BD Halal Birds Aviary

BD Halal Birds Aviary healthy birds

31/01/2024
সবগুলো ডি এন এ করা। রেড হেড লুটিনো অপালাইন ফিমেল।বয়স : ১১ মাস।লোকেশন- পুরবী, মিরপুর। মোবাইল - 01629-728729
04/01/2024

সবগুলো ডি এন এ করা।
রেড হেড লুটিনো অপালাইন ফিমেল।
বয়স : ১১ মাস।
লোকেশন- পুরবী, মিরপুর।
মোবাইল - 01629-728729

13/10/2023

🦜🦜কিছু ক্ষুদ্র তথ্য 🦜🦜

★ Male = 1.0
★ Female = 0.1
★ Split = /
★ মেল স্প্লিট অপালাইন হয়। কিন্তু ফিমেল কখনও স্প্লিট অপালাইন হয় না।
★ Euwing কখনও স্প্লিট হয় না।
★ Pairing এ মেল ফিমেল দুইটাই Split হলে বেবি possible split হয়।
আবার, Pairing এ যেকোনো একটা split হলেও বেবি possible split হয়।
★ লাভবার্ডে ২টি সিরিজ হয়।
Blue series and Green series.
★ Blue series birds = Blue,Cobult, Violet,Mouve,Parblue, Albino, Cremino.
★ Blue series হচ্ছে Recessive.( split hoy)
★ Green series birds = Green, Yellow
★ Green series হচ্ছে Dominant.
★ DEC = Dark Eye Clear
★ Cobult = D blue
Mouve = DD blue
Albino = Blue NSLino
Lutino = NSLino
Parblue = Blue1Blue2 (B1B2)
★ DEC parblue /ino = DECino parblue
DEC blue /ino = DECino blue
DEC green/ ino = DECino green
★ Euwing ২ রকম।
SF euwing and DF euwing.
★ SF euwing = Incomplete Dominant
★ DF euwing = Dominant
★ Violet ২ রকম।
SF violet and DF violet
★ SF violet = Incomplete Dominant
★ DF violet = Dominant

28/09/2023

আলহামদুলিল্লাহ প্রথম দাপের ব্রিডিং সিজন শুরু।
সবার কাছে দোয়ার দরখাস্ত।
আল্লাহ যেন বরকত দান করে।

07/08/2023

❤️❤️❤️

25/07/2023

আলহামদুলিল্লাহ আগামী ব্রিডের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে।
সবার কাছে দোয়ার দরখাস্ত।
আল্লাহ যেন বরকত দান করে।

🦜Bd Halal birds aviary 🦜
Mobile:01629-728729






10/07/2023

আখিরাত তালাশ করার জন্য আল্লাহ্ তোমাদের দুনিয়া দিয়েছেন; দুনিয়ার সাথে লেগে থাকার জন্য নয়। নিশ্চয়ই দুনিয়া ধ্বংসশীল আর আখিরাত চিরস্থায়ী।

- উসমান ইবনু 'আফফান (রা.)

31/03/2023

🥰🥰🥰

26/01/2023
13/12/2022

😍😍😍

28/09/2022

আলহামদুলিল্লাহ ব্রিডে দিয়ে দিলাম,
সকলের কাছে দোয়ার দরখাস্ত।

Halal Birds Aviary By Mahbub
হালাল বার্ডস এভিয়ারি
Don’t Compromise On Quality






#হালালবার্ডসএভিয়ারি


16/09/2022

🦜 Soft Food Day😋🥰.
🦜 Don’t compromise on quality 🦜






31/08/2022
মাঝে মাঝেই তাদের মধ্যে অভিমান হয়, খানিক ঝগড়া ও হয়, কিন্তু দিন শেষে ভালবাসার কাছে তারা হেরে যায় ও ঝগড়া অভিমানের ইতি ঘটে 🥰...
30/08/2022

মাঝে মাঝেই তাদের মধ্যে অভিমান হয়, খানিক ঝগড়া ও হয়, কিন্তু দিন শেষে ভালবাসার কাছে তারা হেরে যায় ও ঝগড়া অভিমানের ইতি ঘটে 🥰






#হালালবার্ডসএভিয়ারি

15/08/2022

Halal Birds Aviary\হালাল বার্ডস এভিয়ারি
এগুলো আমার খুব পছন্দের পাখি, পাখির প্রতি ভালবাসা আরো বাড়ে যখন এদের দেখি🥰
দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে সবসময়, এই সিজনের সৈনিক এরা ইনশাআল্লাহ 🤲

সবুজ জিনিসের প্রতি আলাদা পাগলপানা! দেখলেই খেয়ে ফেলার তীব্র ইচ্ছে জাগে এদের 😁
মাশা-আল্লাহ, সুবহানাল্লাহ
ক্রিমিনো লাল চোখ 🥰
আলহামদুলিল্লাহ

#ক্রিমিনো_রেড_আই
#হালাল_বার্ডস_এভিয়ারি
#ব্রাহ্মণবাড়িয়ারপাখি



#শাক_ভোজন
#পাখি

আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অষেস মেহেরবানি তে আমার অল্প সময়ের পাখি পালনে যতটুকু পেড়েছি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা কর...
29/07/2022

আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অষেস মেহেরবানি তে আমার অল্প সময়ের পাখি পালনে যতটুকু পেড়েছি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি পাখি গুলোকে সবসময় সেরা জিনিস টা দিতে তাই আমার পছন্দ বেটাফার্ম এর সকল মেডিসিন।🥰

প্রতিটা ছবিতে বিস্তারিত সকল উপকারিতা দেয়া আছে।

ACV (Apple Cider Vinegar) এর কার্যকারিতা এবং ব্যবহারবিধিঃপোষা পাখির স্বাস্থ্য উন্নতির জন্য সম্পুর্ন প্রাকৃতিক  ভিটামিন, ...
20/07/2022

ACV (Apple Cider Vinegar) এর কার্যকারিতা এবং ব্যবহারবিধিঃ

পোষা পাখির স্বাস্থ্য উন্নতির জন্য সম্পুর্ন প্রাকৃতিক ভিটামিন, মিনারেল, নিউট্রিয়েন্টস এবং অন্যান্য পদার্থ থাকে ACV তে, যা পাখিদেরকে গুরুত্বপূর্ণ এনজাইম, মিনারেল যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ক্লোরিন, ফসফরাস, আয়রন, সিলিকন ইত্যাদি সরবরাহ করে থাকে। ভিটামিন এর মধ্যে থাকে এ, সি, ই, বি1, বি2, বি6, পি।

এক কথায় বলতে গেলে, এটা একটা মাস্টার মেডি*সিন। যেটায় প্রায় সমস্ত কিছুই বিদ্যমান।

প্রয়োজনীয়তাঃ

১. ACV একটি প্রাকৃতিক এন্টিবায়োটিক যা একই সাথে প্রোবায়োটিক এবং জীবাণুনাশকের কাজ করে।

২. এটা পাখির শরিরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ গুলোকে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করে। মুখে ও গলায় ঘা বা কাংকার হওয়া থেকে মুক্ত রাখে।

৩. এটি পরিপাক তন্ত্র সম্পর্কিত রোগের সমাধান করে। পেট, যকৃত, কিডনী, লিভার, অন্ত্র ইত্যাদী অঙ্গ কে সুস্থ-সবল রাখে। শরীরে কোন ক্ষত তৈরি হলে তা দ্রুত শুকাতে সাহায্য করে।

৪. সফটফুডের সাথে অল্প পরিমানে acv মিক্স করে দিলে অনেকটা সময় সফট ফুড পাখির খাচায় রাখা যায়, তখন ফাংগাস বা ব্যাকটেরিয়া সহজে গ্রো করতে পারেনা। স্প্রাউট তৈরিতেও acv কাজে আসে।

৫. অতিরিক্ত শীত বা গরমে পাখিকে ACV খাওয়ালে আবহাওয়ার সাথে খুব সহজে মানিয়ে নিতে পারে। হটাত বৃষ্টি হলেও ACV দেয়া উচিত।

৬. পাখিদের শরীরে pH লেভেল ঠিক রেখে অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও পাখিদের শরীরের ইমিউন সিস্টেম কে বুস্ট করে।

৭. পাখিদের শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে হার্ট ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

৮. পাখির পালকের সমস্যা, চুলকানি, স্কিন, কাটা, পোড়া জায়গায় ব্যবহার করলে ইনফেকশন কমে এবং দ্রুত সেরে উঠতে সহায়তা করে।

ব্যবহারবিধিঃ

✅ ১০ ml ACV ১ লিটার বিশুদ্ধ পানিতে মিক্সড করে দিয়ে হবে। চাইলে সারাদিন রাখতে পারেন। যেহেতু এটা এন্টিফাংগাল, সেহেতু এটা নষ্ট হয়না এতো সহজে।
*** ফিঞ্চ এর জন্য এটা মহৌষধ। তবে ১ লিটার পানিতে ৫ এমেল এসিভি করে দেয়ার পরামর্শ থাকলো।

✅ প্রতি মাসে মিনিমাম ৪ দিন দিতে হবে। (প্রতি সপ্তাহে ১ দিন করে)

✅ এসিভি অবশ্যই ঠান্ডা স্থানে সংরক্ষণ করতে হবে। ফ্রিজে রাখা সর্বোত্তম।

19/06/2022

Address

Monsef Para, Brahmanbaria
Chittagong
3400

Telephone

+8801629728729

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Halal Birds Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Pet Services in Chittagong

Show All