14/03/2024
গরমে পাখিকে হিট স্ট্রোক থেকে রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নিবেনঃ
১। ঠান্ডা,গরমের ধকল থেকে রক্ষা করতে ও পাখির ইমিউনিটি সিস্টেম স্ট্রং রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য Immolyte/PB-imu/Liso vit/পোল্ট্রি স্টার সল ( যেকোনো ১ টা ) ১ গ্রাম/১মিলি ১ লিটার পানিতে ৭ দিন দিতে পারেন(৬ঘন্টা)।
২। Saline vet/ইলেক্ট্রোমিন/glucolyte সেলাইন ১গ্রাম ১লিটার পানিতে সপ্তাহে ২/৩দিন দিতে পারেন(৬ঘন্টা)।
৩। সিভিট ভেট/পিবি-সি/Envit-C ১গ্রাম অথবা ১মিলি ১লিটার পানিতে ৫দিন দিবেন প্রত্যেক মাসে গরমের সময়ে।(৬ঘন্টা)।
৪। প্রতিদিন সকাল ১১-১২টায় গোসলের পানি দিবেন /হাল্কা স্প্রে করে দিবেন। তাপমাত্রার উপর নির্ভর করে দিনে ২-৩বার স্প্রে করে দিতে পারবেন।
৫। ডাবের পানি দিতে পারেন সপ্তাহে ২দিন। পাখির শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে।
৬। পানির সাথে এলোভেরা জেল মিক্স করে দিতে পারেন সপ্তাহে ২দিন।
৭। লেবু(ভিটামিন সি) পানি দিতে পারেন সপ্তাহে ২/১দিন। গরম কাটাতে সাহায্য করবে।
৮। মালটার রস(ভিটামিন সি) দিতে পারেন পানির সাথে মিক্স করে সপ্তাহে ১দিন।
পাখিকে অবশ্যই পরিষ্কার সিডমিক্স দিবেন ও প্রতিদিন ২বার ফ্রেশ পানি দিবেন। স্বাস্থ্যকর খাবার দিবেন সপ্তাহে ৪দিন যেমন শাকসবজি, ফলমূল, সফট ও ইগ ফুড(অতিরিক্ত গরমে সিদ্ধ ডিম দেয়া থেকে বিরত থাকবেন) ইত্যাদি। ভালো থাকুক আপনার প্রিয় পাখি।৩০° আজকের তাপমাত্রা।