MT Pet Foods & Accessories

MT Pet Foods & Accessories All kinds of pet food & Accessories wholesaler & Retailer
(9)

23/11/2023

প্রোডাক্ট আপডেট আসতেছে।

চোখ রাখুন আমাদের পেজে।

18/01/2023

নতুন বছরে প্রথম অফার 😻
১৫ই জানুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারী পর্যন্ত বিকাশ পেমেন্ট করলেই পেয়ে যাবেন ৫% ইন্সট্যান্ট ক্যাশব্যাক। এছাড়াও প্রতিটি পন্য তো পেয়ে যাচ্ছেন সুলভ মূল্যে।

বিকাশ অফারের এই সুবর্ন সুযোগ পেতে আজই অর্ডার কনফার্ম করে বিল বিকাশ করুন।

পৃথিবীতে ইন্টারনেট এবং স্যোশাল মিডিয়া আসার পর ইউরোপিয়ান ফুটবল দেখতে শেখা আমাদের জেনারেশনের কাছে সবথেকে বেশি মিডিয়া ট্রায়...
31/12/2022

পৃথিবীতে ইন্টারনেট এবং স্যোশাল মিডিয়া আসার পর ইউরোপিয়ান ফুটবল দেখতে শেখা আমাদের জেনারেশনের কাছে সবথেকে বেশি মিডিয়া ট্রায়ালে কাটা পড়া ফুটবলারের নাম "পেলে" ।

পুরো নাম "এডসন আরানটেস দো নাসিমেন্তো"। আসলে তার নাম রাখা হয়েছিল "এডিসন", বাবা ফ্লুমিনেস ফুটবলার ডনদিনহো বিজ্ঞানী টমাস আলভা এডিসনের নামে ছেলে নাম রাখে এডিসন কিন্তু স্কুলে ভর্তি হবার সময় কিভাবে যেন নাম বদলে হয়ে যায় এডসন। তাহলে তার নাম "পেলে" কিভাবে হলো? ছোটবেলায় শিশু এডিসনের প্রিয় ফুটবলার ছিল "ভাস্কো দা গামা" ক্লাবের গোলকিপার "বিলে"। কিন্তু সমস্যা হচ্ছে এডিসন কোনভাবেই তার প্রিয় ফুটবলারের নাম উচ্চারন করতে পারত না। "বিলে" বলতে গেলেই তা জড়িয়ে গিয়ে হয়ে যেত "পেলে"। পরে তার বন্ধুরা তাকে নিকনেম দেয় "পেলে"। নিজের আত্মজীবনীতে পেলে পরবর্তীতে উল্লেখ করেন যে তার নতুন নাম "পেলে" অর্থ আসলে কি সেটা সে সময়ে তিনি বা তার বন্ধুরা কেউই জানতেন না। বড় হবার পর পেলে জানতে পারেন পর্তুগিজ ভাষায় আসলে "পেলে" বলে কোন শব্দই নাই। অনেক খোঁজাখুঁজি করে তিনি জানতে পারেন হিব্রু ভাষায় "পেলে" বলে একটা শব্দ আছে যার অর্থ "Miracle" ❤

ব্রাজিলের সাও পাউলোর খুবই প্রত্যন্ত অঞ্চলের এক দরিদ্র পরিবার থেকে বেড়ে ওঠা এই "Miracle" নিজের জীবনকে ফুটবল দিয়ে রাঙ্গিয়ে দিয়ে গেছেন। ফুটবলকে প্রেয়সীর মত ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে গেছেন সারা জীবন ধরে। ফুটবল কেন্দ্রিক কোন অপূর্ণতা তার জীবনে ছিল না।

কিন্তু না, তার পরেও তিনি যেটা পারেননি সেটা হচ্ছে একটা জেনারেশনের কাছে তিনি কোনভাবেই নিজেকে প্রমাণ (!) করে যেতে পারেননি। একটা মানুষকে দিনের পর দিন বিভিন্ন এঙ্গেল থেকে মিডিয়ার কাঠগড়ায় দাঁড় করিয়ে ওভাররেটেড প্রমাণ করার চেষ্টা করানো হয়েছে। বুঝানো হয়েছে যে পেলে আসলে যেগুলো করেছেন সেগুলো আসলে সময়ের উপহার, এ যুগে সেটা সম্ভব ছিল না। পেলের টোটাল লিগ্যাসিকে একটা মিথ হিসেবে উপস্থাপনের জন্য সমসাময়িক যেসব মিডিয়া বা নেটিজেনরা কাল থেকে Rest in Peace লিখে পোস্ট দিচ্ছেন তারা কম কাটখড় পোড়াননি।

পেলের বিরুদ্ধে প্রথম যে এলিগেশন আনা হয় তা হলো, "পেলের টাইমে তো অফসাইড ছিল না, সে বক্সে অফসাইডে দাঁড়িয়ে গোল দিত!"

এটি একটি জলজ্যান্ত মিথ্যা অভিযোগ। অফসাইড রুলস প্রথম চালু হয় ১৮৬৩ সালে। এরপর সেটি মডিফাইড হয়ে ফুটবলে প্রপারলি চালু হয় ১৯২৫ সালে। পেলের জন্ম ১৯৪০ এ। পেলে জীবনের প্রথম বিশ্বকাপ জিতে ১৮ বছর বয়সে, ১৯৫৮ সালে। অফসাইডের এই মিথ্যা কাহিনী দিয়ে পেলেকে কোনভাবেই নিচে নামাতে পারবেন না।

পেলের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ আনা হয় যে, পেলে কখনও ইউরোপে খেলেনি।

পেলে যখন ক্লাব ফুটবল খেলেছে সেসময়ে ক্লাব ফূটবলে নন ইউরোপিয়ান প্লেয়ারদেরকে "ব্যালন ডি অর" প্রদান করা হতো না। এই তথ্যটা জাস্ট এইটা বুঝাতে দিলাম যে তৎকালীন ইউরোপিয়ানরা লাতিনদেরকে ঠিক কোন ভাবে ট্রিট করত এইটা বুঝাতে। পেলে সারাজীবন লাতিনে খেলে গেছে। সান্তোসে পেলের লিগ্যাসি নিয়ে বড় বড় ইতিহাস লেখা যাবে। ক্লাব অফ দ্যা সেঞ্চুরির ব্যাটলে পেলের সান্তোস টপ ফাইভে ফিনিশ করেছিল। এসি মিলান, ইন্টার, জুভেন্টাসের মত ইটালিয়ান জায়ান্টগুলো কেউই সান্তোসের উপরে ফিনিশ করেনি। ইউনাইটেড বাদে কোন ইংলিশ ক্লাবও সান্তোসের উপরে ফিনিশ করেনি। বার্সেলোনা সান্তোসের ঠিক উপরে চার নম্বরে ছিল। অথচ পেলের চ্যাপ্টারের পর সান্তোসের সেভাবে কোন লিগ্যাসি আসেনি। জাস্ট পেলের হাত ধরেই একটা ক্লাব ইউরোপের সো কল্ড জায়ান্টদেরকে হটিয়ে ক্লাব অফ দ্যা সেঞ্চুরিতে পঞ্চম হইলো। এইটা ইউরোপে খেলার চাইতে অনেক বেশি উপরে।

পেলের বিরুদ্ধে সম্প্রতি একটা বিশাল অভিযোগ আনা হইলো যে "পেলের কোন বিশ্বকাপ নাই, সবগুলোই জুলেরিমে!"

এই অভিযোগের বিরুদ্ধে আমার আসলে কিছু বলার নাই। জাস্ট এইটাই বলি, এই সূত্র অনুযায়ী, সুপার ব্যালন ডি অর জেতা ডি স্টেফানোর কোন চ্যাম্পিয়ন্স লীগ নাই, কারন ওই টাইমে চ্যাম্পিয়ন্স লীগের নাম ছিল ইউরোপিয়ান কাপ; রিয়ালের চ্যাম্পিয়ন্স লীগ আসলে ৯ টা; লিভারপুলের লীগ ট্রফি আসলেই ১ টা; উরুগুয়ে, ইংল্যান্ডের কোন বিশ্বকাপই নাই, ব্রাজিলের বিশ্বকাপ ২ টা

আরেকটা বড় অভিযোগ যেটা সেটা হলো পেলের কোন এচিভমেন্টের কথা আসলেই গারিঞ্চা কিংবা ডিডি কে সামনে দাঁড় করিয়ে ব্যাপারটাকে ছোট করে দেখানো হয়। গারিঞ্চাকে নিয়ে কোন সন্দেহ নাই। আন্ডাররেটেড এই ফুটবলার তার ক্যালিবারের তুলনায় অনেক কম লাইমলাইট পেয়েছে নিঃসন্দেহে। কিন্তু এটা দিয়ে পেলেকে ছোট করাটা খুবই আপত্তিকর। যেমন আপনি ক্যানিজিয়াকে দিয়ে ম্যারাডোনা কিংবা ডিমারিয়া, মার্টিনেজকে দিয়ে মেসির ক্রেডিবিলিটি নষ্ট করতে পারবেন না।

এখন আসি মুদ্রার উল্টো দিকে,
পেলে তার লাইফে অনেক কঠিন ফাউল রুলসের বিরুদ্ধে খেলে গেছে। তখন ট্যাকেল সিস্টেম এবং ফাউলের রুলস এখনকার মত রিজিড ছিল না। ওই টাইমে হার্ড ট্যাকেলের রেশিও অনেক বেশি ছিল। ফ্রেঞ্চ লিজেন্ড জাস্ট ফন্টেইন একবার আফসোস করে বলেছিল, "আমাদের সময়ে এত উন্নত বুট, মাঠ, ট্রেনিং ফ্যাসিলিটি, জিমনেশিয়াম, ফিজিও, ফাইভ স্টার হোটেল, ফুটবল, প্রযুক্তি থাকলে আমরা অপ্রতিরোধ্য হতে পারতাম!"

পেলের টাইমে চামড়ার বলে খেলা হত। চামড়ার ফুটবল ভিজলে ভারী হয়ে যেত। বল ড্রিবলিং কিংবা শ্যূট করতে অনেক কষ্ট হত। ভারী বল হেড করতে গিয়ে মাথায় ইঞ্জুরি হতো ফুটবলারদের। ঘাসের এবড়োথেবড়ো মাঠে খেলতে হত। সিনথেটিক বল কিংবা সিনথেটিক মাঠ কোনটাই সেসময়ে ছিল না। আফসোস, রেকর্ড বুকে এইসব কষ্টের গল্প লেখা থাকে না।

আমি কখনও স্পোর্টসে একটা টাইমকে অন্য আরেকটা সময় দিয়ে জেনারেলাইজ করার পক্ষে না। যে টাইমেরই এচিভমেন্ট হোক না কেন সেটাকে অন্য একটা টাইমে দাড় করিয়ে ছোট করাটা আমার ডেফিনেশনে আসেনা। আমি যেমন বলতে পারব না যে ডন ব্রাডম্যানের ৯৯.৯৪ গড় আসলে এই টাইমে কি হতো বা না হতো, ঠিক একই ভাবে পেলের ওই টাইমের সাড়া জাগানো বাইসাইকেল কিক, ১৯৫৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ফাইনালে সুইডেনের সাথে গোল করে বিশ্বকাপ জেতা, মুড়ি মুড়কির মত গোল করে যাওয়া, ১৯৭০ বিশ্বকাপে সেরা ফুটবলার হয়ে রেকর্ডবুকে জায়গা করে নেওয়া কালো মানিক রোনালদো মেসিদের যুগে এভারেজ হতো না গ্রেট হতো সেই ডিবেটে আমি যাব না। আমার ডেফিনেশন অনুযায়ী, গ্রেটরা সব যুগের আসবে, হয়তো ততদিনে খেলার ধরন পাল্টাবে, নিয়ম বদলাবে কিন্তু গ্রেটদের গ্রেটনেস ম্লান হবে না।

অনেক দিনের জমানো অভিমান থেকে এতগুলো কথা বললাম। জাস্ট মনের কাছে হালকা হওয়ার একটা প্রচেষ্টা মাত্র।

আমার ছোটবেলার সাধারন জ্ঞানের বইতে পড়া "কালো মানিক" আর নেই। পৃথিবীর তাবৎ সাহিত্য ফিল্মে "ব্ল্যাক ডায়মন্ড" এর উল্লেখ পাওয়া যায়। পৃথিবীর কোন হীরার খনিতে আসলে কালো হীরা পাওয়া যায় কিনা আমার জানা নাই। তবে ব্রাজিলের সাউ পাওলোতে একটা কালো হীরা জন্মেছিল। কাল তার মৃত্যু হয়েছে। পৃথিবীর ফুটবলের ইতিহাসের একটা বড় অংশের যবনিকাপাত হলো। একটা বিশাল তেজী সূর্য্য আস্তে আস্তে পশ্চিম দিগন্তে ডুবে গেল।

নেইমার কাল টুইটে বলেছিল,
"পেলের আগে ফুটবলে ১০ শুধুমাত্র একটা সংখ্যা ছিল!"

এরলিং হালান্ড লিখেছে,
"ফুটবলে এখন আপনি যা কিছু দেখেন, সব কিছুর শুরুটা পেলেই করেছিল।"

ফুটবলে অনেক রথী মহারথী আসবে যাবে, কিন্তু কালোমানিক তার যে পদচিহ্ন এঁকে গেছে তা কখনই মুছবে না।

Gracias, Edson Arantes do Nasimento, "PELE" ❤
Adios

©Dibbendu Singha Sopto

27/12/2022

Assalamualaikum All,
due to road blockage for Mipur Metro rail opening and other security purposes our delivery will be closed tomorrow 28/12/2022, we will resume operation from 29/12/2022.
Sorry for the inconveniences caused.

It doesn’t matter which team we support, we all feel sad for Kylian Mbappé. 💔
19/12/2022

It doesn’t matter which team we support, we all feel sad for Kylian Mbappé. 💔

এভাবে বিদায় টা ওর মানায় না বাট এটাই ফুটবল এই ট্রফি এখন লিওর পাওয়া উচিত , লিও ট্রফি পাওয়া মানেই একটা বিতর্কের অবসানকালকে ...
10/12/2022

এভাবে বিদায় টা ওর মানায় না বাট এটাই ফুটবল

এই ট্রফি এখন লিওর পাওয়া উচিত , লিও ট্রফি পাওয়া মানেই একটা বিতর্কের অবসান

কালকে ব্রাজিলের বিদায় আর আজকে রোনালদোর !

Football Is Cruel to me for the last 24 hours

He deserves better, he actually deserves better. please do not troll about him he tried his best. ❤️ Maybe some of Brazi...
10/12/2022

He deserves better, he actually deserves better. please do not troll about him he tried his best. ❤️ Maybe some of Brazilian football fans do not watch world cup again. Last and heartbreaking world cup. This is literally a very unpredictable world cup though.
Well played Brazil 🇧🇷❤️

08/12/2022

রাজনৈতিক অস্থিরতা,সমাবেশের কারণে আগামী শনিবার সমস্ত ডেলিভারি প্যান্ডিং করা হয়েছে,রবিবার পরিস্থিতি স্বাভাবিক থাকলে ডেলিভারি করা শুরু হবে।
সাময়িক অসুবিধার জন্য আমরা অত্যন্ত দুঃখিত।

Stock Limited!!!  Versele laga Cuni Adult & Sensitive available.. Weight- 500gm available only
07/12/2022

Stock Limited!!!

Versele laga Cuni Adult & Sensitive available..

Weight- 500gm available only

06/12/2022

Rabbit Food
Versele-Laga Cuni Adult Available now.

Everyone says:"It's Messi's last World Cup.""It's Ronaldo's last World Cup.""It's Neymar's last World Cup.""It's Modric'...
27/11/2022

Everyone says:

"It's Messi's last World Cup."
"It's Ronaldo's last World Cup."
"It's Neymar's last World Cup."
"It's Modric's last World Cup."

We're all forgetting that it's Thiago Silva's last World Cup too and we won't find another player like him for a long time. 😔💔

One of the best defenders of our generation, Thiago Silva! 🙌🇧🇷

26/11/2022

আর্জেন্টাইন সমর্থকদের বর্তমান অনুভূতি জানতে চাই।

গতকাল পোস্ট করে বলেছিলাম ব্রাজিল জিতলে সারপ্রাইজ গিফট দিবো 😌 আলহামদুলিল্লাহ, ব্রাজিল জিতে গেছে ❤️ কথা মতো আপনাদের জন্য স...
25/11/2022

গতকাল পোস্ট করে বলেছিলাম ব্রাজিল জিতলে সারপ্রাইজ গিফট দিবো 😌
আলহামদুলিল্লাহ, ব্রাজিল জিতে গেছে ❤️ কথা মতো আপনাদের জন্য সারপ্রাইজ গিফট নিয়ে হাজির 🥳🥳🥳
নূন্যতম ৩০০৳ অর্ডার করে বুঝে নিন আপনার সারপ্রাইজ গিফট 😇 সারপ্রাইজ গিফট অবশ্যই আপনাদের প্রয়োজনীয় কিছুই থাকবে 🙂

#ক্যাট #ক্যাটফুড #সারপ্রাইজ

ফুটবল একটি শিল্প, ব্রাজিল সে শিল্পের জাদুকর!ব্রাজিল ফিফা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল দল, যারা এ পর্যন্ত ৫ বার (১৯৫৮,...
25/11/2022

ফুটবল একটি শিল্প, ব্রাজিল সে শিল্পের জাদুকর!

ব্রাজিল ফিফা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল দল, যারা এ পর্যন্ত ৫ বার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২) বিশ্বকাপ জয়লাভ করেছে। ব্রাজিল ফিফা বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে সবগুলো আসরে অংশগ্রহণ করেছে। এছাড়া কোপা আমেরিকায়ও ব্রাজিল অন্যতম সফল দল, যেখানে তারা ৯টি (১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭ এবং ২০১৯) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, ব্রাজিল ৪ বার ফিফা কনফেডারেশন্স কাপ (১৯৯৭, ২০০৫, ২০০৯ এবং ২০১৩) জয়লাভ করেছে; যা উক্ত প্রতিযোগিতার সর্বোচ্চ।

পেলে, কাফু, রোনালদো, রোনালদিনহো, কাকা এবং রবার্তো কার্লোসের মতো খেলোয়াড়গণ ব্রাজিলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন🔥ফুটবলের ব্যাপারে একটি সাধারণ উক্তি রয়েছে, যা হচ্ছে "The English invented it, the Brazilians perfected it."অর্থাৎ, [ফুটবল] ইংল্যান্ড আবিষ্কার করেছে, তবে ব্রাজিল তা পরিপূর্ণতা দান করেছে

শুভ কামনা টিম ব্রাজিল 🇧🇩🇧🇷❤️

24/11/2022

আজকে ব্রাজিল জিতে গেলে প্রতিটি অর্ডারে একটি করে সারপ্রাইজ গিফট অফার দিবো 🥱🥱🥱

🇧🇩🇧🇩🇧🇩অভিনন্দন সৌদি-আরব 🇸🇦চমৎকার খেলেছে তারা, ছোটদল হিসেবে নতুন একটা বার্তা দিয়ে গেলো.. বিশ্বকাপের শুরুটা অত্যন্ত সুন্দর...
22/11/2022

🇧🇩🇧🇩🇧🇩
অভিনন্দন সৌদি-আরব 🇸🇦
চমৎকার খেলেছে তারা, ছোটদল হিসেবে নতুন একটা বার্তা দিয়ে গেলো..
বিশ্বকাপের শুরুটা অত্যন্ত সুন্দর এই ছন্দটা অব্যাহত থাকুক
আগামীর জন্য শুভকামনা..

ব্রাজিলিয়ান 🇧🇷 সমর্থকদের পক্ষথেকে
সমবেদনা আর্জেন্টিনা 🇦🇷 ও তাদের সমর্থকদের জন্য...😁

😻Hot Combo Offer 😻শীত ও বছর প্রায় শেষ উপলক্ষে বিড়াল প্রেমিদের জন্য নিয়ে এলাম কম্বো অফার যা অনেকেই চেয়েছিলেন 🐱 আদুরে বিড়া...
20/11/2022

😻Hot Combo Offer 😻
শীত ও বছর প্রায় শেষ উপলক্ষে বিড়াল প্রেমিদের জন্য নিয়ে এলাম কম্বো অফার যা অনেকেই চেয়েছিলেন 🐱 আদুরে বিড়ালের জন্য এক সাথে সকল প্রকার প্রয়োজনীয় Accessories সহজেই পেয়ে যাবেন সুলভ মূল্যে। Amazing combos to choose from! Which combo are you ordering today?

Combo - 1
1. Harness
2. Nail Clipper
3. Flea Comb
4. Cat Treat 6pcs

Combo - 2
1. Harness
2. Pet Comb
3. Cat Belt 1pcs
4. Cat Treat 6pcs

Combo - 3
1. Flea Comb
2. Nail Clipper
3. Cat Belt 1pcs
4. Cat Treat 6pcs

Combo - 4
1. Litter Box
2. Flea Comb
3. Nail Clipper
4. Cat Belt 1pcs
5. Cat Treat 6pcs

Inbox us to place your order! 🥟

Cat Multivitamin.Offer Price Only 350/-
18/11/2022

Cat Multivitamin.
Offer Price Only 350/-

07/11/2022

আবহাওয়া পরিবর্তন বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করতে পারে,,,আবহাওয়া পরিবর্তনের সময় তাপমাত্রার তারতম্য হয় এবং বিড়ালের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য প্রচুর শক্তি প্রয়োজন। সাধারণত বয়স্ক বিড়াল এবং কিটেনদের থার্মোরগুলেশন পাওয়ার কম হওয়ায় তারা সহজেই অসুস্থ হয়ে পড়ে।

#শীতকালে_বিড়ালের_যত্নঃ

👉উষ্ণ স্থান এবং আরামদায়ক বাসস্থান:
বিড়াল সাধারনত মানুষের কোলে অথবা মানুষের গা ঘেঁষে ঘুমাতে পছন্দ করে। এর প্রধান কারণ হচ্ছে, বিড়াল উষ্ণস্থান পছন্দ করে।
উষ্ণতার জন্য বালিশ এবং কম্বল যোগ করুন। দরজা ছোট রাখা উচিত যাতে ঘরের তাপ খুব দ্রুত কমে না যায় এবং স্থানটি সুন্দর এবং আরামদায়ক থাকে।
বিড়ালের জন্য আলাদাভাবে সোয়েটার এবং ক্যাট হাউজ দেয়া যেতে যেতে পারে।

👉 ভ্যাকসিন এবং কৃমিনাশক :
শীতকাল আসার আগেই বিড়ালকে অবশ্যই রোগ প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন আবশ্যক।

শীতের শুরুতেই বিড়াল/কুকুরকে কৃমিনাশক করানো অত্যন্ত জরুরি কারণ পরজীবী স্থায়ীভাবে তাদের পুষ্টি থেকে বঞ্চিত করে, এমনকি অপুষ্টির দিকে পরিচালিত করে এবং অল্প বয়স্ক বিড়ালদের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। মূলত অপুষ্টি দুর্বল ইমিউন সিস্টেমের অন্যতম কারণ।

👉খাদ্য:
খেয়াল রাখতে হবে বিড়াল ঠিক মত খাওয়া দাওয়া করছে কিনা। বিড়ালকে তার বয়স অনুযায়ী খাবার অথবা ক্যাট ফুড খাওয়াতে হবে যাতে সে সঠিক ক্যালোরি পায়, প্রয়োজনে খাবার বাড়াতে হবে। রেফ্রিজারেটর এর ঠাণ্ডা খাবার গরম করে দিতে হবে, সরাসরি ঠাণ্ডা খাবার দিলে বিড়ালের ঠাণ্ডা লেগে যেতে পারে। ওমেগা -3 ফ্যাটি অ্যাসিড এবং প্রোবায়োটিকগুলি খাওয়ানোর মাধ্যমে বিড়ালের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করা যেতে পারে।

👉গোসলঃ
বিড়াল স্বভাবতই পরিষ্কার প্রাণী এবং তারা পানি পছন্দ করে না। শীতকালে বিড়ালকে গোসল না করানোই ভালো, এতে জ্বর এসে নিউমোনিয়া হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। প্রয়োজনে হালকা গরম পানিতে গোসল করিয়ে, ভালো ভাবে তোয়ালে দিয়ে মুছে দিতে হবে।

👉রৌদ্রস্নান:
শীতকালে অনেক সময় অনেক বিড়ালকে উষ্ণতার খোঁজে রৌদ্রস্নান করতে দেখা যায়। বয়স্ক এবং মা বিড়াল বাচ্চা নিয়ে ঘরের উষ্ণস্থানটি খুঁজতে থাকে তাই বিড়ালকে রৌদ্রস্নান করতে দিন। ঘরের যে পাশে দিনের বেলা রোদ আসে, সেদিকের পর্দা সরিয়ে উন্মুক্ত করে দিন যাতে করে ঘরের ভেতরে রোদ আসতে পারে।

👉 খেলাধুলা এবং এক্টিভিটি :
ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখতে পর্যাপ্ত ব্যায়াম করাতে হবে এতে রক্ত ​​সঞ্চালন ত্বরান্বিত হবে, যার ফলে শরীরের কোষের সরবরাহ বৃদ্ধি পায়। শীতকালে বিড়ালের খেলাধুলা বাড়ানোর জন্য খেলনা দিতে পারেন।

অসুস্থ বিড়ালকে দ্রুত আপনার বিশ্বস্ত রেজিঃ ডাঃ দেখান।

ডাঃআনিস
পেট এ্যানিমেল প্রাক্টিশনার।

Cat Food Available Now.1. BonaCibo Kitten2. Reflex Plus (Mother and Baby)3. Friskies Kitten.*Outside Dhaka advance payme...
04/11/2022

Cat Food Available Now.

1. BonaCibo Kitten
2. Reflex Plus (Mother and Baby)
3. Friskies Kitten.

*Outside Dhaka advance payment required
*Inside Dhaka cash on delivery

Call us :- 01646762564, 01974999479
Email- [email protected]


ফেইসবুক একাউন্ট হ্যাক হলে কী করবেন?
03/11/2022

ফেইসবুক একাউন্ট হ্যাক হলে কী করবেন?

02/11/2022
Now You can make payments from your personal bKash Account to our “Merchant”  bKash account without any extra charge. 😌H...
31/10/2022

Now You can make payments from your personal bKash Account to our “Merchant” bKash account without any extra charge. 😌

Happy Shopping 💚

bKash Limited
bKash for Business

Stock limited... Hurry up and order yours.***Noted****Outside Dhaka advance payment required.*Inside Dhaka cash on deliv...
31/10/2022

Stock limited...
Hurry up and order yours.

***Noted***
*Outside Dhaka advance payment required.
*Inside Dhaka cash on delivery

Call us :- 01646762564, 01974999479

28/10/2022


নেইল ক্লিপার দিয়ে একটু সর্তক থেকে খুব সহজেই বিড়ালের নখ কাটা যায়। সময় মতন নখ না কাটলে খামচি একটাও মিস যাবে না 🐱

এই নেইল ক্লিপার কিন্তু পেজে আছে। আপনি নিয়েছেন তো আপনার বিড়াল ছানার জন্য? 😻

Mash Harness available in stock.Size: S, M, LColour: Black, Red, Pink, Green***Noted****Outside Dhaka advance payment re...
24/10/2022

Mash Harness available in stock.
Size: S, M, L
Colour: Black, Red, Pink, Green

***Noted***
*Outside Dhaka advance payment required.
*Inside Dhaka cash on delivery

Call us :- 01646762564, 01974999479

Litter box available in stock.***Noted****Outside Dhaka advance payment required.*Inside Dhaka cash on delivery Call us ...
24/10/2022

Litter box available in stock.

***Noted***
*Outside Dhaka advance payment required.
*Inside Dhaka cash on delivery

Call us :- 01646762564, 01974999479

22/10/2022

Litter Box Available.

Address

66/1 Sky View Tread Valley Naya Paltan
Dhaka
DHAKA-1000

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 23:00
Friday 10:00 - 23:00
Saturday 10:00 - 23:00
Sunday 10:00 - 23:00

Telephone

+8801974999479

Alerts

Be the first to know and let us send you an email when MT Pet Foods & Accessories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MT Pet Foods & Accessories:

Videos

Share

Category


Other Pet Supplies in Dhaka

Show All

You may also like