Dr.Tania

Dr.Tania Pet Animal Service

05/12/2023

Snack Bite

20/11/2023
09/10/2023

যেকোন গবাদি এবং পোষা প্রানীর জন্য কৃমিনাশক খুবই জরুরি

জলাতঙ্ক এবং আপনি, আমি, সবাই ☺️ বিশ্বব্যাপি জলাতঙ্ক এখনো একটি আতঙ্কের নাম কারন সারা বিশ্বে বছরে ৫৯০০০ এর অধিক মানুষ এ রোগ...
05/10/2023

জলাতঙ্ক এবং আপনি, আমি, সবাই ☺️

বিশ্বব্যাপি জলাতঙ্ক এখনো একটি আতঙ্কের নাম কারন
সারা বিশ্বে বছরে ৫৯০০০ এর অধিক মানুষ এ রোগে মারা যায়, এটি সম্পূর্ণ জোনোটিক রোগ অর্থাৎ প্রাণি থেকে মানুষে এ রোগটি ছড়ায় ।

আপনার সামনে আপনার খুব কাছের মানুষটি ছটফট করতে করতে মারা যাবে কিন্তু ডাক্তার বা আপনার কিছুই করার থাকবে না।

তাহলে এটার সমাধান কি ?? 🤔

আপনি যদি কোন কুকুর বা বিড়াল শখ করে লালন পালন করেন তাহলে অবশ্যই জলাতঙ্ক টীকা সিডিউল মেনে দিয়ে রাখতে হবে। কুকুর থেকে এ রোগটি সবচেয়ে বেশি ছড়ায় , তাই আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে ।
আপনার সামান্য অসাবধানতার কারনে আপনার পরিবারের মানুষের প্রানহানি হতে পারে। জলাতঙ্ক যে শুধু মানুষের হয় তা নয় বাড়ির যে কোন পোষা প্রানি যেমন গরু , ছাগল এর ও এ রোগটি হতে পারে । যদি মানুষ বা গরু বা ছাগলকে কুকুর কামড় দিয়ে ফেলে তাহলে অধিক ক্ষাড়যুক্ত সাবান পানি( কাপড় কাঁচা সাবান) দিয়ে ক্ষতস্থান নুন্যতম ১৫ মিনিট একনাগারে ধুতে হবে এবং যত তারাতারি সম্ভব টীকা ( post bite vaccination) নিশ্চিত করতে হবে ।

বি.দ্র : গ্রামে কুকুর বা বিড়াল কামড দিলে কিছু ভ্রান্তধারনা প্রচলিত আছে যার কোন ভিত্তি নাই সুতরাং এগুলো বিশ্বাস করবেন না।

“RABIES: ALL FOR 1, ONE HEALTH FOR ALL”

29/09/2023

Cute one

08/06/2020

এখন মানুষ খুব বেশি পরিমান পোষা প্রাণীর ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। হোক সেটা সখের বশে না হয় মানসিক প্রশান্তির জন্য অথবা financial support এর জন্য। আপনার আদরের পোষা প্রাণী (কুকুর / বিড়াল) আপনার জন্য ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। আপনি হয়ত আপনার puppy কে খুব আদর করেন আপনার puppy ও আপনার সাথে খুব friendly.. কিন্তু সে তো জানে না যে তার থেকে আপনার মধ্যে কোন disease transmit হতে পারে।কারন সৃষ্টিকর্তা এটা বোঝার ক্ষমতা তাকে দেন নি। তাই নিজের সুরক্ষা নিজের ই নিতে হবে। এসব সমস্যা থেকে উত্তরন পেতে pet animal adapt করার আগে অবশ্যই vaccination করে নিবেন।

safe yourself and safe your family member.

07/06/2020

আসসালামুআলাইকুম। করোনা পরিস্থিতিতে আমরা সবাই আতঙ্ক। আমরা কবে আবার একটা সুস্থ পৃথিবী দেখতে পারব জানি না। তারপর ও কঠিন সময়কে মোকাবেলা করতে হবে, এটাই তো জীবন।
আজ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আমি ওমুক পাখি পুষতে চাই এখন এটাকে কি খাবার দিবো অথবা কি করলে পাখিটি সুস্থ থাকবে....

এসব প্রশ্নের উত্তরে যে কথাটি প্রথমে আসে তা হলো ভালো management.শুধু পাখি না যে কোন poultry(মুরগি, কবুতর, turkey) Management যত সঠিক হবে তত বেশি তারা সুস্থ থাকবে।

সাধারণত আমরা সখ করে টিয়া, ময়না, লাভ বার্ড, বাজরিগার এগুলোই বেশি পুষে থাকি।

যে কোন কিছু পোষার আগে এদের স্বাভাবিক আচরণ বোঝার চেষ্টা করুন। ওরা যে জিনিসগুলো তে বেশি সাচ্ছন্দ্যবোধ করে সে জিনিস গুলো পাখির খাচার মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন।যেমন টিয়া বা বাজরাইগার পাখি গাছের কুঠরীতে থাকতে ভালোবাসে তাই খাচার ভিতর ছোট এক জায়গায় মাটির হাড়ি দিয়ে কুঠরী বানিয়ে দিন। এতে হয়ত পাখিটা কিছুটা হলেও nature এর স্বাদ পাবে।

।স্বাভাবিকভাবে এসব পাখি গুলো খুব সহজেই ব্যকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। আর এদের ক্ষেত্রে খুব common bacteria হচ্ছে E-coli & salmonella.

এবার আসি কিভাবে E- coli থেকে পাখিকে protect করবেন...E-coli হচ্ছে একটি পানিবাহী ব্যকটেরিয়া এটি পানির পাইপ অথবা বেশ কয়দিন জমে থাকা পানিতে থাকতে পারে। তাই প্রতিদিন অন্তত দুইবার খাবার পানি পরিবর্তন করুন পানির পাত্র নিয়মিত পরিস্কার করবেন এবং আপনারা যে পানিটা সবসময় খান সেই পানিটাই পাখিকে দিন তাহলে E- coli ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।

Salmonella bacteria টি অন্য কোনো প্রাণী থেকে বেশি আসে যেমন চড়ুই পাখি, টিকটিকি। সুতরাং খেয়াল রাখবেন এই type কিছু যেন আপনার পাখির আশেপাশে না আসতে পারে।

এগুলো খুবই বেসিক ম্যানেজমেন্ট।। যেগুলো আপনার পাখিকে সুস্থ রাখার জন্য অবশ্যই করা উচিত।

stay safe.. Safe your lovely bird🙂.

07/05/2020

আসসালামুআলাইকুম আমি ডা. তানিয়া... এই করোনা সংকটে আপনাদের আদরের পোষা প্রাণীর যে কোন সমস্যায় পাশে আছি।।। মোবাইলে যে কোন সেবা নিতে যোগাযোগ করুন।
বি.দ্র. মোবাইল সেবা সম্পূর্ণ বিনামূল্যে।

Address

House 12, Road/1, Section 6 Mirpur
Dhaka-1216

Telephone

+8801875628796

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Tania posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr.Tania:

Videos

Share

Category