী্র্ঘদিন ধরে লালু ও তার মালিক তুলি দিদি আমাদের ফোস্টার সহ নানা সেবা নিয়ে আসছেন। এবারে আমরা তার ভ্যাক্সিনেরও দায়ীত্বটাও পেলাম।

খুব আদুরে ও লক্ষী একটা বাচ্ছা লালু🥰 ধন্যবাদ জানাই তুলি দিদিকে আমমাদের উপর ভরসা রাখার জন্য। ইনশাআল্লাহ Hriddhommo - ঋদ্ধম্ম এর সেবা ও মান দিন দিন আরও বৃদ্ধি ও উয়্ন্নয়ের লক্ষ্যে আমরা আরও সতেষ্ট থাকব।

ম. তোফায়েল আহমেদ
সিইওঃ Hriddhommo - ঋদ্ধম্ম Pet Heaven Ctg

  কক্সবাজারের এই ২টি কুকুরকে রেস্কিউ করতে সহযোগিতা করুনbkash/nagad: 01977032958Reference: cox2dogকেইস ১গত আগষ্টের ২২ তার...
20/09/2023



কক্সবাজারের এই ২টি কুকুরকে রেস্কিউ করতে সহযোগিতা করুন
bkash/nagad: 01977032958
Reference: cox2dog

কেইস ১
গত আগষ্টের ২২ তারিখ একজন আপু কক্সবাজার উখিয়া সোনাপাড়া বাজারস্থ একটি প্যারালাইজড কুকুরের পোস্ট দেয়। সেই থেকে আমি বিভিন্নজনের সাথে খবরাখবর রেখে কুকুরটির খোঁজ-খবর নেওয়া চালিয়ে যাই। আজকে সেঁজুতি আপু ঐ জায়গায় গিয়ে কুকুরটির বর্তমান ভিড়িও আমাকে পাঠায়।
বর্তমানে কুকুরটির অবস্থা ভালো, আপু ওর ক্ষতস্থানে নেবানল পাউড়ার, কিছু খাবার ও আশে-পাশের মানুষদের বলে আসে যেন একটু খাবার দেয়।
পোস্ট লিংকঃ
https://m.facebook.com/groups/295340471219980/permalink/1489133358507346/?mibextid=Nif5oz

কেইস ২
আজকে চট্টগ্রামের একটি গ্রুপে একজন পোস্ট করেন ইনানী বিচে একটি কুকুর এক্সিডেন্ট করে পড়ে আছে, এই কুকুরটির সেইম অবস্থা। আগামীকাল সকালে আমাকে ছবি+ভিড়িও পাঠাবেন। ছবি-ভিড়িও আমিও কমেন্টে এ্যাড করে দিব।
পোস্ট লিংকঃ
https://www.facebook.com/groups/643367930466543/permalink/877831840353483/?mibextid=Nif5oz

যেহেতু আমি উখিয়ার কুকুরটিকে রেস্কিউ করার সিদ্ধান্ত নিয়েছি, পাশাপাশি ইনানী বিচের কুকুরটিকেও রেস্কিউ করতে চাই। কেননা একটি কুকুরের জন্যে যা ট্রান্সপোর্ট খরচ যাবে, ২ টি কুকুরের ক্ষেত্রেও তাই। আমি গাড়ীর ড্রাইভারের সাথে কথা বলেছি, উখিয়া হতে চট্টগ্রাম ৯ হাজার টাকা ভাড়া চায়।

যতটুকু ফান্ড দরকার হবে তার বিবরণীঃ

*ফস্টার হতে নতুন ব্রিজ ১০০ টাকা
*চট্টগ্রাম হতে কক্সবাজার যাতায়ত ৬০০✘২=১২০০ টাকা
*কক্সবাজার হতে উখিয়া ৩৫০ টাকা
*উখিয়া হতে চট্টগ্রাম ৯,০০০ টাকা
*ভেট ও ট্রান্সফোর্ট ও মেডিসন ৩ হাজার টাকা(কমবেশি)

মোটঃ ১৩,৬৫০ টাকা
bkash/nagad: 01977032958
Reference: cox2dog
রেস্কিউয়ের পরর্র্তী পোস্টে খরচের আপডেট পুনরায় জানিয়ে দেওয়া হবে।

কুকুর গুলোর অবস্থা দিন দিন খারাফ হচ্ছে, যত দ্রুত সম্ভব ওদেরকে চট্টগ্রামে নিয়ে এসে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে চাচ্ছি। আপনারা সকলে সামর্থ্যানুযায়ী সহযোগিতা করলে আশা করি কুকুরগুলো চিকিৎসা পাবে।


  update:GSD পিওর ব্রিডের এই আদুরে বাচ্চাটার নাম Bruno. অনেক লক্ষী একটা বাচ্চা। ওর সাথে আমার ২য় বারের মত দেখা। ওর মালিক ...
16/09/2023

update:

GSD পিওর ব্রিডের এই আদুরে বাচ্চাটার নাম Bruno. অনেক লক্ষী একটা বাচ্চা।
ওর সাথে আমার ২য় বারের মত দেখা।

ওর মালিক গত মাসে আমাদের সাথে যোগাযোগ করেন ওকে ট্রেইন করানোর জন্যে।
১ম দিন আমরা ওর সাথে পরিচিত হয়ে একটা ভাব-বিনিময় করি, ২য় দিন ওর ১ম সেশন শুরু হয়। ১১মাস বয়স তার। এমতাবস্থায় ট্রেইনিং করানো একটু কষ্টসাধ্য, দেরীতে হলেও ইনশাআল্লাহ আমরা সফল হবো এই প্রত্যাশা রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিয়মিত ফোস্টার, পোস্ট অপারেটিভ কেয়ার, ভ্যাক্সিন, গ্রুমিং এর পাশাপাশি আমরা এখন Dog training, Dog Walking ও চালু করেছি। সকলে আমাদের জন্যে দোয়া করবেন, আমরা যেন আপনাদের পোষা প্রাণীর কথা চিন্তা করে আমাদের সেবা ও মান আরও প্রসার করতে পারি।

আমাদের সেবা পেতে আপনার প্রয়োজন জানিয়ে ইনবক্সে নক করুন, অথবা সরাসরি মেসেজ করতে পারেন হোয়াটস এ্যাপে ‎​01977-032958

আমাদের ঠিকানাঃ

কালামিয়া বাজার, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়(বোর্ড অফিস), হাজ্বী আলিমুদ্দীন সড়ক/বাড়ি, মসজিদ এ আয়েশা গলি। প্রয়োজনেঃ 01752414511

09/09/2023

জিইসি ও.আর.নিজাম রোড়ের ৩টা কুকুর কে স্ট্রেলাইজেশন ও ফোস্টারে রেখে পোস্ট অপারেটিভ কেয়ারের পর একটু আগেই বোয়ালখালী কদুরখীল, চৌধুরীহাটে উনাদের একটা ফার্মে রিলোকেট করে রওনা দিয়েছি।

বিনা পারিশ্রমিকে টানা ১০/১১ দিন আমি আমার জায়গা হতে বেস্ট কেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু তারপরও উনাদের দুর্ব্যবহার লাইভে এসে শেয়ার না করে পারলাম না।

মানুষ যে এত অকৃতজ্ঞ হতে পারে তা আমার এই ২জন ফোস্টার ক্লায়েন্টের সাথে পরিচয় না হলে কখনোই বুঝতে পারতাম না।

09/09/2023

স্ট্রেলাইজেশন ও পোস্ট অপারেটিভ কেয়ারের পর ১টা ছেলে-২টা মেয়ে কুকুরকে বোয়ালখালী রিলোকেট করা হচ্ছে।

Hriddhommo - ঋদ্ধম্ম ফোস্টারে আসার পরবর্তী দিনে সবাই পরিবেশের সাথে এ্যাডাজস্ট হয়ে গিয়েছে, আগামীকাল বাচ্চাগুলোকে স্ট্রেলা...
31/08/2023

Hriddhommo - ঋদ্ধম্ম ফোস্টারে আসার পরবর্তী দিনে সবাই পরিবেশের সাথে এ্যাডাজস্ট হয়ে গিয়েছে, আগামীকাল বাচ্চাগুলোকে স্ট্রেলাইজেশন করে পোস্ট অপারেটিভ কেয়ারের পর রিলোকেট করা হবে।
ক্লায়েন্টের পাশাপাশি আমাদের কেয়ার গিভার, স্টাপ, এডমিন সবার পরিশ্রম অনেক। আমরা চেষ্টা করছি তাদের জনসংখ্যা কমানোর, এমন ভালো কাজগুলোতে অংশীদার হতে পেরে আমরা সব সময়ই আনন্দিত।
আপনার পোষা প্রাণী কিংবা স্ট্রে প্রাণীদের জরুরী যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, ইনশা-আল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করব।

এছাড়াও আমাদের রয়েছে অপারেশন পরবর্তী পোস্ট-অপারেটিভ কেয়ার। কুকুরদের হাঁটানের ব্যবস্থা, ট্রেইনিং, ভ্যাক্সিন, গ্রুমিং সহ নানান সার্ভিস।

আমাদের সেবা পেতে আপনার প্রয়োজন জানিয়ে ইনবক্সে নক করুন, অথবা সরাসরি মেসেজ বা কল করতে পারেন হোয়াটস এ্যাপে 01977-032958

আমাদের ঠিকানাঃ

কালামিয়া বাজার, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়(বোর্ড অফিস), হাজ্বী আলিমুদ্দীন সড়ক/বাড়ি, মসজিদ এ আয়েশা গলির। প্রয়োজনেঃ 01752414511

  Bkash/Nagad: 01977032958 Reference: Jonকুকুরটির নাম জন, বয়স প্রায় ৮-১০ বছর হবে। মাশা-আল্লাহ ওর শরীর-স্বাস্থ্ বেশ ভাল। ...
27/08/2023



Bkash/Nagad: 01977032958
Reference: Jon

কুকুরটির নাম জন, বয়স প্রায় ৮-১০ বছর হবে। মাশা-আল্লাহ ওর শরীর-স্বাস্থ্ বেশ ভাল। আমি ওকে নিয়মিত দেখছি ২০১৬ সাল থেকে। চট্টগ্রাম চকবাজার কেয়ারির মোড় হতে পেরেড় কর্ণার সহ আশে-পাশের এলাকা দাফিয়ে বেড়ায় সে। চকবাজার টং চায়ের দোকানে আসা আশে-পাশের স্কুল-কলেজ পড়ুয়া এমন কোন ছাত্র-ছাত্রী নেই যারা কিনা জন নামের এই কুকুরটিকে একবার হলেও দেখেননি। বলা যায় সে আলফা এবং সবার প্রিয় একটি কুকুর।

কিন্তু দুঃখের বিষয় কিছুদিন আগে থেকে সে অন্যান্য কুকুরদের সাথে মা*রা*মা*রি করে বেশ জ*খ*ম হয়। আমার পরীক্ষা ও পারিবারিক কাজে ব্যস্ত থাকায় গত সপ্তাহে চকবাজারে তেমন যাওয়া-আসা হয়নি।

গত পরশু থেকে অন্তু দাদা, বন্ধু মুবিন, ছোটভাই সাজ্জাদ মিলে বেশ কয়েকবার ফোন দিয়ে আমাকে বিষয়টি অবগত করলে গতকাল গিয়ে দেখি জনের অবস্থা খুব তেমন একটা ভালো নয়। অনেক দুর্বল হয়ে পড়েছে সে। পিটস্টপ এর সামনে এক জায়গায় স্থির হয়ে বসে আছে। আগের চঞ্চল সেই জন আর এই জনের মাঝে অনেক তফাৎ।

ডান পাশের ঘাড়ের একপাশ পুরো এবং মুখের চোয়াল পুরোটা ম্যাগট্স এ খে*য়ে ফেলেছে। এমতাবস্থায় আমরা সবাই মিলে সবার সামর্থ্যানুযায়ী ফান্ড ম্যানেজ করে মেডিসিন কিনে আমি প্রাইমারী ট্রিটমেন্ট দেওয়া শুরু করি।

আপাদত ওকে জীবাণুনাশক দিয়ে ক্লিন করে ড্রেসিং করা হয়েছে। আগামীকাল ওকে ভেট দেখিয়ে নিয়মিত ড্রেসিং করা শুরু করব।

গতকাল ৩৮৫ টাকার ঔষুধ কেনা হয়েছে, যা আমরা কয়েকজন মিলে বহন করেছি।

আগামীকাল ওকে ভেট দেখিয়ে ফোস্টারে রেখে ট্রিটমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছি। ভেট ফি, মেডিসিন, ট্রান্সফোর্ট প্রায় ২০০০-২৫০০ হাজার টাকা এবং ১৫ দিনের ফোস্টার বিল ৩০০০ টাকা, মোট ৫০০০/৫৫০০ টাকার মত প্রয়োজন।

সবাই মিলে সামর্থ্যানুযায়ী সহযোগিতা করলে আশা করছি জন আবার সুস্থভাবে চলাফেরা করতে পারবে।

আজকের মেডিসিনের বিল ছবিতে বিস্তারিত দেওয়া আছে। আগামী খরচের আপডেট পরবর্তী পোস্টে জানিয়ে দেওয়া হবে।

# # এর আগেও বেশ কয়েকবার জন আ*হ*ত হয়েছে নানানভাবে, প্রতিবার আমি ওকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করেছি। কিন্তু এবারের ক্ষ*ত বেশ বড় ও গভীর এবং সে খুব দুর্বল হয়ে পড়েছে যার কারণে তাকে প্রাইমারি কোন ট্রিটমেন্টে কাজ হবেনা।

আশা করছি সকলে মিলে জনকে সুস্থ করে তুলতে সসহযোগিতা করবেন।


পোস্ট অপারেটিভ কেয়ার আপডেটঃ 13.08.23বিড়ালটির নাম গুড্ডু, যদিও সে স্ট্রে কিন্তু খুব আদুরে ও লক্ষী একটা বাচ্চা। ওর কেয়ার ন...
13/08/2023

পোস্ট অপারেটিভ কেয়ার আপডেটঃ 13.08.23

বিড়ালটির নাম গুড্ডু, যদিও সে স্ট্রে কিন্তু খুব আদুরে ও লক্ষী একটা বাচ্চা। ওর কেয়ার নেওয়ার সময়ে একবারও মনে হয়নি সে স্ট্রে ক্যাট। ও থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরিয়ার একটি মুরগির দোকানের আশেপাশে।

দীর্ঘদিন ধরে ওর বেশীকিছু সমস্যা দেখা দিচ্ছিল, কয়েকবার CVASU তে দেখানোর পর ভেট হার্নিয়া সমস্যা বলে জানায়। ওকে গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিদ্যালয়ের কয়েকজন আপু ভেট দেখিয়ে আমাদের ফোস্টারে নিয়ে আসে। ভেট গতকাল ওর সার্জারীর ডেইট দেয়। সার্জারি করানোর পর পুনরায় পোস্ট অপারেটিভ কেয়ারে ফোস্টারে নিয়েন আসেন।

বর্তমানে ও আমাদের ফোস্টার কেয়ারে রয়েছে, ওর চিকিৎসা+ফোস্টার বিল ও যাবতীয় খরচ বহন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রুমপা আপু ও সাঈদা আপুসহ তাদের পরিচিত অন্যান্য শিক্ষার্থীরা।

বর্তমানে নিয়মিত আমাদের ফোস্টারে সুস্থ কুকুর-বিড়াল ফেস্টারের পাশাপাশি অসুস্থ কুকুর-বিড়ালও পোস্ট অপারেটিভ কেয়ারে আসছে। যাদের আমরা অন্যান্য কুকুর-বিড়াল হতে আলাদা রেখে কেয়ার নিচ্ছি।

এছাড়াও আমাদের অন্যান্য সার্ভিসগুলোও যথারীতি বিদ্যমান রয়েছে। জরুরী প্রয়োজনে আমাদের সেবা পেতে আপনার প্রয়োজন জানিয়ে ইনবক্সে নক করুন,
অথবা সরাসরি মেসেজ করতে পারেন হোয়াটস এ্যাপে 01977-032958

আমাদের ঠিকানাঃ

কালামিয়া বাজার, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়(বোর্ড অফিস), হাজ্বী আলিমুদ্দীন সড়ক/বাড়ি, মসজিদ এ আয়েশা গলির। প্রয়োজনেঃ 01752414511

Pogo - পোগুVet. Aslam Hoassain ভাইয়ার ডগ পোগু, প্রতি মাসের কোননা কোন সময় অতিথি হিসেবে আসে আমার ফোস্টারে। পোগুর বেশ পছন্দ...
12/08/2023

Pogo - পোগু

Vet. Aslam Hoassain ভাইয়ার ডগ পোগু, প্রতি মাসের কোননা কোন সময় অতিথি হিসেবে আসে আমার ফোস্টারে। পোগুর বেশ পছন্দ আর ভাইয়ার বিশ্বাসের জায়গা আমাদের ফোস্টার। তাইতো নিশ্চিন্তে রেখে যান আমাদের কাছে। আগে চেয়ে বেশ দুষ্টুও হয়েছে পোগু।

আমাদের ফোস্টারে বাইরে বড় উটান থাকায় সবার সাথে খেলা-ধুলায় মত্ত থাকে পোগু।

ডাঃ আসলাম ভাই প্রতি মাসের শুরু কিংবা শেষের দিকে কক্সবাজার/ঢাকায় যান চিকিৎসা প্রদান কিংবা জরুরী কাজে। উক্ত সময়ে উনার আদরের বাচ্চাকে রেখে যান আমাদের কাছে। আমরা উনার বিশ্বাস আর সন্তুষ্টির জায়গা হতে পেরে অনেক বেশি আনন্দিত ও গর্বিত।

এভাবে বোবাপ্রাণগুলোর সাথে ভালবাসা শেয়ার করতে চাই, আপনার সহযোগিতা ও ভালবাসায় যেতে চাই অনেক দূর।

ভেট: আসলাম ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা, পাশাপাশি Entity Veterinary Care এর Vet. Shuvo Das, Vet. Partho দাদার প্রতিও কৃতজ্ঞতা আমাদের উপর বিশ্বাস ও ভরসা রেখে সব সময় ভরসা রাখার জন্যে।

# # #
আপনার জরুরী প্রয়োজনে আপনার আদরের পেষা প্রাণীকে নিশ্চিন্তে রেখে যেতে পারেন আমাদের ফোস্টারে। আমাদের ২৪/৭ দিনন সেবা, সিকিউরিটি, স্টাপ, কেয়ার গিভার বিদ্যামান। এছাড়াও কুকুরদের খেলা-ধুলার জন্যে রয়েছে বাইরে বড় উটান। আমাদের ফোস্টারের ওয়ালের উচ্চতা ৮ ফিট এবং ২৪ ঘন্টা মেইন গেইট তালাবন্ধ থাকায় এখান থেকে কুকুর পালানোর কোন সুযোগ নেই। তাই নিশ্চিন্তে আপনার পোষা কুকুর-বিড়ালকে রেখে যেতে পারেন আমাদের কাছে।

এছাড়াও আমাদের রয়েছে অপারেশন পরবর্তী পোস্ট-অপারেটিভ কেয়ার। কুকুরদের হাঁটানের ব্যবস্থা, ট্রেইনিং, ভ্যাক্সিন, গ্রুমিং সহ নানান সার্ভিস।

আমাদের সেবা পেতে আপনার প্রয়োজন জানিয়ে ইনবক্সে নক করুন, এবং সরাসরি মেসেজ করতে পারেন হোয়াটস এ্যাপে 01977-032958

আমাদের ঠিকানাঃ

কালামিয়া বাজার, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়(বোর্ড অফিস), হাজ্বী আলিমুদ্দীন সড়ক/বাড়ি, মসজিদ এ আয়েশা গলির। প্রয়োজনেঃ 01752414511

দৃষ্টি আকর্ষণ!আমাদের ফোস্টারের কাজের পর স্টাপ ও আমরা উভয়ে মিলে যতটুকু সম্ভব হয় বাইরের(আশে-পাশের) কুকুরগুলোকে খাবার ও স্প...
02/08/2023

দৃষ্টি আকর্ষণ!

আমাদের ফোস্টারের কাজের পর স্টাপ ও আমরা উভয়ে মিলে যতটুকু সম্ভব হয় বাইরের(আশে-পাশের) কুকুরগুলোকে খাবার ও স্পট ট্রিটমেন্ট দিই। ইদানীং আমাদের কাছে দূরবর্তী স্থান হতে বেশকিছু কেইসের জন্যে ফোনকল ও পেইজে নক আসছে, যা বর্তমানে আমাদের দ্বারা দেখা হয়ে উঠছে না।

তাই আমরা চিন্তা করেছি এখন থেকে চট্টগ্রাম শহরের বেওয়ারিশ আহত, প্যারালাইজড কুকুরদের শেল্টার দিব।
যেহেতু আমাদের ফোস্টারে বিশাল জায়গা রয়েছে, কাজেই আমরা চাই সেটার সুষ্টু ব্যবহার করতে। তবে এক্ষেত্রে আমরা অবশ্যই কিছু নিয়মনীতি অনুসরণ করে তারপর আগাব।

আমাদের নির্দিষ্ট কোন রেস্কিয়ার কিংবা ভলান্টিয়ার নেই, সুতারাং যার যার কেইস মানে ইনফরমার/রেস্কিউয়ার তাকেই সবকিছুর দেখাশোনা করতে হবে। যেমন ট্রিটমেন্ট থেকে শুরু করে ভ্যাক্সিনেশন সহ খাবার ইত্যাদি। আমরা শুধুমাত্র জায়গা মানে কুকুর রাখার স্পেসটা দিব( কোন আর্থিক লেনদেন গ্রহণযোগ্য নয়)। ইনফরমার/রেস্কিউয়ার যদি উক্ত কাজগুলো সঠিকভাবে সম্পাদন করতে অপারগ হয় সেক্ষেত্রে আমরা আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিব, তবে এক্ষেত্রে অবশ্যই চার্জ নির্ধারণ করা হবে( ট্রিটমেন্ট, মেডিসিন ও খাবারের)।

পর্বর্তীতে আমরা এটাকে আরও প্রসার করে নতুনভাবে কিছু করার চেষ্টা করব, যাতে করে অন্তত প্যারালাইজড কুকুরগুলোর আমৃত্যুব্দি মাথা গুটানোর একটা ঠাঁই হয়।

অবশ্যই এতে আপনাদের সুন্দর পরামর্শ ও ঐকান্তিক সহযোগিতার প্রয়োজন হবে, আশা করছি আমরা আমাদের এই উদ্যোগে আপনাদের পাশে পাব।

মূলত আমাদের এটি একটি পেইড় ফেস্টার হোম, তারপরও শুরু থেকে এপর্যন্ত আমাদের সাধ্যানুযায়ী ফোস্টারের চেয়ে বেওয়ারিশ কুকুর-বিড়ালদের ফ্রিতে শেল্টার দিয়েছি। এখনও চেষ্টা করছি তাই করার। বর্তমানে আমাদের কাছে বেশকিছু এমন কুকুর-বিড়াল রয়েছে যাদের আমরা দায়িত্ব নিয়েছি।
যেহেতু এটি একটি ফোস্টার হোম কাজেই আমরা অবশ্যই পেট এ্যানিমেল ও স্ট্রে এ্যানিমেল আলাদা রাখছি। এব্যাপারে কারো কোন আপত্তি গ্রহণ করা হবেনা। কেননা কারো পোষা কুকুর-বিড়ালদের সাথে ননভ্যাক্সিনেটেড কোন স্ট্রে কুকুর-বিড়াল আমরা একসাথে কখনোই এ্যালাউ করব না, এই বিষয়টা সকলের অবগত হওয়া উচিৎ।

বিঃদ্রঃ আমাদের জায়গা ও পারিপার্শ্বিক সব বিষয় মাথায় রেখেই আমরা যতটা সম্ভব পারা যায় স্পেস দিব, স্পেস খালি না থাকলে খালি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং উক্ত বিষয়ে সবার সহযোগিতামূলক আচরণই কামনা করব। আর কেউ যদি আমাদের ফোস্টার ভিজিট করতে চান তাহলে একদওন আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সকাল ৯ টা হতে সন্ধ্যা ৬টার মধ্যে আসবেন।

যে-কোন ইনফরমেশন ও আমাদের সহযোগিতা পেতে পেইজ অথবা হোয়াটস এ্যাপে মেসেজ দিন, অথবা যোগাযোগ করুন 01977-032958

ধন্যবাদ।



আসসালামু আলাইকুমগতকাল ৬টি স্ট্রে কুকুরের ভ্যাক্সিন দেওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের। ভ্যাক্সিনেশনের সম্পূর্ণ খরচ বহন করেছেন জ...
13/07/2023

আসসালামু আলাইকুম

গতকাল ৬টি স্ট্রে কুকুরের ভ্যাক্সিন দেওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের। ভ্যাক্সিনেশনের সম্পূর্ণ খরচ বহন করেছেন জনাব একরামুল হক আন্কেল।

আন্কেলের ইন্ডাস্ট্রির সামনেই কুকুরগুলো থাকে। স্ট্রে কুকুর হলেও তারা নিয়মিত খাবার আর যত্ন পায় বলে বেশ স্বাস্থ্যবান ও আদুরে।

এমন ভাল কাজের অংশীদার হতে পেরে আমরা ঋদ্ধম্ম পরিবার সত্যিই আনন্দিত। আপনাদের ভরসার জায়গা হতে পেরেছি বলে সৃষ্টির কর্তার নিকট শুকুরিয়া।

সকলে মিলে কাজগুলোকে আরও প্রসারিত করতে চাই।

আপনার নিকটস্থ প্রাণীদের ভ্যাক্সিনেশন ও স্পে/নিউটর করাতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা যেকোন ইনফরমেশন ও আমাদের সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করব।





Hriddhommo - ঋদ্ধম্ম PAWS Care CTC
Contact info;
01977-032958
E-mail: [email protected]
Fb Page:- https://www.facebook.com/Hriddhommo

*২টি কুজুরের ছবি ক্লিক করতে পারিনি, কারণ তারা ভ্যাক্সিন নিয়ে দ্রুত কেটে পড়েছে😅

05/11/2022

আসসালামু আলাইকুম

প্রিয় শুভাকাঙ্ক্ষী গণ
বাচ্ছারেরস শারীরিক সুস্থতা ও সতর্কতা অবলম্বন এবং সেবার মান উন্নয়নের জন্যে
Hriddhommo - ঋদ্ধম্ম PAWS Care CTG এর সার্ভিস আগামী এক মাস বন্ধ থাকবে।

পরবর্তীতে পোস্টের মাধ্যমে আপডেট জানিয়ে দেওয়া হবে।

ধন্যবাদ, সঙ্গে থাকুন।।

Hriddhommo - ঋদ্ধম্ম (The voice of poor soul)
02/10/2022

Hriddhommo - ঋদ্ধম্ম (The voice of poor soul)

16/09/2022

বাচ্চাদের গান শুনানো হচ্ছে😁

Our new foster guest  She is very pretty girl☺️ she has been our guest for 7 days, and we are not lacking in her hospita...
13/09/2022

Our new foster guest

She is very pretty girl☺️ she has been our guest for 7 days, and we are not lacking in her hospitality😊

You guys can also visit/come to our foster regularly & spent yours valuable time with our fostered guests. This will be create a happy moment for both & our fostered babies will also enjoy too.

We are also committed to trying to our best foster service in Chittagong city.

Our Location: Yeasin Haji Bari, New Chandgaon thana, Bohoddarhat, Chittagong.
For More details please message our inbox or call us: 019770 32958

বাচ্চাটিকে নিয়ে গতকাল হোসাইন ভাই পোস্ট দেয়, উনি রেস্কিউ করে ট্রিটমেন্ট চলাকালীন সময়ে কোথাও রাখা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, ...
22/08/2022

বাচ্চাটিকে নিয়ে গতকাল হোসাইন ভাই পোস্ট দেয়, উনি রেস্কিউ করে ট্রিটমেন্ট চলাকালীন সময়ে কোথাও রাখা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, পোস্টটি আমার নজরে আসলে আমি উনাকে জানায় যে ট্রিটমেন্ট করার পর কোথাও রাখার জায়গা না পেলে আমাকে যেন জানায়।
গতরাত ১০টা নাগাত বিড়ালটিকে প্রাথমিক ট্রিটমেন্ট করিয়ে আমাদের কাছে নিয়ে আসে। আমরা বাচ্চাটিকে রাখার দায়ীত্ব নিই।

বলে রাখা শ্রেয় যে আমাদের এটি পেইড ফস্টার হলেও এখানকার সব লভ্যাংশ আমরা চেষ্টা করি স্ট্রে কুকুর-বিড়ালের পেঁছনে ব্যয় করার।

আমাদের যাত্রা শুরু হয় ১লা মে ২০২২ ইংরেজি তারিখে অর্থাৎ সময় হিসাবে ৩মাস ২৩দিনে পড়ল আজ। আমরা সব সময় চেষ্টা করেছি ইমার্জেন্সী স্ট্রেদের সম্পূর্ণ বিনা পয়সায় ফস্টার করতে। আলহামদুলিল্লাহ আমরা করেছিও, আর আমাদের স্পেস থাকলে অূদর ভবিষ্যতেও করব। আমরা চাই যেকোনভাবে এই অবলাগুলোর পাশে থাকতে। কিন্তু আমাদের এই প্লাটফর্মটি এখনো এতবেশি সুপরিচিত নয় যে আমরা খুব বৃহৎ কিছু করবো এই স্ট্রেগুলোর জন্যে। কেননা মাসশেষে ফস্টার হোম বিল, বিদ্যাুৎ, বাচ্চাগুলোর খাবার খরচ, কাজের ছেলের বেতন এসব আমাদের নিজেদের চিন্তা করতে হয়।
ফস্টারে কুকুর বিড়াল থাকুক বা না থাকুক ফস্টার হোম ও বিদ্যাুৎ বিল নিজেরা বহন করে আসছি। এরপরও চেষ্টা করি কোননা কোন স্ট্রে কুকুর-বিড়ালের দায়িত্ব নেওয়ার।

সবাই আমাদের জন্যে দোয়া করবেন, যেন আমরা এই অবলা প্রাণীগুলোর জন্যে আরও বৃহৎ কিছু করতে পারি।

পূর্বের পোস্ট লিংকঃ
https://m.facebook.com/story.php?story_fbid=435680575246205&id=100064127995865

Happy International Cat day'22
08/08/2022

Happy International Cat day'22

31/07/2022

গতকাল গতকাল আমাদের একজন ক্লায়েন্ট ও উনার সহপাঠী মিলে ফস্টার ভিজিটে এসেছিলেন।

বাচ্চাদের রুমে ঢুকতেই অনেক খুশি তারা। উনারাও অনেক সময় অতিবাহিত করলেন তাদের সাথে। সব মিলিয়ে বলা চলে আনন্দঘন একটি পরিবেশ।

বাচ্চারা এবং আমরা বেশ আনন্দিত উনাদের পেয়ে। এভাবেই আনন্দ ও সুন্দর সময় পার করতে চাই আমরা উভয়ই।

আপনারাও চাইলে আসতে পারেন আমাদের ফস্টারে। বাচ্চাদের সুন্দর কিছু সময় ভাগাভাগি করতে পারবেন। আশা করি ভালো লাগবে।

আমাদের ফস্টার ও অন্যান্য সেবা পেতে পেইজে ইনবক্স করুন। অথবা যোগাযোগ করুন নিন্মোক্ত নাম্বারেঃ +880 1977-032958

আমাদের ঠিকানাঃ
ইয়াছিন হাজ্বী বাড়ী, নতুন চান্দগাঁও থানা, বহদ্দারহাট, চট্টগ্রাম।

আমাদের ফস্টারের নতুন মেহমান  #অর্ণ৭দিনের পোস্ট অপারেটিভ কেয়ারে এসেছে সে। আজ তার ৪র্থ দিন, বাচ্ছাটিকে নিউটর করিয়ে তার উনা...
19/07/2022

আমাদের ফস্টারের নতুন মেহমান #অর্ণ
৭দিনের পোস্ট অপারেটিভ কেয়ারে এসেছে সে। আজ তার ৪র্থ দিন, বাচ্ছাটিকে নিউটর করিয়ে তার উনার আমাদের কাছে রেখেছেন। সে অন্যান্য কুকুরদের মত ফ্রেন্ডলি নয় বরং খুব এগ্রেসিভ। কিন্তু আস্তে আস্তে আমাদের সাথে মেশা শুরু করেছে। আমরাও যথেষ্ট আদর ভালবাসা দিয়ে নিয়মিত তার যত্ন নিচ্ছি।

আপনার বাচ্ছাকে ফস্টার কেয়ারে রাখতে ও গ্রুমি সার্ভিস পেতে যোগাযোগ করুন আমাদের সাথে;
আমাদের ঠিকানাঃ
ইয়াছিন হাজ্বী বাড়ি, নতুন চান্দগাঁও থানা, বহদ্দারহাট, চট্টগ্রাম।

হ্যালোঃ +880 1977-032958

মিনু🐈খুব লক্ষী একটা বাচ্ছা। কোন প্রকার ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে ৫ টা দিন অতিবাহিত করল ফস্টারে। আরও কটা দিন থাকবে সে। আমাদ...
14/07/2022

মিনু🐈

খুব লক্ষী একটা বাচ্ছা। কোন প্রকার ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে ৫ টা দিন অতিবাহিত করল ফস্টারে। আরও কটা দিন থাকবে সে। আমাদেরও কোন কমতি নেই তার যত্নে।

মিনুর মুখে অপারেশন হয়েছে আজ অনেকদিন। নিয়মিত মেডিসিন ও ড্রেসিং করতে হয় তার। মালিক ও পরিবার বেশ চিন্তিত ছিলেন ঈদে বাড়ি যাওয়া নিয়ে। কিন্তু আমরা তাদের সেই চিন্তার লাগবস্থল হতে পেরে বেশ আনন্দিত।

আমাদের ঠিকানা ও ফস্টারের বিস্তারিত জানতে পেইজে মেসেজ অথবা যোগাযোগ করুনঃ ✆ +880 1977-032958

সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই ঈদুল আযাহার শুভেচ্ছা ও ঈদ মোবারক🕌🌙
10/07/2022

সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই ঈদুল আযাহার শুভেচ্ছা ও ঈদ মোবারক🕌🌙

Alhamdulillah Rescued২.৫মাস এভাবেই রাস্তায় কষ্ট পেয়েছে বাচ্চাটি, অনেকবার গিয়ে খুঁজে না পেয়ে ফিরে এসেছছেন, আবার অনেক সময় ...
03/07/2022

Alhamdulillah Rescued

২.৫মাস এভাবেই রাস্তায় কষ্ট পেয়েছে বাচ্চাটি, অনেকবার গিয়ে খুঁজে না পেয়ে ফিরে এসেছছেন, আবার অনেক সময় স্পেসের কারণেও বেগ পেতে হয়েছে্।
ফাইনালি কুকুরটিকে রেস্কিউ কর ফস্টারে নিয়ে এসেছেন আমাদের এডমিন ম. তোফায়েল আহমেদ। আগামীকাল ওকে ভেট দেখানো হবে।

আশা করি সকলে সহযোগিতা করে পাশে থাকবেন।



#ঋদ্ধম্ম

আমাদের ফস্টারের নতুন বন্ধু🤗ছোট্ট এই বন্ধুটিকে চকবাজার হতে উদ্ধার করেছেন আমাদের এডমিন ম. তোফায়েল আহমেদ।সবাই ছোট্ট বন্ধুর ...
03/07/2022

আমাদের ফস্টারের নতুন বন্ধু🤗

ছোট্ট এই বন্ধুটিকে চকবাজার হতে উদ্ধার করেছেন আমাদের এডমিন ম. তোফায়েল আহমেদ।

সবাই ছোট্ট বন্ধুর সুস্থতার জন্যে দোয়া করবেন।

এছাড়া আমাদের নিয়মিত ফস্টার ও গ্রুমিং সেবা পেতে পেইজে মেসেজ দিন অথবা যোগাযোগ করুন নিন্মোক্ত নাম্বারেঃ

✆ 01977032958
✆ 01820032958

আমাদের ঠিকানাঃ
ইয়াছিন হাজ্বী বাড়ি, নতুন চান্দগাঁও থানা, বহদ্দারহাট, চট্টগ্রাম।

29/06/2022

আসসালামু আলাইকুম

সকল শুভাকাঙ্ক্ষী/শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুর আযাহার অগ্রিম শুভেচ্ছা🌙

আপনারা অনেকেই ঈদে বাড়ি যাবেন আর দুশ্চিন্তায় আছেন পোষা কুকুর-বিড়ালদের নিয়ে❗

চিন্তার কোন কারণ নেই, আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনার পোষা প্রাণীদের নিশ্চিন্তে রেখে যান আমাদের কাছে।

নিয়মিত ফস্টারসহ আমাদের রয়েছে গ্রুমিং ও ভেট কনসালটেন্টসহ পিক-আপ+ড্রপ সুবিধা।

অগ্রিম বুকিং দিতে পেইজে মেসেজ অথবা যোগাযোগ করুন নিন্মোক্ত নাম্বারেঃ

✆01977032958
✆01820032958

➤আমাদের ঠিকানাঃ

ইয়াছিন হাজ্বী বাড়ি, নতুন চান্দগাঁও থানা, বহদ্দারহাট, চট্টগ্রাম।

14/06/2022

প্রিয় শুভাকাঙ্ক্ষী

আপনাদের সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে Hriddhommo - ঋদ্ধম্ম PAWS Care CTG শুধুমাত্র গ্রুমিং ও ফস্টার সেবা দিয়ে আসছে।

আমাদের পেইজ হতে প্রতিনিয়ত যেসব কুকুর-বিড়ালদের ছবি আপলোড করা হয় তা শুধু মাত্র আপডেট ও গ্রাহকের মনোযোগ আকর্ষণের জন্যে। কোন প্রকার ক্রয়-বিক্রয় কিংবা অন্যকোন কিছুর উদ্দ্যেশ্যে নয়।
দয়া করে পোস্টের বিস্তারিত পড়ে তারপর নক করবেন। অহেতুক বিক্রয় কিনা জানতে চেয়ে আমাদের বার বার প্রশ্নবিদ্ধ কিংবা বিভ্রান্তিতে ফেলবেন না।

আপনাদের বাচ্ছাদের নিরাপত্তার নিশ্চিত করতে আমরা সব সময় দৃঢ় প্রতিজ্ঞ। অদূর ভবিষ্যতেও আমরা আমাদের এ সেবার মান উন্নয়নে আরও বেশি ভূমিকা পালনের চেষ্টা করব। এবং এব্যাপারে আমাদের সকলের ঐকান্তিক সহযোগিতা ও মতামত প্রয়োজন।
ধন্যবাদ।

ফস্টার ও গ্রুমিং সেবা পেতে যোগাযোগ করুন নিন্মোক্ত নাম্বারেঃ

01977032958
01820032958

আমাদের ঠিকানাঃ

ইয়াছিল হাজ্বী বাড়ি, নতুন চান্দগাঁও থানা, বহদ্দারহাট, চট্টগ্রাম।

04/06/2022

We are delighted to announce that, Now we have recently launched a regular walking service for dogs as well as Foster. We also have regular grooming and daytime Foster services.
So contact with us to get the necessary services for your pet.

Our hotline:

01977 032958
01820 032958

Location:
Yeasin Hazi bari, New Chandgaon, Bohoddarhat, Chittagong.

Address

Chittagong
4212

Alerts

Be the first to know and let us send you an email when Hriddhommo - ঋদ্ধম্ম Pet Heaven Ctg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hriddhommo - ঋদ্ধম্ম Pet Heaven Ctg:

Videos

Share

Category