12/08/2023
না পাওয়ার মিছিলে প্রাপ্তির পাল্লাটা সবসময়ই ওজনে বেশি। জীবনটাকে মূল্যহীন লাগার ১০০ টা কারন আছে। তবে, জীবনটাকে মূল্যবান লাগানোর জন্য ১০১ টা কারন দাঁড় করিয়ে রাখি। অপ্রাপ্তি জীবনে থাকবেই, তাই বলে প্রাপ্তির হিসেবনা করাটাই বোকামি। কোনকিছু নিয়ে ডিপ্রেসড লাগলে একা একা হাসতে থাকি আর নিজে নিজে বলি "আরে ধুর এইসব কোন ব্যপার হইলো"!
যে জিনিসের প্রতি মানুষ বেশি সিরিয়াস হয়, সেই জিনিস জীবনে থাকে না। জীবনটাকে অত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। অর্ধেক জীবন গ্যাছে হেলায় ফেলায়। গড় আয়ু অনুযায়ী আর অর্ধেক জীবন বাকি। অত সিরিয়াস না হইলেও জীবন শেষ হয়ে যাইবে। একদিন ঠুস করে মরে পরে থাকবো। কিসের সিজিপিএ, কিসের টাকা, কিসের কি? কিচ্ছুই লাগেনা জীবন কাটানোর জন্য। ভালো থাকা শিখেছি বাকি জীবন ওইটুকু নিয়েই কাটায় দিতে পারবো। দিনশেষে ইউটিউবে দুইটা মজার ভিডিও দেইখা একা একা হাসতে থাকি, এইটাই সুখের। প্যারাকে ইনজয় করার নিয়মটা শিখে গ্যালেই জীবনটা সুন্দর।
লাইফ ইজ বিউটিফুল।♥️