Yeasin Razz

Yeasin Razz আসসালামু আলাইকুম
যেনো তুমি,
আমার সাদা টিশার্টের পড়ে যাওয়া কালো দাগ সহজে উঠতেই চাওনা....!!😔

21/06/2024

তুমি অন্ধ ছিলে বলেই আমি সুন্দর ছিলাম খুব।💔

15/06/2024

অরু...!💔
ঘরমুখো মানুষের দলে ভিড়ে,
ইশ! তুমিও যদি এবার- আমাতে-ই ফিরতে!🥺

08/06/2024

কী এমন হইতো আমারে একটু মায়া করলে? কী এমন হইতো একটু ভালোবাসলে? আমি বুঝি এতই সহজলভ্য? আমার চাওয়ায় বুঝি এতোই পাপ? আমারে ভালোবাসলে বুঝি তোমার পাপ হইয়্যা যাইতো? আমারে ভালোবাসার অপরাধে খোদায় বুঝি তোমারে ছুঁইড়া ফেলতো নরকে?
বলো?

01/06/2024

তাদের প্রতি কৃতজ্ঞ 💔

26/05/2024

আমি বুঝতে পেরেছি!
ভুল ছিল,নিজেকে তোমার চাদরে জড়ানো।তোমার আঁচলে সুখ কুড়ানো।ভুল ছিল,বারবার ভিক্ষুকের বেশে তোমার দুয়ারে দাঁড়িয়ে,প্রেম ভিক্ষা চাওয়া।ভুল ছিল,তোমাকে সঙ্গী করে নিজেকে চিনতে যাওয়া।ভুল ছিল,আমার স্বপ্নে তোমাকে অংশ দেওয়া।ভুল ছিল,সবই ভুল ছিল।

শোন!
আমি কাটিয়ে উঠছি,মায়ায় মুড়ানো তোমার চোখের নেশা।দিনদিন ঝাপসা হয়ে আসছে তোমার মুখের উজ্জ্বল হাসি।জল্পনা-কপ্লনাতে এখন ডাকিনা তোমায়।হাসি না আর তোমায় ভেবে।
আমি ভুলে গেছি,হাতে হাত রেখে করা,তোমার ওয়াদার সেরা অংশ_কখনো ছেড়ে যাবো না।ভুলে যাচ্ছি,ভুল করে প্রেমে পড়ার সেই মুহুর্ত। ভুলে যাচ্ছি প্রেম এবং প্রেমিকার অস্তিত্ব। আমি মেনে নিয়েছি ভুল কিছু ভুলে যাওয়াই ভালো।

আজ অভিশাপ দিচ্ছি তোমায়!
অভিশাপ সেই দিনের,যেদিন তোমার প্রেমে ডুবে ছিলাম,ভুলেছিলাম নিজেকে,নিজের জমকালো অস্তিত্বকে।পুড়ে ছাই হোক তোমারঐ ধারালো চোখ,যা আমাকে ক্ষতবিক্ষত করেছে।কলিজা পোড়া গন্ধ আসুক তোমার মুখে,আর কেউ না ভিড়ুক তোমার দিলে। আমি চাই না,আর কারো হৃদয় আঘাতপ্রাপ্ত হোক,তোমার অসুস্থ প্রেমাগুনে পুড়ুক আর কারো মন।💔

10/04/2024


── এটা কী?
── তোমার মন।
── ধরতে পেলে কখন?
── গভীর রাতে চিঠির ভেতর আবেগ দিলে যখন।
── ওমা! সেটা কখন দিলাম?
── না দেয়াতে এটাই না হয় চুরি করেই নিলাম।
── আপনি ভীষণ চোর!
── এমন করে বলতে নেই প্রিয়! হৃদয়ে ভাঙচুর।
── জোড়া দিতে প্রশ্ন করি তবে?
── তোমার কথায় মেঘ‌ও শিশির হবে।

── আচ্ছা বলুন, নিকষ কালো?
── তোমার চুল।
── ভীষণ সাদা?
── তোমার মন।
── গাঢ় হলুদ?
── তোমার গা।
── আর আকাশের নীল?
── তোমার চুলের খোঁপা।
── সব‌ই যদি আমার হয়, ‌আপনার তবে কী?
── আমার সে তো তুমি। যে তুমিটি সকল কিছুর অধিকারিণী।🙂

18/11/2023

- কে পাই আমায়?

তবু হায়, ডেকে যায়;
সূদুর সব মায়া মস্তিষ্ককে কুড়ে খায়।
নীহারিকা নিশীথ আলোকে
জ্বলে উঠে আনমনে চেয়ে।

উদাস নয়নে কেঁদে উঠে ক্ষণে ক্ষণে
বিষাদীত এই দহনে।
তুমি বিহনে ফোঁড়া কাটে এই হৃদয়ে
পাহাড় চাপা কান্নার জলে
সেই তোমাকে না পাওয়ার ছলে।

কিংবা বিরহীর বিরহে, কাটা দেয় পরাণে
ক্ষ্ণীণ আধারে গিলে নেয় আমাকে
ডেকে নেয় কোনো এক নির্জন নিস্তব্ধ সুশান-
হাহাকার ভরা শ্মশানে।

তবু কি চাই, নাকি কেউ পাই
কে পাই আমায়, হারিয়ে হারাই
শূন্যতা আমাকে কাছে পাই,
নিঃসঙ্গতা কুড়ে খায়, নীরাবতা ছেয়ে যায়
হাহাকারে জানিয়ে দেয় বিদায়।

08/11/2023

সর্বনাশ...
আচ্ছা তোমায় যদি আমি সর্বনাশ বলে ডাকি তুমি কি কিছু মনে করবে?উমম,,,হয়তো করবে আবার এটাও জানতে চাইবে কেনো তোমায় এ নাম দিলাম সেসব নাহয় অন্য কোনো একদিন বলব...

আচ্ছা আমাদের কি আদো দেখা হবে?আদো কি কথা হবে?আদো কি শোনা হবে ভালোবাসি শব্দটা? নাকি এত এত ইচ্ছে, এত এত আকাঙ্ক্ষা সব অপূর্ণই থাকবে?তবে কি একরাশ অপূর্ণটা নিয়ে পৃথিবী ছাড়তে হবে? এগুলো লিখতে না আমার খুব কষ্ট হচ্ছে। আমার নিষ্প্রভ জীবনে প্রনয় রাঙিয়ে আবারও নিষ্প্রভ করবেন না জীবনটা। আমাদের পথটা কি আরেকটু দীর্ঘ হতে পারতো না?? থাক সেসব বাদ দেও,আমাদের যা কিছু ভালো হওয়ার কথা ছিলো সেসব ভালো তোমার হোক।তোমার নামেই নাহয় আমার ভালোবাসা উৎসর্গ করলাম...💔

07/11/2023

💔

03/11/2023

বেশ কিছুদিন যাবৎ একাধারে খুব করে মন খারাপ হচ্ছে। হুটহাট রাগ ওঠে যায়। মেজাজ কেমন যেন খিটখিটে হয়ে আছে। যারতার সাথে নিজের অজান্তেই দুর্ব্যবহার করছি। কেউ ভালো বলুক বা মন্দ তারেই উল্টো কটুকথা শুনিয়ে দিচ্ছি। কেউ ভালো কিছু জানতে চাইলেও তার কথায় কোনো ভ্রুক্ষেপ করছি না। ভাইবেরাদর আত্মীয়স্বজন অনেকের সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন। আইডি থেকে অফলাইন চেনাজানা ভাইবেরাদর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পরিচিতজন, ক্লাইমেট সহ হাতেগোনা দুয়েকজন ছাড়া বাদবাকি সবাইকে আনফ্রেন্ড করে দিয়েছি। স্বেচ্ছায় কাউকে কল দিতে ইচ্ছে করে না। কেউ কল দিলেও রিসিভ করতে মন চায় না। গতকাল আপুর সাথে জীবনের প্রথম দুর্ব্যবহার করছি। এমনকি আব্বা আম্মার সাথেও ভালোভাবে রেসপন্স করতে পারছি না। তাদের সাথেও অনাকাঙ্ক্ষিত আচরণ হয়ে যাচ্ছে। কিন্তু এর পিছনে মূলতঃ কারণ'টা কী আমি খুঁজে পাচ্ছিলাম না। আজকে জুমার পরে আবিস্কার করলাম এতকিছুর পিছনে একমাত্র কারণ হলো- আমি নিজের প্রতি নিজে বিরক্ত 😐

03/11/2023

ইদানীং কোমর নিয়ে যন্ত্রণা হচ্ছে। বেশিক্ষণ বসে থাকতে পারি না। সর্বোচ্চ আধঘন্টা একাধারে বসে থাকলেই কেমন যেন মনে হয় কোমর ছিঁড়ে নিয়ে যাচ্ছে কেউ। ঘুমাতে গেলেও একই সমস্যার সম্মুখীন। ভাবছিলাম নীচে বসলে যেহেতু ব্যথা করে তাহলে চেয়ারে বসলে হয়তো এমনটা হবে না। কিন্তু চেয়ারে বসেও দেখছি একই হালত। দশমিনিট বসে থাকলে পাঁচ মিনিট হাঁটাচলা করতে হয়। কিন্তু কেন এমনটা হচ্ছে কিছু বুঝে আসছে না।
সময় কি তাহলে শেষ?

03/11/2023

ওহে শখের নারী 🥹💔

31/10/2023

তুমি কেমন আছো জানতে খুব ইচ্ছে করে
আমি ভালোনেই আকাশ ফুঁপিয়ে কাঁদে।

30/10/2023

তারা-ঠিকমতো তাদের'ই থাকে -শুধু আমরা'ই নিজে'দের হারাই-ফেলি 😅

29/10/2023

- তোমারে!

তোমার মনের বিশালতার মাঝে তুমি যারে দিয়েছিলে ঠাঁই,
সে কি আমারি মতো করে তোমাকে চাই-
নাকি ভালোবাসা দিয়ে বেড়ায়?
আমি তো তোমারে ছাড়া মহাশূন্যে এখন হাতড়ে বেড়ায়।

বল আর, বল আর কতবার, কত করে তোমারে বুঝাই,
তুমি কভু দেও নি তো মোরে তোমারেও হৃদয়ে একটুখানি ঠাঁই।
তুমি দিয়েছিল মোরে তাড়িয়ে তোমারও হৃদয়ে আঙিনা ছেড়ে,
চলে যেতে হয়েছিল মোরে এক আলোকবর্ষ পথ দূরে।

আমি তোমার থেকে এক আলোক বর্ষ পথ দূরে,
তুমি নেপচুন ইউরেনাসের ভীড়ে হারিয়ে-
আমারে একা ফেলে এই মহাশূন্যতে,
যা হাজারো নক্ষত্রের মেলাতেও হবে নাকো কভু পরিপূর্ণ-
পাবে নাতো পূর্ণতা খুঁজে।

আমি তোমারে হারিয়ে ছিলাম সেই যে কবে,
কোনো এক বিষাদ বিকেলে এক মহা বৃহস্পতিবারে।
আজ কোটি কোটি বৃহস্পতিবারেও মেলে নি, পাই নি কো তোমার দেখা,
আমি আজ সেই পথেই বসে আছি একা একা, করতে তোমার অপেক্ষা।

আজ ভেঙেছি মনের সব দ্বিধা, পুড়িয়ে বিষাদের মায়া,
যা মনে দিচ্ছিল পীড়া কি যে এক বিশেষ যন্ত্রণা।
ভুলে দিতে প্রয়োজন হতে পারে আবারও তোমার সেই সংবর্ধনা,
তুমি কি আসবে ফিরে, আবারও আমার হৃদয়ের সেই ছোট্ট কুঠুরীতে-
তোমারে ছাড়া অসহায় অবরোধ হয়েছে মনে। (সংক্ষিপ্ত)

28/10/2023

যে নিজের চোখের অশ্রু নিজে খেয়েছে তার মদ্যপ্রাণের প্রয়োজন নেই..!
সে যন্ত্রণার মাতাল।🙂

27/10/2023

"কতটা বি'ষ'ন্ন'তায় ঘেরা সাঝের এই সকালটা
আমায় তুমি,
উপহার হিসেবে দিয়েছো-

কখনো জানার,
চে'ষ্টা'ই- করলানা!

26/10/2023

মহাব্বত এর বদলে দিলে তুমি বিচ্ছেদের বেদনা,বিচ্ছেদ ব্যথায় কাতর হওয়া ছেলেটা বাঁচতে চায়।ক্ষীণ হাওয়ায় ঝড়ে যাওয়া শুকনো পাতার মতো তুমি মনের মাজার হতে ঝড়ে যাও।

25/10/2023

২৫.১০.২৩~

একটা আকাশ ক্রমশ কেঁদে যায় রোজ। একটা গাছ চুপচাপ দাঁড়িয়ে থাকে পাতা হারানোর শোকে; কেটে যায় অবেলার প্রহর। একটা নদী বলে যায় অপূর্ণ জীবনের গল্প। কিছু মায়া আর বাস্তব জীবনের অল্প। একটা মানুষ স্রোতের জোয়ারে ভাসে। মায়ার আঁচলে হাসে। ভালোবাসার চাদরে বাঁচে। উল্টো স্রোতে ভাবনার সাগরে সাঁতার কাটে। দিকভ্রান্ত বাতাস তাকে হারিয়ে দেয় বিস্তৃত জীবনের গহীনে। উত্তাল সমুদ্রের ঢেউয়ে ফোয়ারার মতো অবহেলায় কেটে যায় তার একেকটা প্রহর। সময়ের পালতোলা নৌকাটা চলে তার আপন গতীতে। সে ভুলে যায় সব। ভুলে যায় আগামীর পথ। কতো রবি আর রজনী ফোরায় নীলের মায়ায়। তাকে ফিরানোর কেউ নেই।

তবুও কি কেউ ফিরে নাকি হারিয়ে যায় চিরতরে।💔

25/10/2023

ছেড়ে যাওয়া নারী আর..
পুরে যাওয়া বিড়ি কখনো ফিরে আসে না...!💔

24/10/2023

💔😅

24/10/2023

মস্তিষ্কে ভারী রক্তবর্ষনে
মুছে যাক সব স্মৃতি, মুছে যাও তুমি!
ধুয়ে যাক সব গ্লানি।

ভুল গুলো সব ফুল হয়ে ঝড়ে পড়ুক 🙂🌺
22/10/2023

ভুল গুলো সব ফুল হয়ে ঝড়ে পড়ুক 🙂🌺

16/10/2023

আমরা এক হতে গিয়ে একা হয়ে গেলাম..! 💔

14/10/2023

আমার ভালবাসার চাদরে তোমার তীব্র অবহেলা মুড়িয়ে নিয়েছি বলেই তুমি সুখে আছো। দুঃখ এমন এক দ্রুত গতির ভাইরাস‚ না হয় আমার মতো তোমাকেও দ্বিগুণ গতিতে এসে দ্বিখণ্ডিত করতো।

10/10/2023

প্রিয় অরনী♥
ক্যান্সার আক্রান্ত শরীর নিয়ে অন্য কাউকে যদি কেমন আছো জিজ্ঞেস করি নিশ্চয় হাসিঠাট্টা করবে। কোথায় থাকো তা তো জানি‚ অচিনপুরে।

জানো‚ নিজেকে আজকাল ক্যান্সারে আক্রান্ত মানুষের মতো মনে হয়। কে যেনো ভেতরটা কুড়ে খেয়েছে! আমি না আজকাল নিজেকে ঠিক রাখতে পারি না যখন তখন মরা বাঁচার কথা মনে হয়। মাঝে মাঝে এমন মনে হয় আমার বুকটা ছিঁড়ে কাউকে দেখায়‚ আমার ভেতরটা রক্তাক্ত। তরমুজ ফলের উপরের দিকে বোঝা যায় না ভেতরটা কতটা লাল, নিজেরে আজকাল তরমুজ ফলের মতো মনে হয়। মাটির কারুকাজে তৈরি হাঁড়ি পাতিল বোঝা যায় না ভাঙলে ভেতরে মাটি আছে! এমন করে নিজেকে একটু ভেঙে দেখাতে মন চায়।

আমার অনুভুতির বাতাসে এখন গন্ধ পাওয়া যায়। বোঝা যায় আমার অনুভূতির মৃত্যু হয়েছে! গোলাপ তো বেঈমান গোলাপের কথা না হয় বাদই দিলাম। শত কাশফুল শহরে উড়ছে অথচ আমার অনুভূতি জাগ্রত হয় না। আমার কুঁড়ে খাওয়া নিস্তর দেহ বদ্ধ ঘরের মাঝে পড়ে আছে৷

বেলী ফুলের সুগন্ধ ছিল আমার দুর্বলতা‚ আমায় মাতাল করে দিতো। আজকাল আমার ফুলের প্রতি আস্ত একটা ঘৃণা চলে আসছে! ফুল গাছে সুন্দর‚ সব মানুষের হাতে শোভা পায় না তবে বেলী গোলাপকে আমি ঘৃণা করার জন্য ভালবাসি।

নিজেকে একবার মাটির কারুকাজ করা জিনিস পত্রের মতো করে আবিষ্কার করতে পারতাম তাহলে বুঝতে পারতে ভালবাসার নামে মানুষ কতটুকু ভেঙে দেয়। ভীষণ ইচ্ছে করে তরমুজ ফলের মতো নিজের ভেতরের লালা আভা বুক ছিঁড়ে দেখাতে। কামারের লোহা ধারালো করার সাথে জ্বলন্ত আগুন যেমন চামড়ার স্পর্শ পেলে পুড়ে ছাই হয়ে যায়‚ আমার ভেতরটা তার চেয়ে বিশ্রী। আমি মরার আগে জন্মের মরা মরেছি। সবকিছু আর জানতে হয় না ভালবাসা নামক চার শব্দ আবিষ্কার করে মানুষ হয় জ্যান্ত লাশ।

আমার অনুভূতির মৃত্যু হয়েছে তুমি কিংবা গোলাপের দোষ দিয়ে দোষী করা যায় না। ফুল পবিত্র জিনিস‚
তুমি এক পবিত্র পাপী। ফুলকে যেমন ঘৃণা করার জন্য ভালবাসি তোমাকেও ঘৃণার জন্য হলেও ভালবাসি। জানো তো সবকিছু আর বুঝাতে হয় না‚ আমি ভালবাসা নামক চার অক্ষরে ডুব দিয়ে জীবন্ত লাশ আর তুমি অন্যের সংসারের সংসারী।

ভালো থেকো। এতক্ষণ যা শুনেছিলে সবকিছু মিথ্যা‚ সত্য হলো তোমাকে ভালোবাসি।

ইতি
তোমার কেউ না।

08/10/2023

যদি ভুলে যাও না হয় আমাকে......পরবে কি ভুলে যেতে আমার স্মৃতি কে............?যদি মুছে দাও আমার স্মৃতি কে......পারবে কি সুখি হতে আমাকে ভুলে............?
আমি মেঘ ছুড়ে দেই তোমার ওই আকাশে...বুঝে নিও তুমি এই আমাকে।

07/10/2023

কেন মায়া বাড়িয়ে দূরে হারাও?💔

07/10/2023

আমাকে আমি শেষ কবে ভালোবেসেছি,
আমি তা ভুলে গেছি।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা
শেষ কবে দেখেছি আমি তা ভুলে গেছি।

একটা সময় ছিলো আমি মানুষটা
কোন একজনের মায়ায় নিজেকে সবসময়
গুছিয়ে রাখতাম!
নিজেকে পরিপাটি করে, নিজেকে উপস্থাপন করতাম
আপনি মানুষটার কাছে।

আপনি বদলে যাওয়ার পর,
এক আকাশ অভিমান জমেছে আমার হৃদয় মাঝে।
হয়তো কখনো অভিমান কেউ আর ভাঙতে আসবে না।
কোন এক দিন মৃত্যু এসে ছিনিয়ে নিবে,
আত্মার সাথে সাথে, ভেতরে থাকা অভিমান গুলো।
বিদায় হবে মন ভাঙা একজন মানুষের।

Address

Cumilla

Telephone

+8801851275841

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yeasin Razz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yeasin Razz:

Videos

Share

Category


Other Pet Services in Cumilla

Show All

You may also like