সাদের কোয়েল সাম্রাজ্য- Saad's Quail World

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সাদের কোয়েল সাম্রাজ্য- Saad's Quail World

সাদের কোয়েল সাম্রাজ্য- Saad's Quail World শখের কোয়েল খামার। পাখির ডিম ও রেডি টু কুক কোয়েলের মাংস বিক্রয় করা হয়।

আলহামদুলিল্লাহ।।💞💞💞আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় কাজ চালিয়ে যেতে পারছি।।আগামীকাল সকালের ডেলিভারি কাজ চলছে।।আমর...
16/08/2023

আলহামদুলিল্লাহ।।

💞💞💞
আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় কাজ চালিয়ে যেতে পারছি।।

আগামীকাল সকালের ডেলিভারি কাজ চলছে।।

আমরা বিশ্বাস করি কঠোর পরিশ্রম আর সততার সঙ্গে কাজ করলে ইনশাল্লাহ আমরা নিরাশ হবো না।

📌 আমরা শুধু ঢাকা সিটি মেট্রোপলিটনের মধ্যে ডেলিভারি করি।
📌ঢাকার বাইরে সেল করি না।
📌ক্যাশ অন ডেলিভারি করি।
📌অর্ডার করার পরের দিন ডেলিভারি করি।
📌প্রতিদিনের পণ্য প্রতিদিন প্রসেস করে ডেলিভারি করি। ডেলিভারি চার্জ ৬০/-

অর্ডার করার জন্য ইনবক্স করুন।
অথবা
কল করুন...
☎️ ০১৯৯৮-৮৬৬৯৬৬ ☎️ ০১৮৪৩-১২২৭৮৫

আলহামদুলিল্লাহ।আজকের সকালের ডিমের কালেকশন।💞💞💞
15/08/2023

আলহামদুলিল্লাহ।

আজকের সকালের ডিমের কালেকশন।
💞💞💞

চলছে সন্ধ্যা থেকেই ১০০ পাখির প্রসেসিং কাজ।।উপলক্ষ,মেয়ে এস এস সি তে A+ পেয়েছে। দাওয়াত দিয়েছে বন্ধু ও সজনদের।মেয়ের আব...
14/08/2023

চলছে সন্ধ্যা থেকেই ১০০ পাখির প্রসেসিং কাজ।।
উপলক্ষ,
মেয়ে এস এস সি তে A+ পেয়েছে। দাওয়াত দিয়েছে বন্ধু ও সজনদের।
মেয়ের আবদার তার অনুষ্ঠানে বৈচিত্র্য থাকতে হবে খাবারে। যেমন কথা তেমন কাজ। তার লাগবে পাখির মাংস।
আমার কথা জানতে পেরে বাবা মেয়ে সন্ধ্যায় হাজির।
পাখি দেখে অর্ডার দিয়ে গেলেন নিবেন আগামি কাল সকালে।
ভাই যতোটা সোজা বলা প্রসেস করা ততোটা সহজ না।
পোস্ট টা লিখতেও নখে ব্যাথা পাচ্ছি।
সন্ধ্যায় শুরু করে এখোন পর্জন্ত টানা কাজ করতে হচ্ছে।
এখনোও প্যাকেজিং বাকি।
........

💞💞💞আলহামদুলিল্লাহ।আজকের ডিম ডেলিভারির কাজ চলছে....
13/08/2023

💞💞💞
আলহামদুলিল্লাহ।
আজকের ডিম ডেলিভারির কাজ চলছে....

09/08/2023

⭐⭐⭐

কোয়েল পাখির ডিম আর মাংস যে কতোটা উপকারি তা আমরা হয়তো অনেকেই জানি।
যাঁরা কিছুটা ধোঁয়াশার মধ্যে আছেন তাদের জন্য আমার এই পোস্ট।
আসুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য.....

বিভিন্ন ধরনের গবেষণায় দেখা গিয়েছে এর মাংসে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, ভিটামিন বি কমপ্লেক্স, আইরন এবং ক্যালসিয়াম থাকে।
এছাড়াও, কয়েলের মাংসে থাকা ফলিক এসিড গর্ভবতী মায়ের জন্য অনেক উপকারী।
কোয়েলের মাংসের কলেস্টেরলের মাত্রা অনেক কম। বিভিন্ন ধরনের গবেষণায় দেখা গেছে যে ..

১.কিডনী, লিভার এবং হৃদপিন্ডের কার্যক্ষমতা উন্নত করে কোয়েলের মাংস ও ডিম।

২. হজম শক্তি বাড়াতে এবং এসিডিটি কমাতে সাহায্য করে।

৩. বাচ্চাদের মানসিক, শারীরিক এবং বুদ্ধিমত্তার বিকাশে সহায়ক।

৫. সব বয়সের লোকদের পূর্ণজ্জীবিত এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে।

৫. যৌন ক্ষমতা তথা শারিরিক সক্ষমতা বৃদ্ধি করে।

৬.ডায়বেটিক রোগীরা নিশ্চিন্তে কোয়েলের ডিম ও মাংস খেতে পারেন।

৭. কোয়েলের ডিম ও মাংস অন্যান্য মাংসের তুলনায় বেশ সস্তা।

💞💞💞বর্তমান সময়ে কর্মব্যস্ততার মধ্যে সবাই চাই আমরা একটু সময় বাঁচাতে।আর তাঁর উপর যদি সাস্রয় মূল্যে ভালো কিছু হাতের নাগা...
09/08/2023

💞💞💞
বর্তমান সময়ে কর্মব্যস্ততার মধ্যে সবাই চাই আমরা একটু সময় বাঁচাতে।

আর তাঁর উপর যদি সাস্রয় মূল্যে ভালো কিছু হাতের নাগালে পেয়ে যাই তাহলে তো কথাই নেই।

আপনাদের জন্য তাই আমরা নিয়ে এলাম রেডি টু কুক কোয়েলের মাংস।

এটি অত্যধিক পুষ্টিগুণ সম্পূর্ণ সুস্বাদু মাংস।

এই মাংস পরিষ্কার থেকে শুরু করে প্যাকেজিং করা পর্যন্ত সবকিছুই সম্পূর্ণ সাস্থ্য সম্মত ভাবে করা হয়ে থাকে।........

09/08/2023

কোয়েল পাখি পালনের সবচেয়ে ভালো দিক যেটা আমার কাছে মনে হয় যে এদের অসুখ বিসুক আল্লাহর রহমতে অনেক কম হয়।
তবে যে দিকটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পরিস্কার পরিচ্ছন্নতা। এরা নোংরা জায়গায় থাকলে অসুস্থ হয়ে পড়ে। তাই আমি আমার পাখির থাকার জায়গা দিনে দুইবার পরিষ্কার করি। সকালে একবার সন্ধ্যায় একবার।
এতে যেমন দুর্গন্ধ হবার ভয় নেই তেমনি পাখিরাও সুস্থ থাকে।

09/08/2023

আমি আমার বারান্দায় প্রথম শুরু করি কোয়েল পাখি পালন....

ছোট্ট ছোট্ট ডিম গুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে।💞💞
27/07/2023

ছোট্ট ছোট্ট ডিম গুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে।
💞💞

27/07/2023

আমার ছোট্ট ছেলেটার কেনো জানি পাখি খুব পছন্দ। একদিন সখের বশে কয়েকটা কোয়েল পাখি কিনে দিয়েছিলাম। কয়েকদিন রাখার পর পাখি দুইটা ডিম দিলো। দুই ভাই বোনের আনন্দের সীমা নেই।
এর পর ধিরে ধিরে পাখি বাড়তে থাকে। আলহামদুলিল্লাহ।
এখন পাখির সংখ্যার সাথে সাথে বেড়েছে ডিমের সংখ্যা। এতো ডিম খাওয়া বা রাখা সম্ভব নয় তাই বিক্রি করে দিতে হচ্ছে।
প্রথম প্রথম একটু সমস্যা হলেও এখন আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যাচ্ছে সব।
দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতিতে বেড়েছে পাখির খাবারের দাম এবং ডিমের দাম।
এই ডিমের উপকারিতার কথা কম বেশি এখন সবাই জানেন।
কোয়েলের ডিমে ভিটামিন বি-১ এর পরিমান মুরগীর ডিম থেকে ছয়গুণ বেশী, আয়রন ও ফসফরাস পাঁচ গুণ বেশী, ভিটামিন বি-২ পনেরো গুণ বেশী। বাচ্চাদের মানসিক, শারীরিক এবং বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে সহায়তা করে থাকে কোয়েলের ডিম। চীনারা কোয়েলের ডিমকে টিবি, অ্যাজমা, এবং ডায়াবেটিস রোগের ওষুধ হিসেবে ব্যবহার করে থাকেন।

আমার ছেলের কোয়েলের রাজ্যে সবাইকে স্বাগত।
💞💞

Address

MATUAIL, NEAR MOHILA MADRASA VUTTO CHATTAR, DEMRA
Dhaka
1360

Telephone

+8801843122785

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাদের কোয়েল সাম্রাজ্য- Saad's Quail World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাদের কোয়েল সাম্রাজ্য- Saad's Quail World:

Videos

Share

Category