![শুভ জন্ম অতীত ওরিও। 💔তোমার জন্মদিন কবে আমি সেটা জানি না। তবে ১৩ই জুন ২০২৩ ঠিক এই দিয়ে তোমাকে আমি এডপশনে নিয়ে আসি, আমার ...](https://img3.voofla.com/663/815/331767976638158.jpg)
13/06/2024
শুভ জন্ম অতীত ওরিও। 💔
তোমার জন্মদিন কবে আমি সেটা জানি না। তবে ১৩ই জুন ২০২৩ ঠিক এই দিয়ে তোমাকে আমি এডপশনে নিয়ে আসি, আমার কাছে এটাই তোমার জন্মদিন। মালিকের কথা ছিলো তোমার বাচ্চা হলে তাকে যেন একটা দেই কিন্তু আমি সেই কথা রাখতে পারিনি, আমি তোমাকেই হারিয়ে ফেলেছি। কতো প্লান ছিলো তোমার জন্মদিন পালন করবো, তোমার পছন্দের টোনা মাছ, চাপিলা মাছ, ইলিশ মাছ দিয়ে, কিচ্ছু হলোনা। তোমার খেলার পুতুল, গলার বেল্ট, প্রিয় লাল ঝুড়ি সবকিছুই এখনো প্রতিটা মুহূর্তে তোমাকে মনে পড়িয়ে দেয়।