Pet Solution

Pet Solution For Consultancy inbox us at any time

WhatsApp : 8801822075776

14/12/2024

All slots are booked.
(New schedule closed)

চট্টগ্রামের মধ্যে স্ট্রে বিড়ালের স্পে-নিউটার এর জন্য যোগাযোগ করুন ইনবক্সে।

অপারেশন এর জন্য কিছু খরচ বহন করবে ঢাকার একটি প্রতিষ্ঠান।

শুধুমাত্র দেশি বিড়াল এর জন্য প্রযোজ্য বা স্কুল-কলেজ পড়ুয়া স্টুডেন্ট যারা দেশি বিড়াল পালেন।

16/11/2024

কেনো পোষা প্রাণীকে সবসময় অনলাইনে দেখানো উচিত না আজকে এর একটা বাস্তব উদাহরণ দেয়া হলো

এই বিড়ালের মালিক অনলাইনে নক দিয়ে বিড়ালের এরকম কাশির এবং ঠান্ডা লাগার ব্যাপারটি বললেন। স্বাভাবিকভাবেই সকল ডাক্তার ই এই সমস্যা কে rhinits অথবা common cold ধরে চিকিৎসা দিবেন। বিড়াল খাওয়া দাওয়া ঠিক মতো করে বিধায় আমরাও সেইম চিকিৎসা দিলাম। তবে ওষুধ খাওয়ানোর আগেই বিড়াল টি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। মালিকের মন মানছিলো না বিধায় উনি ক্লিনিকে নেয়ার কথা বলেন এবং সাজেস্ট করলাম তাহলে ওষুধ না দিয়ে আগে এক্সরে করানোর জন্য।

পরবর্তীতে এক্স-রে রিপোর্টে Lungs এর কন্ডিশন থেকে gastrointestinal সমস্যাই বেশি দেখা গেছে এমনকি obstruction থাকারও সম্ভাবনা রয়েছে। প্রচুর গ্যাসের সমস্যার কারণে বিড়াল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে।

এই বিড়ালকে অনলাইনে যতো ভালো ডাক্তার ই দেখানো হতো না কেনো এক্সরে করানো ছাড়া কখনোই সঠিক চিকিৎসা পেতো না।

তাই যাদের সামর্থ্য এবং সুযোগ দুটোই রয়েছে তারা কাইন্ডলি সরাসরি ডাক্তার দেখাবেন।

19/10/2024

১৫ মাসের দেশি ছেলে বিড়াল নিয়ে একবার একজন এসেছিলেন চেক-আপ করাতে। ওনার বিড়ালের সমস্যা হলো যেখানে সেখানে প্রস্রাব স্প্রে করে এবং প্রচুর ডাকাডাকি করে বাহিরে যাওয়ার জন্য। এখন উনি ওষুধ চাচ্ছেন হিট কমানোর।

ওনাকে বোঝানো হলো এর পার্মানেন্ট সলিউশন হলো নিউটার করানো। অথবা মেয়ে বিড়াল এনে মাঝেমধ্যে মেটিং করানো। উনি মেয়ে বিড়াল আনবে না বা মেটিং ও করাবেন না এবং নিউটার করা হারাম সেটাও করাবেন না।

নিউটার হারাম কেনো, কোন যুক্তিতে হারাম সেটা জানতে চাওয়ায় বললেন আল্লাহ এর দেয়া ক্ষমতা কেড়ে নেয়ার রাইট কারো নেই।

ওনাকে সরাসরি জিজ্ঞেস করলাম যেই প্রাণী প্রকৃতিতে ঘুরে বেড়িয়ে বড় হওয়ার কথা তাকে চার দেয়ালের মাঝে আটকে রেখে সঙ্গীহিন কষ্টকর এক জীবন যাপনে বাদ্ধ করছেন এটা কি হালালের মধ্যে পরে নাকি হারামের মধ্যে পরে? ওনার মুখে আর কথা নেই।

আমরা নিজেরা ৫ ওয়াক্ত নামাজ পড়িনা, পর্দা করিনা, মন্দির-প্যাগোডায় যাই না কিন্তু এই বিষয়ে একদম ১০০% ধার্মিক। এটা দিয়েই কনফার্ম জান্নাতী।

হয় ছেলে-মেয়ে বিড়াল একসাথে পালুন নাহয় এডাল্ট হলে স্পে-নিউটার করিয়ে দিন।

Stones in Gall Bladder (পিত্তথলিতে পাথর)হঠাৎ কুকুর বা বিড়ালের কিছু আচরণগত পরিবর্তন দেখতে পারছেন।  মাঝে মধ্যে বমি করছে,  ...
13/10/2024

Stones in Gall Bladder
(পিত্তথলিতে পাথর)

হঠাৎ কুকুর বা বিড়ালের কিছু আচরণগত পরিবর্তন দেখতে পারছেন। মাঝে মধ্যে বমি করছে, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে এবং চুপচাপ হয়ে বসে থাকছে। অনেক কিছুই হতে পারে। তবে সঠিক কি কারণে কোথায় সমস্যা হচ্ছে তা টেস্ট করা ছাড়া কোনো ডাক্তারের পক্ষেই সঠিক বলা সম্ভব নয়। এরকম একটি সমস্যা হলো পিত্তথলিতে পাথর হওয়া। এর জন্য টেস্ট গুরুত্বপূর্ণ।

✅ পিত্তথলিতে পাথর হলে কি কি লক্ষণ দেখা যাবে?

- এটি বেশির ভাগ সময়ে কুকুরের হয়ে থাকে। তবে বিড়ালেরও হয় তবে কম৷

-মূলত কুকুর Yoga করার মতো করে বসে থাকবে ব্যাথার কারণে। সামনের দিকে নিচু এবং পিছনের অংশ উচু করে রাখবে, একে Yoga pose বলে।

- প্রায়ই ঘন ঘন বমি হওয়া।

- দ্রুত ওজন কমে যাওয়া।

- খাবার খাওয়া কমিয়ে দেয়া বা বন্ধ করে দেয়া বা একেবারেই আগ্রহ না দেখানো।

- জন্ডিস, চোখ মুখ শরীর হলুদ হয়ে যাওয়া (সবসময় হবে না)

- জ্বর আসা (সবসময় নাও আসতে পারে)

✅ কি কারণে পিত্ত থলিতে পাথর হতে পারে?

- পিত্তথলি জন্মগতভাবে ত্রুটিযুক্ত হলে।
- অধিক পিত্ত রস উৎপন্ন হওয়া।
- ইনফেকশন।
- টিউমার বা ক্যান্সার।
- খাবারে পুষ্টির অসামঞ্জস্যতা ( খাবারে অতিরিক্ত কোলেস্টেরল থাকলে)

✅ প্রতিকার বা করণীয়?

অবশ্যই Gastro-enterology তে এক্সপার্ট একজন ডাক্তার দেখাতে হবে। প্রয়োজনীয় ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট করে রোগ নির্ণয়ের পর চিকিৎসা করাতে হবে। অনেক সময় stone এতো ছোট থাকে যে এক্সরে তে আইডেন্টিফাই করা যায় না। যদি stone পিত্তনালী ব্লক করে দেয় সেক্ষেত্রে অপারেশন করা জরুরি।

এ ধরনের সমস্যা প্রতিরোধের জন্য Cholesterol যুক্ত খাবার পরিহার করুন এবং প্রতিদিন কিছু সময়ের জন্য পোষা প্রাণীকে এক্সারসাইজ করান।

✅For consultancy Inbox us ✅



Address

Chittagong

Telephone

+8801822075776

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pet Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category