Proposd Chemicals Industries Ltd.

Proposd Chemicals Industries Ltd. রাইট ব্রান্ডের মশার কয়েল, বলপেন, বল সাবান, ডিটারজেন্ট, আগরবাতি,টুথ পাউডার, সরিষার তেল প্রস্তুতকারী
(1)

19/01/2025

সকল বাংলাদেশীই বাঙ্গালী কিন্তু সকল বাংগালী বাংলাদেশী নয়।

একজন বীর সেনানীর বিদায়ঃএকাত্তরের রণাঙ্গনের অকুতোভয় যোদ্ধা মাসরুর-উল-হক সিদ্দিকী বীর উত্তম আর নেই। সোমবার প্রথম প্রহরে, ...
07/10/2024

একজন বীর সেনানীর বিদায়ঃ
একাত্তরের রণাঙ্গনের অকুতোভয় যোদ্ধা মাসরুর-উল-হক সিদ্দিকী বীর উত্তম আর নেই। সোমবার প্রথম প্রহরে, ১২টা ৮ মিনিটে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে।

মাসরুর-উল-হক সিদ্দিকী (এম এইচ সিদ্দিকী) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করে।

জন্ম ও শিক্ষাজীবনঃ মাসরুর-উল-হক সিদ্দিকীর জন্ম নড়াইল জেলার সদর উপজেলার হবখালী গ্রামে। তার বাবার নাম জেড আহমেদ এবং মায়ের নাম ওয়াজেদা আহমেদ। তার স্ত্রীর নাম সৈয়দা রোকেয়া সিদ্দিকী। তাদের দুই মেয়ে।
কর্মজীবনঃ ১৯৭১ সালে ওয়াপদার (বর্তমানে পানি উন্নয়ন বোর্ড) সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন মাসরুর-উল-হক সিদ্দিকী। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধ যুদ্ধ শেষে ভারতে যান। সেখানে তিন মাস বাংলাদেশ সরকারের কার্যালয়ে প্রশাসনিক কাজে যুক্ত থাকেন। এরপর পুনরায় যোগ দেন সশস্ত্র যুদ্ধে। প্রথম বাংলাদেশ ওয়ার কোর্সে প্রশিক্ষণ নিয়ে যশোর, নড়াইল ও ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে গেরিলাযুদ্ধ করেন। ১৮ বা ১৯ ডিসেম্বর ভাটিয়াপাড়ার যুদ্ধে তিনি আহত হন। তার চোখে গুলি লাগে। ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও ভাটিয়াপাড়ায় অবস্থানরত পাকিস্তানিরা তখন আত্মসমর্পণ করেনি। সেদিন যুদ্ধের পর তারা আত্মসমর্পণ করে।

মুক্তিযুদ্ধে ভূমিকাঃ ১৯৭১ সালের নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে একদল মুক্তিযোদ্ধা অবস্থান করছিলেন নড়াইল জেলায়। তাদের নেতৃত্বে মাসরুর-উল-হক সিদ্দিকী (কমল সিদ্দিকী)। তিনি খবর পেলেন, ভাটিয়াপাড়া ওয়্যারলেস স্টেশনের ডিজেল প্রায় শেষ হওয়ার পথে। ঈদের দিন পাকিস্তানিরা নড়াইল থেকে সেখানে ডিজেল নিয়ে যাবে। গোপালগঞ্জ জেলা সদর থেকে উত্তরে মধুমতী নদীর তীরে ভাটিয়াপাড়া। নদীর ওপারে নড়াইল জেলা। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী সেখানে ক্যাম্প স্থাপন করে। এই ক্যাম্পে ছিল সেনা, মিলিশিয়া ও পুলিশের সমন্বয়ে ৪০ জনের একটি দল। বাংকার নির্মাণ করে তারা সেখানে অবস্থান করছিল। এক বাংকার থেকে আরেক বাংকারে যাওয়ার জন্য ছিল সুড়ঙ্গপথ। প্রতিরক্ষা ছিল খুবই মজবুত। এর আগে গণবাহিনীর মুক্তিযোদ্ধারা কয়েকবার সেখানে আক্রমণ করেছেন। কিন্তু তারা পাকিস্তানিদের তেমন কোনো ক্ষতি করতে পারেননি। তখন ওই ওয়্যারলেস স্টেশনের বিদ্যুৎ-ব্যবস্থা ছিল জেনারেটরের মাধ্যমে। জেনারেটর চালানোর জন্য প্রয়োজন হতো ডিজেলের। পাকিস্তানিরা কিছুদিন পরপর ডিজেল আনত ফরিদপুর, গোপালগঞ্জ বা নড়াইল থেকে। মাসরুর-উল-হক সিদ্দিকী সিদ্ধান্ত নিলেন, পাকিস্তানিরা যখন ডিজেল নিয়ে যাবে, তখন আক্রমণ করবেন। নড়াইল থেকে তারা আসবে সড়কপথে। পথে ছোট নবগঙ্গা নদী পার হয়ে তারপর মধুমতী নদী। এই নদী পার হতে হবে গানবোটে। মাসরুর-উল-হক সিদ্দিকী সহযোদ্ধাদের নিয়ে ঈদের আগের রাতে অবস্থান নিলেন নবগঙ্গার পাড়ে। নভেম্বর মাসের ১৯ বা ২০ তারিখ। ভোর হয় হয়, এমন সময় তিনি দেখতে পেলেন, পাকিস্তান সেনাবাহিনীর ছয়টি জিপ আসছে। তিনি সহযোদ্ধাদের বলেছিলেন, তার সংকেতের আগে কেউ যেন গুলি না ছোড়েন। কিন্তু একজন মুক্তিযোদ্ধা উত্তেজনায় আগেই গুলি করে বসলেন। পাকিস্তানিরা দ্রুত জিপ থামিয়ে আড়ালে পজিশন নিয়ে আক্রমণ শুরু করল। নিমিষে শান্ত এলাকা পরিণত হলো রণক্ষেত্রে। যুদ্ধ চলতে থাকল। পাকিস্তানি সেনারা সবাই অবস্থান নিয়েছে জিপের আড়ালে। মুক্তিযোদ্ধাদের পাল্টা আক্রমণে তাদের কোনো ক্ষতি হচ্ছে না। এ অবস্থায় মাসরুর-উল-হক যুদ্ধকৌশল পাল্টালেন। এরপর তারা গুলি করতে থাকলেন পাকিস্তানি সেনাদের মাথা দেখে। এই কৌশলে বেশ কাজ হলো। তাদের হাতে একের পর এক পাকিস্তানি সেনা নিহত বা আহত হতে থাকল। এভাবে যুদ্ধ চলল প্রায় দেড়-দুই ঘণ্টা। তারপর পাকিস্তানি সেনারা পালিয়ে গেল। সেদিন যুদ্ধে মুক্তিযোদ্ধাদের হাতে আটজন পাকিস্তানি সেনা নিহত ও কয়েকজন আহত হয়। একজন মুক্তিযোদ্ধা এবং একজন গ্রামবাসী শহীদ হন।
( সুত্রঃ উইকিপিডিয়া, অনলাইন পত্রিকা)

আমাদের গর্ব , আমাদের অহংকার - পল্লীকবি জসীম উদ্দীনজসীম উদ্‌দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে ম...
27/09/2024

আমাদের গর্ব , আমাদের অহংকার - পল্লীকবি জসীম উদ্দীন

জসীম উদ্‌দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলানায় জন্মগ্রহণ করেন। মোহাম্মাদ জমীর উদ্দীন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসীম উদ্দীন নামেই পরিচিত। তার বাবার বাড়ি ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মা আমিনা খাতুন ওরফে রাঙাছুট।

সেলুকাস একটা বিষয়-ছাত্রলীগ ১৭ বছর ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে খুঁজে বেড়ালো কিন্তু-ছাত্রলীগের সভাপতি এবং বাংলাদেশ ইস...
27/09/2024

সেলুকাস একটা বিষয়-
ছাত্রলীগ ১৭ বছর ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে খুঁজে বেড়ালো কিন্তু-

ছাত্রলীগের সভাপতি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি দুইজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ছিলেন
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি দুইজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলে ছিলেন।
ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক দুইজনেই পুরো ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেদের খুঁজে বেড়াতো অথচ তাদের দুইজনের নাকের ডগায় ছিলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতি-সেক্রেটারি টের‌ও পেলো না । এ যেন মুসা ( আঃ) - ফেরাউন , ইবরাহিম ( আঃ) - নমরুদ , মুহাম্মদ ( সাঃ) - জেহেল । বিষয়টা কি রোমান্টিক ভাবা যায়!

26/09/2024

আমি আগে যাদের সাথে ছিলাম,
এখনো তাদের সাথেই আছি,
যতদিন বাঁচব তাদের সাথেই থাকব,
মৃত্যুর পরে পরকালের জিন্দেগীতে তাদের সাথেই থাকব ইনশাআল্লাহ।

আল্লাহতায়ালা কোরআন মজিদে এরশাদ করেন-
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوا الۡیَهُوۡدَ وَ النَّصٰرٰۤی اَوۡلِیَآءَ ۘؔ بَعۡضُهُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ؕ وَ مَنۡ یَّتَوَلَّهُمۡ مِّنۡكُمۡ فَاِنَّهٗ مِنۡهُمۡ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿۵۱ ﴾ সুরা আল মায়িদা - ৫১)

অর্থঃ হে বিশ্বাসীগণ! ইয়াহুদী ও খৃষ্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না।[1] তারা একে অপরের বন্ধু।[2] তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন গণ্য হবে।

আল্লাহ আমাদেরকে মুমিনদের সাথে থাকার তাওফিক দান করুন ।

শোক সংবাদঃ-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন  বিএফইউজে'র সভাপতি ও দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার। ইসলামী ব্যক্তিত্ব ,শ্রদ্...
25/09/2024

শোক সংবাদঃ-
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে'র সভাপতি ও দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার। ইসলামী ব্যক্তিত্ব ,শ্রদ্ধেয় রুহুল আমিন গাজী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিতসারত অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তৈরি হয় নানা শারীরিক জটিলতা। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।তিনি ১৯৫৬ সালের ১২ নভেম্বর চাদপুর সদরের গোবিন্দিয়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মৌলভী কফিল উদ্দিন, মাতা আয়েশা খাতুন। সাংবাদিকদের র্শীষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র ৪র্থ বারের মতো সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি বিএফইউজে’র মহাসচিব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক সমাজের দাবি আদায়ে বলিষ্ঠ কন্ঠস্বর ওয়েজ বোর্ড গঠন ও বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন।আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ।

24/09/2024

وَ اِذۡ یَمۡكُرُ بِكَ الَّذِیۡنَ كَفَرُوۡا لِیُثۡبِتُوۡكَ اَوۡ یَقۡتُلُوۡكَ اَوۡ یُخۡرِجُوۡكَ ؕ وَ یَمۡكُرُوۡنَ وَ یَمۡكُرُ اللّٰهُ ؕ وَ اللّٰهُ خَیۡرُ الۡمٰكِرِیۡنَ ﴿۳۰﴾ ( সুরা আল আনফাল, আয়াত- ৩০)
অর্থঃ আর স্মরণ করুন, যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে বন্দী করার জন্য, বা হত্যা করার অথবা নির্বাসিত করার জন্য। আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও (তাদের ষড়যন্ত্রের বিপক্ষে) ষড়যন্ত্র করেন; আর আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ কৌশলী।
তাফসিরঃ হিজরত-পূর্বকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের পরিবেষ্টিত ছিলেন এবং তারা তাকে হত্যা কিংবা বন্দী করার ব্যাপারে সলা-পরামর্শ করছিল, তখন আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ অপবিত্র হীন চক্রান্তকে ধূলিস্মাৎ করে দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদে মদীনায় পৌছে দেন। ঘটনা এই যে, মদীনা থেকে আগত আনসারদের মুসলিম হওয়ার বিষয়টি যখন মক্কায় জানাজানি হয়ে যায়, তখন মক্কার কুরাইশরা চিন্তান্বিত হয়ে পড়ে যে, এ পর্যন্ত তো তার ব্যাপারটি মক্কার ভেতরেই সীমিত ছিল, যেখানে সর্বপ্রকার ক্ষমতাই ছিল আমাদের হাতে। কিন্তু এখন যখন মদীনাতেও ইসলাম বিস্তার লাভ করছে এবং বহু সাহাবী হিজরত করে মদীনায় চলে গেছেন, তখন এদের একটি কেন্দ্র মদীনাতেও স্থাপিত হয়েছে। এমতাবস্থায় এরা যেকোন রকম শক্তি আমাদের বিরুদ্ধে সংগ্রহ করতে পারে এবং শেষ পর্যন্ত আমাদের উপর আক্রমণও করে বসতে পারে। সঙ্গে সঙ্গে তারা এ কথাও উপলব্ধি করতে পারে যে, এ পর্যন্ত সামান্য কিছু সাহাবীই হিজরত করে মদীনায় গিয়েছেন, কিন্তু এখন প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে যে, স্বয়ং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে চলে যেতে পারেন। সে কারণেই মক্কার নেতৃবর্গ এ বিষয়ে সলা-পরামর্শ করার উদ্দেশ্যে মসজিদুল হারাম সংলগ্ন দারুন-নাদওয়াতে এক বিশেষ বৈঠকের আয়োজন করে। যাতে আবু জাহল, নযর ইবন হারেস, উমাইয়া ইবন খালফ, আবু সুফিয়ান প্রমূখসহ সমগ্র বিশেষ বিশেষ ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের ক্রমবর্ধমান শক্তির মোকাবেলার উপায় ও ব্যবস্থা সম্পর্কে চিন্তা ভাবনা করা হয়। এখানে বসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হয়। [এর জন্য দেখুনঃ মুসনাদে আহমাদঃ ১/৩৪৮]

পরামর্শ অনুযায়ী কাফেররা সন্ধ্যা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ীটি অবরোধ করে ফেলে। আল্লাহর নির্দেশক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমুঠো মাটি হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসেন এবং তিনি তা সবার দিকে লক্ষ্য করে ছিটিয়ে দিয়ে তাদের বেষ্টনী থেকে বেরিয়ে আসেন। [সা’দী] কুরাইশ সর্দারদের পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে তিনটি মত উপস্থাপিত হয়েছিল সে সবকটিই কুরআনের এ আয়াতে উল্লেখ করে বলা হয়েছে “সে সময়টি স্মরণ করুন, যখন কাফেররা আপনার বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা নেয়ার বিষয় চিন্তাভাবনা করছিল যে, আপনাকে বন্দী করে রাখবে না হত্যা করবে, নাকি দেশ থেকে বের করে দেবে। কিন্তু আল্লাহ তাদের সমস্ত পরিকল্পনা ধূলিস্মাৎ করে দিয়েছেন। সুতরাং আয়াতের শেষাংশে বলা হয়েছে (وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ) অর্থাৎ আল্লাহ্ তাআলা সবচাইতে উত্তম ব্যবস্থাপক, যা যাবতীয় ব্যবস্থা ও পরিকল্পনাকে চাপিয়ে যায়। যেমনটি এ ঘটনার সাথে পরিলক্ষিত হয়েছে। আর এভাবেই আল্লাহ তায়ালা মুমিনদের হেফাজত করে জয়ীকরেন। ( সংগৃহীত)

11/09/2024

আবছায়া
---------
মুঃ মুস্তাকিম হুসাইন

আমি কারো প্রয়োজনে
হয়তো কারো দরকারে
এসেছি দুনিয়ায়,
জড়ায়ে পড়েছি তাই
মিশিয়ে গিয়েছি ভাই
এতটা মায়াময়।

কত কায়া বিভাজনে
ভাবে সেই মহাজনে
হয়ে আলোময়
কিসের পরশে যেন
কোমল বাগিছা হেন
ছড়েছে ঘরময় ।

তোমাদের নিয়ে রচিত হোক আগামীর বাংলাদেশের ইতিহাস। আল্লাহ তায়ালা তোমাদের আত্মত্যাগ কবুল করুন । স্যালুট জানাই তোমাদের বিদেহী...
05/09/2024

তোমাদের নিয়ে রচিত হোক আগামীর বাংলাদেশের ইতিহাস। আল্লাহ তায়ালা তোমাদের আত্মত্যাগ কবুল করুন ।

স্যালুট জানাই তোমাদের বিদেহী আত্মার প্রতি ।

কি বুঝলেন ? আমি কিইচ্ছু বুঝিনাই । আপনারা বুঝে থাকলে বলেন ।সদিচ্ছা থাকলেই সম্ভব । ৫২ বছরের বিমানবন্দরের জট ২০ দিনে উধাও, ...
30/08/2024

কি বুঝলেন ? আমি কিইচ্ছু বুঝিনাই । আপনারা বুঝে থাকলে বলেন ।

সদিচ্ছা থাকলেই সম্ভব । ৫২ বছরের বিমানবন্দরের জট ২০ দিনে উধাও, এখন লাগেজ হারায়না, বিমান থেকে নেমেই ফ্রী'তে আপনজনের সাথে কথা বলা যায় , আরও অনেক কিছু......... স্যালুট স্যারকে

মায়ের তুলনা শুধুই "মা"। কতটা হৃদয়বিদারক দৃশ্য । আল্লাহ সমস্ত মা এবং বাবাদের ক্ষমা করে দিন ।
30/08/2024

মায়ের তুলনা শুধুই "মা"। কতটা হৃদয়বিদারক দৃশ্য । আল্লাহ সমস্ত মা এবং বাবাদের ক্ষমা করে দিন ।

একজন মুসলমান, দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গনের প্রধান তিনি নামাজের ইমামতি করেছেন আলহামদুলিল্লাহ । এতে অবাক হওয়ার কি আছে ? এতদ...
28/08/2024

একজন মুসলমান, দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গনের প্রধান তিনি নামাজের ইমামতি করেছেন আলহামদুলিল্লাহ । এতে অবাক হওয়ার কি আছে ? এতদিন কোন ভিসি স্যার ইমামতি করেননি তার মানে এই নয় যে স্যারেরা পারেননা বা জানেননা । এখন শুরু হয়েছে চলতে থাকবে ইনশাআল্লাহ । অতি উৎসাহী কিছু ভাই/ বোন উনাকে জামাত বলছেন । কিছু বুঝলেন ? তার মানে ইসলাম কারা পড়ে, বুঝে ও মানে এটা বুঝায়ে বলতে হবে ?
এটা পরিষ্কার যে, এসব আপনাদের দলের বা মতের সাথে যায়না , বুঝলেন ?

আশ্চর্য না হয়ে পারবেননা -বাঙালীর মাথায় এত বুদ্ধি কেন  ?তাইতো বলি এই নাম পছন্দ করার তাহলে এই ।
27/08/2024

আশ্চর্য না হয়ে পারবেননা -বাঙালীর মাথায় এত বুদ্ধি কেন ?
তাইতো বলি এই নাম পছন্দ করার তাহলে এই ।

ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি """""""""""""""""""""""""""""""""""""মিরকো ল্যাবরেটরিজ ও মিরকো নিউট্রিকেয়ার বাংলাদেশের স্বনামধন্য ...
04/10/2023

ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি
"""""""""""""""""""""""""""""""""""""
মিরকো ল্যাবরেটরিজ ও মিরকো নিউট্রিকেয়ার বাংলাদেশের স্বনামধন্য আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ২০১১ সাল থেকে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে। কোম্পানির উৎপাদিত ট্যাবলেট, ক্যাপসুল, হালুয়া, সিরাপ, সাস্পেনসন, ক্রিম সহ সকল ঔষধ বাজারজাতকরণের জন্য নিম্নোক্ত জেলায় ডিলার নিয়োগ করা হবে। সহজ শর্ত, আকর্ষনীয় ও লাভজনক পলিসিতে ডিলারশিপ নিতে ঔষধ ব্যবসায়ীগণ অতি সস্ত্বর যোগাযোগ করুন।

১। পঞ্চগড়
২। বোদা
৩। ঠাকুরগাঁও
৪। পীরগঞ্জ
৫। বীরগঞ্জ
৬। দিনাজপুর
৭। পার্বতীপুর
৮। বিরামপুর
৯। গোবিন্দগঞ্জ
১০। গাইবান্ধা
১১। পলাশবাড়ী
১২। পীরগঞ্জ
১৩। রংপুর
১৪। তারাগঞ্জ
১৫। জলঢাকা
১৬। নীলফামারী
১৭। দেবিগঞ্জ
১৮। সৈয়দপুর
১৯। পাঁচবিবি
২০। জয়পুরহাট
২১। মহাস্থান
২২। গোলাবাড়ি
২৩। বগুড়া
২৪। গাবতলী
২৫। শেরপুর
২৬। নন্দীগ্রাম
২৭। দুপচাঁচিয়া
২৮। সান্তাহার
২৯। নওগাঁ
৩০। মহাদেবপুর

বি:দ্র: ডিলারদের কাজের সুবিধার্তে মেডিকেল ইনফরমেশন অফিসার দেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা :-
ন্যাশনাল সেলস ম্যানেজার
01711284005
[email protected]

MIRCO Laboratories and MIRCO Nutricare is a manufacturer, seller and producer of Herbal medicine, Ayurvedic medicine, Veterinary Medicine and Derma Cosmetic

04/10/2023

কোন এক সময় পূর্ণিমার রাতে অজানা চিন্তায় ডুবে ঘুরপাক খেতে খেতে গভীর মানসিকতায় অতীতের স্মৃতি রোমন্থন করতে করতে আমার কথা পড়বে। সেই সময়ের অপেক্ষায় কান খাড়া করে রাখলাম।

ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি """""""""""""""""""""""""""""""""""""মিরকো ল্যাবরেটরিজ ও মিরকো নিউট্রিকেয়ার বাংলাদেশের স্বনামধন্য ...
02/10/2023

ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি
"""""""""""""""""""""""""""""""""""""
মিরকো ল্যাবরেটরিজ ও মিরকো নিউট্রিকেয়ার বাংলাদেশের স্বনামধন্য আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ২০১১ সাল থেকে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে। কোম্পানির উৎপাদিত ট্যাবলেট, ক্যাপসুল, হালুয়া, সিরাপ, সাস্পেনসন, ক্রিম সহ সকল ঔষধ বাজারজাতকরণের জন্য নিম্নোক্ত জেলায় ডিলার নিয়োগ করা হবে। সহজ শর্ত, আকর্ষনীয় ও লাভজনক পলিসিতে ডিলারশিপ নিতে ঔষধ ব্যবসায়ীগণ অতি সস্ত্বর যোগাযোগ করুন।

১। সুনামগঞ্জ
২। সিলেট
৩। বিয়ানীবাজার
৪। কুলাউড়া
৫। মৌলভীবাজার
৬। শ্রীমঙ্গল
৭। হবিগঞ্জ
৮। মাধবপুর
৯। আখাউড়া
১০। ব্রাহ্মণবাড়িয়া
১১। ভৈরব
১২। কটিয়াদি
১৩। কিশোরগঞ্জ
১৪। নরসিংদী
১৫। রায়পুরা
১৬। মাধবদী
১৭। আড়াইহাজার
১৮। নারায়ণগঞ্জ
১৯। সাভার
২০। কালিয়াকৈর
২১। মানিকগঞ্জ
২২। টাঙ্গাইল
২৩। মধুপুর
২৪। ভালুকা
২৫। জয়দেবপুর
২৬। কাপাসিয়া
২৭। নান্দাইল
২৮। ময়মনসিংহ
২৯। মুক্তাগাছা
৩০। শফিপুর।

বি:দ্র: ডিলারদের কাজের সুবিধার্তে মেডিকেল ইনফরমেশন অফিসার দেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা :-
ন্যাশনাল সেলস ম্যানেজার
01711284005
[email protected]

MIRCO Laboratories and MIRCO Nutricare is a manufacturer, seller and producer of Herbal medicine, Ayurvedic medicine, Veterinary Medicine and Derma Cosmetic

29/09/2023

যেভাবে জন্মদিনের উইশ হচ্ছে তাতে মনে হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবার ফেসবুক ফ্রেন্ড ( নাউযুবিল্লাহ)। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্মদিন কবে সেটাই এখনো জানোনা আবার উইশ করতেছ। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।

Address

Rangpur
Dhaka

Telephone

01711284005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Proposd Chemicals Industries Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Proposd Chemicals Industries Ltd.:

Videos

Share