16/03/2022
বাজরিগার শাক জাতীয় খাবার
১. নিম পাতা
২. ফুলকপি
৩. পাতাকপি
৪. পুই শাক
৫. কলমি শাক
৬. লাল শাক
৭. লেটুস পাতা
৮. সাজনা পাতা
৯. পালং শাক (কম পরিমাণে)
১০. ধনিয়া পাতা
১১. মেহেদি পাতা
১২. বরবটি
১৩. মুলা শাক
১৪. থানকুনি পাতা
১৫. মিষ্টি কুমড়া
বাজরিগার ফল জাতীয় খাবার
১. গাজর
২. আপেল (বীজ যেন না থাকে)
৩. কমলা
৪. শসা
৫. কলা
৬. কালো জাম
৭. আংগুর
৮. আম
৯. তরমুজ
১০. পেয়ারা
১১. স্ট্রবেরি
১২. মিষ্টি আলু
১৩. নারকেল
১৪. খেজুর
১৫. লিচু
১৬. বড়ই (বরই বিচি যেন না থাকে)
১৭. কাঁচা মরিচ
১৮. শিমের বিচি
১৯. জলপাই
২০. পেঁপে
২১. আনারস ইত্যাদি
বাজরিগারের জন্য বিভিন্ন প্রয়োজনীয় খাবার।
মুগ ডালঃ
মুগ ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন-বি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফোলেট, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক ও ফাইবার।
ছোলাঃ
ছোলাতে প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়া ছোলায় আরও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ। যেমন ক্যালসিয়াম, লৌহ, ভিটামিন এ,ভিটামিন বি-১, বি-২, ফসফরাস ও ম্যাগনেশিয়াম।
ভুট্টাঃ
ভুট্টায় প্রাকৃতিক ক্যালসিয়াম থাকে, যা হাড় মজবুত করে। এটি হাড়ের ঘনত্ব বাড়ায় এবং অস্টিওপরোসিস প্রতিরোধ করে।এছাড়াও ভুট্টায় রয়েছে ক্যালসিয়াম, আয়রণ, এবং ফলিক অ্যাসিড সহ ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি ইত্যাদি।
আমরা চাইলেই কিন্তু খুব আল্প দামেই ভালো মানের খাবার পাখিকে দিতে পারি কিন্তু আমরা অনেকেই আমাদের অলসতার কারণে আমরা আমাদের ভালোবাসার হয়ে যায়,পাখি আস্তে আস্তে শুখিয়ে যায়,ডিম না দেয়া ইত্যাদি।
পাখিদের সুস্থ এবং তাদের থেকে ভালো ব্রিডিং রেজাল্ট পেতে পাখিদের পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিন। সপ্তাহে ২-৩দিন এগফুড, সফট ফুড দিন সাথে নিয়মিত শাক-সবজী দিন।❤️
যা যা দেওয়া যাবে না
১. যে কোন ফলের বিচি
২. মাশরুম
৩. চকলেট
৪. পিয়াজ
৫. দুধ অথবা দুগ্ধজাতীয় খাবার পাখিকে দেওয়া থেকে বিরত থাকুন।
রোগমুক্ত রাখতে প্রতি সপ্তাহে পাখিকে নিম পাতা সজনে পাতা খেতে দিন।
ঠান্ডা ও বৃষ্টিতে পাখিকে Acv (অ্যাপেল সিডার ভিনেগার) খাওয়ানো উচিত। সাথে অবশ্যই ভালো মানের সিড মিক্স দিতে হবে।
সুস্থ্য থাকুক ভাল থাকুক আপনার শখের পাখিগুলো।