Red Head Aviary

Red Head Aviary save bird

আতশবাজি ফোটানো থেকে বিরত থাকবেন সবাই। আমাদের একটু খুশি, আনন্দের জন্য অনেক অবলা প্রানীর প্রাণ ঝড়ে পড়ে।সব কিছুর পরিবর্তন হ...
30/12/2024

আতশবাজি ফোটানো থেকে বিরত থাকবেন সবাই। আমাদের একটু খুশি, আনন্দের জন্য অনেক অবলা প্রানীর প্রাণ ঝড়ে পড়ে।

সব কিছুর পরিবর্তন হচ্ছে সুতরাং নিজেদেরও পরিবর্তন করুন।

10/12/2024

আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে বছরের প্রথম ১৬ পেয়ার লাভবাড পাখিকে ব্রিডে দিয়েছিলাম। আল্লহামদুলিল্লাহ ইয়েলো কলারর্ড ছানাপোনা দেওয়া শুরু করেছে। Romel Ashraf Aviary কে Romel Ashraf vaiya অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত পাশে আছেন । এমন ভাবে গাইডলাইন দিয়েছেন যে আমার পক্ষে কাজ করতে অনেক সহজ হয়েছে ।আমার লাভবাড ফার্ম এর জন্য দোয়া করবেন। #পাখির

ভালোবাসার মানুষগুলো সাথে 💕ঘুরাঘুরি এবং নতুন  নতুন স্থান আপনার মানসিক চিন্তা ভাবনার বিকাসিত করে। মনে শান্ত করে
07/12/2024

ভালোবাসার মানুষগুলো সাথে 💕
ঘুরাঘুরি এবং নতুন নতুন স্থান আপনার মানসিক চিন্তা ভাবনার বিকাসিত করে। মনে শান্ত করে

আলহামদুলিল্লাহ,    শুকরিয়া মহান রাব্বুল আলামিনের নিকট।একটা সময়  স্বপ্ন দেখতাম আমার  ও যদি  এর  একটা ছোট ব্রিডিং  সেটআপ...
04/12/2024

আলহামদুলিল্লাহ,
শুকরিয়া মহান রাব্বুল আলামিনের নিকট।
একটা সময় স্বপ্ন দেখতাম আমার ও যদি এর একটা ছোট ব্রিডিং সেটআপ রেডি করতে পারতাম । শুকরিয়া ,সে স্বপ্ন আমার বাস্তবায়ন হতে যাচ্ছে । আর এই স্বপ্নের প্রধান কারিগর হচ্ছে Romel Ashraf Aviary ও Romel Ashraf তার দীর্ঘ প্রচেষ্টায় এবং সার্বিক সহযোগিতা Red Head Aviary
পূর্ণতা পেলো ।ইনশাআল্লাহ ১৬পেয়ার Red Head Lution Opaline আর 4 পেয়ার White Head Violet Opaline আর ২ পেয়ার creamino

ব্রিডিং এ দিবো💕। সবার কাছে আমি দোয়া প্রার্থী, এর আল্লাহ থেকে যেন দয়াময় ভালো কিছু দান করেন।❤️❤️❤️❤️❤️💕💕💕

Happiness🥰✍️রহস্যময় অ্যামাজন জঙ্গলের বাসিন্দা। রহস্য উন্মোচন  হলো 💕💕💕💕🥰🥰🥰💎মাশা ** আল্লাহ্ Red Head Aviary
30/11/2024

Happiness🥰
✍️রহস্যময় অ্যামাজন জঙ্গলের বাসিন্দা।
রহস্য উন্মোচন হলো 💕💕💕💕🥰🥰🥰
💎মাশা ** আল্লাহ্ Red Head Aviary

মুগডালের স্প্রাউট/ অংকুরিত :পাখির জন্য সবসময় সফ্টফুড/ এগফুডের একটি অন্যতম উপাদান স্প্রাউট।অনেক পুষ্টিগুণ সম্পন্ন স্প্রাউ...
28/11/2024

মুগডালের স্প্রাউট/ অংকুরিত :
পাখির জন্য সবসময় সফ্টফুড/ এগফুডের একটি অন্যতম উপাদান স্প্রাউট।
অনেক পুষ্টিগুণ সম্পন্ন স্প্রাউটের প্রস্তুত প্রনালী এবং গুণাগুণ -
স্প্রাউট প্রস্তুত প্রনালী :
১) কিছু বীজ একটি পরিষ্কার পাত্রে/ বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে নিবেন। ময়লা থাকলে ঝেরে ফেলে দিবেন। এখন বাটিতে যতটুকু বীজ আছে তার থেকে বেশি পরিমান পানি নিয়ে বীজগুলি এতে ভিজিয়ে রাখুন। যেদিন পাখিকে স্প্রাউট দিবেন তার ২ দিন আগের রাতে কাজটা করবেন। পাত্র/ বাটির মুখ পাতলা কাপড় দিয়ে ঢেকে মুখ বাতাস চলাচল করতে পারে এমন অন্ধকার স্থানে সারারাত রেখে দিবেন।
২) পরদিন সকালে বীজগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে, বীজগুলো বাটিতে ছড়িয়ে আবার পাতলা কাপড় দিয়ে ঢাকে অন্ধকার স্থানে রেখে দিতে হবে। এই অবস্থায় বীজগুলো অঙ্কুরোদগম শুরু হয়ে যাবে।
৩) রাতে আবার কাপড় সরিয়ে বীজগুলো দেখে নিবেন। আবার পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে, পানি ঝরিয়ে বীজগুলো আগের মত ছড়িয়ে দিয়ে মুখ ঢেকে রেখে দিবেন। এতে অঙ্কুরোদগম বৃদ্ধি পাবে।
৪) সারারাত এভাবে থাকার পর সকালে দেখবেন আপনার প্রিয় পাখির জন্য স্প্রাউট তৈরী।
পাখিকে দেবার আগে স্প্রাউটগুলো ৫ মিনিট গরম পানিতে রেখে ভালোবাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যদি সম্ভব হয় তবে স্প্রাউটগুলো ২ চামচ আপেল সিডার ভিনেগার দিয়ে ৫ মিনিট ধরে ভিজিয়ে রাখুন তারপর ভালোভাবে ধুয়ে খেতে দিবেন।
স্প্রাউট ফ্রিজে ৪৮ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। অর্থাৎ আপনি যদি সপ্তাহে ২ দিন পাখিকে সফ্টফুড/ এগফুড দেন তবে একবার বানানো স্প্রাউটে আপনার ১ সপ্তাহ চলে যাবে। তবে পাখিকে আবার খেতে দেয়ার আগে অবশ্যই গরম পানিতে ধুয়ে পানি ঝরিয়ে দিবেন| খেয়াল রাখতে হবে, বীজ থেকে যদি টক জাতীয় কড়া গন্ধ আসে তবে পাখিকে দেয়া যাবেনা ।
চলেন এবার পুষ্টিগুণ জেনে নেইঃ
১) স্প্রাউট ভিটামিন সি, ই, বি কমপ্লেক্স, বেটা ক্যারোটিন এবং এন্টিঅক্সিডেন্ট -এ ভরপুর।
২) মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, ভাস্কুলার সিস্টেম, কোষের পুনর্জন্ম, বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা, হজম ব্যবস্থা এবং সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গের (যেমন-যকৃত, কিডনি, হার্ট এবং ফুসফুস ইত্যাদি) সমস্ত জৈব রাসায়নিক কাজ সঠিকভাবে করার জন্য যে প্রয়োজনীয় এনজাইমের প্রয়োজন হয় তা স্বাভাবিক কাঁচা শাক- সবজি থেকে স্প্রাউটে ১০-১০০ গুণ পর্যন্ত বেশি থাকতে পারে।
৩) স্প্রাউটে সকল প্রয়োজনীয় এ্যামাইনো এসিড রয়েছে যা পাখির পেশী, রক্ত, চামড়া, পালক, নখ এবং গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গ তৈরি করতে প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করে। ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার পাখির বৃদ্ধি, প্রজনন, ইমিউন সিস্টেম ডেভলাপ এবং স্ট্রেস মোকাবেলার জন্য খুবই প্রয়োজন। অর্থাৎ, আপনি পাখিকে স্প্রাউট খেতে দিচ্ছেন মানে হলো আপনি পাখিকে সকল এমাইনো এসিড সমৃদ্ধ এবং সহজে হজমযোগ্য প্রোটিনের উৎস সরবরাহ করছেন।
এত কম খরচে এত বেশি গুণাগুণ সমৃদ্ধ একটি খাবার স্প্রউট যা সত্যিকার অর্থেই একটি "Super Food", তাই পাখিকে প্রতি সপ্তাহে অন্তত ২/৩ দিন স্প্রাউট খেতে দিতে পারেন ।
©

✍️রহস্যময় অ্যামাজন জঙ্গলের বাসিন্দা। 💎মাশা ** আল্লাহ্ সবাইকে জুম্মা মোবারক 💕💕💕             #
22/11/2024

✍️রহস্যময় অ্যামাজন জঙ্গলের বাসিন্দা।

💎মাশা ** আল্লাহ্
সবাইকে জুম্মা মোবারক 💕💕💕
#

 #শীতকালীন পাখির পরিচর্যাআসন্ন শীতকাল কে সামনে রেখে পাখির বিশেষ যত্নের প্রয়োজন।কারণ এ সময় আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি...
20/11/2024

#শীতকালীন পাখির পরিচর্যা

আসন্ন শীতকাল কে সামনে রেখে পাখির বিশেষ যত্নের প্রয়োজন।কারণ এ সময় আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি শীতের প্রকোপে পাখিরা সহজেই রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। তাই এই শীতে পাখিদের ভালো রাখতে হলে অবশ্যই তাদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। শীতকালীন পাখির পরিচর্যা বলতে বেশ কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন:

১) শীতকালের পাখির খাদ্যাভ্যাস কেমন হবে?
২) বাসস্থানের স্থান কেমন হওয়া উচিত?
৩) শীতকালে রাতের বেলা পাখি কিভাবে রাখতে হবে?
৪) পরিষ্কার পরিছন্নতা কিভাবে করতে হবে?
৫) বারান্দায় রুমে বা কলোনিতে পাখি পালন করলে শীতকালীন পরিচর্যায় কিরকম হবে?
৬) শীতকালে সাপ্তাহিক যত্ন কিরকম হবে?
৭) শীতকালে পাখি রাখার জায়গায় তাপমাত্রা কি রকম হবে?
মূলত এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে শীতকালীন পাখির পরিচর্যা করলে যত্ন নিলে পাখিকে ভালো রাখা সম্ভব। এই বিষয়গুলো সম্পর্কে এখন ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরছি।

#খাদ্যাভ্যাস:
শীতকালে পাখির শরীর গরম রাখার জন্য তেল জাতীয় খাবার রেগুলার সিড মিক্স এ বাড়িয়ে দিতে হবে। যেমন: গুজি তিল ,সরিষা ,তিসি ,সূর্যমুখী বিচি, কালোজিরা এগুলো অ্যাড করে দিতে হবে।
তাছাড়া হালকা কুসুম গরম পানি পাখিকে খেতে দিতে পারেন। শীতকালীন সবজি পাখির জন্য খুবই উপকারী।

#বাসস্থান:
শীতকালে পাখির বাসস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। রুমে বারান্দায় বা কলোনিতে যেখানেই পাখি পালন করি না কেন অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ঠাণ্ডা বাতাস পাখির গায়ে না লাগে। এক্ষেত্রে রাতের বেলা পাখির খাঁচা মোটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এক দিক খোলা রাখতে হবে যাতে পাখি শ্বাস-প্রশ্বাস নিতে পারে। পাখি থাকার জায়গায় সকালে এবং রাতে কিছু সময়ের জন্য ৬০/৮০ w এর বাল্ব জ্বালানোর ব্যবস্থা করলে ভাল হয়। অনেকেই ঘরে হিটার ব্যবহার করেন তবে খেয়াল রাখতে হবে যেন তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি না পায়। সকালে পাখিকে ১০ থেকে ১৫ মিনিট রোদে রাখতে হবে। রোদে রাখার সময় অবশ্যই খাঁচার একপাশ ছায়ায় এবং অন্য পাশ রোদে থাকে এভাবে রাখতে হবে।

#পাখির সাপ্তাহিক যত্ন:
সপ্তাহে পাখিকে গোসলের জন্য বাটিতে পানি দিতে হবে যাতে প্রয়োজনে পাখি গোসল করতে পারে। তাছাড়া মশলা চা পাখিকে খেতে দেওয়া যায় এটা শীতকালে পাখির জন্য খুবই উপকারী। তুলসী পাতা, কালিজিরা ,আদা কুচি ,দারুচিনি সামান্য মধু অবশ্যই খাঁটি হতে হবে একত্রে পানি দিয়ে জ্বাল করে সেই পানি ঠান্ডা করে পাখিকে চা হিসাবে খেতে দেওয়া যায়। সপ্তাহে পাখিকে দুইদিন এগ ফুড দেয়া যায়। এতে করে পাখির শরীর গরম থাকবে।

#শীতকালীন পাখির পরিষ্কার-পরিচ্ছন্নতা:
সপ্তাহে দুই দিন পাখির খাঁচার ট্রে পরিষ্কার করে দিতে হবে এবং পানির পাত্র খাবার বাটি সবকিছু ভালোমতো নিমপাতা সিদ্ধ পানি দিয়ে জীবাণুমুক্ত করে ধুয়ে দিতে হবে। পাখির খাঁচা ট্রে খাবার বাটি পানির পাত্র এবং পারিপার্শ্বিক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে পাখি ততবেশি সুস্থ থাকবে।

আর একটি কথা বলে রাখা ভালো অনেকেই পাখিকে বিভিন্ন মেডিসিন দিতে চান। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন অযথা পাখিকে কোন ওষুধ খাওয়ানোর প্রয়োজন নেই। যদি পাখি অসুস্থ হয় তাহলে সে অনুযায়ী পাখির অবস্থা বুঝে ওষুধ দেওয়া যেতে পারে।
ACV বা অ্যাপেল সিডার ভিনেগার কোর্সটি করাতে পারেন প্রতিমাসে। এতে করে পাখি সহজে রোগ ব্যাধিতে আক্রান্ত হয় না। acv দেওয়ার নিয়ম হলো ২৫০gm পানিতে ৩ml অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে পাখিটি খেতে দিতে হবে

© Romel Ashraf Aviary

ঘুমে ঘুমে স্বপ্ন বাস্তবায়ন হয়না,যে স্বপ্ন ঘুমাতে দেয়না, সেটা বাস্তব হয়,যদি একাগ্রচিত্তে পরিশ্রম করা যায়।
10/11/2024

ঘুমে ঘুমে স্বপ্ন বাস্তবায়ন হয়না,
যে স্বপ্ন ঘুমাতে দেয়না, সেটা বাস্তব হয়,
যদি একাগ্রচিত্তে পরিশ্রম করা যায়।

পর্ব - ১                    আলহামদুলিল্লাহ,     শুকরিয়া মহান রাব্বুল আলামিনের নিকট।একটা সময়  স্বপ্ন দেখতাম যদি কমপক্ষে...
03/11/2024

পর্ব - ১
আলহামদুলিল্লাহ,
শুকরিয়া মহান রাব্বুল আলামিনের নিকট।
একটা সময় স্বপ্ন দেখতাম যদি কমপক্ষে ১৬ পেয়ার এর lutino opaline এর একটা ব্রিডিং সেটআপ রেডি করতে পারতাম শুকরিয়া কৃপা ময়ের নিকট ,সে স্বপ্ন আমার বাস্তবায়ন হতে যাচ্ছে । আর এই স্বপ্নের প্রধান কারিগর হচ্ছে Romel Ashraf vaiya তার দৈর্ঘ্য প্রচেষ্টায় এবং সহযোগিতা Red Head Aviary পূর্ণতা পেলো ।ইনশাআল্লাহ ১৬পেয়ার Yellow Collared ব্রিডিং এ দিবো💕। সবার কাছে আমি দোয়া প্রার্থী, এর থেকে যেন দয়াময় ভালো কিছু দান করেন।❤️❤️❤️❤️❤️💕💕💕

আলহামদুলিল্লাহ ব্রিডিং প্রস্তুতি চলতেছে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ❤️❤️❤️
01/11/2024

আলহামদুলিল্লাহ ব্রিডিং প্রস্তুতি চলতেছে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ❤️❤️❤️

29/10/2024

আলহামদুলিল্লাহ অনেক দিনের স্বপ্ন পূরণ

প্রিয় Romel Ashraf   আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য আমার সব স্বপ্ন  পূরণ হচ্ছেএত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্...
22/09/2024

প্রিয় Romel Ashraf আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য আমার সব স্বপ্ন পূরণ হচ্ছে
এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আজকে ভিজিট করলাম Shokher Khamar - শখের খামার সাভার।
Chashi Manik - চাষী মানিক ভাই এর স্বর্গরাজ্যে।🥰
অনেক দিনের শখ ছিল Noor Manik ভাই এর প্রোজেক্ট দেখার। আজকে তা পুরন হলো 🥰l আর স্বপ্ন পূরণ টাও আপনার হাত ধরেই হল

অনেক ব্যস্ততার মাঝেও অনেক আন্তরিকতার সাথে সারাদিন আমাদের সময় দিলেন, সবকিছু ঘুরে ঘুরে দেখালেন, প্রিয় Md Arif Hossain ❤️❤️ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য

✅ জরুরি সতর্কতা:আবহাওয়া পরিবর্তন জনিত কারনে অনেকের পাখিই অসুস্থ হচ্ছে। এমনকি মা*রা*ও যাচ্ছে। মুলত অনেক গরম বা অনেক ঠান্ড...
19/08/2024

✅ জরুরি সতর্কতা:

আবহাওয়া পরিবর্তন জনিত কারনে অনেকের পাখিই অসুস্থ হচ্ছে। এমনকি মা*রা*ও যাচ্ছে। মুলত অনেক গরম বা অনেক ঠান্ডার কারনে এমন হয়নি, হটাত করে গরম আবহাওয়া থেকে ঠান্ডা আবহাওয়ার কারনে এমনটা হচ্ছে।

✅ সমাধান ০১:
সকাল বেলা পাখিকে এসিভি (apple cider vinegar) খেতে দিন (লিটারে ১০এমেল)।

বিকেলে পানি ফেলে দিয়ে তুলসি পাতা, এলাচ, লং, দারচিনি সেদ্ধ করে, সে পানিটা খেতে দিন কুসুম গরম অবস্থায়।

✅ সমাধান ০২:

সিনবায়োটিক (প্রোবায়োটিক) দিতে পারেন টানা ৫ দিন। এতে পাখির রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর সমস্যা হবেনা। অল্প কিছু হয়ে থাকলেও ঠিক হয়ে যাবে।

ধন্যবাদ
Romel Ashraf Aviary

09/07/2024

❤️❤️ Romel Ashraf Aviary 💕💕💕💕💕💕

Address

Barobaria Dhamrai Dhaka
Dhaka
1800

Telephone

+8801725526438

Website

Alerts

Be the first to know and let us send you an email when Red Head Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Red Head Aviary:

Videos

Share

Category