Finch Aviary

Finch Aviary সকল প্রকার ফিন্স বিক্রয় এবং পাখির যত্?

Beautiful CobanBull Finch
27/02/2022

Beautiful CobanBull Finch

26/02/2022

My New Collection Finch

14/11/2021
Beautiful Combassu Finch
15/06/2021

Beautiful Combassu Finch

ফিঞ্চ (ইংরেজি ভাষায়: Finch) ফ্রিঞ্জিলিডি (fringillidae) পরিবারভুক্ত এক ধরনের ছোট গায়ক পাখি। গায়ক হওয়ায় যথারীতি তাদে...
15/05/2021

ফিঞ্চ (ইংরেজি ভাষায়: Finch) ফ্রিঞ্জিলিডি (fringillidae) পরিবারভুক্ত এক ধরনের ছোট গায়ক পাখি। গায়ক হওয়ায় যথারীতি তাদেরকে প্যাসারাইন পাখি হিসেবে অভিহিত করা হয়। এদের মূল আবাসস্থল দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধের সব স্থানেই হয়ত এদের দেখা যায়, তবে কিছু উপ-পরিবার সব স্থানে পাওয়া যায় না। যেমন একটি উপ-পরিবার কেবল নিওট্রপিক অঞ্চলে দেখা যায়, একটি দেখা যায় শুধু হাওয়াই দ্বীপপুঞ্জে এবং আরেকটি উপ-পরিবার শুধুই প্যালিআর্কটিক অঞ্চলে পাওয়া যায়।

ফিঞ্চদের প্রায় সব প্রজাতিই ফ্রিঞ্জিলিডি পরিবারের অন্তর্ভুক্ত। ফ্রিঞ্জিলিডি নামটি এসেছে লাতিন শব্দ ফ্রিঞ্জিলা থেকে। লাতিন ভাষায় চ্যাফিঞ্চ-কে (ফিঞ্চের একটি প্রজাতি Fringilla coelebs) ফ্রিঞ্জিলা নামে ডাকা হয়। ইউরোপে এই প্রজাতির ফিঞ্চ হরহামেশাই দেখা যায়।

অবশ্য ফ্রিঞ্জিলিডি পরিবারের বাইরেও কিছু প্রজাতিকে সাধারণভাবে ফিঞ্চ নামে ডাকা হয়। যেমন অস্ট্রেলিয়ার প্রাচীন ক্রান্তীয় অঞ্চলে এস্ট্রিলডিডি (Estrildidae) নামে একটি পরিবার আছে যারা দেখতে অনেকটাই ফিঞ্চের মত, এদেরকেও তাই ফিঞ্চ বলা হয়। এ ধরনের পাখিগুলো ফিঞ্চ না হলেও সাদৃশ্যের কারণে অনেকে এদেরকে ফিঞ্চ বলে থাকেন। এ ধরনের পাখির একটি বড় উদাহরণ ডারউইনের ফিঞ্চ। চার্লস ডারউইন গালাপাগোস দ্বীপপুঞ্জে ১৪ প্রজাতির ফিঞ্চ (তথাকথিত) শনাক্ত করেছিলেন এবং এগুলো তার প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের বড় প্রমাণ হিসেবে কাজ করেছিল। এই ফিঞ্চগুলোকে বর্তমানে অদ্ভুত ট্যানেজার পরিবারের সদস্য হিসেবে ধরা হয় যদিও ঐতিহাসিকতার কারণে অনেকে এখনও তাদের ফিঞ্চ বলে থাকেন। এ কারণে ডারউইনের ফিঞ্চ নামটিও পরিবর্তন করা হয়নি।

জেব্রা ফিঞ্চজেব্রা ফিঞ্চ দেখতে কেমন?এদের দৈহিক গঠন অনেকটা আমাদের দেশীয় চড়ুই পাখির মত। তবে জেব্রা ফিঞ্চের আকার চড়ুইয়ে...
14/04/2021

জেব্রা ফিঞ্চ

জেব্রা ফিঞ্চ দেখতে কেমন?
এদের দৈহিক গঠন অনেকটা আমাদের দেশীয় চড়ুই পাখির মত। তবে জেব্রা ফিঞ্চের আকার চড়ুইয়ের তুলনায় ছোট এবং প্রজাতিভেদে রঙের ভিন্নতাও দেখা যায়। জেব্রা ফিঞ্চ সাধারণত লেজসহ লম্বায় ২.৫ থেকে ৪ ইঞ্চি হয়। আর ওজনে সর্বসাকুল্যে ১২-১৫ গ্রাম হতে পারে। ঠোঁট এবং পায়ের রঙ টুকটুকে লাল বা কমলা বর্ণের। চোখের নিচ দিয়ে একটি ছোট কালো দাগ চলে গেছে কান বরাবর।

মিউটেশন বা জাত
পৃথিবীব্যাপী খাঁচায় প্রজননকৃত জেব্রা ফিঞ্চের অসংখ্য মিউটেশন বা জাত দেখা যায়। এদের মধ্যে গ্রে, ফন, হোয়াইট, পাইড, ক্রেস্টেড, ব্ল্যাক চিক (BC), ব্ল্যাক ফেস, ব্ল্যাক ফেস ব্ল্যাক চিক, চেস্টনাট ফ্লাঙ্কড হোয়াইট (CFW), পেঙ্গুইন, ইসাবেল/ফ্লোরিডা ফেন্সি ইত্যাদি মিউটেশন বাংলাদেশের প্রায় সবখানেই দেখতে পাবেন।

বন্য জেব্রা ফিঞ্চের গলার চারপাশে সাদাকালো ডোরা থাকে যেটা দেখতে অনেকটাই জেব্রার মত। আর তাই এদের এই নামে ডাকা হয়। আমরা সচরাচর গাড় ছাই রঙের যে “গ্রে” জেব্রা ফিঞ্চ বেশি দেখি তা দেখতে ঠিক বন্য জেব্রা ফিঞ্চের মতই।

স্বভাব
জেব্রা অনেক চঞ্চল প্রকৃতির পাখি। এরা বেশিক্ষণ এক জায়গায় স্থির থাকেনা। খাঁচায় সারাক্ষণ উড়াউড়ি আর ডাকাডাকিতে ব্যস্ত থাকে। তাই এদের জন্য যথাসম্ভব বড় খাঁচা এবং কয়েকটা পার্চ বা বসার লাঠি দেয়া উচিৎ।

একই খাঁচায় একের অধিক পুরুষ জেব্রা ফিঞ্চ একসাথে রাখলে প্রায়ই মারামারি করতে দেখা যায়। তাই একসাথে অনেকগুলো জেব্রা ফিঞ্চ কলোনী করে রাখলে বেশি এগ্রেসিভ পুরুষ ফিঞ্চকে সেখান থেকে বের করে ফেলা উত্তম। তবে প্রকৃতিতে জেব্রা ফিঞ্চকে দল বেঁধে বসবাস করতে দেখা যায়। ঘাসযুক্ত তৃণভূমি এবং জলাভূমি আছে এমন জায়গার আশেপাশেই তারা বাসা তৈরী করে যাতে খাবার খুঁজতে সমস্যা না হয়।

জেব্রা ফিঞ্চ গোসল করতে খুবই ভালবাসে। খাঁচায় বাটিভর্তি পানি পেলে এরা নিয়মিত গোসল করে।

খাঁচা
আকারে ছোট বলে অনেকেই জেব্রা ফিঞ্চকে ছোট সাইজের খাঁচা দিলেই হবে এমনটা ভেবে থাকেন। কিন্তু এটা মোটেই ঠিক না। তারা যে প্রচন্ড ওড়াউড়ি আর ছোটাছুটি করে সেটা আপনাকে বিবেচনা করতে হবে। এজন্য ১ জোড়া ফিঞ্চের জন্য কমপক্ষে ১৮”-১৮”-১৮” বা ১৬”-২০” ইঞ্চি সাইজের খাঁচা দেয়া আবশ্যক। আর কলোনী করলে মাথায় রাখতে হবে এর উচ্চতা যেন দৈর্ঘ্য ও প্রস্থের কাছাকাছি বা সামঞ্জস্যপূর্ণ হয়।

খাবার
সীডমিক্সঃ ফিঞ্চ প্রধানত বিভিন্ন ঘাসজাতীয় গাছের বীজ যেমন – চিনা, কাউন, গুজিতিল, তিশি, বিভিন্ন ধরনের মিলেট, ক্যানারি, পোলাও ধান ইত্যাদি খেয়ে থাকে। এসকল বীজ পরিমিত পরিমাণে একসাথে মিশিয়ে খাঁচায় সবসময় দিয়ে রাখতে হবে।

শাকসবজিঃ ঋতুভিত্তিক বিভিন্ন শাক-সবজিও ফিঞ্চ বেশ পছন্দ করে। কলমিশাক, লালশাক, পালংশাক, কপিশাক, মুলাশাক, থানকুনি, ধনেপাতা, পুদিনাপাতা, লেটুসপাতা ইত্যাদি শাক বা সবুজ পাতা এদের দেয়া যেতে পারে। এছাড়া ফুলকপি, বাঁধাকপি, বরবটি, গাজর, ব্রকলি, কচি ভূট্টা ইত্যাদিও ছোট করে কেটে বাটিতে দিতে পারেন। সপ্তাহে ৩-৪ দিন অল্প পরিমাণে এসব শাকসবজি দিতে হবে। মাঝে মাঝে তাজা নিমপাতা, তুলসিপাতা ও সজনেপাতা দিতে পারেন।

সফটফুডঃ সপ্তাহে ১-২ দিন এগফুড ও অঙ্কুরিত বীজ দিতে পারেন। ফিঞ্চের পছন্দের খাবারের তালিকায় আরও আছে মেলওয়ার্ম ও পিঁপড়ার ডিম যেগুলো প্রোটিনের ভাল উৎস। এসকল নরম খাবারগুলোই মূলত সফটফুড হিসেবে পরিচিত।

অন্যান্যঃ পাখির বাড়তি ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য কাটলবোন, ডিমের খোসা, মিনারেল ব্লক ইত্যাদি খাঁচায় সব সময় দিয়ে রাখতে হবে। জেব্রা ফিঞ্চ বীজের খোসা ছাড়িয়ে খায়। তাই এদের গ্রিট দেয়ার প্রয়োজন নেই। খাঁচায় নিয়মিত পরিষ্কার ফুটানো পানি দিতে হবে।

14/04/2021
Not for sell
14/04/2021

Not for sell

Address

Dhaka Cantonment
Dhaka
1206

Telephone

01991314201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Finch Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Pet Services in Dhaka

Show All