কেমন আছেন বলেন দেখি😀
অনেকদিন পেইজে পোস্ট করা হয়না।আব্বু,আমি হাসপাতাল ভর্তি ছিলাম।পরিবারের সবাই অসুস্থ হয়ে কাহিল অবস্থা পার করেছি,শেষমেশ দাদুর চলে যাওয়া....
সবমিলিয়ে অনেক ঝড় ঝাপটা গেলো জীবনের ওপর।
সবাই ভালো থাকবেন,দোয়াতে রাখবেন
সারাক্ষণ বকবক বকবক।
ব্যাকগ্রাউন্ড ইগনোর করবেন।অসুস্থ থাকাতে পরিষ্কার করতে সময় লেগে যায়.....
বকবক করে.......
আমাকে এখন নাম ধরে ডাকে😒
বলে কি নাস্তা করছো?
তুমি কে😀
বকবকানি শুরু😇
সামনে গেলে কথা বলেনা।তাই লুকিয়ে এমন করতে হলো🥹
এই যে খাইয়ে দিলাম....
এরপর থেকে বিকেল পর্যন্ত শুরু হবে তার বকবকানি😇
তাকে ফেলে কিছু খেতে পারিনা।
গাজরটা ও তার সাথে ভাগ করে খেলাম।
ইদানীং সে বড্ড বকবক করে।😇
ফ্রী!ফ্রী! ফ্রী!
টিয়া পাখির সাথে এই সুন্দর পুতুল টা ফ্রী দেয়া হবে।
জলদি ইনবক্স করে ফেলুন😁
টিয়ার বয়স ১ বছরের বেশি।একটু একটু কথা বলে।
ঢাকা চলে যাচ্ছে এক আপুর কাছে।🥹❤️
বয়স ২ মাসের বেশী!
ডাকলে সাড়া দেয়
একদম স্থির থাকতেই চাইনা😐😐
কম মূল্যেই খাঁচাসহ এতো সুন্দর কোয়ালিটিফুল বাজরিগার গুলো সেল করে দিতে হচ্ছে!!!!
আমি তাদের ঠিকমতো সময় দিতে পারছিনা।নিজের কাছেও খারাপ লাগে ব্যাপারটা।তার চেয়ে বরং নতুন ঠিকানায় গিয়ে তারা ভালো থাকুক।
আগ্রহীরা যোগাযোগ করবেন ইনবক্সে।
কাল সে চলে যাবে নতুন ঠিকানায়.... ..
সেল হয়ে গেল এতো সুন্দর কিউটিটা🥰🥰🥰
টিয়া পাখির সাথে এই রেইনবো বেবী ফ্রী দিচ্ছি 🤗🥰
আমি শাক খাই।
তোমরা খাও তো?😁😍
ওর সাথে একটা বাজরিগার রেইনবো বেবী ফ্রী থাকবে
কথা বলবে সামনে ইনশাআল্লাহ
কিউট হেভী পার্ল রানিং লুটিনো ফিমেলটা সেল হবে🥰
প্রকৃতি, ফুল,পাখির ডাক!!
একসূত্রে গাঁথা 🥰🥰