Stafy Foster Care

Stafy Foster Care If you are in the Dhaka City and your cat need a place to stay, "Stafy Cat Boarding" can take care of ur baby.
(1)

বেড়াতে বা ছুটিতে ঢাকার ও দেশের বাইরে যাওয়ার সময় আপনার আদরের বিড়ালিটি কোথায় রেখে যাবেন তা নিয়ে ভাবছেন? আপনার আদরের বিড়ালটিকে Stafy Foster Care এ রেখে যেতে পারেন। Stafy Foster Care অন্য কোন ফস্টার হোম এর মতো না। এখানে মাত্র কয়েকটা বিড়াল একই সময়ে রাখা হয়। At a time চারটার বেশি বিড়াল রাখা হয় না। তাই আপনার বাচ্চার আদর-যত্ন ,খাওয়া ও অন্য বিড়ালের সাথে মারামারি হওয়ার ভয় নেই, আপনার বিড়াল নিজের

বাসার মত করেই থাকবে Stafy Foster Care এ। দিনে ১ বার করে আপডেট পাবেন। Stafy Foster Care আপনার বাচ্চার সব ধরনের খেয়াল রাখবে আপনার অনুপস্থিতিতে। নিজের বাসার মত পরিবেশে থাকতে পারবে।

শর্ত :
১. বিড়াল অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে এবং বিড়ালের ভ্যাকসিন কার্ড মূলকপি/ফটোকপি লাগবে।
২. Owner এর ভোটার আইডি কার্ড এর ফটোকপি লাগবে।
৩. বিড়াল অবশ্যই লিটারে পটি ট্রেইন্ড হতে হবে। অন্যথায় extra charge যোগ হবে।
৪. বিড়াল সুস্থ হতে হবে। বিড়ালের কোন রোগ থাকলে তা গোপন করা যাবে না। অসুস্থ বিড়াল রাখা হয় না।
৫. আপনার বিড়াল Stafy Foster Care এ থাকা অবস্থায় কোন কারনে হঠাত অসুস্থ হয়ে গেলে প্রপার Treatment করা হবে কিন্তু সব ধরনের খরচ আপনাকে বাহন করতে হবে।
৬. যেদিন দিয়ে যাবেন ঐদিন সহ যেদিন নিয়ে যাবেন ঐদিন পযন্ত দিন হিসাব হবে। ( সকাল ৯ টা থেকে রাত ৯ টা পযন্ত যেকোন সময় দিয়ে/নিয়ে যেতে পারবেন।)
৭. Owner এর এবং ঢাকায় থাকবে এমন একজন গার্ডিয়ানের কনটাক্ট নামবার দিতে হবে।
৮.১০০% টাকা এডভান্স করতে হবে।

**** সেফটির কথা বিবেচনা করে ও বাড়িতে বাহিরের কেউ আশা নিষেধের জন্য বাড়ির নিচে বিড়াল দিয়ে যেতে পারবেন তবে বাসায় আসা যাবে না। ****

06/05/2022
26/04/2022

বেড়াতে বা ছুটিতে ঢাকার ও দেশের বাইরে যাওয়ার সময় আপনার আদরের বিড়ালিটি কোথায় রেখে যাবেন তা নিয়ে ভাবছেন? আপনার আদরের বিড়ালটিকে Stafy Foster Care এ রেখে যেতে পারেন। Stafy Foster Care অন্য কোন ফস্টার হোম এর মতো না। এখানে মাত্র কয়েকটা বিড়াল একই সময়ে রাখা হয়। তাই আপনার বাচ্চার আদর-যত্ন ,খাওয়া ও অন্য বিড়ালের সাথে মারামারি হওয়ার ভয় নেই, আপনার বিড়াল নিজের বাসার মত করেই থাকবে Stafy Foster Care এ। দিনে ১ বার করে আপডেট পাবেন। Stafy Foster Care আপনার বাচ্চার সব ধরনের খেয়াল রাখবে আপনার অনুপস্থিতিতে। নিজের বাসার মত পরিবেশে থাকতে পারবে।

শর্ত :
১. বিড়াল অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে এবং বিড়ালের ভ্যাকসিন কার্ড মূলকপি/ফটোকপি লাগবে।
২. Owner এর ভোটার আইডি কার্ড এর ফটোকপি লাগবে।
৩. বিড়াল পটি ট্রেইন্ড হতে হবে।
৪. সুস্থ হতে হবে। অসুস্থ বিড়াল রাখা হয় না।
৫.বিড়ালের কোন রোগ থাকলে তা গোপন করা যাবে না।
৬. আপনার বিড়াল Stafy Foster Care এ থাকা অবস্থায় কোন কারনে হঠাত অসুস্থ হয়ে গেলে প্রপার Treatment করা হবে কিন্তু সব ধরনের খরচ আপনাকে বাহন করতে হবে।
৭. Owner এর এবং ঢাকায় থাকবে এমন একজন গার্ডিয়ানের কনটাক্ট নামবার দিতে হবে।
৮.১০০% টাকা এডভান্স করতে হবে।

**** সেফটির কথা বিবেচনা করে ও বাড়িতে বাহিরের কেউ আশা নিষেধের জন্য বাড়ির নিচে বিড়াল দিয়ে যেতে পারবেন তবে বাসায় আসা যাবে না। ****

Our cute guest Kutush ❤️😍
16/04/2022

Our cute guest Kutush ❤️😍

Our cute little guests ❤️These two siblings are very friendly & playful 😍
09/04/2022

Our cute little guests ❤️
These two siblings are very friendly & playful 😍

Our guest Nobab along with her babies. She was pregnant & at the same time she was very possessive about it. Angry women...
13/12/2021

Our guest Nobab along with her babies. She was pregnant & at the same time she was very possessive about it. Angry women Nobab😄

Lalu's 2nd time in our foster home as a guest 😍❤️
03/11/2021

Lalu's 2nd time in our foster home as a guest 😍❤️

Our cute guest Meow 😍
11/10/2021

Our cute guest Meow 😍

22/09/2021
বিড়ালের লেজ ধরে টানলে দুইটা অঘটন ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। ১. Dislocation,  লেজ মেরুদন্ড থেকে আলাদা হয়ে যেতে পার...
31/05/2021

বিড়ালের লেজ ধরে টানলে দুইটা অঘটন ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে।
১. Dislocation, লেজ মেরুদন্ড থেকে আলাদা হয়ে যেতে পারে। সেটা জোড়া লাগানোর চিকিৎসা বাংলাদেশে নাই।
২. Paralysis, বিড়াল পঙ্গু হয়ে যেতে পারে। এটার কোন সমাধান এই দেশে নেই

★Collected

For Reference- http://aolyorkregion.com/2018/07/18/why-you-should-never-pull-on-your-cats-tail/ #:~:text=Pulling%20on%20a%20cat's%20tail,the%20rest%20of%20the%20body.

মুহাম্মদ (সা:) এর এক আদরের বিড়াল ছিল - মুয়েজ্জা।একদিন তার পবিত্র পরিচ্ছদের একাংশে বিড়ালটা পরম ভালোবেসে ঘুমিয়েছিলো। মুহাম...
25/05/2021

মুহাম্মদ (সা:) এর এক আদরের বিড়াল ছিল - মুয়েজ্জা।
একদিন তার পবিত্র পরিচ্ছদের একাংশে বিড়ালটা পরম ভালোবেসে ঘুমিয়েছিলো। মুহাম্মদ (সা) তাকে টেনে তোলেননি, পোশাক ঝাড়া দেননি, লাথি মেরে দূর দূর করে তাড়িয়েও দেননি। ঘুম ভেঙে যেতে পারে ভেবে, পাছে বিড়ালটির কষ্ট হয় - তাই গায়ে হাত বুলিয়ে ডাকও দেননি। তিনি যা করেছেন, তা কেউ কল্পনাও করতে পারবেনা - বাস্তবে করাতো অনেক দূরের ব্যাপার!

মুহাম্মদ (সা) আলতো করে ঘুমন্ত বিড়ালটার সমপরিমাণ জায়গা রেখে - বাকি কাপড়টুকু টুক করে কেটে ফেলেছিলেন। ছেড়া পোশাকটি গায়ে চড়িয়ে দিব্যি নামাজে রওনা দিলেন।

একদিন এক প্রসিদ্ধ সাহাবী বেড়াল ছানা কোলে নিয়ে খেলছেন। তিনি নতুন না, বেশ কবার বেড়াল কোলে নিয়ে আদর করতে করতে মসজিদে আসতেন। নবী মুহাম্মদ (সা) কাছে ধর্ম শিক্ষা গ্রহণ করতেন। কোলে আদর করতে থাকা অবস্থায় মুহাম্মদ (সা) তাকে কাছে ডাকলেন। এই বিলাইয়ের বাপ এদিকে আসো। ভদ্রলোকের ভ্রু কুঁচকে যায়নি, সরল বোকা মানুষের মতো মুচকি হাসলেন । প্রিয় শিক্ষকের এই ডাকটা তার মনে ধরেছে খুব। সিদ্ধান্ত নিলেন নিজের নামটাই বদলে ফেলবেন। নবীর ভালোবাসার নিদর্শনের দরুন আমরা সবাই তাকে বিড়ালের বাপ বলেই ডাকি। সহীহ হাদিসের সর্বোচ্চ পরিশুদ্ধ বর্ণনাকারী হিসেবে তিনিই "আবু হুরায়রা" নামে পরিচিত।

মক্কা সহ অসংখ্য গুরুত্বপূর্ণ মসজিদে বিড়ালের অবাধ অনুপ্রবেশ। এরা প্রত্যেক ইবাদতকারী পাশেই ঘুমায়, গা ঘেঁষে বসে থাকে যেখানে সেখানে। মানুষের আদর ভালোবাসায় লাই দিয়ে গড়া অদ্ভুত এই বিলাসপ্রবণ প্রাণী! ওর মুখ দেয়া খাবার, পানি হালাল!

কাবশাহ্ বিনতু কা‘ব ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি ছিলেন আবূ ক্বাতাদাহ্ (রাঃ)-এর পুত্রবধূ। আবূ ক্বাতাদাহ্ (রাঃ) তাঁর নিকট ছিলেন। তিনি তাঁর জন্য উযূ (ওযু/ওজু/অজু)-র পানি ঢাললেন। একটি বিড়াল এলো এবং উযূ (ওযু/ওজু/অজু)-র পাত্র হতে পানি পান করতে লাগলো। আর তিনি পাত্রটি তার জন্য কাত করে ধরলেন যে পর্যন্ত পান করা শেষ না হলো। কাবশাহ্ বলেন, তিনি আমার দিকে তাকিয়ে দেখলেন, আমি তাঁর দিকে চেয়ে আছি। তিনি আমাকে বললেন, আমার ভাতিজী! তোমার কাছে আশ্চর্য লাগছে? আমি বললাম, হাঁ। তিনি বললেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নাপাক নয়। এটা তোমাদের আশে পাশে ঘন ঘন বিচরণকারী বা বিচরণকারিণী। (মালিক, আহমাদ, তিরমিযী, আবূ দাঊদ, নাসায়ী, ইবনু মাজাহ্ ও দারিমী)[1]

[1] সহীহ : মালিক ৪৪, আহমাদ ২২০৭৪, আবূ দাঊদ ৭৫, তিরমিযী ৯২, নাসায়ী ৬৮, ইবনু মাজাহ্ ৩৬৭, দারিমী ৭৩৬, ইরওয়া ১৭৩।

আব্দুল্লাহ্ইব্ন মাসলামা—দাউদ ইব্ন সালেহ্ইব্ন দীনার আত-তাম্মার হতে তার মাতার সূত্রে বর্ণিত । একদা তাঁর মনিব তাকে হযরত আয়েশা (রা)-র নিকট –“হারিসাহ্”-সহ প্রেরণ করেন। অতঃপর আমি তাঁর নিকট পৌছে দেখতে পাই যে, তিনি নামায রত আছেন। তিনি আমাকে (হারিসার পাত্রটি) রাখার জন্য ইশারা করলেন । ইত্যবসরে সেখানে একটি বিড়াল এসে তা হতে কিছু খেয়ে ফেললো হযরত আয়েশা (রা) নামায শেষে বিড়ালটি যে স্হান হতে খেয়েছিল সেখান হতেই খেলেন এবং বললেন- নিশ্চয়ই রাসূল্লুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেনঃ বিড়াল অপবিত্র নয় । এরা তোমাদের আশেপাশেই ঘুরাফেরা করে। অতঃপর হযরত আয়েশা (রা) আরো বলেন, আমি রাসূল্লুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা উযু করতে দেখেছি (সুনান আবু দাউদঃ ৭৬)

(Collected)

Our Guest Ghash. সে একজন প্রেমিক পূরূষ। সুন্দরী মেয়ে দেখলেই তার মাথা খারাপ হয়ে যায়।যেখানে সেখানে মূত্র বিলিয়ে বেড়ায় 😒
18/05/2021

Our Guest Ghash. সে একজন প্রেমিক পূরূষ। সুন্দরী মেয়ে দেখলেই তার মাথা খারাপ হয়ে যায়।যেখানে সেখানে মূত্র বিলিয়ে বেড়ায় 😒

Our New Guest Angela ❤️😍
13/05/2021

Our New Guest Angela ❤️😍

Foster Baby Muazza❤️😍
11/05/2021

Foster Baby Muazza❤️😍

28/04/2021

Prochondo gorom poreche, apnar pet der proti extra care nite bhulben na. Make sure 24 hours jeno clean water available thake. Longhair pet der specially otirikto gorome heat stroke korar shomvobona thake. Tai apnar longhair pet der d**e extra kheal rakhun. Overheat jate na hoy otirikto gorome Ac te rakhun. Ac na thakle bashar thanda ghore fan chere rakhun. Proyojone extra table fan din. Jeshob cat/dog pani khete chayna ba pani kom khay tader ke chicken boil korar pore shetar pani ta dite paren. Chicken stock shob cat/dog I kom beshi pochondo kore.
**Heat stroke er symptoms
1.Panting (jibh ber kore jore jore shash neya)
2.Drooling, salivating (mukh theke otirikto lala pora)
3.Agitation, restlessness ( osthir behave kora, ek jagay na boshe bar bar jayga change kora)
3.Bright red tongue
4.Very red or pale gums
5.Increased heart rate (oshavabil vabe shash neya, otirikto pet utha nama)
6.Breathing distress (shash koshto)
7.Vomiting, diarrhoea (possibly with blood)
8.Signs of mental confusion, delirium
Dizziness, staggering (jhim mere boshe thaka, elo elo step e hata, hatar shomoy pore jete dhora)
8.Weakness and lethargy (durbol hoye jawa)
Seizures
9.Collapsing and lying down
10. Little to no urine production ( long time p*e na kora)

Uporer symptoms gula dekhte pele joto taratari shomvo Vet er shathe Consult korun.

EMERGENCY FIRST AID TREATMENT:
Apnar Pet ke gorom Place theke shoraye thanda Place e rakhun.
Normal Pani spray korun. Thanda pani ba ice use korben na tahole obostha aro kharap hoye jete pare. Bheja towel diye body muche dite paren. Thanda panir bottle ashe pashe rakhte paren, ete kore room ta ektu thanda hobe.
And joto taratari possible Vet ke consult korben.
Heatstroke is an emergency. Long time untreated thakle heatstroke e apnar pet mara o jete pare. So be careful.
I hope amader shobar furbabies ekdom shustho thakuk. Keep my furbabies in your prayers ❤️
Ps. Video for attention 😊

বিড়াল এর গায়ে  কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা আঘাত করবেন না। এমন কি পা লাগিয়ে আদর ও করবেন না। মনে রাখবেন বিড়াল একমা...
24/04/2021

বিড়াল এর গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা আঘাত করবেন না। এমন কি পা লাগিয়ে আদর ও করবেন না।

মনে রাখবেন বিড়াল একমাত্র মাংসাসী প্রাণি যাকে-
আমাদের নবী (সা:) ভালবেসে তার গায়ে হাত বুলিয়েছিলেন, কোলে বসিয়েছেন।
বিড়াল সেই প্রাণি যে পবিত্র কাবার গিলাফে গা লাগিয়ে ঘুমায়, বিড়াল সেই প্রাণি, যার জন্য মক্কায় মুসল্লিগণ কাতার ভেঙে দাঁড়ায়, তাও তাকে কেউ স্থান থেকে উঠায় না।
বিড়াল সেই প্রাণি, যাকে পানি পান করানোর জন্য মক্কায় আলাদা লোক নিয়োগ দেয়া হয়।

বিড়াল হাদিসে বর্ননাকৃত একমাত্র সুষ্পষ্ট প্রাণি যাকে বেঁধে রেখে কষ্ট দিয়ে মারার জন্য এক নারীকে জাহান্নামে নিক্ষিপ্তের ঘটনা আছে।
বিড়াল সেই প্রাণি যার মুখ লাগানো এটো খাদ্য মা আয়েশা মুখে নিয়েছেন,
বিড়াল সেই প্রাণি যার জিহবা চাটা পানিতে আল্লাহর হাবীব অযু করেছেন,
বিড়াল সেই প্রাণি যার পরিচয়ে পরিচিত প্রিয় সাহাবী ও সর্বাধিক হাদীস বর্নাকারী আবু হুরায়রাহ (রা:)। 💕

(তারা অপবিত্র নয়। তারা তোমাদের আশেপাশে বিচরণকারীনি - তিরমিজি)

গরমে বিড়ালদের যত্ন : এখন গ্রীষ্মকাল এসে গেছে আর তাই, যেই গরম পরেছে এতে বাচ্চারা হাঁপিয়ে উঠেছে অলরেডি। তাই এখন থেকে কিছু...
18/04/2021

গরমে বিড়ালদের যত্ন :

এখন গ্রীষ্মকাল এসে গেছে আর তাই, যেই গরম পরেছে এতে বাচ্চারা হাঁপিয়ে উঠেছে অলরেডি। তাই এখন থেকে কিছু ব্যাপার খেয়াল রাখলে ওদের অসুস্থতা কম হবে বলে আশা করি।অতিরিক্ত গরমে হিট স্ট্রোক করা থেকে শুরু করে বিড়াল বিভিন্ন ভাবে অসুস্থ হতে পারে আর তাই যা যা করবেন সেগুলো বলি (বিড়াল ও কুকুর উভয়ের জন্যই প্রযোজ্য):

★★★১) শীতকালে যেমন গোসল দিতে বারবার মানা করা হয় গরমকালে ঠিক উল্টো। এখন প্রতি 15 দিন /এক মাস পর পর অবশ্যই গোসল দিবেন আর সম্ভব হলে যখন গরম বেশি পড়বে প্রতিদিন দুপুরের দিকে একবার করে ভেজা টাওয়াল দিয়ে গা টা মুছে দিবেন। গোসল দেয়ার সময় সাবধান যেন লং টাইম এর গোসল না হয় আর অবশ্যই কানে পানি না ঢুকে।

★★★২)আমার বিড়াল বারান্দায় গড়াগড়ি করতে পছন্দ করে কিন্তু সেটা যেন সকালের দিকে রোদে হয় অর্থাৎ সকাল আটটা নয়টা থেকে শুরু করে বারোটা পর্যন্ত রোদে গড়াগড়ি করতে পারবে। দুপুরের রোদ কড়া হওয়ার সাথে সাথে ঘরের ভেতর নিয়ে আসতে হবে।

★★★৩)আপনার বিড়াল পর্যাপ্ত পরিমাণে পানি খাচ্ছে কিনা বা আপনার কোন বিড়ালটা পানি খাচ্ছে না এই ব্যাপারটা খেয়াল রাখার চেষ্টা করবেন। যে ঠিকমতো পানি খাচ্ছে না তাকে নিজেই ধরে পানি খাওয়াবেন। বারবার পানির পাত্র পরিষ্কার করে তাতে পরিষ্কার, সুন্দর ফিল্টার পানি দিয়ে দিবেন।কারণ সব বিড়াল পরিষ্কার, টলটলে পানি খেতে পছন্দ করে।

★★★৪)পার্সিয়ান বিড়াল অথবা যেসব বিড়ালের লোম বড় বড় সেগুলো চেষ্টা করবেন ভেটের কাছে নিয়ে ট্রিম করিয়ে দিতে, এতে তারা আরাম পাবে + স্কিন ডিজিজ থাকলে যত্ন নেওয়া সহজ হবে।

★★★৫) সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন দুপুর বেলা অল্প একটু পানির সাথে মিশিয়ে টক দই খাওয়াতে হবে। টক দই খুব ভালো প্রোবায়োটিক এবং প্রোটিন সোর্স যেটা ওদের পেট ভালো রাখতে সাহায্য করে। ফার্মেসিতে বাচ্চাদের প্রোবায়োটিকস পাওয়া যায় সেটাও কিনে পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। ভেটের কাছে স্পেশালি ওদের জন্য তৈরি প্রোবায়োটিকস পাউডার পাওয়া যায় সেটাও পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। গরম বেশি পড়লে মাঝে মাঝে স্যালাইন খেতে দিবেন।

★★★৬) পানি একদম খেতে চায় না এরকম বাচ্চাকে চিকেন স্টক অথবা ফিস ষ্টক দিতে পারেন তাহলে তারা কিছুটা হলেও পানি খাবে।

★★★৭)ছোট ফ্যান এর পিছনে বরফের চাক গামলায় রেখে দিলে অথবা বোতলভর্তি বরফ ফ্যানের সাথে বেঁধে রাখলে রুম তুলনামূলক ঠান্ডা থাকবে।

আর কিছু বেসিক কথা যেমন :
👉প্রতি তিন মাস পর পর নিয়মিত ডি ওয়ারমিং করাবেন অবশ্যই ভেটের পরামর্শ মতো।
👉বাচ্চার বয়স তিন মাস হওয়ার সাথে সাথে প্রপার কম্বাইন্ড ভ্যাকসিন করাতে হবে। বছরে একবার।
👉বয়স ছয় থেকে সাত মাস হলে +ওজন দুই কেজির উপরে হলে ভালো কোন ভেটের কাছ থেকে অবশ্যই স্পে বা নিউটার অবশ্যই করিয়ে নেবেন।

★★★যাদের পাখি, খরগোশ বা অন্য কোন পোষ্য আছে তারাও তাদের যেভাবে দরকার সেভাবে যত্ন নিবেন কারন অতিরিক্ত শীত বা অতিরিক্ত গরমে এসব প্রাণীদেরও কষ্ট হয় এবং তাদের যত্ন নেয়া আপনারই দায়িত্ব।

★★★সম্ভব হলে জানালার বাইরে, বারান্দায়, উঠানে, গেটের বাইরে পানির পাত্রের ব্যবস্থা রাখুন যাতে পাখি বা অন্যান্য প্রাণী পানি খেতে পারে।

❤️
14/04/2021

❤️

Address

Dhaka
1216

Telephone

+8801643039078

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stafy Foster Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category