
22/01/2025
বহুবছর পর স্মৃতির পাতা উল্টাতে গিয়ে হয়তো আপনি দেখবেন বিপিএল ২০২৫ এ নাঈম শেখ একটি ৫৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেছেন, তবু তার দল জেতেনি। আপনি হয়তো দেখবেন নাঈম শেখ আউট হয়ে হাঁটু গেড়ে বসে গেছেন, আপনি ভাববেন নিঃসঙ্গ শেরপা হয়ে বোধহয় নাঈমই লড়েছিলো। কিন্তু বাস্তবতা ভিন্ন।
ওই যে পরিসংখ্যানে শুভঙ্করের ফাঁকি থাকে। আমি পরিসংখ্যান-প্রিয় মানুষ হলেও চেষ্টা করি সব পরিসংখ্যানই ঘাটতে। তাই তো নাঈম শেখের এই ৭৭ রানটাকে নেগেটিভ ইম্প্যাক্টের ইনিংস বলতে হয়।
সেই প্রমাণ ওই যে ছবির উপরের পিকটা। ৪৪ বলে ৩৫ রান, একটা ওপেনার ১৫ ওভার ক্রিজে, তার রান ৪৪ বলে ৩৫! এখন শেষের ১৫ বলে ৪২ করেছেন, এটার জন্য কি আদৌ বাহবা দেওয়া যায়? হ্যাঁ, তিনি ৬টি ছক্কা হাঁকিয়েছেন ইনিংসে, তাও কি প্রশংসা পাবেন?
৫৯ বলের ইনিংসে ডট দিয়েছেন ২৫টি, ভাবা যায়? শেষে তিনি চেষ্টা করেছেন জিতিয়ে আসতে, মালানের দুর্দান্ত ক্যাচে আউট না হলে হয়তো নুরুল হাসান সোহানের মত কিছু রচনা করতে পারতেন। তবে যেহেতু পারেননি, ইনিংসের প্রথম ১৫ ওভারের ব্যাটিংয়ের জন্য খলনায়ক নাঈম শেখকেই থাকতে হচ্ছে৷
#নাঈমশেখ