03/05/2024
সকালে ঘুম থেকে উঠেই দেখি এলাকায়, আমার পরিচিত এক লোক মা-রা গেছে, পরে কবরস্থানে কবর করতে যাবো। গিয়ে দেখি দুইটা বিড়াল কবরের পাশে কান্না করছে দেখে নিজেরই কান্না পাচ্ছিলো🥹 যদি এই বিড়াল দুটি কবরে শুয়ে থাকা মানুষটার হয় তাহলে আল্লাহ যেনো এই বিড়ালের উছিলায় কবরের আজাব থেকে মাফ করে দেন।