মাশাল্লাহ বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। আগ্রহীরা যোগাযোগ করুন।
বেশ কিছুদিন আগে আসমা আপু উনার আম্মার জন্য আমাদের কাছ থেকে এক জোড়া ডায়মন্ড ডাভ নিয়েছিলেন। আন্টি পাখি জোড়া পেয়ে ততটাই আনন্দ পেয়েছে যতটা আনন্দ উনি আসমা আপু কে দেখলে পায়। আজ আসমা আপু এই ভিডিওটি পাঠালেন। আন্টির ডায়মন্ড ডাভ বাচ্চা ফুটিয়েছে। আন্টির এখন সকাল বিকাল কাটে পাখির বাচ্চাকে লালন পালন করে। অনেকটা নিজের সন্তানের মতই বড় করছে। বিয়ের সুবাদে আসমা আপু শশুর বাড়ি থাকেন। আসমা আপু আন্টির একমাত্র মেয়ে হওয়ায় আন্টির বাসা অনেকটা খালি হয়ে থাকে। এই পাখিগুলো আসমা আপুর অভাব পূরণ করতে না পারলেও আন্টির একাকিত্ব কিছুটা হলেও দূর করেছে। আমাদের সারথকতা এখানেই। বিক্রি টা উদ্দেশ্য নয়, কারো মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। সেটা যদি এক জোড়া পাখির মাদ্ধমে হয় তো কেন নয়।
প্রয়োজনে যোগাযোগ করুন। আমরা আছি আপনার পাশে।
খাচা সহ ১ জোড়া ফিঞ্চ পাখি হাতবদল হবে। আগ্রহীরা যোগাযোগ করুন। লোকেশনঃ হালিশহর।
মরতুজা আপু খুব শখ করে উনার মেয়ের জন্য একজোড়া লুটিনো রেড আই বাজরিগার পাখি নিয়েছিলেন আমাদের কাছ থেকে। পাখি মেয়ে তো উনার মেয়ে অনেক খুশি। কয়েকদিন আগে খাবার দেওয়ার সময় হঠাৎ করে একটা পাখি উড়ে যায়। পাখি উড়ে গিয়েছে তাই বলে তো ছোট্ট মামুনির মন খারাপ করে রাখা যাবে না। আমাদের এভিয়ারি থেকে আজকে আপুর জন্য পাঠানো হলো একটি লুটিনো রেড আই। পাখি পেয়ে তো আপুর মেয়ে মহা খুশি। আমরাও আনন্দিত তাদেরকে খুশি দেখে।
আলহামদুলিল্লাহ ডেলিভারি নং ঃ ১৫
শিশুদের মোবাইল থেকে দুরে রাখা বাবা-মায়ের জন্য আজকাল একটি বড় সমস্যা হয়ে দারিয়েছে। পাখী পালনে বাচচাদের উৎসাহিত করে এই সমস্যার একটি সুন্দর সমাধান করা যেতে পারে। নিচের ভিডিওটি কালেকশন করা হয়েছে আমাদের আজকের এক প্রিমিয়াম ক্লায়েন্টের কাছ থেকে।
বিঃদ্রঃ - খেয়াল করবেন শিশুটি নিজেই বলছে "আমি আ...র
মোবাইল নিবোনা"।
যারা ঘুঘু পাখির ডাক শুনতে পছন্দ করেন এবং আগে শুনেননি, ভিডিওটি তাদের জন্য। ঘুঘু পাখি পালতে যোগাযোগ করুন আমাদের সাথে।
হোম ব্রিড বাচ্চা কাচ্চা 🥰🥰 প্রয়োজনে যোগাযোগ করুন।
আলহামদুলিল্লাহ রেইনবো প্রডিউসার বেবি। লাগলে যোগাযোগ করুন।