14/12/2023
বাসায় যখন টুনা মাছ আর মুরগী আনা হতো খুব খুশী হইতাম,আমার ওরিও তার পছন্দের খাবার খেতে পারবে। মুরগীর হাত,পা, মাথা, চামড়া তার জন্য বরাদ্দ ছিলো। আজকেও আনা হয়েছে, কিন্তু আমি খুশী হতে পারছি না। কারণ মাংসের গন্ধ পেয়ে সে দৌড়ে আর রান্নাঘরে যাচ্ছে না, মাংস নেওয়ার জন্য আমার পিছন পিছন হাঁটছে না, আজকে আর রুমের দরজা বন্ধ রেখে তাকে আটকে রাখার দরকার হচ্ছে না। প্রকৃতির নিয়মে সকাল হচ্ছে, রাত যাচ্ছে, তার থাকার ঝুড়িতে ধুলো জমে যাচ্ছে। সে আর ফিরে আসবে না। শুধু স্মৃতি হয়ে থাকবে ধুলো জমে যাওয়া ঝুড়িতে, তুলে রাখা খাবারের বাটিতে, আমার ফোনের গ্যালারিতে আর তার অচেতন খেলনাগুলোতে, এবং তার নাম মনে পড়লে আমার প্রতিটা দীর্ঘ নিশ্বাসে। 💔