ABP - Birds & Pets

ABP - Birds & Pets Concern of ABP group. Heaven for birds & pets lover. Birds & pets buy & sale , online food delivery & consultancy .
(1)

31/12/2021
29/12/2021

অনেকদিন ধরেই গোটশীপে অনেকেই জানতে চেয়েছেন আমরা সরাসরি গোটশীপ খামারে নতুন ছাগল যারা পালন করতে চাচ্ছেন তাদের জন্য ট্রেনিং সেশন কখন শুরু করতে যাচ্ছি ? অপেক্ষার প্রহর শেষ, আগামী ০৭ই জানুয়ারী, ২০২২ (শুক্রবার) চট্টগ্রামে আমাদের ছাগলের খামারে সরাসরি প্র্যাকটিকাল ট্রেনিং সেশন আয়োজন করা হচ্ছে ।
#ট্রেনিং_বিষয়ঃ নতুন ছাগল পালকদের জন্য বেসিক ছাগল পালন ও খামার ম্যানেজমেন্ট ট্রেনিং
#ট্রেনিং_ধরণঃ সরাসরি খামারে প্র্যাকটিকাল ট্রেনিং সেশন
কারা করতে পারবেঃ শুধুমাত্র নতুন যারা ছাগল পালন করতে চাচ্ছেন
#ট্রেনিং_লেভেলঃ বেসিক লেভেল
#ট্রেনিং_কতজন_করতে_পারবেঃ ১০ জন
#ট্রেইনার_কেঃ গোটশীপ এর খামার ম্যানেজমেন্ট এক্সপার্ট
#ট্রেনিং_ডেইটঃ ০৭ই জানুয়ারী ২০২২ (শুক্রবার)
#ট্রেনিং_সময়ঃ সকাল ১০ টা হতে বিকেল ৪ টা
#ট্রেনিং_বিস্তারিতঃ সকালের সেশন - বেসিক ছাগল পালন ও খামার ম্যানেজমেন্ট বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন , প্রশ্ন উত্তর সেশন ।
বিকেলের সেশন - গোটশীপ খামার ভিজিট ও প্র্যাকটিকাল ডিসকাশন সেশন ।
#খাবারের_ব্যবস্থাঃ সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ ও বিকেলের নাস্তা
#সার্টিফিকেট_থাকবে?:- না , সার্টিফিকেট দেওয়া হবে না
#ট্রেনিং_পরবর্তী_সাপোর্টঃ যারা ট্রেনিং করবেন তাদের জন্য ফেইসবুকে আলাদা গ্রুপ করা হবে , যেখানে রেগুলার ডিসকাসন ও সাপোর্ট দেওয়া হবে ।
#রেজিষ্ট্রেশন_ফিঃ ৯৯৯ টাকা
#রেজিষ্ট্রেশন_শেষ_সময়ঃ যেহেতু আমরা শুধুমাত্র ১০ জন নিয়ে ট্রেনিং করাবো , তাই যারা আগে রেজিষ্ট্রেশন করবেন তারাই ট্রেনিং করতে পারবেন। ১০ জন হয়ে গেলে রেজিশট্রেশন ক্লোজ করে দেওয়া হবে ।
#কিভাবে_রেজিস্ট্রেশন_করবেনঃ ০১৮১৭৭৪৮৪৩৭ নাম্বারে ৯৯৯ টাকা বিকাশ করে পেমেন্ট এর স্ক্রীনশন আমাদের পেইজে ইনবক্স করবেন, অবশ্যই রেফারেন্স এ Goatship Training লিখে পাশে আপনার পুরো নাম লিখে দিবেন ।
#ট্রেনিং_স্থানঃ গোটশীপ, হালিশহর ফইল্লাতলী বাজারের পরে , মন্ত্রী আফসারুল আমীন এর গরুর খামারের সামনে , চট্টগ্রাম।
#যোগাযোগঃ ০১৭১৬৯৫৯৫০৯ / ০১৫৫৯০৭৫১৫৪

28/11/2021

কবুতরের বাচ্চা লাগবে নাকি?

25/11/2021
অনেকেই তো শখ করে পাখি পালন করেন। আসেন দেখি বাজরিগার পাখিকে কিভাবে রোদে রাখবেন ও গোসল করাবেন। https://youtu.be/HtpF7uggnk...
29/10/2021

অনেকেই তো শখ করে পাখি পালন করেন। আসেন দেখি বাজরিগার পাখিকে কিভাবে রোদে রাখবেন ও গোসল করাবেন।
https://youtu.be/HtpF7uggnkE

লোকেশনঃ হালিশহর, চট্টগ্রামফেইসবুকঃ https://www.facebook.com/abpbirdspets

৮ পিস এডাল্ট মেইল বাজরিগার পাখি হাতবদল হবে।লোকেশনঃ হালিশহর।
08/06/2021

৮ পিস এডাল্ট মেইল বাজরিগার পাখি হাতবদল হবে।
লোকেশনঃ হালিশহর।

08/06/2021
04/06/2021

এই পাখি সবগুলো বিক্রি হবে। আগ্রহীরা যোগাযোগ করুন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হবে।

25/05/2021

পাখী পাখী - তোমার বাড়ী কোথায়?
এই যে আমার বাড়ী ...
ABP-Birds & Pets!

04/05/2021

মাশাল্লাহ বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। আগ্রহীরা যোগাযোগ করুন।

আলহামদুলিল্লাহ নতুন মেহমান। আগ্রহীরা ইনবক্স করুন।
29/04/2021

আলহামদুলিল্লাহ নতুন মেহমান। আগ্রহীরা ইনবক্স করুন।

28/04/2021

মাশাল্লাহ বাচ্চা কাচ্চার দল। আগ্রহীরা ইনবক্স করুন। লোকেশন : হালিশহর

 #অতিরিক্ত_গরমে_আপনি_আপনার_পাখির_জন্য_কি করবেন ?অতিরিক্ত গরমে পাখি হিট ষ্ট্রোক  করে, পাখিকে বাঁচাতে হলে আপনাকে যা করতে হ...
28/04/2021

#অতিরিক্ত_গরমে_আপনি_আপনার_পাখির_জন্য_কি করবেন ?

অতিরিক্ত গরমে পাখি হিট ষ্ট্রোক করে, পাখিকে বাঁচাতে হলে আপনাকে যা করতে হবে ......

যে দিন অনেক গরম পরবে ,সেই দিন পাখিকে লেবুর সরবত দিন। লেবুতে Vitamin-C..& Salicylic Acid আছে। যা আপনার পাখির দেহকে Cool & Relux..রাখবে । Blood vessels এর তাপ কমিয়ে দিবে ।

কি ভাবে খাওয়াবেন ?

১ লিটার পানিতে অর্ধেক লেবুর রস ও ১ টেবিল চামুচ Glucose মিশিয়ে দুপুরে যে দিন অনেক গরম পরবে সেই দিন দিবেন ।

** বেশি গরমে পাখি ডানা মেলে দেয়...ঘন ঘন নিঃশ্বাস নেয় ... সেই দিন লেবুর সরবত দিবেন।

** মনে রাখবেন পানিতে Glucose মিশালে পানি ঠাণ্ডা হয়ে যায়, তাই কিছুক্ষন পর পাখিকে দিলে স্বাভাবিক তাপমাত্রায় আসবে ।

মূল লেখক : Sultan Babu
ছবি : collected

এই গরমে পাখির যত্ন ও করনীয়।১/পরিস্কার পানি দিন, পানির সাথে লেবু মিক্স করে দিতে পারেন। একটা গোটা সাইজের লেবু অর্ধেক করে, ...
27/04/2021

এই গরমে পাখির যত্ন ও করনীয়।

১/পরিস্কার পানি দিন, পানির সাথে লেবু মিক্স করে দিতে পারেন। একটা গোটা সাইজের লেবু অর্ধেক করে, ১লিটার পানিতে দিবেন।

২/ডাবের পানি দিতে পারেন।

৩/পানিতে এলোভেরা দিতে পারেন, ১ লিটার পানিতে (৩/৪ চা চামচ )এলোভেরা মিক্স করে দিবেন।

৪/পানি তে গ্লুকোজ মিশ্রিত করে দিতে পারেন,১ লিটার পানিতে ১ টেবিল চামুচ মিক্স করে দিবেন,গ্লুকোজ মেশানোর পর ২০/৩০ মিনিট পরে পাখিকে দিবেন।

৫/মেহেদী পাতা সারারাত পানিতে ভিজিয়ে রেখে দিতে পারেন,যা পাখির শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে।

৬/পানির সাথে ইলেকট্রোমিন বা গ্লুকোলাইট স্যালাইন দিতে পারেন ১ গ্রাম ১ লিটার পানিতে।

৭/পাখিকে হালকা স্প্রে করুন, কুয়াশার মত করে। যাতে পুরো না ভিজে সেদিকে লক্ষ রাখবেন।
সীড মিক্সে তেল জাতীয় বীজ কমিয়ে দিন।

৮/যাদের পাখি ব্রিডিংয়ে আছে, তাদের হাড়ির তলায় স্প্রে করুন। সম্ভব হলে হাড়ি বের করে, ডিম গুলো কুসুম গরম পানি দিয়ে মুছে দিতে পারেন। কারন গরমে ডিমের যত টুকু আদ্রতা দরকার নাও পেতে পারে।

৯/পাখির রুমে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যাবস্থা রাখুন,প্রয়োজনে এক্সজাস্ট ফ্যান ব্যাবহার করুন সবসময়ের জন্য।

১০/পাখির রুম ও ট্রে পরিস্কার রাখুন।বেশির ভাগ সময়ে দেখা যায়, এগফুড সফটফুড,শাকসব্জী খাবার সময় ট্রেতে পরে, সেগুলো পচে গ্যাস হতে পারে।

যেকোন একটা ব্যাবহার করবেন, নাহলে গ্যাপ দিয়ে দিয়ে একেক দিন একেক টা ইউজ করবেন, ৬ ঘন্টা পর পানি ফেলে ফ্রেশ পানি দিবেন।

কোন মা-ল্টি-ভিটা-মিন জাতীয় ও-ষ-ুধ দেওয়া থেকে বিরত থাকুন। এগফুড, সফটফুড, শাকসব্জী দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন,না পারলে দেবার দরকার নাই, একান্তই যদি দিতে হয়,তাহলে ১ ঘন্টার বেশি না রাখাই শ্রেয়।

ভালো থাকুক সবার পাখি।

Collected.

MashAllah parrot ❣️❣️
26/04/2021

MashAllah parrot ❣️❣️

23/04/2021

এইরকম কালারফুল বাজরিগার পাখির জন্য যোগাযোগ করুন। লোকেশনঃ হালিশহর।

21/04/2021

আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা, প্রয়োজনে যোগাযোগ করুন। ❣️

আলহামদুলিল্লাহ আমাদের এভিয়ারির নতুন সদস্যদের আগমনের অপেক্ষায় ❣️
19/04/2021

আলহামদুলিল্লাহ আমাদের এভিয়ারির নতুন সদস্যদের আগমনের অপেক্ষায় ❣️

16/04/2021

নাবিলা আপুর মেয়েদের জন্য এক জোড়া পাখি নিয়েছিলেন। তার মধ্যে উনার ছোট্ট মেয়ে যেই পাখিটা পছন্দ করে সেই পাখিটা উড়ে যায়। আপু তার জন্য বাজার থেকে একটি পাখি এনে দেয়। কিন্তু সেই পাখিটা কিছুদিন এর মধ্যে মারা যায়। আপুর ছোট্ট মেয়ের তো বেজায় মন খারাপ। কি করা যায়? আপুর ছোট্ট মেয়ের জন্য আমাদের এভিয়ারি থেকে একটি রেইনবো প্রডিউসার দিলাম। বাচ্চাদের মুখে হাসি ফোটানোর মধ্যে যে শান্তি তা হয়তো আর কিছুতে পাওয়া যায় না।

আলহামদুলিল্লাহ ডেলিভারি ১৯.

মুনা আপু হঠাৎ করে নক দিয়ে বললো হেন্ড ফিডিং বেবি নিবে। কিন্তু এখন তো লকডাউন, কিভাবে নিবে। ওই যে বলে শখের তোলা লাখ টাকা। ল...
13/04/2021

মুনা আপু হঠাৎ করে নক দিয়ে বললো হেন্ড ফিডিং বেবি নিবে। কিন্তু এখন তো লকডাউন, কিভাবে নিবে। ওই যে বলে শখের তোলা লাখ টাকা। লকডাউন এর মধ্যেও এসে নিয়ে গেলেন হেন্ড ফিডিং বেবি আমাদের এভিয়ারি থেকে।

আলহামদুলিল্লাহ ডেলিভারি ১৯.

আলহামদুলিল্লাহ ৩ টি ফিঞ্চ খাচা সহ ডেলিভারি হলো। ধন্যবাদ ইমরান ভাইকে আমাদের এভিয়ারি থেকে কিউট পাখিগুলো নেয়ার জন্য। আপনার ...
12/04/2021

আলহামদুলিল্লাহ ৩ টি ফিঞ্চ খাচা সহ ডেলিভারি হলো। ধন্যবাদ ইমরান ভাইকে আমাদের এভিয়ারি থেকে কিউট পাখিগুলো নেয়ার জন্য। আপনার বাসা আলোকিত করে তুলবে❣️

ডেলিভারি ১৮

12/04/2021

বাচ্চা কাচ্চা গুলোকে আপনি যত দেখবেন ততই ভালোবাসবেন ❣️❣️❣️ হেন্ড ফিড করে পোষ মানাতে চাইলে যোগাযোগ করুন ❣️❣️

11/04/2021

বেশ কিছুদিন আগে আসমা আপু উনার আম্মার জন্য আমাদের কাছ থেকে এক জোড়া ডায়মন্ড ডাভ নিয়েছিলেন। আন্টি পাখি জোড়া পেয়ে ততটাই আনন্দ পেয়েছে যতটা আনন্দ উনি আসমা আপু কে দেখলে পায়। আজ আসমা আপু এই ভিডিওটি পাঠালেন। আন্টির ডায়মন্ড ডাভ বাচ্চা ফুটিয়েছে। আন্টির এখন সকাল বিকাল কাটে পাখির বাচ্চাকে লালন পালন করে। অনেকটা নিজের সন্তানের মতই বড় করছে। বিয়ের সুবাদে আসমা আপু শশুর বাড়ি থাকেন। আসমা আপু আন্টির একমাত্র মেয়ে হওয়ায় আন্টির বাসা অনেকটা খালি হয়ে থাকে। এই পাখিগুলো আসমা আপুর অভাব পূরণ করতে না পারলেও আন্টির একাকিত্ব কিছুটা হলেও দূর করেছে। আমাদের সারথকতা এখানেই। বিক্রি টা উদ্দেশ্য নয়, কারো মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। সেটা যদি এক জোড়া পাখির মাদ্ধমে হয় তো কেন নয়।

প্রয়োজনে যোগাযোগ করুন। আমরা আছি আপনার পাশে।

আলহামদুলিল্লাহ আমাদের এভিয়ারির নতুন সদস্য ❣️❣️ প্রয়োজনে যোগাযোগ করুন ❣️❣️
11/04/2021

আলহামদুলিল্লাহ আমাদের এভিয়ারির নতুন সদস্য ❣️❣️ প্রয়োজনে যোগাযোগ করুন ❣️❣️

10/04/2021

খাচা সহ ১ জোড়া ফিঞ্চ পাখি হাতবদল হবে। আগ্রহীরা যোগাযোগ করুন। লোকেশনঃ হালিশহর।

আমাদের এভিয়ারির নিয়মিত একজন ক্লায়েন্ট মরতুজা আপু। আপু আজকে ১ জোড়া রেইনবো প্রডিউসার বাজরিগার পাখি নিলেন। ধন্যবাদ আমাদের উ...
08/04/2021

আমাদের এভিয়ারির নিয়মিত একজন ক্লায়েন্ট মরতুজা আপু। আপু আজকে ১ জোড়া রেইনবো প্রডিউসার বাজরিগার পাখি নিলেন। ধন্যবাদ আমাদের উপর ভরসা রাখার জন্য।

আলহামদুলিল্লাহ ডেলিভারি ঃ ১৭

08/04/2021

পরিবর্তন আসবে, ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা মোবাইল ডিভাইস থেকে দূরে সরে আসবে। এক জোড়া পাখি আপনার বাচ্চাদেরকে নেচার এর সাথে কানেক্ট করবে। নাবিলা আপুর পাখি নেয়ার গল্প বলেছিলাম। তার বাচ্চারা আজ পাখি নিয়ে ব্যস্ত। আপনি নিশ্চয়ই আপনার বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্তি নিয়ে চিন্তিত। এখনি যদি পদক্ষেপ না নেন তাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। যোগাযোগ করুন, আমরা আছি আপনার পাশে, আপনার সন্তানকে মোবাইল আসক্তি থেকে সরিয়ে আনতে আমরা পদক্ষেপ নিব।

নাবিলা আপু অনেকদিন থেকেই ইচ্ছা পোষণ করেছিলেন উনার মেয়েদের জন্য ১ জোড়া পাখি নিবেন। আজকাল এর মোবাইল ডিভাইস এর যুগে সব বাবা...
08/04/2021

নাবিলা আপু অনেকদিন থেকেই ইচ্ছা পোষণ করেছিলেন উনার মেয়েদের জন্য ১ জোড়া পাখি নিবেন। আজকাল এর মোবাইল ডিভাইস এর যুগে সব বাবা মা অনেক চিন্তায় থাকে কিভাবে বাচ্চাদেরকে মোবাইল ডিভাইস থেকে দূরে সরিয়ে রাখবে। আমরা সবসময়ই বলে থাকি আপনার বাসায় পাখি পালন করুন, আপনার বাচ্চারা মোবাইল থেকে দূরে থাকবে। আপুকে গতকাল ১ জোড়া বাজরিগার পাখি দিয়েছিলাম। পাখি পেয়ে বাচ্চাদের খুশি আপুর মুখের হাসি ফুটিয়ে তোলে। আজ সকালে হঠাৎ একটি পাখি উড়ে যায়। ফিরে আসবে তো আপুর শখের পাখিটি?

আলহামদুলিল্লাহ ডেলিভারি ১৬.

খাচা সহ ১ জোড়া জেব্রা ফিঞ্চ হাতবদল হবে। আগ্রহীরা যোগাযোগ করুন। লোকেশনঃ হালিশহর, চট্টগ্রাম।
08/04/2021

খাচা সহ ১ জোড়া জেব্রা ফিঞ্চ হাতবদল হবে। আগ্রহীরা যোগাযোগ করুন। লোকেশনঃ হালিশহর, চট্টগ্রাম।

আলহামদুলিল্লাহ আমাদের এভিয়ারির বাচ্চা কাচ্চা। প্রয়োজনে যোগাযোগ করুন।
08/04/2021

আলহামদুলিল্লাহ আমাদের এভিয়ারির বাচ্চা কাচ্চা। প্রয়োজনে যোগাযোগ করুন।

07/04/2021

মরতুজা আপু খুব শখ করে উনার মেয়ের জন্য একজোড়া লুটিনো রেড আই বাজরিগার পাখি নিয়েছিলেন আমাদের কাছ থেকে। পাখি মেয়ে তো উনার মেয়ে অনেক খুশি। কয়েকদিন আগে খাবার দেওয়ার সময় হঠাৎ করে একটা পাখি উড়ে যায়। পাখি উড়ে গিয়েছে তাই বলে তো ছোট্ট মামুনির মন খারাপ করে রাখা যাবে না। আমাদের এভিয়ারি থেকে আজকে আপুর জন্য পাঠানো হলো একটি লুটিনো রেড আই। পাখি পেয়ে তো আপুর মেয়ে মহা খুশি। আমরাও আনন্দিত তাদেরকে খুশি দেখে।

আলহামদুলিল্লাহ ডেলিভারি নং ঃ ১৫

07/04/2021

🅷🅰🅿🅿🅸🅴🆁 🆆🅸🆃🅷 🅱🅸🆁🅳🆂

Early in December, a study was published that surprisingly (or not to some) recognized that a greater biodiversity of wild birds in their busy and active displays to humans made humans happier. That was in addition to comforts of satisfying income. Basically, the more visible birds became within your view contributed heavily toward a greater personal satisfaction. The study covered Europeans and found that when even just a 10% increase in birds surrounding us, we became happier.

This study was undertaken by the Senckenberg Gesellschaft für Naturforschung, a museum of notable worth, and the University of Kiel, a 355-year old institute of learning located in Germany. It was their combined interest to determine human well-being as it relates to our surrounding biodiverse landscape of creatures. This newfound interest derived from a 2012 survey that sought to determine happiness among humans. One of the standouts was the fact that birds contributed heavily to the understood happiness among the European population. The new study sought to look deeper and to cement those findings.

Birds are everywhere. Their song is heard most often, more than any other life form in the wild. Their movement captures attention as they fly, often in some amazing ways (murmurations, concerted flock movement for gatherings on wires, and many kinds of random flight patterns that bring birds into a field of view). In short, it’s difficult, even impossible, to not be immersed in bird sightings and the song they happily sing when you are moving about.

আলহামদুলিল্লাহ আমাদের এভিয়ারিতে জন্মানো এলবিনো বেবি ❣️❣️
07/04/2021

আলহামদুলিল্লাহ আমাদের এভিয়ারিতে জন্মানো এলবিনো বেবি ❣️❣️

বর্তমান সমাজের ক্যানসার হলো ইলেকট্রনিক ডিভাইস এর প্রতি আসক্তি। সেটা বাচ্চা বুড়ো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। অথচ আজ থেকে কিছ...
06/04/2021

বর্তমান সমাজের ক্যানসার হলো ইলেকট্রনিক ডিভাইস এর প্রতি আসক্তি। সেটা বাচ্চা বুড়ো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। অথচ আজ থেকে কিছু বছর আগেও ৯০ এর দশকে আমাদের সন্তানদের সাথে বাবা মা এর বন্ডিং ও প্রকৃতির সাথে কানেকশন ছিল। যা এখন একেবারেই নেই বললে চলে। এই সমস্যার সমাধান কি? সমাধান হলো প্রকৃতিকে আপনার বাসায় নিয়ে আসুন, বাচ্চা কাচ্চাকে প্রকৃতির সাথে বেড়ে উঠার সুযোগ করে দিন। বাসায় এক জোড়া পাখি রাখা হতে পাড়ে মোবাইল ডিভাইস আসক্তি থেকে দূরে থাকার একটি সমাধান। আপনার বাচ্চা যখন পাখির কিচির মিচির শব্দ উপভোগ করবে, পাখির সাথে কথা বলবে, পাখির প্রতি ভালোবাসা জন্মাবে তখন দেখবেন আপনার বাচ্চা মোবাইলে সময় কম দিয়ে পাখিকে সময় বেশি দিচ্ছে। তো, দিচ্ছেন তো আপনার বাচ্চাকে এক জোড়া পাখি কিনে?

১ জোড়া সনি নর মাদি বিক্রি হবে৷ আগ্রহীরা যোগাযোগ করুন। লোকেশনঃ হালিশহর
03/04/2021

১ জোড়া সনি নর মাদি বিক্রি হবে৷ আগ্রহীরা যোগাযোগ করুন। লোকেশনঃ হালিশহর

01/04/2021

খাচাসহ এই পাখিটি বিক্রি হবে। আগ্রহীরা যোগাযোগ করুন।
লোকেশনঃ হালিশহর।

01/04/2021

বাচ্চা কাচ্চা গুলো এতো দুষ্টু। আপনার ঘর মুখরিত করতে হলে ইনবক্স করুন।
লোকেশনঃ হালিশহর।

আপনার পাখিকে ডিমের খোসা দিচ্ছেন তো??পাখির জন্য ডিমের খোসার উপকারিতাআমরা অনেকেই জানি ডিমের খোসা পাখিকে  খাওয়ালে অনেক উপকা...
30/03/2021

আপনার পাখিকে ডিমের খোসা দিচ্ছেন তো??

পাখির জন্য ডিমের খোসার উপকারিতা
আমরা অনেকেই জানি ডিমের খোসা পাখিকে খাওয়ালে অনেক উপকার হয়।

কিন্তু আমরা এটা অনেকেই জানি না, ডিমের খোসার উপকারিতা কি কি?

আজকের এই আলোচনায় আমরা ডিমের খোসার উপকারিতা সম্পর্কে জানব।
ডিমের খোসার উপাদানগুলোর মাঝে ৯৫% হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ৫% ক্যালসিয়াম ফসফেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট ও অল্পপরিমানে দ্রবিভুত-অদ্রবিভুত প্রোটিন যা আপনার পাখির দেহের বিভিন্ন খনিজ উপাদানের অভাব পূরণ করতে পারে।

ব্রিডিং এর সময়ে পাখির দেহে প্রচুর পরিমানে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। পাখি তার ছোট দেহের তুলনায় বেশিই ডিম দিয়ে থাকে ফলে তার দেহের ক্যালসিয়ামের অভাব হাড়ের ভিতরে থাকা ক্যালসিয়াম পুরন করে থাকে। এতে করে, হাড়ে ক্ষয় দেখা দিতে পারে। তাই এই সময় সীড মিক্স ও এগফুডের পাশাপাশি ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারে এমন খাবার যেমনঃ ক্যাটল ফিস বোন, মিনারেল ব্লক এগুলোর গুরুত্ব অনস্বীকার্য। আর এক্ষেত্রে ডিমের খোসা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে।

ডিমের খোসা পাখিকে দেবার নিয়মাবলী :-
কাঁচা ডিমের খোসা ডিমের কুসুম আলাদা করবার পর ভাল ভাবে পানি দিয়ে ধুইয়ে নিতে হবে। এরপর খোসাগুলো একটি পাত্রে পানিতে সিদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে, খুব বেশি সিদ্ধ যেন না হয়। কেননা খুব বেশি সিদ্ধ হলে উপকারি উপাদান গুলো নষ্ট হয়ে যেতে পারে। সিদ্ধ হয়ে যাবার পর খোসা গুলো পাত্র থেকে নামিয়ে কক্ষ তাপমাত্রায় না আসা পর্যন্ত অপেক্ষা করুন। এরপর খোসা গুলো কে পাটায় পিষে অথবা ব্লেন্ড করে ছোট খণ্ডে পরিনত করুন। অনেকে আবার ডিমের খোসা একদম গুঁড়া করে থাকেন। আলাদা পাত্রে অথবা যে পাত্রে সীড মিক্স দেন সেটিতেও মিশিয়ে দিতে পারেন। এভাবে সপ্তাহের ২-৩ দিন পাখিকে ডিমের খোসা দিতে পারেন আশাকরি উপকারে আসবে।
তবে গ্রীডের সাথে মিক্স করে দিলে বেশি ভাল হয়।।।।
ক্যালসিয়ামের অভাব পূরনের জন্য পাখির খাচায় আলাদা একটি ছোট পাত্রে সব সময় ডিমের খোসা রাখতে পারেন। পাখির যখন প্রয়োজন হবে, তখন এই ডিমের খোসা খাবে।(collected post)

Address

Chattogram
Chittagong

Telephone

+8801855694287

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABP - Birds & Pets posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Pet Stores in Chittagong

Show All