25/11/2024
গুলশান পেট ক্লিনিকের প্রতিষ্ঠাতা (প্রয়াত) ডা. আজমত আলীর বড় ভাই, রহমান মাত্র সাত বছর বয়সে রেবিস ভাইরাস সংক্রমণের কারণে মৃত্যু বরণ করেন। তার পর থেকে ডা: আজমত আলী প্রাণী ও মানবতার কল্যাণে তার জীবন উৎসর্গ করেন। তার জীবদ্দশায় তিনি প্রায়ই কুকুর, বিড়াল এবং মানুষকে বিনামূল্যে রেবিস ভাইরাসের টিকা দিতেন।
ভেট আজমত আলীর উত্সর্গের স্মরণে গুলশান পেট ক্লিনিক আপনাকে এই পুরো ডিসেম্বর 2024 জুড়ে কুকুর এবং বিড়ালদের বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান করছে।
এছাড়াও আপনি খাবার, আনুষাঙ্গিক এবং অন্যান্য পরিষেবাগুলিতে বিশেষ ছাড় পাবেন ।
☎️📩 01715078434, 01912013615
www.gulshanpetclinic.com
www. fb.com/GulshanPetClinic