Saiful pokkhishala

Saiful pokkhishala পাখি সম্পর্কিত সকল সমস্যার সমাধান ও প?

জুমা মোবারক
08/04/2022

জুমা মোবারক

Alhamdulillah ❤️Say Mash-Allah ❤️ ❤️
13/11/2021

Alhamdulillah ❤️

Say Mash-Allah ❤️

❤️

Mission complete Birds 🦅 seed cleaner
09/10/2021

Mission complete Birds 🦅 seed cleaner

এগফুড পাখিকে সুস্থ ও ফিট রাখার জন্য খুবই জরুরি একটি খাবার।আজকের এগফুডের প্রস্তুত প্রনালী  🍛🐦-উপকরণ - ১. গম ও ভুট্টা সিদ্...
23/09/2021

এগফুড পাখিকে সুস্থ ও ফিট রাখার জন্য খুবই জরুরি একটি খাবার।

আজকের এগফুডের প্রস্তুত প্রনালী 🍛🐦-
উপকরণ -
১. গম ও ভুট্টা সিদ্ধ
২. ডিম সিদ্ধ
৩. কলমি শাক
৪. বিট রূট
৫. কাচা মরিচ
৬. গ্রিট ও হার্ব
৭. কড লিভার অয়েল
৮. নিম পাতা

শিখে নিন কিভাবে বানানো হয় SaifulPokkhiShala -এর এগফুড 👨‍🍳
আমরা ভিন্ন ভিন্ন ভাবে এই এগফুডটি বানাই।
আজকে এক ভাবে দেখালাম, আপনারা চাইলে পরবর্তীতে অন্য রেসেপিতে দেখাবো।
যদি দেখতে চান, তাহলে কমেন্টে জানান।
ধন্যবাদ 🥰

জরুরী কিছু মেডিসিনের নাম ও পরিমান অনুযায়ী ব্যবহার কবুতর ও পাখির জন্য:-ভিটামিনসমূহ :1. Allvit MA, Germany / মাল্টি ভিটাম...
22/09/2021

জরুরী কিছু মেডিসিনের নাম ও পরিমান অনুযায়ী ব্যবহার কবুতর ও পাখির জন্য:-

ভিটামিনসমূহ :
1. Allvit MA, Germany / মাল্টি ভিটামিন (১ লিটার পানিতে ১ গ্রাম ৩/৪ দিন পরপর)

2. Maxi Grow-P / মাল্টি ভিটামিন (ঐ)
3. Maxifort / মাল্টি ভিটামিন(ঐ)
4. Megavit / মাল্টি ভিটামিন(ঐ)
5. Rena-WS / মাল্টি ভিটামিন(ঐ)
6. Rhodivit WS / মাল্টি ভিটামিন(ঐ)

7. APSA B-Complex, Spain / ভিটামিন বি-কমপ্লেক্স ( ১ লিটার পানিতে ২ মিলি ৩/৪ দিন পরপর)

8. Rena B+C/ ভিটামিন বি-কমপ্লেক্স (ঐ)
9. B-Complex / ভিটামিন বি-কমপ্লেক্স(ঐ)
10. Revital-7 / ভিটামিন বি-কমপ্লেক্স(ঐ)
11. Hicom-B, Holland / ভিটামিন b1,b2,b6(ঐ)
12. Thiavin / ভিটামিন বি১, বি২ টাল রোগের জন্য(ঐ)

13. AD3E / ভিটামিন এ,ডি৩, ও ই (শারীরিক সক্ষমতা/
উর্বরতাবাড়াবে) (১ লিটারে ২ মিলি ৩/৪ দিন পরপর)

14. Cod Liver Oil / ভিটামিন এ, ডি ও ই (হা করে গিলে খাওয়াবেন ১ টি করে ক্যাপসুল পরপর ৫ দিন)

15. Calplex / ক্যালসিয়াম ( ১ লিটারে ২ মিলি ৪/৫ দিন)

16. Caltat tab / ক্যালসিয়াম ( অর্ধেক করে হা করে গিলে খাওয়াবেন ৫/৬ দিন)

17. Vitamin C / ভিটামিন সি (অর্ধেক করে গিলে খাওয়াবেন ৫/৬ দিন)

18. E-Sel / ভিটামিন ই( ১ লিটারে ২ মিলি ৪ দিন)

19. KEVIST DS / Vitamin K3 premix (১ লিটারে ১ মিলি ৩ দিন)

20. Rena K / ভিটামিন কে( ১ লিটারে ১ গ্রাম ৩ দিন)

21. Zis-Vet / জিংক(ডিমের উৎপাদন বৃদ্ধি, খোসা শক্ত
হওয়া, দৈহিক বৃদ্ধি, পালক গজানো, পালকের উজ্জ্বলতা
বৃদ্ধি করা, দেহের হাড় শক্ত করা) (১ লিটারে ২ মিলি ৩/৪ দিন পরপর)

22. Riboson / পক্স ও অন্যান্য ক্ষত নিরাময়ে ব্যবহৃত (সকাল বিকাল ১ টা করে গিলে খাওয়াবেন ৭/৮ দিন)

23. Thiovit / টাল রোগের জন্য( ১ লিটারে ২ মিলি ৫/৬ দিন)

24. Berin / শারীরিক সক্ষমতা/ উর্বরতা বাড়াবে (১ লিটারে ১ মিলি ৩ দিন)

25. Availa Z-M / Grit Premix
26. Pigeon Minerals / Grit Premix
27. Grit / বিভিন্ন কোয়ালিটির
28. Pigeon Mixed Food / বিভিন্ন কোয়ালিটির

29. Emolight/রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কারক।

শীতের বারতি যত্নে।ঔষধসমূহ :

1. AMPI coli (the powerful combination of 2 Antibiotics) (১ লিটারে ১ মিলি ৩/৪ দিন)

2. 4 IN 1 Mix / এন্টিবায়োটিক (রোগের অবস্থার উপর)
3. Bactitab / (অতিরিক্ত ঠান্ডা, মুখ দিয়ে লালা পড়া ও
চুনা পায়খানা নিরাময়ে)
4. Chemonid / এন্টিবায়োটিক
5. Cipryl-solution/ এন্টিবায়োটিক
6. Cosumix Plus / এন্টিবায়োটিক
7. Doxacil-Vet/ এন্টিবায়োটিক
8. Doxy-Oxy / এন্টিবায়োটিক
9. Enrocin / এন্টিবায়োটিক
10. Esb3 30% / এন্টিবায়োটিক
11. Moxacil / এন্টিবায়োটিক
12. New-Floxin Liq / এন্টিবায়োটিক
13. Respiron / ঠান্ডা ও শ্বাসযন্ত্রের প্রতিশোধক

14. Eye Drops (Civodex Vet) / চোখের
জীবানুনাশক ( ১ ফোটা করে দিনে ৩ বার ৩ দিন)

স্যালাইন :
1. Electromin / স্যালাইন
2. Glucolyte / স্যালাইন

লিভারটনিক :
1. Liva Tone / লিভার টনিক (১ লিটারে ২ মিলি ৩/৪ দিন)
2. Liva-Vit / লিভার টনিক (ঐ)

3. All eNzyme / হজম শক্তি বাড়াবে এবং খাবারে রুচি
আনবে (১ লিটারে ১ মিলি ৩ দিন)

প্রোবায়োটিক :
1. Guardizen-M / প্রোবায়োটিক (১ লিটারে ১মিলি ৩ দিন)
2. Lisovit / রোগ প্রতিরোধক হিসাবে ব্যবহৃত (ঐ)
3. Apple Cider Vinegar / রোগ প্রতিরোধক হিসাবে ব্যবহৃত (ঐ)

হামদর্দ :
1. Fevnil / হামদর্দ, জ্বর ও সালমোনেলা প্রতিরোধে ব্যবহৃত (১ লিটারে ২ মিলি ৩ দিন)

2. Icturn / হামদর্দ, লিভার টনিক হিসাবে ব্যবহৃত (১লিটারে ২ মিলি ৩/৪ দিন)

3. Marbelus / হামদর্দ, পাতলা পায়খানা ও সালমোনেলা (১ লিটারে ২ মিলি ৩/৪ দিন)

প্রতিরোধে ব্যবহৃত
4. Safi / হামদর্দ, মাল্টিভিটামিন ও সালমোনেলা
প্রতিরোধে ব্যবহৃত (১ লিটারে ১ মিলি ৩ দিন)

5. Disney / হামদর্দ, পাতলা পায়খানা প্রতিরোধে ব্যবহৃত (১ টা করে হা করে গিলে খাওয়াতে হবে ৭ দিন)

এন্টিজার্ম স্প্রে :
1. Timsen / এন্টিজার্ম স্প্রে (১ লিটারে ১ গ্রাম)
2. Virostop / এন্টিজার্ম স্প্রে (১ লিটারে ১ মিলি)
3. Virocid / এন্টিজার্ম স্প্রেকৃমির ঔষুধ :(ঐ)
1. Avinex / কৃমির ঔষুধ (১লিটারে ১ গ্রাম)ঃ নিয়ম অনুসরে
2. Wormazole / কৃমির ঔষুধ ( ১ লিটারে ২ মিলি) ঃ নিয়ম অনুসরে।

বাজরিগার পাখি পালনঃ ৫০ টি টিপস(১) ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পাখি কেনার আগে পরিকল্পনা করুন, পাখি নিয়ে আপনার ভাবনা ...
20/09/2021

বাজরিগার পাখি পালনঃ ৫০ টি টিপস

(১) ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পাখি কেনার আগে পরিকল্পনা করুন, পাখি নিয়ে আপনার ভাবনা পরিষ্কার করুন।
(২) পাখি কেনার আগে আপনার পরিচিত কোন পাখি পালকের সাথে কথা বলুন, তাদের সুবিধা-অসুবিধাগুলো জানুন।
(৩) আপনার পরিবারের অন্যান্য সদস্যদের মতামত নিয়ে নিন।
(৪) পাখি কোথায় রাখবেন তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরী করুন।
(৫) আগে খাঁচা আর আনুসঙ্গিক জিনিষপত্র কিনে আনুন।
(৬) পরিচিত কারো কাছ থেকে পাখি কিনুন।
(৭) “পাখি কবে ডিম-বাচ্চা দিবে?” -এই প্রশ্ন মাথায় আনবেন না। যদি এই ভাবনা থেকে বাজেরিগার কিনতে চান, তাহলে সম্ভবত এই পাখি আপনার জন্য উপযুক্ত নয়।
(৮) ৩-৪ মাস বয়সী পাখি কিনবেন।
(৯) পাখি কিনে বাসায় আসার পর তাদের খাবার আর পানি দিয়ে ১-২ দিন নিরিবিলি থাকতে দিন।
(১০) বাজার থেকে পাখি পালনের উপর কোন বই কিনে আনুন।
(১১) পাখিদের চিনা-কাউনের পাশাপাশি সবুজ শাকসবজি আর ডিম খেতে দিন।
(১২) প্রাপ্তবয়ষ্ক না হওয়া পর্যন্ত ছেলে ও মেয়ে পাখি আলাদা রাখুন।
(১৩) ৮-৯ মাস বয়স হবার পর ব্রীডিং মুডে থাকলে তাদের জোড়া দিন।
(১৪) জোড়া বাধার পর বড় মাপের হাড়ি দিবেন।
(১৫) এক জোড়া পাখির জন্য কমপক্ষে ১৮-১৮-১৮ মাপের খাঁচা দিবেন।
(১৬) সবসময় ক্যাটলফিস বোন আর মিনারেল ব্লক খাঁচার রাখবেন।
(১৭) এর পর আপনাকে অপেক্ষা করতে হবে।
(১৮) তাদের বেশি বিরক্ত করবেন না।
(১৯) আপনার যে কোন সমস্যা অভিজ্ঞজনদের জানান ও তাদের পরামর্শ নিন।
(২০) অসুখ হলে দেরি করবেন না, বিশেষজ্ঞের পরামর্শ নিন।
(২১) দোকানী বা অনভিজ্ঞদের কথায় কোন ঔষুধ খাওয়াবেন না।
(২২) অযথা ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়াবেন না।
(২৩) ডিম ফুটে বাচ্চা বের হবার পর থেকে সফট ফুড দিন।
(২৪) পাখির খাবার ও পানি সন্ধ্যার পর সরিয়ে রাখবেন, পরদিন সকালে পরিষ্কার পানি আর ফ্রেশ খাবার দিবেন।
(২৫) পচনশীল খাবার ৩-৪ ঘন্টার বেশি খাঁচায় রাখবেন না।
(২৬) মাসে এক বার এসিভি কোর্স করাবেন।
(২৭) পাখির ঘরের তাপমাত্রা ২৫-২৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রাখবেন।
(২৮) পাখিদের ব্রিডিং মেশিন মনে করবেন না।
(২৯) এক জোড়া পাখিকে বছরে ৩ বারের বেশি ব্রিডিং করাবেন না।
(৩০) বিশ্রামের সময় ছেলে ও মেয়ে পাখি আলাদা রাখুন।
(৩১) বাচ্চাদের বয়স ৩ সপ্তাহ হয়ে গেলে ফিমেল পাখিকে আলাদা করে দিন।
(৩২) এক খাঁচায় এক জোড়ার বেশি পাখি রাখবেন না।
(৩৩) পাখিদের নিয়মিত গোসল করাবেন।
(৩৪) নতুন কোন খাবার দিলে তারা সাথে সাথে নাও খেতে পারে। তাই নতুন খাবার প্রতিদিন দিতে থাকুন যতদিন না তাদের অভ্যাস হয়।
(৩৫) প্রথম বাচ্চাদের বিক্রি করবেন না। কারন তারাই আপনাকে সবচেয়ে ভালো ফল দিবে।
(৩৬) এক ঘরের বাচ্চা জোড়া দিবেন না।
(৩৭) জোড়া বাধার আগে খাঁচায় হাড়ি দিবেন না।
(৩৮) পাখিদের গায়ে সরাসরি বাতাস লাগাবেন না।
(৩৯) সপ্তাহে ২ দিন তাদের সান-বাথ করাবেন।
(৪০) এক হাড়ি ৩ বারের বেশি ব্যবহার করবেন না।
(৪১) পাখির খাঁচা থেকে বাচ্চাদের নিরাপদ দূরত্বে রাখুন।
(৪২) পাখির ঘরের বারান্দা ও জানালায় নেটিং করে দিন।
(৪৩) সন্ধ্যার পর অযথা পাখির ঘরের বাতি জ্বালিয়ে রাখবেন না।
(৪৪) অসুস্থ্য পাখির চিকিৎসার জন্য একটি ছোট খাঁচা রাখুন।
(৪৫) যেখানে সবসময় লোকসমাগম থাকে সেখানে পাখি রাখবেন না।
(৪৬) বাতাস চলাচল করে না এমন জায়গায় পাখি রাখবেন না।
(৪৭) অভিজ্ঞদের পরামর্শ ছাড়া পাখিদের নতুন নতুন খাবার খাওয়াবেন না।
(৪৮) মনে রাখবেন পাখিদের নিজস্ব পছন্দ-অপছন্দ আছে।
(৪৯) তাদের মন ভালো রাখুন, খেলনা দিন।
(৫০) উপরের ৪৯টা আবার পড়ুন।

সজনে পাতাসজনে(বৈজ্ঞানিক নামঃ Moringa oleifera) পাতা(Moringla Leaf) একটি প্রাকৃতিক সুষম খাবার যাতে ভিটামিন , খনিজ পদার্থ ...
19/09/2021

সজনে পাতা
সজনে(বৈজ্ঞানিক নামঃ Moringa oleifera) পাতা(Moringla Leaf) একটি প্রাকৃতিক সুষম খাবার যাতে ভিটামিন , খনিজ পদার্থ , প্রোটিন, অ্যান্টি অক্সিডেন্টস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যৌগিক উপাদান বিদ্যমান। উচ্চ ঘনত্বের উদ্ভিজ্জ পুষ্টি থেকে সজনে পাতা এইসব উপাদান আহরণ করে। এতে রয়েছে উচ্চ মাত্রার ভিটামিন এ (বিটা ক্যারোটিন), ভিটামিন B1-(থায়ামাইন), ভিটামিন B2 (Riboflavin), ভিটামিন B3(Niacin), ভিটামিন B6 (পাইরিডক্সিন), ভিটামিন B7 (biotin), ভিটামিন সি (অ্যাসকরবিক এসিড), ডি (Cholecalciferol), ভিটামিন ই (Tocopherol) এবং ভিটামিন কে। সজনে উদ্ভিজ্জ প্রোটিন উৎস (30%) হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এতে ১৮ অ্যামিনো অ্যাসিড (সকল ৮ ধরনের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড), ৪৭ সক্রিয় অ্যান্টিঅক্সিডেন্টস, ৩৬ এন্টি ইনফ্লামেটরিস(anti-inflammatories) রয়েছে. উপরন্তু সজনে গুঁড়াতে কমলালেবুর থেকে ৭ গুন বেশী ভিটামিন সি, একটি গাজরে বিদ্যমান ভিটামিন A থেকে ৪ গুন বেশী ভিটামিন A, দুধের থেকে ৪ গুন বেশী ক্যালসিয়াম, কলার থেকে ৩ গুন বেশী পটাসিয়াম, সেইসাথে “zeatin”, “quercetin”, “beta-sitosterol”, “caffeoylquinic acid”,”kaempferol”, “silymarin” এবং অপরিহার্য খনিজ পদার্থ জিঙ্ক এবং আয়রন বিদ্যমান.

সজনে এমন একটি খাদ্য যা শরীর খুব সহজেই গ্রহন করতে পারে। আর মানুষের অথবা পাখির শরীরের জন্য দরকারী সকল ভিটামিন, অ্যান্টি অক্সিডেন্টস, খনিজ পদার্থ এবং প্রোটিন এতে বিদ্যমান। যার ফলে অন্যান্য সকল কৃত্রিম উৎসের(ঔষধ, সাপ্লিমেন্টস) নির্ভরতা কমে যাবে।

19/09/2021
19/09/2021
Assalamualaikumwell come to my Page 😊☺️
19/09/2021

Assalamualaikum

well come to my Page 😊☺️

Address

West Bakalia Road
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Saiful pokkhishala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saiful pokkhishala:

Share


Other Chittagong pet stores & pet services

Show All