JARIM aviary

JARIM aviary about bird keeping registered member of avian community
(1)

লেদু মিয়া
03/07/2021

লেদু মিয়া

ও চোখেতে চোখ পড়েছে যখনইইইই
12/05/2021

ও চোখেতে চোখ পড়েছে যখনইইইই

29/04/2021
কল্লু মামা
26/02/2021

কল্লু মামা

21/02/2021
লাজুকলতা
21/11/2020

লাজুকলতা

🐞 িঃপরজীবী_বা_মাইটস_Mitesএই শব্দগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত আবার পরিচিত নই, যারা পরিচিত শুধু তারাই জানে এটি এভিয়ারির জ...
21/11/2020

🐞 িঃপরজীবী_বা_মাইটস_Mites
এই শব্দগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত আবার পরিচিত নই, যারা পরিচিত শুধু তারাই জানে এটি এভিয়ারির জন্য একটি বিভীষিকার নাম। যারা পরিচিত নই তারাও সচেতনতা এবং সঠিক পরিচর্চার মাধ্যমে আপনার এভিয়ারিকে এই মাইটস নামক বিভীষিকা থেকে বাচাতে পারেন।
নিচে সংক্ষেপে মাইটস নিয়ে কিছু আলোচনা করা হল।
♦বহিঃপরজীবী বা মাইটস কিঃ
মাইটস হল অতি ক্ষুদ্র এক ধরনের পরজীবী। একে খালি চোখে দেখা যায় না। এদের কার্যক্ষমতা বৃদ্ধি পায় সাধারাণত রাতে। এরা পাখির শরীরের রক্ত শুষে খেয়ে বেচে থাকে। এই রক্তখেকো মাইটস পাখির আমৃত্যু সাথে থাকে।
মাইটস এভিয়ারির যেকোন পাখিকে আক্রমন করতে পারে এবং এক পাখি থেকে অন্য পাখিতে ছড়িয়ে পড়ে। এমনকি পাখির ঘরে প্রবেশ করলে এরা মানুষকেও রেহাই দেয় না। তবে ৩ থেকে ৪ সপ্তাহ যদি এই পোকা দমন করা যায় তবে এভিয়ারিকে মাইটস মুক্ত করা সম্ভব।
♦লক্ষনঃ
১। খাঁচায় অস্বাভাবিক রকম ও বিভিন্ন সাইজের পালক দেখা যাবে এবং পালকের গোড়ায় রক্ত জমে কালো হয়ে থাকতে দেখা যায়।
২। পাখির গায়ে পালক খুব এলোমেলো হয়ে থাকে।
৩। অতিরিক্ত গা চুলকানো। বিশেষ করে লেজ, ডানা ও চামড়া।
৪। চোখের ও ঠোঁটের কোণা থেকে পালক উঠে আসে।
৫। ভেন্টের চারপাশ থেকে পালক উঠে আসে এবং ক্ষত দেখা যায়।
৬। হাঁ করে নিষ্বাস নেয়া এবং লেজ উঠানামা করা।
৭। রাতে অন্ধকারে সাদা কাপড় দিয়ে খাঁচা ঢেকে দিলে যদি কাপড়ের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র লাল/কালো পোকা দেখা যায় তবে বুঝতে হবে আপনার এভিয়ারি মাইটস দ্বারা আক্রান্ত হয়েছে।
এভিয়ারিতে মাইটস দেখা দিলে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে হবে। নতুবা পাখির এমিনিয়া আক্রান্ত হওয়ার ঝুকি থাকে এবং মারা যেতে পারে।
♦প্রকারভেদঃ
বাজেরিগার এর শরীরে তিন ধরনের মাইটস দেখা যায়।
১। ফেদার মাইটস
২। স্কেলি মাইটস
৩। এয়ার স্যাক মাইটস
👉 ফেদার মাইটসঃ
এই মাইটস এর ফলে বড় পাখি দ্বারা ছোট/ বাচ্চা পাখি আক্রান্ত হয়। ফেদার মাইটস বা রেড মাইটসকে খালি চোখে দেখা যায় না। এই রেড মাইটস বাজির শরীর থেকে প্রচুর রক্ত শুষে নেয়। ফলে পাখির সকল প্রকার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে এবং যেকোন ধরণের ইনফেকশন দ্বারা দ্রুত আক্রমন্বিত হয়।
🚫প্রতিরোধ/ চিকিৎসাঃ
এক্ষেত্রে এভিয়ারির ছোট বড় সব পাখিকেই চিকিৎসা করতে হবে।
আক্রান্ত পাখিকে Ivermec Drop মাথার পিছনে অর্থাৎ ঘাড়ের চামড়ায় ১ ফোটা করে তিনদিন পরপর মোট তিনবার দিতে হবে।
যেমনঃ
* ১ম দিন - ১ ফোটা
* তিনদিন পর - ১ ফোটা
* আবার তিনদিন পর ১ ফোটা
এবং এভিয়ারির সব পাখিকে
Acimec 1% (Oral)- 1ml (১ লিটার পানিতে) করে খাওয়াতে হবে ৩ বার।
যেমনঃ
* ১ম দিন *৭ম দিন *২১তম দিন।
বাজারে বিভিন্ন Anti Mites Spray পাওয়া যায়। আক্রান্ত পাখির জন্যে- ডানা ও লেজের গোড়ায় তিনদিন পর পর তিনবার স্প্রে করলেই মাইটস মুক্ত হবে। বাচ্চা পাখিদের যেহেতু পালক পড়ে যায় সেহেতু পাশাপাশি নিচের ওষুধগুলোর কোর্স করাতে হবে।
Calcium (5ml) + Ozinc (1ml) + Hiprachok amino (3ml) = (1L পানিতে) - ১৫ দিন।
এছাড়া বিভিন্ন শাক সবজি ও দিতে হবে যাতে ক্যালসিয়াম, প্রটিন, ভিটামিন , ক্যারোটিন ও বিটা ক্যারোটিন বিদ্যমান।
যেমনঃ
* ক্যালসিয়াম - কলমি শাক, সজনেপাতা
* ক্যারোটিন - গাজর কুচি, সবুজ শাক ,ব্রকলি
* বায়োটিন - গম স্প্রাউটস, সবুজ ফল, ডিমের সিদ্ধ
👉 স্কেলি মাইটসঃ
প্রাপ্তবয়স্ক পাখিরা এই পরজীবি দ্বারা আক্রান্ত হয়। এরা মূলত পাখির নাক,ঠোঁট, পা ও ভেন্ট এরিয়াতেও আক্রমন করতে পারে।
পা, ঠোঁট ও নাকের চারপাশে সাদা সাদা স্কেল তৈরি হয়। বেশিদিন হয়ে গেলে একটু চাপেই পা ভেঙে যেতে পারে। এর প্রধান সিমটম হল স্ক্র্যাচিং। যা পায় তাই ই স্ক্র্যাচ করতে থাকে। পা ও ঠোঁটের ভিতর পরজীবী থাকে তাই শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়।
🚫প্রতিরোধ/ চিকিৎসাঃ
এক্ষেত্রে যেহেতু পা ও ঠোঁটের ভিতরে পরজীবি পোকা থাকে সেহেতু এদের শ্বাস প্রশ্বাস বন্ধ করতে পারলেই মাইটস মারা যাবে। সেজন্য ভেসলিন বা নারিকেল তেল পর পর তিনদিন আক্রান্ত স্থানে ভালোভাবে লাগালে মাইটস মারা গিয়ে পা বা ঠোঁট আগের মত হয়ে যাবে।
পাশাপাশিঃ Acimec 1% (Oral) লিটারে ১ মিলি করে খাওয়াতে হবে ৩ বার।
যেমনঃ
* ১ম দিন *৭ম দিন *২১তম দিন।
👉 এয়ারস্যাক মাইটসঃ
এরা সচেয়ে মারাত্মক এবং ভয়াবহ পরজীবী। এরা সরাসরি শ্বাসতন্ত্রে আক্রমন করে। গলা দিয়ে গড়গড় শব্দ হয়,লেজ নড়তে থাকে যাকে টেল ববিং বলে। চোখের চারিদিকে ভেজা ভেজা থাকবে। পাখির ওজন হ্রাস পেতে থাকবে এবং দুই-তিন মাসের মধ্যে হঠাৎ মারা যাবে। এবং এটি অন্য পাখিতে দ্রুত ছড়িয়ে আপনার এভিয়ারি মারাত্মক ঝুকির মুখে পরতে পারে।
🚫প্রতিরোধ/ চিকিৎসাঃ
এই ক্ষেত্রে টানা ৪ সপ্তাহ ওষুধ এর কোর্স করাতে হবে।
* প্রথম সপ্তাহঃ Rob marshall S76 - 5ml ( ১ লিটার পানিতে) - ৩ দিন।
সপ্তাহের বাকিদিন ফ্রেশ পানি।
*দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ সপ্তাহঃ Rob marshall S76 - 5ml ( ১ লিটার পানিতে ) - ২ দিন করে।
সপ্তাহের বাকিদিন ফ্রেশ পানি।
*Rob Marshall কোর্স শেষ হলে পাখিকে Liva Vit লিটারে ১ মিলি করে ৫ দিন খাওয়ানো উত্তম।
♦️ #সাধারনভাবে_যে_প্রতিরোধ_ব্যবস্থা_নিতে_হবেঃ
🔸 পাখির খাবার আর পানির পাত্র অবশ্যই প্রতদিন পরিষ্কার করতে হবে।
🔸খাঁচা, হাড়ি পরিষ্কার করে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে।
🔸পাখির পার্চ পরিষ্কার করে নিশ্ছিদ্র পার্চ দিতে হবে।
🔸 নিম পাতার পানি/ এসিভি মিশ্রিত পানি/ রসুন মিশ্রিত পানি/ ভাইরোসিড/ ফাম-৩০/টাইকোফেন ভেট ইত্যাদি জীবাণুনাশক দিয়ে এভিয়ারি স্প্রে করতে হবে সপ্তাহে অন্তত দুইবার। (এই স্প্রে স্বাভাবিকভাবেই প্রতি সপ্তাহে করা উচিৎ। এতে মাইটস হওয়ার কোন ভয় থাকে না।)
🔸 বাইরে থেকে নতুন কোন পাখি আনলে তা আলাদা রেখে জীবানুনাশক স্প্রে করে রোদে ভালভাবে রেখে পরে এভিয়ারিতে রাখতে হবে অথবা বাইরের পাখি প্রবেশ বন্ধ করতে হবে।
🔸 ছোট বেবি আক্রান্ত হলে তাদের হাড়িতে সাদা টিস্যু রেখে আধা ঘণ্টা পরপর টিস্যু চেক করে পোকা মেরে ফেলতে হবে। তাছাড়া আলাদা কোন স্থানে রেখে হ্যান্ডফিড করাতে পারলে ভাল হয়।
সবচেয়ে ভাল হবে যদি আপনি Rob Marshall S76 এর নিয়মিত কোর্স করাতে পারেন। তাহলে আর মাইটস সচল হতে পারবে না। এবং সবসময় এভিয়ারি পরিষ্কার রাখতে হবে।

লেখিকা : Zareen Tasneem Mumu

পিতৃ  হারা
19/11/2020

পিতৃ হারা

Pied
13/11/2020

Pied

Finally  it done
09/11/2020

Finally it done

এভিয়ারির নতুন সদস্য
25/09/2020

এভিয়ারির নতুন সদস্য

করনাময় গেবন
05/07/2020

করনাময় গেবন

করনা কালিন কিছু  প্রাপ্তি
29/06/2020

করনা কালিন কিছু প্রাপ্তি

কিছু অংশ
28/06/2020

কিছু অংশ

df gf home breed
27/06/2020

df gf home breed

06/04/2020
মায়াময় চাহ‌নি
14/03/2020

মায়াময় চাহ‌নি

11/03/2020
 #পোষা_পাখি_পালনের_শখকে_সংখ্যায়_বেঁধে_দেয়ার_বিধিমালা_বাস্তবতা_বিবর্জিতনিজস্ব প্রতিবেদকস্বল্প মূল্যের নিরীহ পোষা পাখি পাল...
11/03/2020

#পোষা_পাখি_পালনের_শখকে_সংখ্যায়_বেঁধে_দেয়ার_বিধিমালা_বাস্তবতা_বিবর্জিত

নিজস্ব প্রতিবেদক
স্বল্প মূল্যের নিরীহ পোষা পাখি পালনের শখকে সংখ্যা দিয়ে বেঁধে দিয়ে বন মন্ত্রনালয় বাস্তবতা বিবর্জিত বিধিমালা প্রণয়ন করেছে। এবং এটি অধিক মূল্যের বন্য হরিন, কুমির, হাতি, সাপ পালনের বিধিমালার অনুরুপ। এবিধিমালার কারণে দেশের বেকার যুবকসহ গৃহিনীদের স্বল্প আয় অর্জনের ক্ষেত্রে আশার আলো নিভে যাবে। ক্ষতিগ্রস্থ হবে দেশ। এছাড়া এসব বিধিমালা শৌখিন পাখি পালকের পক্ষে মেনে চলা সম্ভব নয়।
এসব কথা বলেছেন এক্সোটিক বার্ড ব্রীডার্স এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নেতৃবৃন্দ। জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এক্সোটিক বার্ড ব্রীডার্স এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি আজিজুল হক ফরহাদ। উপস্থিত ছিলেন এভিয়ান কমিউনিটি নেতা মোঃ আলী চৌধুরী, এভিকালচারাল সোসাইটি অফ বাংলাদেশ ডঃ আমজাদ চৌধুরী এবং সিনিয়র ফটো সাংবাদিক বুলবুল আহমেদ ।
লিখিত বক্তব্যে বলা হয় বন অধিদপ্তর তাদের মন্ত্রালয়ের মাধ্যমে বাংলাদেশে বৈধ বিদেশী পোষা পাখির স্বার্থ সংশ্লিষ্ট প্রধান পক্ষ শৌখিন পোষা পাখি পালনকারী ও প্রজননকারীদের সরকার রেজিষ্ট্রার্ড সংগঠনগুলোকে না জানিয়ে গোপনে এমন একটি বাস্তবতা বিবর্জিত বিধিমালা পাশ করিয়ে নিয়েছে। যা মূল আইন বন্যপ্রানী সংরক্ষন আইন ২০১২ এর অতিরিক্ত হিসেবে গেজেট করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, দেশে বন্য পাখি যেমন সবুজ টিয়া, চন্দনা টিয়া, ময়না, তিলাঘুঘু, বাবুই, মুনিয়া, দোয়েল, শালিক, কালেম, ধনেশ ইত্যাদি যা লালন-পালন করা অবৈধ। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই পাখি পালনে, এমন বিধিমালা বা এর চেয়েও কঠোর বিধিমালাকে আমরা সমর্থন করি। কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম ধরে খাঁচায় জন্ম নেওয়া আন্তজার্তিকভাবে স্বীকৃত ও শুল্ক পরিশোধ করে আমদানীকৃত বৈধ খাঁচার পোষা পাখি (Cage Bird) লালন পালন ও প্রজনন (Free breeding) করানো সম্পূর্ন রুপে বৈধ। বিভিন্ন প্রজাতির পোষা পাখি বিভিন্ন মূল্যমানের হলেও বাংলাদেশের পাখি পালকেরা গড়ে ২০০-১০০০ টাকা মূল্যের পাখি পালন করে থাকেন। সেখানে দশটির অধিক পাখি পালনের জন্য ১০,০০০ (দশ হাজার ) টাকা লাইসেন্স ফি, প্রতি পাখির জন্য ২,০০০ (দুই হাজার) টাকা পজেশন ফি, পাখি জন্ম মৃত্যু নিবন্ধন, ব্যয় বহুল পাখির রিং, অস্বাভাবিক খাঁচার মাপ, পদে পদে অজামিন যোগ্য জেল জরিমানা, আমদানির চেয়ে রপ্তানি ফি বেশি ইত্যাদির মাধ্যমে বন মন্ত্রনালয় এমন একটি বিধিমালা প্রণয়ন করেছেন, যা একজন শৌখিন পাখি পালকের পক্ষে মেনে চলা সম্ভব নয়।
নেতৃবৃন্দ বলেন, বৈধ পোষা পাখির ক্ষেত্রে এমন কঠোর বিধিমালা বাংলাদেশের সকল বয়সের পাখি পালকদের আতঙ্কিত করে রেখেছে। তাদের মতে,বিদেশী পোষা পাখি পালনকারীদের বিধিমালা কার্যকরের আগেই এই বন্য আইন থেকে মুক্তি দেওয়া হোক ও বিধিমালা প্রণয়নের প্রয়োজনে। এবং দেশের পোষা পাখির সেক্টর উন্নয়নে সরকারি রেজিষ্ট্রার্ড সংগঠনের প্রস্তাবনা সম্বলিত চিঠিকে গুরুত্ব দেওয়া হোক।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের অধিকাংশ পোষা পাখি পালকেরা প্রাণী সম্পদের অধীনে থাকা ফেন্সি কবুতরের মত বৈধ পোষা পাখি লালন-পালন করেন। এটি বেকার যুবক-যুবতী ও গৃহিনীদের স্বল্প আয় অর্জনের ক্ষেত্রে একটি আশার আলো। মাদকাসক্তদের মাদক থেকে মুক্তির একটি হাতিয়ার। কিন্তু স্বল্প মূল্যের নিরীহ পোষা পাখি পালনের শখকে সংখ্যা দিয়ে বেঁধে বন মন্ত্রনালয় যে বিধিমালা প্রণয়ন করেছেন তা অধিক মূল্যের বন্য হরিন, কুমির, হাতি, সাপ পালনের বিধিমালার অনুরুপ। ফলে এই বিধি মালা বাস্তবতা বিবর্জিত।এই বিধিমালা কার্যকর হলে কোন পাখি পালকগণ কোন বৈধ পাখি ক্রয়, পালন ও প্রজনন করাতে পারবেন না।
তারা বলেন, দেশে পোষা পাখির বাজার খুবই ছোট, রপ্তানি ক্ষেত্র তৈরী হয়নি। উন্নত বিশ্বের মত হাজার জোড়া পোষা পাখি নিয়ে এখন পর্যন্ত কোন বাণিজ্যিক খামার গড়ে ওঠেনি। বৈধ পোষা পাখির ক্ষেত্রে এমন কঠোর বিধিমালা বিশ্বের কোথাও নেই, যা আছে তা প্রয়োগ হয় শুধু বন্য প্রানী ও বিলুপ্তপ্রায় পাখি সংরক্ষনের জন্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা “একটি বাড়ী ও একটি খামার” এর স্বপ্নের কথা বলেছেন, বৈধ বিদেশী পাখি পোষা শিল্পের সম্প্রসারনের মাধ্যমে তা সহজতর হবে বলে আমরা বিশ্বাস করি। এই বিধিমালা “একটি বাড়ি ও একটি খামার’’ এর স্বপ্নকে ধূলিসাৎ করবে। এই বিধিমালা বৈধ শৌখিন বিদেশী পাখি পালনকারীদের উপর প্রয়োগে চেষ্টা দেখলে মনে পড়ে যায়, পুলিশ আসামী ধরতে গিয়ে, আসামীকে না পেয়ে তার শিশু সন্তানকে ধরে আনার মত অবস্থা । বানিজ্যিক খামার পাইনি তো কি হয়েছে, আবাসিক পাখিঘরকেই ধরা হোক।

ঢাকা | সর্বশেষ আপডেট মার্চ ১১, ২০২০ ইং ১:২৮ অপরাহ্ণ

FacebookTwitterPinterest

সুংবাদ ,সুংবাদ,সুংবাদ-পাখি প্রেমিদের জন্য সুসংবাদ।বাংলাদেশের সকল পাখি প্রেমিদের অবগতির জন্য ও তাদের আশ্বস্ত করতে জানাচ্ছ...
10/03/2020

সুংবাদ ,সুংবাদ,সুংবাদ-পাখি প্রেমিদের জন্য সুসংবাদ।

বাংলাদেশের সকল পাখি প্রেমিদের অবগতির জন্য ও তাদের আশ্বস্ত করতে জানাচ্ছি যে মহামান্য উচ্চ আদালত থেকে "পোষা পাখি বিধিমালা ২০২০" কেন অবৈধ হবে না সেই বিষয়ে ইতিমধ্যে রুল নিশি জারি করা হয়েছে।আজ সংবাদ সম্মেলনের পর মাহামান্য সুপ্রিম কোর্ট এর বিচারপতি হাসান আরিফ ও মোঃ মাহমুদ হাসান এর একটি বেঞ্চ এই রুল নিসি জারি করেন।

বাংলাদেশের সরকার নিবিন্ধিত তিন সংগঠন এভিয়ান কমিউনিটি,এভিকালচার সোসাইটি অফ বাংলাদেশ ও এক্সোটিক বার্ড ব্রিডার্স এসোসিয়েশন এর যৌথ উদ্দ্যোগ ও সম্মতিতে এভিকালচার সোসাইটির পক্ষে ডাঃ আমজাদ চৌধুরি "পোষা পাখি বিধিমালা ২০২০" বিপক্ষে প্রথম রিট টি করেন।প্রথম রিট টি মহামান্য আদালত গুরুত্ব দিয়ে ইতিমধ্যে রুল নিসি জারি করেছেন এবং এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সবাই পূর্বের ন্যায় কোন দুঃশ্চিন্তা না নিয়ে অতঙ্কিত না থেকে পাখি পালন করতে পারবেন।

বাংলাদেশের সকল পাখি প্রেমি যারা ন্যায় বিচারের জন্য লড়ছেন তাদের সবাইকে অভিনন্দন ।ইনশ-আল্লাহ জয় আমাদের হবেই।

ধন্যবাদ
মির্জা ফেরদৌস গালিব
অর্গানাইজিং সেক্রেটারি
এভিয়ান কমিউনিটি।

নতুন ক‌চিকাচা ।
06/03/2020

নতুন ক‌চিকাচা ।

🐞 িঃপরজীবী_বা_মাইটস_Mitesএই শব্দগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত আবার পরিচিত নই, যারা পরিচিত শুধু তারাই জানে এটি এভিয়ারির জ...
04/03/2020

🐞 িঃপরজীবী_বা_মাইটস_Mites

এই শব্দগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত আবার পরিচিত নই, যারা পরিচিত শুধু তারাই জানে এটি এভিয়ারির জন্য একটি বিভীষিকার নাম। যারা পরিচিত নই তারাও সচেতনতা এবং সঠিক পরিচর্চার মাধ্যমে আপনার এভিয়ারিকে এই মাইটস নামক বিভীষিকা থেকে বাচাতে পারেন।
নিচে সংক্ষেপে মাইটস নিয়ে কিছু আলোচনা করা হল।

♦বহিঃপরজীবী বা মাইটস কিঃ

মাইটস হল অতি ক্ষুদ্র এক ধরনের পরজীবী। একে খালি চোখে দেখা যায় না। এদের কার্যক্ষমতা বৃদ্ধি পায় সাধারাণত রাতে। এরা পাখির শরীরের রক্ত শুষে খেয়ে বেচে থাকে। এই রক্তখেকো মাইটস পাখির আমৃত্যু সাথে থাকে।
মাইটস এভিয়ারির যেকোন পাখিকে আক্রমন করতে পারে এবং এক পাখি থেকে অন্য পাখিতে ছড়িয়ে পড়ে। এমনকি পাখির ঘরে প্রবেশ করলে এরা মানুষকেও রেহাই দেয় না। তবে ৩ থেকে ৪ সপ্তাহ যদি এই পোকা দমন করা যায় তবে এভিয়ারিকে মাইটস মুক্ত করা সম্ভব।

♦লক্ষনঃ

১। খাঁচায় অস্বাভাবিক রকম ও বিভিন্ন সাইজের পালক দেখা যাবে এবং পালকের গোড়ায় রক্ত জমে কালো হয়ে থাকতে দেখা যায়।
২। পাখির গায়ে পালক খুব এলোমেলো হয়ে থাকে।
৩। অতিরিক্ত গা চুলকানো। বিশেষ করে লেজ, ডানা ও চামড়া।
৪। চোখের ও ঠোঁটের কোণা থেকে পালক উঠে আসে।
৫। ভেন্টের চারপাশ থেকে পালক উঠে আসে এবং ক্ষত দেখা যায়।
৬। হাঁ করে নিষ্বাস নেয়া এবং লেজ উঠানামা করা।
৭। রাতে অন্ধকারে সাদা কাপড় দিয়ে খাঁচা ঢেকে দিলে যদি কাপড়ের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র লাল/কালো পোকা দেখা যায় তবে বুঝতে হবে আপনার এভিয়ারি মাইটস দ্বারা আক্রান্ত হয়েছে।
এভিয়ারিতে মাইটস দেখা দিলে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে হবে। নতুবা পাখির এমিনিয়া আক্রান্ত হওয়ার ঝুকি থাকে এবং মারা যেতে পারে।

♦প্রকারভেদঃ

বাজেরিগার এর শরীরে তিন ধরনের মাইটস দেখা যায়।
১। ফেদার মাইটস
২। স্কেলি মাইটস
৩। এয়ার স্যাক মাইটস

👉 ফেদার মাইটসঃ
এই মাইটস এর ফলে বড় পাখি দ্বারা ছোট/ বাচ্চা পাখি আক্রান্ত হয়। ফেদার মাইটস বা রেড মাইটসকে খালি চোখে দেখা যায় না। এই রেড মাইটস বাজির শরীর থেকে প্রচুর রক্ত শুষে নেয়। ফলে পাখির সকল প্রকার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে এবং যেকোন ধরণের ইনফেকশন দ্বারা দ্রুত আক্রমন্বিত হয়।

🚫প্রতিরোধ/ চিকিৎসাঃ
এক্ষেত্রে এভিয়ারির ছোট বড় সব পাখিকেই চিকিৎসা করতে হবে।
আক্রান্ত পাখিকে Ivermec Drop মাথার পিছনে অর্থাৎ ঘাড়ের চামড়ায় ১ ফোটা করে তিনদিন পরপর মোট তিনবার দিতে হবে।
যেমনঃ
* ১ম দিন - ১ ফোটা
* তিনদিন পর - ১ ফোটা
* আবার তিনদিন পর ১ ফোটা
এবং এভিয়ারির সব পাখিকে
Acimec 1% (Oral)- 1ml (১ লিটার পানিতে) করে খাওয়াতে হবে ৩ বার।
যেমনঃ
* ১ম দিন *৭ম দিন *২১তম দিন।

বাজারে বিভিন্ন Anti Mites Spray পাওয়া যায়। আক্রান্ত পাখির জন্যে- ডানা ও লেজের গোড়ায় তিনদিন পর পর তিনবার স্প্রে করলেই মাইটস মুক্ত হবে। বাচ্চা পাখিদের যেহেতু পালক পড়ে যায় সেহেতু পাশাপাশি নিচের ওষুধগুলোর কোর্স করাতে হবে।
Calcium (5ml) + Ozinc (1ml) + Hiprachok amino (3ml) = (1L পানিতে) - ১৫ দিন।
এছাড়া বিভিন্ন শাক সবজি ও দিতে হবে যাতে ক্যালসিয়াম, প্রটিন, ভিটামিন , ক্যারোটিন ও বিটা ক্যারোটিন বিদ্যমান।
যেমনঃ
* ক্যালসিয়াম - কলমি শাক, সজনেপাতা
* ক্যারোটিন - গাজর কুচি, সবুজ শাক ,ব্রকলি
* বায়োটিন - গম স্প্রাউটস, সবুজ ফল, ডিমের সিদ্ধ

👉 স্কেলি মাইটসঃ
প্রাপ্তবয়স্ক পাখিরা এই পরজীবি দ্বারা আক্রান্ত হয়। এরা মূলত পাখির নাক,ঠোঁট, পা ও ভেন্ট এরিয়াতেও আক্রমন করতে পারে।
পা, ঠোঁট ও নাকের চারপাশে সাদা সাদা স্কেল তৈরি হয়। বেশিদিন হয়ে গেলে একটু চাপেই পা ভেঙে যেতে পারে। এর প্রধান সিমটম হল স্ক্র্যাচিং। যা পায় তাই ই স্ক্র্যাচ করতে থাকে। পা ও ঠোঁটের ভিতর পরজীবী থাকে তাই শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়।

🚫প্রতিরোধ/ চিকিৎসাঃ
এক্ষেত্রে যেহেতু পা ও ঠোঁটের ভিতরে পরজীবি পোকা থাকে সেহেতু এদের শ্বাস প্রশ্বাস বন্ধ করতে পারলেই মাইটস মারা যাবে। সেজন্য ভেসলিন বা নারিকেল তেল পর পর তিনদিন আক্রান্ত স্থানে ভালোভাবে লাগালে মাইটস মারা গিয়ে পা বা ঠোঁট আগের মত হয়ে যাবে।
পাশাপাশিঃ Acimec 1% (Oral) লিটারে ১ মিলি করে খাওয়াতে হবে ৩ বার।
যেমনঃ
* ১ম দিন *৭ম দিন *২১তম দিন।

👉 এয়ারস্যাক মাইটসঃ
এরা সচেয়ে মারাত্মক এবং ভয়াবহ পরজীবী। এরা সরাসরি শ্বাসতন্ত্রে আক্রমন করে। গলা দিয়ে গড়গড় শব্দ হয়,লেজ নড়তে থাকে যাকে টেল ববিং বলে। চোখের চারিদিকে ভেজা ভেজা থাকবে। পাখির ওজন হ্রাস পেতে থাকবে এবং দুই-তিন মাসের মধ্যে হঠাৎ মারা যাবে। এবং এটি অন্য পাখিতে দ্রুত ছড়িয়ে আপনার এভিয়ারি মারাত্মক ঝুকির মুখে পরতে পারে।

🚫প্রতিরোধ/ চিকিৎসাঃ
এই ক্ষেত্রে টানা ৪ সপ্তাহ ওষুধ এর কোর্স করাতে হবে।
* প্রথম সপ্তাহঃ Rob marshall S76 - 5ml ( ১ লিটার পানিতে) - ৩ দিন।
সপ্তাহের বাকিদিন ফ্রেশ পানি।

*দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ সপ্তাহঃ Rob marshall S76 - 5ml ( ১ লিটার পানিতে ) - ২ দিন করে।
সপ্তাহের বাকিদিন ফ্রেশ পানি।

*Rob Marshall কোর্স শেষ হলে পাখিকে Liva Vit লিটারে ১ মিলি করে ৫ দিন খাওয়ানো উত্তম।

♦️ #সাধারনভাবে_যে_প্রতিরোধ_ব্যবস্থা_নিতে_হবেঃ

🔸 পাখির খাবার আর পানির পাত্র অবশ্যই প্রতদিন পরিষ্কার করতে হবে।
🔸খাঁচা, হাড়ি পরিষ্কার করে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে।
🔸পাখির পার্চ পরিষ্কার করে নিশ্ছিদ্র পার্চ দিতে হবে।
🔸 নিম পাতার পানি/ এসিভি মিশ্রিত পানি/ রসুন মিশ্রিত পানি/ ভাইরোসিড/ ফাম-৩০/টাইকোফেন ভেট ইত্যাদি জীবাণুনাশক দিয়ে এভিয়ারি স্প্রে করতে হবে সপ্তাহে অন্তত দুইবার। (এই স্প্রে স্বাভাবিকভাবেই প্রতি সপ্তাহে করা উচিৎ। এতে মাইটস হওয়ার কোন ভয় থাকে না।)

🔸 বাইরে থেকে নতুন কোন পাখি আনলে তা আলাদা রেখে জীবানুনাশক স্প্রে করে রোদে ভালভাবে রেখে পরে এভিয়ারিতে রাখতে হবে অথবা বাইরের পাখি প্রবেশ বন্ধ করতে হবে।

🔸 ছোট বেবি আক্রান্ত হলে তাদের হাড়িতে সাদা টিস্যু রেখে আধা ঘণ্টা পরপর টিস্যু চেক করে পোকা মেরে ফেলতে হবে। তাছাড়া আলাদা কোন স্থানে রেখে হ্যান্ডফিড করাতে পারলে ভাল হয়।

সবচেয়ে ভাল হবে যদি আপনি Rob Marshall S76 এর নিয়মিত কোর্স করাতে পারেন। তাহলে আর মাইটস সচল হতে পারবে না। এবং সবসময় এভিয়ারি পরিষ্কার রাখতে হবে।

লেখ‌ক যা‌রিন তাস‌নিম মুমু

ছবিটি শুধুমাত্র মনোযোগ আকর্ষণের জন্য।
ছবি কৃতজ্ঞতাঃ আবে‌দিন মিনার

আজ বন ভবনে তিনটি রেজিষ্টার্ড সংগঠনের পক্ষে এপোয়েন্টমেন্ট নেয়া হয় বন মন্ত্রী ও বন সচিবের নিকট প্রেরিত চিঠির কপি নিয়মতান্ত...
02/03/2020

আজ বন ভবনে তিনটি রেজিষ্টার্ড সংগঠনের পক্ষে এপোয়েন্টমেন্ট নেয়া হয় বন মন্ত্রী ও বন সচিবের নিকট প্রেরিত চিঠির কপি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে প্রধান বন রক্ষক এর নিকট পৌছে দেবার জন্য।এই সময়ে বন রক্ষক মিহির কুমার দে এর সাথে আমাদের কিছু বিষয়ে আলোচনা হয় যা আশাব্যাঞ্জক।এর পর বন মন্ত্রীর সাথে খুবই সুসম্পর্ক থাকার জন্য নারায়ণগঞ্জের মেয়র "সেলিনা হায়াৎ আইভি " এর কাছে তিন সংগঠনের সমস্ত চিঠির কপি পৌছে দেয়া হয়।উনি নিজে বন মন্ত্রীর সাথে তিন সংগঠনের পক্ষে আলোচনার চিঠিতে রিকোমেন্ডশন পাঠাবেন।আইভি ম্যাডাম খুব আন্তরিকতার সাথে আজ আমাদের সময় দিয়েছেন ও আমাদের ন্যায্য দাবির পক্ষে কাজ করতে সাহস যুগিয়েছেন ও পরামর্শ দিয়েছেন।সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল তিনি নিজেও বলেছেন আসলে বৈধ পোষা পাখি প্রানী সম্পদের অধিনে থাকা উচিত।এছাড়াও বাংলাদেশ আওয়ামিলিগের কার্যনির্বাহী পরিষদের সদস্য নিজে বন মন্ত্রীর সাথে আরো একটি আলোচনার রিকোমেন্ডিশন পাঠাবেন।

যাই হোক আগামিকাল বাংলাদেশের পাখালদের জন্য একটি ঐতিহাসিক ঘোষনা আসছে।সবাইকে তৈরি থাকার জন্য অনুরোধ করা হলো।

ধন্যবাদ।(MIRZA FERDOSH GALIB )

সময় এসে‌ছে চোখ খু‌লে দেখার কে আসল আর কে নকল।( আজ জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলার টকশো  "যে কথা কেউ আগে বলেনি" অনুষ্ঠা...
29/02/2020

সময় এসে‌ছে চোখ খু‌লে দেখার কে আসল আর কে নকল।

( আজ জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলার টকশো "যে কথা কেউ আগে বলেনি" অনুষ্ঠানের জন্য এভিয়ান কমিউনিটি এর সম্মানিত সভাপতি মোঃ আলী ভাই ও এভিকালচার সোসাইটি আফ বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক আমজাদ ভাই এর বাস্তবতা বিবর্জিত পোষাপাখি বিধিমালা ২০২০ নিয়ে আলোচনা রেকর্ডিং হয়েছে।মূলত এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল আলোচ্য বিধিমালার ময়না তদন্ত করে তা কতটা অযৌক্তিক তা মিডিয়ার মধ্যমে সরকারকে অবহিত করা।এমন একটি গুরুত্বপূর্ণ টকশো আয়োজনের ব্যাবস্থা করার জন্য মোঃ আলী ভাইকে আন্তরিক ধন্যবাদ।উনি উনার বিচক্ষণতা ,দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে এই বিধিমালা পরিবর্তনের জন্য আমাদের কর্মসূচি গুলোকে সহজ করে দেবার চেষ্টা করছেন।সকল বৈধ খাঁচার পাখিকে এই ভিত্তিহীন নিতিমালার বাইরে নিতে রেজিস্টার্ড তিন সংগঠন যেভাবে একহয়ে শক্ত ভিত্তি গড়ে কাজ করছে ।শুধু এতোটুকুই বলতে চাই আমরা খুবই আশাবাদী ।কোন কুচক্রী বা সুবিধাভোগী মহল আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার আদায়ে বাঁধা হয়ে দাড়াতে পারবে না কারণ আমরা আমাদের প্রতিটি পদক্ষেপ যথেষ্ট দক্ষতার সাথেই উচ্চ মহলের সাথে আলোচনা করেই সেট করে রেখেছি।

অনুষ্ঠানটি প্রচারের সময় আপনাদের জানিয়ে দেয়া হবে।সবাই দেখবেন।সামনেই আমাদের সংবাদ সম্মেলন।এই জন্য সবাইকে বিশেষ করে ফেসবুকের গ্রুপগুলিকে কিছু প্ল্যান নিয়ে দিকনির্দেশনা দেয়া হবে।সব পাখি প্রেমিদের অংশগ্রহণের জন্য ডাক আসছে।)

ধন্যবাদ ।
মির্জা গা‌লিব ভাই

নতুন পোলাপাইন
25/02/2020

নতুন পোলাপাইন

SALUTE FOR THOSE REAL HERO OF OUR AVIAN SECTOR.
06/02/2020

SALUTE FOR THOSE REAL HERO OF OUR AVIAN SECTOR.

25/01/2020

আশাকরি সবার উপকার হবে 🙂
চেষ্টা করেছি ভিডিও তে যতটুকু সম্ভব তথ্য দেবার।
তবে আরো যা যা ব্যাবহার করতে পারেন - বরবটি, ফুলকপি, কলমি শাক, লেটুস পাতা, ওটস, ভুট্টা সিদ্ধ, শষা-(গরমে), পুদিনা পাতা-(গরমে), মধু-(শীতে) (AZ TUSAR )

য‌ক্ষের ধন হই‌তে কতক্ষন
19/01/2020

য‌ক্ষের ধন
হই‌তে কতক্ষন

অপেক্ষা
19/01/2020

অপেক্ষা

New member , pray for them,
10/01/2020

New member , pray for them,

এভিয়া‌রির নতুন মেহমান । ধন্যবাদ মিনার ভাই এত সুন্দর একটা গিফ্ট দেবার জন্য ।
08/01/2020

এভিয়া‌রির নতুন মেহমান । ধন্যবাদ মিনার ভাই এত সুন্দর একটা গিফ্ট দেবার জন্য ।

Address

DOLESHWAR
Dhaka
1311

Telephone

+8801670927083

Website

Alerts

Be the first to know and let us send you an email when JARIM aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Dhaka pet stores & pet services

Show All