Sazzad 786 Birds Aviary

Sazzad 786 Birds Aviary আমি খাচা পাখি খুব ভালবাসি,,,

Cage Birds পাখি প?

15/03/2022

দুটি মানুষ একটি মনের দাবিদার 😁

10/03/2022

জুম্মা মোবারক🕋

06/03/2022

চেষ্টা থাকলে সব কিছু সম্ভব 💗

05/03/2022

**বাজরিগার পাখি**
{হাত~বদল)

**মেলঃ- "Daboul Crestat (Jp) Blood Line Running Male.(Age:-16 month+)🦜

**ফিমেল যদি জেপি ব্লাড লাইনের হয়,,বাচ্চা break fill আসবে।।।

লোকেশনঃ-🌎 জাফরগঞ্জ,,দেবিদ্দার,,ক্যান্টরমেন্ট,,কুমিল্লা।।

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন (ধন্যবাদ)...

04/03/2022

**বাজরিগার রানিং পেয়ার**
{হাত~বদল)

**৩ টি বাচ্চাসহ।।।🦜

**মেলঃ- "Spenjal" Yellow face..(Age:-18 month+)🦜

**ফিমেলঃ-"Paid"... (Age:-15 month)🦜

লোকেশনঃ-🌎 জাফরগঞ্জ,,দেবিদ্দার,,ক্যান্টরমেন্ট,,কুমিল্লা।।

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন (ধন্যবাদ)...

জুম্মা মোবারক🥀🦜
03/03/2022

জুম্মা মোবারক🥀🦜

03/03/2022

My Thursday 🥀🦜

**একপিস রানিং "মেল" জ্রেবা~ফিন্স হাত🤝বদল করা হবে।**বয়সঃ-১৩ মাস+****লোকেশনঃ-জাফরগঞ্জ,,দেবিদ্দার,,কুমিল্লা..**যাদের প্রয়োজ...
01/03/2022

**একপিস রানিং "মেল" জ্রেবা~ফিন্স হাত🤝বদল করা হবে।

**বয়সঃ-১৩ মাস+**

**লোকেশনঃ-জাফরগঞ্জ,,দেবিদ্দার,,কুমিল্লা..

**যাদের প্রয়োজনঃ-ইনবক্স করতে পারেন..

🥀ধন্যবাদ 🥀

01/03/2022

**এক জোড়া নরমাল বাজরিগার হাত🤝বদল করা হবে***

**বয়সঃ-৫ মাস**

**লোকেশনঃ-জাফরগঞ্জ,,দেবিদ্দার,,কুমিল্লা..

**যাদের প্রয়োজনঃ-ইনবক্স করতে পারেন..

🥀ধন্যবাদ 🥀

23/02/2022

"আলহামদুলিল্লাহ"

নতুন সদস্য🦜

22/02/2022

"ইংলিশ বাজরিগার"

বয়সঃ-৩.৫ মাস

লোকেশনঃ-জাফরগঞ্জ-
দেবিদ্দার-কুমিল্লা।

💗💗💗
21/02/2022

💗💗💗

20/02/2022

ভালবাসা গুলো বোধই এমনি হয়💞

16/02/2022

Baby pigeons of the sunflower species💗🕊️

Banggoli Finch (Baby)**সকল প্রশংসা মালিক আল্লাহ 🕋
13/02/2022

Banggoli Finch (Baby)
**সকল প্রশংসা মালিক আল্লাহ 🕋

 #লিভারটনিক_কি :-পাখি,কবুতর ও পোল্টি ইত্যাদির বিভিন্ন প্রকার কৃমির আক্রমন, অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহার , লিভারে অতিরি...
12/02/2022

#লিভারটনিক_কি :-

পাখি,কবুতর ও পোল্টি ইত্যাদির বিভিন্ন প্রকার কৃমির আক্রমন, অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহার , লিভারে অতিরিক্ত ক্ষতিকর চর্বি জমে থাকা অনেক কারনে পশুর লিভার বা কলিজাতে পঁচন ধরে, কৃমি নাষক ব্যবহার করার পরে এই সকল কারনে এই প্রাণীগুলোর শরীরে বিরাট দখল যায় তাই এই দখল কাটিয়ে সুস্হ্য স্বাভাবিক জীবনে ফিরে আসতে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন প্রকার কোম্পানির বিভিন্ন নামের যে তরল পদার্থটা ব্যবহা করা হয় তাকেই লিভারটনিক বলে ।

12/02/2022

১৫ সেকেন্ডে কবুতরের সম্পূর্ণ জার্নি

A complete journey of a pigeon in 15 seconds

নাম : Long Tail Finchবৈজ্ঞানিক নাম : Amadina acuticauda (John gould, 1840)অন্যান্য নাম : Shaft Tail Finch, Grass Finch, ...
12/02/2022

নাম : Long Tail Finch
বৈজ্ঞানিক নাম : Amadina acuticauda (John gould, 1840)
অন্যান্য নাম : Shaft Tail Finch, Grass Finch, Heck's Finch, Black Heart Finch ইত্যাদি।
দৈহিক গঠন : নাম শুনেই বুঝতে পারছেন লেজটা বেশ লম্বা। লেজ সহ দৈর্ঘ্যে প্রায় ৬ ইঞ্চি (১৫ সেমি) এবং ওজন ২০ থেকে ৩০ গ্রাম। দৈহিক কাঠামো অনেকটা আমাদের দেশের চড়ুই এর মতই।
জাত বা মিউটেশন : ঠোঁটের রং অনুসারে এদেরকে তিনটি ভাগে বিভক্ত করা হয় :
1. Red Billed Longtail
2. Orange Billed Longtail
3. Yellow Billed Longtail
আবার দেহের রং এর ভিত্তিতে কয়েক ভাগে ভাগ করা হয় :
1. Gray
2. Fawn
3. White
4. Creamino
5. Isabelle
6. Pied ইত্যাদি।
এছাড়া এদের ২ টি ঘনিষ্ঠ প্রতিবেশি আছে একটি হল মাস্ক ফিঞ্চ এবং অপরটি পারসোন বা ব্লাক থ্রোটেড ফিঞ্চ।
আচার -আচরণ : এদের আদিবাস অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল। অন্যান্য ফিঞ্চের মতই খুবই চঞ্চল একটি পাখি। প্রকৃতিতে জলাশয়ের কাছাকাছি চারণভূমি গুলোতে বিচরণ করতে পছন্দ করে। অন্যান্য গ্রাস ফিঞ্চের সাথেই মিলেমিশে থাকে। ছেলে পাখি খুব সুন্দর শিষ দিতে পারে তবে এটা একটু রেয়ার কেস। ক্যাপটিভে এরা কলোনীতে থাকতেই পছন্দ করে এবং কিছু ব্রিডারের মতে ব্রিডিং রেজাল্টও কলোনীতেই ভালো আসে।
খাবার -দাবার : অন্যান্য ফিঞ্চের মতই সীডমিক্স, ভেজানো বা অঙ্কুরীত করা বীজ, শাক পাতা, মেলওয়ার্ম ইত্যাদি। ডায়েট সম্পর্কিত ডিটেলস ফাইল সেকশনে দেওয়া আছে।
খাঁচা : একজোড়া পাখির জন্য অন্তত ১৮"১৮"১৮ ইঞ্চি সাইজের খাঁচা প্রয়োজন। খাঁচা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরী।
ছেলে-মেয়ে শনাক্তকরণ : বুকের কাল অংশটা, যেটাকে ইংরেজিতে "বিব" বলা হয় ঐটা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের তুলনায় কিছুটা বড় থাকে। নিচের ছবি দেখলে পরিষ্কার ধারণা পাবেন। এছাড়া অন্যান্য ফিঞ্চের মত এদের ক্ষেত্রেও মেয়ে পাখির ঠোঁটের রং ছেলে পাখি অপেক্ষা হালকা হয়।
বয়স নির্ধারণ : বাচ্চাদের রং বয়স্ক পাখি অপেক্ষা অনেক হালকা হয় এবং ঠোট থাকে কালো রং এর। ২ থেকে ৩ মাস বয়সের মধ্যে মোল্টিং শুরু হয় এবং ধীরে ধীরে কালার আসতে শুরু করে।
ব্রিডিং : ১ বছর বয়সের আগে লংটেইল ব্রিডিং এ না দেয়াই শ্রেয়। প্রকৃতিতে এদের প্রজনন মৌসুম সাধারণত জানুয়ারি থেকে জুন পর্যন্ত। ডিম পাড়ার জন্য বক্স বা একটু বড় সাইজের বাঁশের ঝুড়ি দেওয়া যায়। লংটেইল ফিঞ্চের ক্ষেত্রে এগ বাইন্ডিং হওয়ার প্রবণতা একটু বেশি, এজন্য ব্রিডে দেয়ার কিছুদিন আগে থেকেই সফ্ট ফুড বা সীডমিক্সের সাথে কডলিভার অয়েল মিক্স করে দিতে বলা হয়। এরা ডিম পাড়ে সাধারণত ৪ থেকে ৭ টা পর্যন্ত। সব কয়টা পাড়া শেষ করার পর তা দেয়া শুরু হয়। ছেলে ও মেয়ে উভয়ে তা দেয়। ১২ থেকে ১৪ দিন তা দেয়ার পর ডিম ফুটে বাচ্চা বের হয়। ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যেই বাচ্চা মোটামুটি স্বনির্ভর হয়ে যায়। কেউ যদি ফস্টারিং করাতে চান সেটাও করতে পারেন। বছরে ২ থেকে ৩ বারের বেশি ব্রিডিং না করানোই উত্তম।
আয়ুষ্কাল : খাঁচায় পর্যাপ্ত যত্ন নিয়ে এদেরকে ৫ থেকে ৮ বছর পর্যন্ত বাঁচানো সম্ভব।

গোল্ডিয়ান ফিঞ্চTODAY১। ইতিহাস : ১৮৪৪ সালে ব্রিটিশ চিত্রশিল্পী "জন গোল্ড" গোল্ডিয়ানের  নামকরণ করেন। এরা "এস্ট্রিলিডা" প...
12/02/2022

গোল্ডিয়ান ফিঞ্চ
TODAY
১। ইতিহাস : ১৮৪৪ সালে ব্রিটিশ চিত্রশিল্পী "জন গোল্ড" গোল্ডিয়ানের নামকরণ করেন। এরা "এস্ট্রিলিডা" পরিবারের সদস্য। গোল্ডিয়ান ফিঞ্চ অস্ট্রেলিয়া থেকে রপ্তানি শুরু হয় ১৯৩৪ সালে এবং ১৯৩৯ সাল পর্যন্ত ৫ বছরে রপ্তানিকৃত ৫৭০০০ ফিঞ্চের মধ্যে ২৬ হাজারই ছিল গোল্ডিয়ান। ১৯৯০ সালে নিষেধাগ্গা আরোপের আগ পর্যন্ত এই হারেই গোল্ডিয়ান রপ্তানি হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে সারা বিশ্বে গোল্ডিয়ানের চাহিদা কতটুকু।
২। আবাস্থল : গোল্ডিয়ানের ঘাটি হল অস্ট্রেলিয়ার দক্ষিণ বনাঞ্চল । সেখানে ওরা দল বেঁধে লংটেইল ফিঞ্চ এবং অন্যান্য গ্রাস ফিঞ্চের সাথে ঘুরে বেড়ায় । এছাড়া আমেরিকাতেও প্রচুর পরিমাণে পাওয়া যায় । বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশেই দৃশ্যমান ।
৩। আচার - আচরণ : প্রায় সব ফিঞ্চই প্রাইভেসি পছন্দ করে, কিন্ত এক্ষেত্রে গোল্ডিয়ান আরো এক ধাপ এগিয়ে । এমনকি মেটিং টা পর্যন্ত তারা নেস্ট বক্সের ভিতরেই সারে । প্রকৃতিতে এদের বিচরণ বাসা থেকে ৪০ কিলোমিটারের মধ্যেই । বিভিন্ন গ্রাস ফিঞ্চের সাথে থাকতে এরা পছন্দ করে । বাসা বানায় গাছের কোটোরে । ছেলেটা বেশ সুন্দর করে একটানা অনেকক্ষণ ধরে শিষ দিতে পারে। প্রজননকালে ছেলেটার "কোর্টসিপ ড্যান্স" ও দেখার মত একটা জিনিস !
৪। দৈহিক গঠন : একটি গোল্ডিয়ান ফিঞ্চ লম্বায় মাত্র ১০ থেকে ১২ সেন্টিমিটার হয়ে থাকে । ওজন ৮ থেকে ১০ গ্রামের মধ্যে । ছেলেদের লেজ মেয়েদের থেকে তুলনামূলক লম্বা হয় । প্রজাতি ভেদে এদের শরীরে সর্বমোট ৪ থেকে ৬ টি রঙ লক্ষ্য করা যায় ।
৫। মিউটেশন বা জাত : সংক্ষেপে বলতে গেলে গোল্ডিয়ান মোট ৪ টি প্রজাতির, গ্রিন ব্যাক, ইয়েলো ব্যাক বা লুটিনো, ব্লু ব্যাক এবং এ্যালবিনো । এছাড়াও সিলভার, প্যাস্টেল ব্লু, প্যাস্টেল গ্রিন, আইলাক ব্রেস্টেড, ডিলুট ইত্যাদি উপ প্রজাতিও আছে । উপরোক্ত সব গোল্ডিয়ান আবার মাথার রং অনুসারে ৩ প্রকার হতে পারে, রেড হেড, ব্লাক হেড এবং অরেঞ্জ হেড । বুকের রং অনুসারে ২ রকম হতে পারে, পার্পল ব্রেস্ট এবং হোয়াইট ব্রেস্ট ।
৬। খাবার - দাবার : প্রকৃতিতে গোল্ডিয়ান সাধারণত ঘাস জাতীয় উদ্ভিদে উৎপন্ন বীজ গুলো বেশি পছন্দ করে। সিড মিক্সে চিনা-কাউনের পাশাপাশি পোলাও ধান, মিলেট, তিশি, গুজিতিল, ক্যানারি ইত্যাদি দেওয়া যায় । সপ্তাহে ২ বার শাকসবজি, যেমন পালং শাক, ধনে পাতা, সরিষা শাক ইত্যাদি এবং ২-৩ বার এগফুড এবং মেলওয়ার্ম দেওয়া ভাল । এছাড়া ক্যালসিয়ামের জন্য সমুদ্রের ফেনা বা কাটেল ফিস বোন এবং ডিমের খোসা দেওয়া যায়।
৭। খাঁচা : এরা প্রচন্ড চঞ্চল প্রজাতির, তাই খাঁচার সাইজ ১৮"১৮"১৮ হলে সবচেয়ে ভাল । বসার জন্য খাঁচায় নিমের ডাল ও দোলনা দেয়া যায় এবং ছোট ছোট খেলনাও দেয়া যেতে পারে।
৮। বয়স নির্ধারণ : গোল্ডিয়ানের বয়স নির্ধারণ করা খুবই সোজা। কারণ বাচ্চাদের শরীরের রং মা-বাবা থেকে সম্পূর্ণ আলাদা। বাচ্চা অবস্থায় সারা শরীরে একটি মাত্র রংই থাকে। গ্রিন ব্যাকের ক্ষেত্রে হালকা জলপাই রঙ, ব্লু ব্যাকের ক্ষেত্রে হালকা নীল এবং ধূসর, ইয়েলো ব্যাকের ক্ষেত্রে হালকা হলুদ এবং এ্যালবিনো বেবি হালকা সাদাটে । সাধারণত ২.৫ থেকে ৩ মাস বয়সে মোল্টিং শুরু হয় এবং ৫ থেকে ৬ মাসের মধ্যে প্রাপ্ত বয়স্ক হয়ে উজ্জ্বল রং ধারণ করে। বাচ্চাদের ঠোট গাঢ় বাদামী বা কালো রঙ এর হয়ে থাকে।
৯। ছেলে-মেয়ে নির্ধারণ : কম বয়সী গোল্ডিয়ানের ছেলে মেয়ে নির্ধারণ করা প্রায় অসম্ভব। পূর্ণ বয়স্ক হওয়ার পর ছেলেদের বুকে এবং পেটের রং মেয়েদের অপেক্ষা অধিক উজ্জ্বল হয় । এছাড়া ছেলেরা শিষ দিতে পারে, মেয়েরা মৃদু স্বরে "প্যাক প্যাক" টাইপের শব্দ করে ।
১০। ব্রিডিং : আমাদের দেশে একটা ধারণা ব্যাপক আকারে প্রচলিত আছে, সেটা হল "গোল্ডিয়ান ডিমে তা দেয় না"। এটা মেনে নিয়ে আমরা অনেকেই গোল্ডিয়ান পোষা থেকে বিরত থাকি অথবা ফস্টারিং করাই, কিন্ত একবারের জন্যও ভেবে দেখি না এর কারণ কি ! একটু লক্ষ্য করলে আমরা দেখবো যে, গোল্ডিয়ান ফিঞ্চের বেবির মুখ জেব্রা বা সোসাইটি ফিঞ্চের বেবির থেকে বেশ আলাদা। বেবিদের মুখ সুন্দর কয়েকটি রঙে রঙিন, কিন্ত কেন ? আগেই বলেছি গোল্ডিয়ান কতটা প্রাইভেসি পাগল । প্রকৃতিতে এরা যে বাসা বানায় তা অত্যন্ত গভীর এবং সেখানে আলোর প্রবেশ প্রায় অসম্ভব । তাই মা-বাবা, বাচ্চাদের এই রঙিন মুখ দেখেই বুঝতে পারে খাবার টা কোথায় দিতে হবে । সুতরাং বেশি গর্ত যুক্ত হাড়ির মুখ ভালোভাবে ঢেকে অথবা ভালো গভীরতা যুক্ত বক্স ব্যাবহার করে অবশ্যই গোল্ডিয়ান ব্রিডিং এ সফল হওয়া সম্ভব । ৮ মাসের আগে গোল্ডিয়ান ব্রিডে দেওয়া উচিৎ নয়, মেয়েটা আরও ২-১ মাস বেশি হলে ভালো হয় । এরা সাধারণত ৪-৮ টি ডিম পাড়ে। ছেলে ও মেয়ে উভয়েই ডিমে তা দেয়। সব কিছু ঠিক থাকলে ১৪ থেকে ১৬ দিনের মধ্যেই ডিম ফুটে বাচ্চা বের হয়।
২২-২৫ দিনের মধ্যে বাচ্চার সম্পূর্ণ পালক উঠে যায় এবং ৪০ দিনের মধ্যে এরা মা-বাবা থেকে আলাদা হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ব্রিডিং এর সময় পাখিকে যথেষ্ট প্রাইভেসি এবং প্রতিদিন এগফুড বা মেলওয়ার্ম দেওয়া আবশ্যক।
আশা করি মোটামুটি একটা ধারনা দিতে পেরেছি। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ

04/02/2022

চিল্লাইয়া কি মার্কেট পাওয়া যাইবো😁😁

জুম্মা মোবারক💗🥀🐦  Finch Baby
04/02/2022

জুম্মা মোবারক💗🥀🐦

Finch Baby

03/02/2022

ডিম থেকে বাচ্চা ফুটার সময়🥰

পাখিঃজেব্রা ফিঞ্চ

30/01/2022

ওকে আবার কে শিখালো😁😃

*পুস্পা ময় (ককাটেল পাখি)

17/01/2022

আলহামদুলিল্লাহ 🕋
ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়,❤️🥀
2022 এর গোল্ডিয়ান 🐦ফিঞ্চ এর প্রথম বাচ্চা

16/01/2022

দেয়ার মালিক একমাএ "আল্লাহ"

08/01/2022

চমৎকার দৃশ্য পশু-পাখির সাথে খুনসুটি করছেন
বিশ্ব দাঈ মাওলানা তারেক জামিল দাঃবাঃ পাকিস্তান।

ভিডিও: টুইটার। #মাশাআল্লাহ।

06/01/2022

**আগে পুরো লিখাটা পরুন---..

*৩টা বাচ্চা সহ "Daboul Crested" রানিং পেয়ার হাত~বদল করা হবে।।

*২ টা বাচ্চা "Daboul Crested" ১টি Crested ছাড়া...

**মেল--ফিমেলের উভয়ের বয়স " ১বছর ৬মাস "

**মিউটিশন সম্পর্কে যাদের ধারণা আছে,, তারা আশা করি "দা~ম" বুঝতে পারবেন।।।

***লোকেশনঃ-- জাফরগঞ্জ,,দেবিদ্দার,,ক্যান্টরমেন্ট,,(কুমিল্লা)

**কুমিল্লা ভিতরে ডেলিভারি দেওয়া যাবে।।।

**আর ও বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন।।(ধন্যবাদ)

05/01/2022

শুভ রাএি🥱🌚

নাগিন~গোল্ডিয়ান~ফিন্স

Tame Size:- Double Crestat Budgerigar (Baby)Home Breed🏘️
03/01/2022

Tame Size:- Double Crestat Budgerigar (Baby)

Home Breed🏘️

30/12/2021

পোলা পুরাই 🔥🔥

বউ দেইখা আর থাকতে পারছেনা ।।।🤗🤭🤗

Birds Name:- Zabra paid (Finch)❣️
30/12/2021

Birds Name:- Zabra paid (Finch)❣️

ডেসটিনি, ইভ্যালি বনাম বান্দর ব্যবসাবিদেশ হতে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে তিন বিদেশী পর্যটক বাংলাদেশের সুন্দরবন এলাকায় বে...
29/12/2021

ডেসটিনি, ইভ্যালি বনাম বান্দর ব্যবসা

বিদেশ হতে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে তিন বিদেশী পর্যটক বাংলাদেশের সুন্দরবন এলাকায় বেড়াতে গেল। সেখানে গিয়ে দেখল, ওই এলাকার মানুষ বান্দরের অত্যাচারে অতিষ্ট। তিন পর্যটক অনেক চিন্তা করে একটা বুদ্ধি বের করল। তারা ঘোষনা করে দিল যে, তারা বান্দর কিনে বিদেশে পাঠাবে, তাই তারা এখান থেকে প্রতি পিচ বান্দর ১০০টাকা হারে ক্রয় করবে। এই খবর প্রচারের পর, এলাকার মানুষ টাকা উপার্জনের জন্য না হোক, অন্তত বান্দরের অত্যাচারের হাত থেকে নিস্তার পেতে হলেও তারা বান্দর ধরার কাজে উঠেপড়ে লেগে গেল। এই সুযোগে তিন পর্যটক একটি বিরাট গোডাউন তৈরি করে ফেলল, যেখানে তারা বান্দরগুলো জমিয়ে রাখবে।

অনেকেই বান্দর ধরার এই কাজটাকে টাকা উপার্জনের মাধ্যম হিসেবেই ধরে নিল। কেউ সারা দিনে ৭টি, কেউ ৮টি, কেউ বা আবার ১০টি বান্দর ধরে সেই বিদেশী পর্যটকের নিকট বিক্রয় করে দিল। কিন্তু খুব বেশি মানুষের আগ্রহ না দেখায়, কয়েক দিন পরে আবারো ঘোষনা করে দিল যে, এখন থেকে বান্দর প্রতি ২০০ টাকা হারে বান্দর কিনবে। তখন এলাকার মানুষ আরেকটু নড়েচড়ে বসল। এবার প্রথম বারের ঘোষনায় যারা বান্দর ধরার কাজে লাগে নি, তাদের অনেকেই এবার এই কাজে লেগে গেল।

এক সপ্তাহের সপ্তাহের মধ্যেই এলাকার প্রায় ৫০% বান্দর ধরা হয়ে গেল। এরপর আবারো ঘোষনা আসল, এখন থেকে বান্দর প্রতি ৬০০টাকা হারে বান্দর কেনা হবে। এই ঘোষনার পরে যুবক, আবাল, বৃদ্ধ-বনিতা সবাই বান্দর ধরার কাজে লেগে গেল। কেউ সারাদিনে ২টি, কেউ বা ৩টি বান্দর ধরে বিক্রয় করছে। কয়েক দিনের মধ্যেই একালার প্রায় ৯০% বান্দর ধরা শেষ হয়ে গেছে। এখনো যারা এই কাজে লিপ্ত হয় নি, তাদেরকে অনেকেই বোকা, গাধা বলে সম্বোধনও করছে।

এবার পুনরায় ঘোষনা আসল, এখন থেকে ১০০০টাকা প্রতি পিচ বান্দর কেনা হবে। কিন্তু ঘোষনা দিলে কি হবে, ততদিনে যেমন এলাকার ৯০% বান্দর গোডাউনে বন্দি হয়ে গেছে, তদ্রূপ বান্দর ধরা পাবলিকের সংখ্যাও বেড়ে গেছে অনেকগুন। কাজেই কেউ সারাদিন ঘুরে ১টি, কারো বা কপালে সেটাও জোটে নি। অন্যদিকে গোডাউন থেকে গোপনে প্রচার করা দেওয়া হল যে, তারা প্রতি পিচ বান্দর ৯০০টাকা করে বিক্রয় করবে। এলাকার লোকজন এবার চিন্তা করল, গোডাউন থেকে বান্দর কিনে বিক্রয় করলেই তো নগদে বান্দর প্রতি ১০০টাকা লাভ হচ্ছে। কাজেই খবরটি প্রচারের সাথে সাথে এতো পরিমাণ লোকের সমাগম ঘটল যে, এক মুহূর্তের মধ্যেই গোডাউন পুরো ফাঁকা হয়ে গেল। এবার যখন তারা বান্দরগুলো নিয়ে বিক্রয় করতে গেল, তখন দেখতে পেল, বান্দর ক্রয়ের লোকগুলো উধাও হয়ে গেছে। তখন উপায় অন্ত না দেখে লোকগুলো সমস্ত বান্দর ছেড়ে দিতে বাধ্য হল এবং পুরো এলাকাটি আবারো বান্দরে বান্দরময় হয়ে গেল।

ঠিক এভাবেই আমাদের দেশে ডেসটিনি, ইভ্যালি নামক বিদেশী পর্যটক ঘুরে ফিরে আসবে, আমাদের দিয়ে ব্যবসা করিয়ে তারা আখের গুছিয়ে পালাবে, আর আমরা যে আঙ্গুল চোষা পাবলিক, সেই আঙ্গুল চুষতেই থাকবো।
বুজলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা।🤔

আলহামদুলিল্লাহ 🕋Goldding Finch Baby..
29/12/2021

আলহামদুলিল্লাহ 🕋

Goldding Finch Baby..

17/12/2021

৩ জোড়া রানিং বাজরিগার পাখি *হাতবদল* করা হবে।।।

**১০০% সুস্থ পাখি**

লোকেশনঃ-জাফরগঞ্জ,,দেবিদ্দার,,ক্যান্টমেন্ট (কুমিল্লা)

প্র‍য়োজনেঃ- ইনবক্স।।।

তোমরা লক্ষ টাকা ব্যাংকে রেখে চিন্তা করো।আর আমি লাখ টাকা খাঁচায় রেখে কোটি টাকার শান্তি পাই
15/12/2021

তোমরা লক্ষ টাকা ব্যাংকে রেখে চিন্তা করো।আর আমি লাখ টাকা খাঁচায় রেখে কোটি টাকার শান্তি পাই

শুভ সকাল❣️
15/12/2021

শুভ সকাল❣️

❤️ শুভ রাত্রি 💚
14/12/2021

❤️ শুভ রাত্রি 💚

আলহামদুলিল্লাহ🕋❤️সফলতা❤️
13/12/2021

আলহামদুলিল্লাহ🕋

❤️সফলতা❤️

আমাকে দেখা মাএই *পিকু* সাহেব আমার পিঠের উপর এসে বসে গেল।।**ভালবাসা গুলো সবসময় এমনি হয়**💕
13/12/2021

আমাকে দেখা মাএই *পিকু* সাহেব আমার পিঠের উপর এসে বসে গেল।।

**ভালবাসা গুলো সবসময় এমনি হয়**💕

Address

Comilla

Telephone

+8801779723716

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sazzad 786 Birds Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category