"।ইনশাআল্লাহ আপনি সফল হবেন.
# Gouldian এর ক্ষেত্রে Egg Binding খুব common একটি বিষয়.
Egg Binding এর লক্ষন সমূহ:
*পাখি ধুম মেরে খাঁচার এক কিনারে বসে থাকবে.
*অনেক সময় খাচার floor এ বুক লাগিয়ে দুইটা ডানা ছাড়িয়ে দিতে পারে।
* খাওয়া বন্ধ করে দিবে এবং পাখি দ্রুত দুর্বল হয়ে পড়বে।
Treatment:
1.)আপনার Aviary এর তাপমাত্রা বুঝে আপনি 25 ওয়াট অথবা 60 ওয়াটের একটি লাল বাল্ব নিশ্চিত করুণ।
2.) Thrive (morning birds) এইটা ব্যবহার করতে পারেন এটা আপনার দুর্বল পাখিকে দ্রুত শক্তি যোগাবে।
3.)সহনীয় তাপমাত্রা অথবা কুসুম গরম পানিতে পাখির ভেন্ট 2 থেকে 3 মিনিট ডুবিয়ে রাখুন। এতে রক্ত নালি গুলা প্রশারিত হবে ->রক্ত প্রবাহ বাড়বে-> পাখির ভেন্টের ব্যথা কমবে এবং পাখি বেগ দিবে ডিমটা বের করার জন্য।
4. )Cord liver oil টা cotton ber অথবা নরম কিছু দিয়ে পাখির ভেন্ট এ লাগিয়ে দিন এবং এক ফোঁটা পাখিকে খাইয়ি দিন।
5).এইবার পাখি কে খাঁচায় ছেড়ে দিয়ে অপেক্ষা করুন।
6.)পাখির খাবার পানিতে পরিমাণ মতো
"ইনশাআল্লাহ আপনি সফল হবেন।
# Gouldian এর ক্ষেত্রে Egg Binding খুব common একটি বিষয়.
করনীয়:
* ধৈর্য ধরুন হতাশ হবেন না।
*সঠিক নিয়মে আপনি চেষ্টা চালিয়ে যান।
*পাখিকে নিজে থেকে ডিম পাড়ার জন্য পর্যাপ্ত সময় দিন।
* আটকে যাওয়া ডিম কখনো টিপ দিয়ে বের করতে যাবেন না এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।