Vets Consultancy Center

Vets Consultancy Center ❤️ Never believe that animals suffer less thanhumans. Pain is the same for them that it is forus 🐕🐈

আপনার কি সেই পোশা প্রাণীটির কথা মনে পড়ে।।
01/04/2024

আপনার কি সেই পোশা প্রাণীটির কথা মনে পড়ে।।

01/04/2024

The Vet Executive of Bogura
পক্ষ থেকে ইফতারের আয়োজনে।।👨‍⚕️👨‍⚕️

আপনাদের পোষা  প্রাণীর সেবায় আমরা নিয়োজিত,আমরা পরম যত্নের সঙ্গে সেবা প্রদান করে থাকি।
21/03/2024

আপনাদের পোষা প্রাণীর সেবায় আমরা নিয়োজিত,আমরা পরম যত্নের সঙ্গে সেবা প্রদান করে থাকি।

09/03/2024
আমরা আনন্দিত এবং গর্বিত আপনাদের সেবা দিতে পেরে।একেক জন পেশেন্ট আসেন একেক ধরনের সমস্যা নিয়ে। তাদের পোষা প্রাণীটি  যখন সুস...
09/03/2024

আমরা আনন্দিত এবং গর্বিত আপনাদের সেবা দিতে পেরে।
একেক জন পেশেন্ট আসেন একেক ধরনের সমস্যা নিয়ে। তাদের পোষা প্রাণীটি যখন সুস্থতা লাভ করে।

আমাদের চেম্বারের ঠিকানা : #চেম্বারঃ Vets Consultancy Center বাসা ফাতেমা ভিলা, বাসা নং-৩২, রোড নং-০৩, ভান্ডারী সিটি ওয়ান ...
09/03/2024

আমাদের চেম্বারের ঠিকানা :
#চেম্বারঃ Vets Consultancy Center বাসা ফাতেমা ভিলা, বাসা নং-৩২, রোড নং-০৩, ভান্ডারী সিটি ওয়ান কালিতলা, বগুড়া। ডেল্টা লাইফ টাওয়ারের পশ্চিম পার্শ্বে।

 #বিসমিল্লাহির_রাহমানির_রাহিম বর্তমান সময়ে আমাদের প্রায় সকলেরই বাসায় বিড়াল পাখি কুকুর খরগোশ সহ অন্যান্য প্রাণি রয়েছে। পে...
08/03/2024

#বিসমিল্লাহির_রাহমানির_রাহিম
বর্তমান সময়ে আমাদের প্রায় সকলেরই বাসায় বিড়াল পাখি কুকুর খরগোশ সহ অন্যান্য প্রাণি রয়েছে। পেট এনিমেল চিকিৎসা সেবায় অতীতে তেমন কোন সুবিধা না পাওয়া গেলেও বর্তমানে ধীরে ধীরে বাসায় পেটস পালা বাড়ার সাথে সাথে এর চিকিৎসা সেবার চাহিদাও ক্রমবর্ধ্মান।আমাদের এরিয়া তে বিশেষ করে বগুড়া জেলাতে সময়ের সাথে সাথে প্রচুর পেটস বেড়েছে সেই সাথে চাহিদা সৃষ্টি হয়েছে আধুনিক চিকিৎসার।অতীতে বিভিন্ন গ্রুপ এবং মানুষের পোস্ট দেখে জানি যে এলাকাতে বিদ্যমান কোয়াক নিজেদের কে প্রাণী চিকিৎসক বলে দাবী করে ভুল ট্রিট্মেন্ট দিয়ে অনেক অসহায় বোবা প্রানীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আপনাদের ও আমাদের এই কথা চিন্তা করে আমরা আমাদের "বগুড়া জেলাতে "নিয়ে এসেছি উন্নত চিকিৎসা সেবায় আধুনিক সুবিধা সংবলিত বগুড়া জেলাতে পেটস ক্লিনিক Vets Consultancy Center
আমাদের সেবা সমুহঃ
রেগুলার চেক আপ, ভ্যাক্সিনেশন, ডিওয়ার্মিং,নিউটার, স্পে, এনিমা, প্লাস্টার, মেজর ও মাইনর সার্জারি, ক্যাথেটারাইজেশন, সি সেকশন,
ডায়াগনস্টিক টেস্টঃ
এফপিভি, এফআইপি, ইয়ার মাইটস টেস্ট , ইউএসজি, ইউরিন টেস্ট, স্কিন টেস্ট, ক্যালসিয়াম, সকল প্রকার ব্ল্যাড টেস্ট

আমাদের চেম্বারের ঠিকানা :
#চেম্বারঃ Vets Consultancy Center বাসা ফাতেমা ভিলা, বাসা নং-৩২, রোড নং-০৩, ভান্ডারী সিটি ওয়ান কালিতলা, বগুড়া। ডেল্টা লাইফ টাওয়ারের পশ্চিম পার্শ্বে।

আমাদের সাথে যোগাযোগের জন্যঃ ০১৭৫১-৩৫৯৬৭৩
প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত
শুক্রবার ও শনিবার সকাল ০৯ থেকে ২ টা পর্যন্ত ভেট বসেন ।
ইমার্জেন্সি চেক আপ এর জন্য কোন সিরিয়াল এর প্রয়োজন নেই তবে সার্জারির জন্য অবশ্যই এপয়েন্ট নেয়া বাধ্যতামুলক।
আমরা চিকিৎসা করি, আল্লাহ মুক্তি দেন।

একটি বিড়াল পোষার সঙ্গে কিছু দায়িত্ব পালনের চ্যালেঞ্জ আছে। এগুলো হচেছ বিড়ালের খাবার এবং চিকিৎসার বিল জোগাতে হবে। এর পাশাপ...
24/02/2024

একটি বিড়াল পোষার সঙ্গে কিছু দায়িত্ব পালনের চ্যালেঞ্জ আছে। এগুলো হচেছ বিড়ালের খাবার এবং চিকিৎসার বিল জোগাতে হবে। এর পাশাপাশি তাকে স্বাস্থ্যকর জীবন যাপনের ট্রেনিং দিতে হবে। এই চ্যালেঞ্জ নিতে পারলে বিড়াল পুষতে পারেন। এর অনেক ইতিবাচক দিক রয়েছে। যে ব্যক্তি বিড়াল ভালোবাসেন তারও রযেছে মজার একটি নাম।

প্রথমেই বিড়াল সম্পর্কে মজার কিছু তথ্য দেই। এরা তাদের উচ্চতার পাঁচগুণ এবং দৈর্ঘ্যের ছয়গুণ উপরে লাফ দিতে পারে। জীবনের দুই-তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটাতে পারে। দিনে প্রায় ১৬ ঘন্টা ঘুমায়। সাধারণত পুরুষ বিড়াল বাম পা প্রথমে দিয়ে হাঁটে, নারী বিড়াল ডান-পা প্রথমে বাড়ায়। খ্রিষ্টপূর্ব ৩৬০০ থেকে বিড়াল পোষা হচ্ছে। মনোযোগ পাওয়া জন্য মিয়াউ করে আর খাবার পাওয়ার জন্য মায়াও শব্দ করে। বিড়ালের হাড়ের সংখ্যা ২৩০টি। তারা মানুষের চেয়ে অনেক বেশি শব্দ শুনতে পায়। যিনি বিড়াল ভালোবাসেন তাকে আইলুরোফাইল বলা হয়। বিড়াল পুষলে বেশ কিছু উপকার পাওয়া যায়। এই আর্টিকেলে কয়েকটি উপকারিতা উল্লেখ করা হলো।

বিড়াল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে: সারাদিন অফিস করে বাসায় ফিরে দেখবেন পোষা বিড়ালটি আপনার জন্য অপেক্ষা করে আছে। সে আপনাকে দেখামাত্র কাছে চলে আসবে। লোমশ বন্ধুটি আপনার শরীরে স্নেহময় ঘেঁষা দেবে। এতে আপনি দুঃশ্চিন্তা করার সময় পাবেন না। স্ট্রোকের ঝুঁকি কমবে। মন ভালো থাকবে। বিড়ালের সঙ্গে মানুষের সম্পর্ক বরাবর বন্ধুত্বপূর্ণ হয়।

বিড়ালের সঙ্গ আপনাকে খুশি রাখতে পারে: একটি পিং-পং বল দিয়ে তার সঙ্গে খেলতে পারেন। এতে আনন্দ পাবেন।

কম খরচে পোষা যায়: অন্যান্য পোষা প্রাণীর তুলনায় কম বাজেটে বিড়াল পুষতে পারেন। এরা স্বাধীন প্রকৃতির। সারাদিন মানুষের মনোযোগ আশা করে না। দিনের বেশির ভাগ সময় ঘুমিয়ে কাটায়। বিড়ালদের জন্য একটি ট্রে দরকার হয়। এতে কিছু খাবার রাখলে তারা খেয়ে নিতে পারে। এরা দিনে বেশ কয়েকবার পানি পান করে।

কম জায়গায় বিড়াল পুষতে পারেন: আপনি যদি শহরে বসবাস করেন আর একটি পোষা প্রাণী নিজের বাসায় রাখতে চান সেক্ষেত্রে বিড়াল রাখতে পারেন। এরা অল্প জায়গায় বসবাস করতে পারে।

বিড়ালছানার সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে: একটি বিড়াল ছানার দিকে তাকিয়ে আপনি প্রতিটি মিনিট সৌন্দর্য উপভোগ করতে পারেন। এদের বড় বড় চোখ, নিষ্পাপ চাহনি, নরম লোম, আর মিউ মিউ-ডাকে আপনার হৃদয় গলে যাবে।

ঘরের ক্ষতিকর কীটপতঙ্গ দূর করে: ঐতিহাসিকভাবে, বিড়ালদের পোষার অন্যতম প্রধান কারণ হচ্ছে ঘর থেকে ইঁদুর তাড়ানো এবং অন্যান্য কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা। গৃহপালিত বিড়াল এখনও এই সেবা মানুষকে দিয়ে আসছে। তার শিকারের কৌশলও দারুণ।
#পরামর্শের জন্য যোগাযোগ করুন:
WhatsApp number : 01751-359673

চিকিৎসা নিতে আশা সবথেকে বেশি  ৭কেজি ৮০০ গ্রাম ওজনের  বিড়াল 🐈‍⬛🐈‍⬛🐈‍⬛
22/02/2024

চিকিৎসা নিতে আশা সবথেকে বেশি ৭কেজি ৮০০ গ্রাম ওজনের বিড়াল 🐈‍⬛🐈‍⬛🐈‍⬛

 #আলহামদুলিল্লাহ আপনারা যেমন খুশি আপনাদের পোষা বিড়াল  নিয়ে আমরাও তেমন খুশি আপনাদের কে সার্ভিস দিতে পেরে।
22/02/2024

#আলহামদুলিল্লাহ আপনারা যেমন খুশি আপনাদের পোষা বিড়াল নিয়ে আমরাও তেমন খুশি আপনাদের কে সার্ভিস দিতে পেরে।

18/02/2024

আপনার প্রিয় পোশা প্রাণীটি সুস্থ রাখার জন্য নিয়মিত ডাক্তারের কাছে থেকে চেকআপ করে নিন এবং ভ্যাকসিন করে নিন।।
বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন : 01751-359673

স্যার, আপনার জন্মদিনে আনন্দ আর সুখের সময় আপনার জন্য কামনা করছি। আপনার জীবনে সবসময় স্বাস্থ্য, সমৃদ্ধি এবং সফলতা থাকুক। শ...
03/02/2024

স্যার, আপনার জন্মদিনে আনন্দ আর সুখের সময় আপনার জন্য কামনা করছি। আপনার জীবনে সবসময় স্বাস্থ্য, সমৃদ্ধি এবং সফলতা থাকুক। শুভ জন্মদিন!

08/01/2024
08/01/2024

08/01/2024

03/01/24
03/01/2024

03/01/24

01/01/2024আজ বছরের প্রথম দিনে, স্যারের নিকট চিকিৎসা নিতে আসা আদরের কিছু প্রাণী।।
01/01/2024

01/01/2024
আজ বছরের প্রথম দিনে, স্যারের নিকট চিকিৎসা নিতে আসা আদরের কিছু প্রাণী।।

27/12/2023
27/12/2023

27/12/2023

26/12/2023
26/12/2023

26/12/2023

25/12/2023
25/12/2023

25/12/2023

24/12/2023স্যারের নিকট সেবা নিতে আসা  অতি আদরের কিছু পোষা বিড়াল।।  #প্রয়োজনে_হট_লাইন_নাম্বারঃ📱০১৭৫১-৩৫৯৬৭৩
24/12/2023

24/12/2023

স্যারের নিকট সেবা নিতে আসা অতি আদরের কিছু পোষা বিড়াল।।

#প্রয়োজনে_হট_লাইন_নাম্বারঃ
📱০১৭৫১-৩৫৯৬৭৩

Address

Bogura Sdor, Bgura
Dhaka
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vets Consultancy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vets Consultancy Center:

Videos

Share

Category