19/03/2022
🔥----অত্যধিক গরমে হিট স্ট্রোক-----🔥
চেম্বার পর্যন্ত আসার আগেই কয়েকজন বিড়াল মারা গেছে একদম হঠাৎ করে অল্প সময়ের মধ্যেই।
সমস্যা ছিলো - হিট স্ট্রোক 💔
হিট স্ট্রোকে মারা যাবার প্রধান কারন- স্ট্রোক হয়েছে বা স্ট্রোকের দিকে যাচ্ছে এটি বুঝতে দেরি করে ফেলা....
🔥 হিট স্ট্রোকের লক্ষন?
১) দীর্ঘ সময় হা করে শ্বাস নিতে থাকা।
২) হঠাৎ করেই মুখ থেকে লালা পরতে থাকা।
৩) অস্থিরতা।
৪) কখনো খিচুনি দেয়া, বমিও হতে পারে।
৫) মাড়ি ইটের মত লাল বা বেগুনী থাকা। (নরমাল কালার -গোলাপি)
৬) শ্বাস-কষ্ট হতে থাকা।
🔥 শ্বাস-যন্ত্রের অন্যান্য সমস্যা এবং হিট স্ট্রোকের মধ্যে পার্থক্য হচ্ছে, হিট স্ট্রোক একদম সুস্থ বিড়ালেও হটাৎ করেই উপরের লক্ষন গুলোর কয়েকটি পাওয়া যাবে।
✅ হিট স্ট্রোক রোধে করনীয়ঃ
১) গরমের মাঝে না রাখা এবং বেশি জার্নি না করা।
২) অত্যধিক গরমে এক্সারসাইজ বা খেলাধুলা না করানো।
৩) গায়ের ফার বড় থাকলে অবশ্যই ট্রিম করে ফেলা।
৪) শারীরিক অবস্থা বুঝে নিয়ম করে গোসল করানো
৫) পর্যাপ্ত লিকুইড খাবার/পানি খাচ্ছে নিশ্চিত হওয়া ইত্যাদি।
✅ হিট স্ট্রোক হতে যাচ্ছে বুঝতে পারলে কি করবেনঃ
১) অপেক্ষাকৃত ঠান্ডা স্থানে সরিয়ে ফেলতে হবে।
২) ঠান্ডা পানি স্প্রে করে গা ভিজিয়ে দিয়ে ফ্যান ছেড়ে দিতে পারেন (ফ্রিজের পানি নয়)।
৩) ফ্রিজের নরমালে রাখা তোয়ালে দিয়ে গা পেচিয়ে রাখতে পারেন অল্প সময়ের জন্য।
৪)স্যালাইন বা ঠান্ডা পানি অল্প (ফ্রিজের নয়) পান করাতে পারেন।
৫) এসব কিছু মেইনটেইন করে যত দ্রুত সম্ভব ভেটের কাছে নিতে পারেন।
✅ পরবর্তী সময়ে ভেট ভাইটাল অরগান ফাংশনিং মনিটর,অক্সিজেন সাপোর্ট দেয়া সহ এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্ট প্রদানের মাধ্যমে হিট স্ট্রোক রিকোভারিতে হেল্প করে থাকেন।
©
Vet Rumman Hossain Tuhin
Pet Animal Practitioner
DVM (HSTU),
MS(Fellow)in Surgery
BVC Reg no: 7599