13/10/2024
Stones in Gall Bladder
(পিত্তথলিতে পাথর)
হঠাৎ কুকুর বা বিড়ালের কিছু আচরণগত পরিবর্তন দেখতে পারছেন। মাঝে মধ্যে বমি করছে, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে এবং চুপচাপ হয়ে বসে থাকছে। অনেক কিছুই হতে পারে। তবে সঠিক কি কারণে কোথায় সমস্যা হচ্ছে তা টেস্ট করা ছাড়া কোনো ডাক্তারের পক্ষেই সঠিক বলা সম্ভব নয়। এরকম একটি সমস্যা হলো পিত্তথলিতে পাথর হওয়া। এর জন্য টেস্ট গুরুত্বপূর্ণ।
✅ পিত্তথলিতে পাথর হলে কি কি লক্ষণ দেখা যাবে?
- এটি বেশির ভাগ সময়ে কুকুরের হয়ে থাকে। তবে বিড়ালেরও হয় তবে কম৷
-মূলত কুকুর Yoga করার মতো করে বসে থাকবে ব্যাথার কারণে। সামনের দিকে নিচু এবং পিছনের অংশ উচু করে রাখবে, একে Yoga pose বলে।
- প্রায়ই ঘন ঘন বমি হওয়া।
- দ্রুত ওজন কমে যাওয়া।
- খাবার খাওয়া কমিয়ে দেয়া বা বন্ধ করে দেয়া বা একেবারেই আগ্রহ না দেখানো।
- জন্ডিস, চোখ মুখ শরীর হলুদ হয়ে যাওয়া (সবসময় হবে না)
- জ্বর আসা (সবসময় নাও আসতে পারে)
✅ কি কারণে পিত্ত থলিতে পাথর হতে পারে?
- পিত্তথলি জন্মগতভাবে ত্রুটিযুক্ত হলে।
- অধিক পিত্ত রস উৎপন্ন হওয়া।
- ইনফেকশন।
- টিউমার বা ক্যান্সার।
- খাবারে পুষ্টির অসামঞ্জস্যতা ( খাবারে অতিরিক্ত কোলেস্টেরল থাকলে)
✅ প্রতিকার বা করণীয়?
অবশ্যই Gastro-enterology তে এক্সপার্ট একজন ডাক্তার দেখাতে হবে। প্রয়োজনীয় ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট করে রোগ নির্ণয়ের পর চিকিৎসা করাতে হবে। অনেক সময় stone এতো ছোট থাকে যে এক্সরে তে আইডেন্টিফাই করা যায় না। যদি stone পিত্তনালী ব্লক করে দেয় সেক্ষেত্রে অপারেশন করা জরুরি।
এ ধরনের সমস্যা প্রতিরোধের জন্য Cholesterol যুক্ত খাবার পরিহার করুন এবং প্রতিদিন কিছু সময়ের জন্য পোষা প্রাণীকে এক্সারসাইজ করান।
✅For consultancy Inbox us ✅