RUAP Vet with Pet Solution

RUAP  Vet  with Pet Solution VET DR Nazmina Akter, DVM(BAU),CT(Thailand,Singapore),& trained in Purbachol Pet Animal Clinic

Cell: 01726739841

টিকা  টিকাা টিকা   (কুকুর, বিড়াল  ), কম  খরচে  সহজ সমাধান : শীতকালে ভাইরাসদিয়ে আক্রা ন্ত রোগগের পরিমান অনেক বেড়ে  যায়।তা...
09/01/2024

টিকা টিকাা টিকা (কুকুর, বিড়াল ), কম খরচে সহজ সমাধান : শীতকালে ভাইরাসদিয়ে আক্রা ন্ত রোগগের পরিমান অনেক বেড়ে যায়।

তাই প্রিয় পেট ওনার, পোষা প্রাণী (কুকুর, বিড়াল)ও পাখিদের ভাইরাস সংক্রামিত রোগ প্রতিরোধে টিকা দিন, টিকা আপনার পোষা প্রাণী দের মারাত্মক রোগ থেকে রক্ষা করে, প্রতিপালনকে সহজ করে খরচ অনেক কমিয়ে দেয়
টিকাসহ আপনার পোষা প্রাণীর যে কোন সমস্যা সমাধানে কল করুন
Vet DR Nazmina Akter,
BVC Reg no. 1673
please contact or inbox
RUAP Vet with Pet Solution

31/12/2023
বিসমিললাহির রাহমানির  রহিম
07/12/2023

বিসমিললাহির রাহমানির রহিম

প্রিয় রুয়াপবাসী,  ঘরে বসে পোযা প্রাণীর স্বাস্থ্য সেবা  (Animal Health Service )  পেতে  ইনব্ক্স  ও যোগাযোগ  করুন   RUAP  ...
27/11/2023

প্রিয় রুয়াপবাসী, ঘরে বসে পোযা প্রাণীর স্বাস্থ্য সেবা (Animal Health Service ) পেতে ইনব্ক্স ও যোগাযোগ করুন RUAP Vet with Pet Solution page এ

কোন  পোষা প্রাণী  অনেক উপর  থেকে  নিচে পড়ে  গেলে  করনিয়,ঃপোষা প্রাণী কে  উদ্ধার  করে পরিস্কার  পানি ভেজানো   কাপড় দিয়ে  ...
13/11/2023

কোন পোষা প্রাণী অনেক উপর থেকে নিচে পড়ে গেলে করনিয়,ঃ

পোষা প্রাণী কে উদ্ধার করে পরিস্কার পানি ভেজানো কাপড় দিয়ে সমস্ত শরীর পরিস্কার করতে হবে

কোন কোন জায়গায় আঘাত পেয়েছে ্হাড় েভংগে গেছে কিনা রক্ত পড়ছে কিনা তা খুব ভালো ভাবে খেয়াল করুন

কাটা ছেড়া জায়গাটি ভায়োডিন ১০% (যদি থাকে) দিয়ে মুছে দিন

তারপর অতি অবশ্যই যত তাড়াতাড়ি সমভব নিকটবর্তী ভালো কোন পেট এনিমেল ডকটর এর কাছে নিয়ে যান। যেখানে ডকটর নিম্নলিখিত পদক্ষেপ নিবেন।
1. Anti inflammatory drug (reduce heat, pain & sweeling)
2. Anti haemmoragic drug (if needed)
2. Saline (if needed)
3. Multivitamin s (if needed)
4.Antibiotic (if needed)

NB: please do not provide any medicines without consult with registered vet doctor

PARACETAMOL POISONING  IN CAT:এই বিড়ালটি  peracetamol poisoning (খাওয়া বন্ধ  করে দেওয়া,, গলা ও মুখ ফূলে যাওয়া, শ্বাসকষ্ট...
30/10/2023

PARACETAMOL POISONING IN CAT:

এই বিড়ালটি peracetamol poisoning (খাওয়া বন্ধ করে দেওয়া,, গলা ও মুখ ফূলে যাওয়া, শ্বাসকষ্ট, মুখ দিয়ে লালা পড়া ইত্যাদি) নিয়ে আমার কাছে এসেছে, পেরাসিটামল হচ্ছে বিড়ালের জন্য বিষ!বিড়ালের পেরাসিটামল হজম করার
gluco ronyl transferase enzyme নেই, ফলে পেরাসিটামল বিড়ালকে খাওয়ালে টক্সিসিটি করে
কাজেই না জেনে, কোন ভেট ডক্টর এর সাথে আলাপ না করে কখনও কোন মেডিসিন বিড়ালকে দেয়া উচিত না।
পেরাসিটামল পয়জননিং হলে অতি দ্রুত চিকিৎসা করাতে হবে এবং ডাক্তার েরর পরামর্শ মেনে চলতে হবে (strictly follow. the treatment )

আমরা আমাদের  আদরের পোষা বিড়ালকে  না  জেনে গরুর দুধ  খেতে দিয়ে  তাদের  জীবনকে হুমকির মুখে ফেলে দেই।  কারন গরুর   দুধ  এর ...
18/10/2023

আমরা আমাদের আদরের পোষা বিড়ালকে না জেনে গরুর দুধ খেতে দিয়ে তাদের জীবনকে হুমকির মুখে ফেলে দেই। কারন গরুর দুধ এর লেেকটোস কে হজম করার এনজাইম লেেকটেস ( lactase) বিড়ালে নাই বললেই চলে। দুধ খেয়ে মারাত্মক ডায়রিয়ায় আক্রান্ত কিউট বিড়ালটি (দুই মাসের) আমার কাছে আসে, সময়মত চিকিৎসা র জ্ন্য ইনশাআল্লাহ সুস্হ হয়ে যাবে।

অনেকে মনে করেন গরমে বিড়ালের ফ্লু(FPL-- Fever, Anorexia, diarrhea, vomiting)  হয় না। কথাটা ভুল।  ফ্লু  আক্রা ন্ত বিড়ালটি,...
15/10/2023

অনেকে মনে করেন গরমে বিড়ালের ফ্লু(FPL-- Fever, Anorexia, diarrhea, vomiting) হয় না। কথাটা ভুল। ফ্লু আক্রা ন্ত বিড়ালটি, তিন দিনের চিকিৎসা য় মাশাল্লা হ। সুস্থ হয়েছে।।

আমার  বান্ধবী  কেয়ার    মেডিকেল  পড়ুয়া  মেয়ে ( Saimuma)  কিনে নিয়ে  আসল একটা  cute cat।  আমি আর  আমার মেয়ে  মহাখুশী হয়ে ...
10/10/2023

আমার বান্ধবী কেয়ার মেডিকেল পড়ুয়া মেয়ে ( Saimuma) কিনে নিয়ে আসল একটা cute cat। আমি আর আমার মেয়ে মহাখুশী হয়ে দেখতে গেলাম সেই cute cat, করলাম Health check up.ভাবতেই ভালো লাগে আমাদের সন্তান রা সব Animal lover যা তাদেরকে অনেক খারাপ অভ্যাস হতে দূরে রাখে এবং করে তুলে আরো কোমল ও মানবিক।

********প্রয়োজন  হলে বাসায় গিয়ে  নিউটার  করিNeutering এর উপকারিতাNeutering একধরনের জন্মনিয়ন্ত্রন পদ্ধতি। এতে করে অনাকাঙ্...
31/08/2023

********প্রয়োজন হলে বাসায় গিয়ে নিউটার করি

Neutering এর উপকারিতা

Neutering একধরনের জন্মনিয়ন্ত্রন পদ্ধতি। এতে করে অনাকাঙ্খিত বাচ্চার সংখ্যা কমে যায়।
• বিড়াল হিট এ আসে না ফলে মেয়ে বিড়াল ছেলে বিড়ালকে আকর্ষণ করবে না।
• বিড়ালের আক্রমণাত্মক আচরণ কমিয়ে বিড়ালকে শান্ত করে তোলে।

• ছেলে বিড়ালকে Neuter করালে testicular cancer এবং prostate disease এর ঝুঁকি কমে।
• ঘরের বাইরে যাওয়ার প্রবনতা কমে। ফলে অন্য বিড়ালের সাথে ঝগড়া হয় না এবং অন্য কোন দুর্ঘটনা ঘটে না।
• বিড়ালের Spraying বন্ধ করে।
• বিড়ালকে দীর্ঘায়ু এবং সুস্থ রাখে।

ভেট ডাঃ নাজমিনা আক্তার
মোবাইল 01726739841
বি ভি সি রেজিঃ ১৬৭৩.
রুয়াপ,, (RUAP)কলমিলতা ভবন, এ টাওয়ার, উত্তরা, ঢাকা|

31/08/2023

বিড়ালের Spay এবং Neuter এর আগে ও পরে যা জানা জরুরী

বিড়ালকে Spay এবং Neuter করানো খুবই জরুরী। অনেকে একে জটিল ভেবে অথবা ভয় পেয়ে এই অপারেশন করাতে চায় না। কিন্তু এই অপারেশন জটিল নয়। বিড়াল যে কোন ক্ষত দ্রুত সেরে ওঠে। আর তাই একটু যত্ন করলেই অল্প কিছুদিনের মধ্যে সেলাই শুকিয়ে বিড়াল সুস্থ হয়ে যায়। তাই Spay এবং Neuter এর আগে এবং পরে কিছু জিনিস জেনে রাখা জরুরী।

Spay এবং Neuter এর আগে করণীয়

• অপারেশনের ৮-১০ ঘণ্টা আগের থেকে বিড়ালকে পানি ছাড়া অন্য কোন খাবার দেওয়া যাবে না। কারন পেট ভরা থাকলে অপারেশনের সময় এবং anesthesia এর সময় বমি হওয়ার সম্ভাবনা থাকে।

• ঝুড়ি, টিস্যু, তোয়ালে ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিতে হবে। কারন অপারেশনের পর বিড়াল অজ্ঞান থাকে এবং তাকে সাবধানে কোলে করে অথবা বড় ঝুড়িতে করে বহন করতে হবে।

• বিড়ালের টিকা দেওয়া আছে কিনা, দুর্বলতা অথবা অসুস্থতা আছে কিনা ইত্যাদি যে কোন সমস্যা Vet কে অপারেশনের আগে বলতে হবে। Vet এর এসব জিনিস না জানা থাকলে অপারেশনে জটিলতা দেখা দিতে পারে।

Spay এবং Neuter এর পরে করণীয়

• অপারেশনের পরে জ্ঞান ফেরার পরও বিড়াল হেলেদুলে হাটে, ঝিমঝিম ভাব থাকে। পুরোপুরি ঠিক হতে ১২-১৪ ঘণ্টা সময় লাগে। ২৪ ঘণ্টার মধ্যেও যদি পুরোপুরি ঠিক না হয় তবে Vet এর সাথে যোগাযোগ করতে হবে।

• জ্ঞান ফেরার পর ৮-১০ ঘণ্টা বিড়ালকে খাবার না দেওয়াই ভাল। এতে করে বিড়ালের বমি হতে পারে। শুধু বেশি করে পানি খাওয়াতে হবে। এরপর তাকে তার পছন্দ মত খাবার দিতে হবে।

• Vet এর পরামর্শ অনুযায়ী ওষুধ, স্যালাইন, গ্লুকোজ ইত্যাদি সঠিক পরিমানে ও নিয়মিত খাওয়াতে হবে। কাঁটা জায়গায় Savlon / Dettol লাগানো যাবে না।

• সেলাই এর কারনে অস্বস্তি হবে তাই বিড়াল বার বার কাঁটা জায়গা চাটতে চাইবে। এর ফলে অনেক সময় সেলাই ছুটে যায়।তাই তাকে বার বার নিষেধ করতে হবে অথবা এলিজাবেথ কলার কিনে বা বানিয়ে পড়াতে হবে।

• ২-৩ দিন বাসার অন্য বিড়াল থেকে দূরে রাখতে হবে। খেলতে গিয়ে সেলাই ছুটে যেতে পারে। তাই দৌড়াতে কিংবা অন্য বিড়ালের সাথে খেলতে দেওয়া যাবে না।

• ময়লা স্থান থেকে বিড়ালকে দূরে রাখতে হবে। Litter box এ বালুর পরিবর্তে কাগজ ব্যাবহার করা যেতে পারে।

• Spay & neuter এর পরে কমপক্ষে ১মাস বিড়ালকে mate করতে দেওয়া যাবে না। কারন একমাস পর্যন্ত neuter করা ছেলে বিড়াল শুক্রাণু উৎপন্ন করতে পারে এবং এতে মেয়ে বিড়াল গর্ভধারণ করতে পারে।

• কাঁটা স্থানটি ৪-৫ দিনের মধ্যে শুকিয়ে যাবে। কিন্তু স্থানটি ভেজা অথবা লাল রক্তের মত দেখলে অবশ্যই Vet এর সাথে যোগাযোগ করতে হবে।

বিসমিল্লাহির  রাহমানির  রহিমগৃহপালিত  প্রানি  (কুকুর,  বিড়াল ,  খরগোশ  ইত্যাদি) ও পাখি(ময়না, টিয়া,কবুতর, ককটেল, লাভ বা্র...
27/08/2023

বিসমিল্লাহির রাহমানির রহিম
গৃহপালিত প্রানি (কুকুর, বিড়াল , খরগোশ ইত্যাদি) ও পাখি(ময়না, টিয়া,কবুতর, ককটেল, লাভ বা্রড ইত্যাদি) কে আমরা অনেক আদরযত্ন করে লালন পালন করি, খেতে দেই। আমরা সবসময় বলতে পারি না তাদের কি প্রয়োজন। পাখি যখন আকাশে উড়ে বেড়ায় তখন তার প্রয়োজন অনুযায়ী খাবার সংগ্রহ করে প্রকৃতি থেকে যেটা খাচায় বন্ধ থেকে সম্ভব না। কাজেই তাদের সমস্যা অনেক বেশী । আপনার পোষা প্রানি ও পাখির যে কোন সমস্যা সামাধানে যোগাযোগ করুন।

ডা. নাজমিনা আক্তার
মোবাইল- 01726739841
বি.ভি.সি. রেজিঃ 1673
রুয়াপ (RUAP), কলমিলতা ভবন, উত্তরা, ঢাকা।

সুন্দর  সুস্থ  সাদা    বিড়াল রুয়াপ এর  ভিতরে এডোপশনে দেয়া হবে, যে কোন  টেকনিকাল  সাপোর্ট ও চিকিৎসা  Free। ফ্লু  ও রেবিস ...
04/08/2023

সুন্দর সুস্থ সাদা বিড়াল রুয়াপ এর ভিতরে এডোপশনে দেয়া হবে, যে কোন টেকনিকাল সাপোর্ট ও চিকিৎসা Free। ফ্লু ও রেবিস ভেকসিন দেয়া। পটি ট্রেইনড, খাবার কলিজা, মাংস, মাছ ইত্যাদি। প্লিজ কেউ যদি নিতে চান নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করুন।
ভেট ডাঃ নাজমি্না আক্তার
বি, ভি, সি রে িজ নং ১৬৭৩
০১৭২৬৭৩৯৮৪১

18/07/2023

মা বিড়ালের বাচ্চা উপর থেকে পড়ে মারা গিয়েছে, মা বিড়ালটি বুকে দুধ জমে কষ্ট পাচ্ছে, রুয়ােপে কি কারো কিটেন বেবি আছে, তাহলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করুন: +8801313654055

I have reached 300 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
15/07/2023

I have reached 300 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

04/05/2023

আমার মেয়ের খুব প্রিয় এই বিড়াল টি হারিয়ে গেছে, আমার মেয়ে বিড়াল এর জন্য কান্না করছে, প্লিজ প্লিজ কেউ পেয়ে থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগে করুন

ভেট ডাঃ নাজিমনা আক্তার
কলমিলতা ভবন, এ, রুয়াপ
০১৭২৬৭৩৯৮৪১

03/05/2023

Rakiba plays with her cat

03/05/2023

My daughter plays with her cat

09/04/2023

কোয়ালিটি র সাথে আপোষ করি না.।

09/04/2023

পশুপ্রেমীদের জন্য
অফার অফার! অফার!
(স্বল্প খরচে সহজ সমাধান)
ঈদ উপলক্ষে চলছে ভ্যাক্সিনেশন, সার্জারি, চিকিৎসা, সবকিছুতে বিশেষ অফার।
স্পে ও নিউটার সার্জারিতে চলছে বুকিং, থাকছেন দুইজন বিশেষজ্ঞ ভেট সার্জন।
সময়- ২৩-২৪ এপ্রিল, ২০২৩

ডা. নাজমিনা আক্তার
মোবাইল- ০১৭২৬৭৩৯৮৪১
বি.ভি.সি. রেজিঃ ১৬৭৩
রুয়াপ, কলমিলতা ভবন, এ টাওয়ার, উত্তরা, ঢাকা।

ডা. তাহমিদ হাসান ইমতিয়াজ
ভেটেরিনারি সার্জন
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।
মোবাইল- ০১৭৪০৪০৯৫৯০

ডা: সোহাগ তালুকদার
পেট সারজারি বিশেষজ্ঞ

চেম্বার- হাজী সুপার মার্কেট (কালা মার্কেট) ১৫ নং সেক্টর (মেট্রোরেল গোল চত্বর), মাইলস্টোন স্কুল ও কলেজের সাথে, উত্তরা, ঢাকা।
কোয়ালিটি র সাথে আপোষ করি না

08/04/2023

পশু প্রেমীদের জন্য
৷ অফার অফাার!অফার!(স্বল্প খরচে সহজ সমাধান)
রমজান উপলক্ষে চলছে ভ্যাক্সিনেশন, সারজারি, চিকিৎসা, সবকিছুতে বিশেষ অফার। স্পে ও নিউটার সার্জারিতে চলছে বুকিং, থাক ছেন দুজন বিশেষজ্ঞ ভেট সার্জন।

ভেট ডাঃ নাজমিনা আক্তার
মোবাইল ০১৭২৬৭৩৯৮৪১
বি ভি সি রেজিঃ ১৬৭৩.
রুয়াপ,, কলমিলতা ভবন, এ টাওয়ার, উত্তরা, ঢাকা|

চেম্বার , ঃ হাজী সুপার মার্কেট (কালা মার্কেট]) ১৫ নং সেক্টর(মেট্রোর্রেল গোল চত্বর), মাইলস্টোন স্কুল ও কলেজে র সাথে, উত্তরা, ঢাকা|

07/04/2023

সুখবর! সুখবর!সুখবর (স্বল্প খরচে সহজ সমাধান)
সকল প্রকার পোষা প্রাণী ( কুকুর , বিড়াল, খরগোশ ইত্যাদি) ও পাখিদের চিকিৎসা করা হয়। রমজান উপলক্ষে চলছে ভ্যাক্সিনেশন, সারজারি, চিকিৎসা, সবকিছুতে বিশেষ অফার। স্পে ও নিউটার সার্জারিতে চলছে বুকিং, থাকবেন দুজন বিশেষজ্ঞ ডাক্তার।

( অনলাইনে ও পোষা প্রাণী ও পাখিদের চিকিৎসা দেয়া হয়)...
প্রেসকিপসন সহ কনসালটেন্সি ২০০টাকা

ভেট ডাঃ নাজমিনা আক্তার
মোবাইল ০১৭২৬৭৩৯৮৪১
বি ভি সি রেজিঃ ১৬৭৩.
রুয়াপ,, কলমিলতা ভবন, এ টাওয়ার, উত্তরা, ঢাকা|

চেম্বার , ঃ কালা মার্কেট, ১৫ নং সেক্টর(গোল চত্বর), মাইলস্টোন স্কুল ও কলেজে র সাথে, উত্তরা, ঢাকা|

03/04/2023

এই ছনবির বিড়ালটি হঠাৎ করে আমার বাসায় গতকাল উঠেছে, বয়স আনুমানিক ২;৫ মাস,।পটি টেইন্ড, ও ভ্যাক্সিনেটেড কিনা আমার জানা নেই।তাকে খাবার দেয়া হচ্ছে ও যত্ন করা হচ্ছে।কারো বিড়াল হলে নিৃ্ম্নলিখিত নাম্বারে যোগাযোগে করুন প্লিজ ৷৷৷

ভেট ডা: নাজিমনা আক্তার
০১৭২৬৭৩৯৮৪১
কলমিলতা ভবন, ১৮ নং সেক্টর, উত্তরা 01726-739841

Address

RUAP, Kalmilota Building, 18 No. Sector, . Uttara
Dhaka

Telephone

+8801726739841

Website

Alerts

Be the first to know and let us send you an email when RUAP Vet with Pet Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RUAP Vet with Pet Solution:

Videos

Share

Category


Other Pet Services in Dhaka

Show All

You may also like