Aquaculture center - ACC

Aquaculture center - ACC ACC always tries to provide the high quality products at affordable prices. It’s our mottoes.
(17)

জাহাজ ডুবা দেখলেই সবাই টাইটানিক নামটা আগে আনে। 🤪
05/03/2024

জাহাজ ডুবা দেখলেই সবাই টাইটানিক নামটা আগে আনে। 🤪

To have faith is to trust yourself to the water. When you swim you don't grab hold of the water, because if you do you w...
08/12/2023

To have faith is to trust yourself to the water. When you swim you don't grab hold of the water, because if you do you will sink and drown. Instead you relax, and float.

Alan Watts
—————-

Available - Jungle val nana

আজকের বানানো গোল কাঁচের বোতলে টেরারিয়াম।
10/11/2023

আজকের বানানো গোল কাঁচের বোতলে টেরারিয়াম।

নতুনদের জন্য লেটেক গাছ গিভএওয়েঃনতুন সেটআপ করতে চান বা কিছু গাছ দিয়ে শুরু করেছেন এমন আপনার ট্যাংকের ছবি দেখান তা দেখে বুঝ...
25/10/2023

নতুনদের জন্য লেটেক গাছ গিভএওয়েঃ

নতুন সেটআপ করতে চান বা কিছু গাছ দিয়ে শুরু করেছেন এমন আপনার ট্যাংকের ছবি দেখান
তা দেখে বুঝে foreground, mid ground, back ground গাছ দেয়া হবে।

শর্ত দুইটা
১. প্রপার লোটেক ট্যাংক থাকতে হবে। সেটা কমেন্টসে দেখাতে হবে।
২. o৩ জন নতুন এ্যাকুয়ারিস্ট বন্ধুদের ট্যাগ করা লাগবে।

পিকআপ পয়েন্টঃ মোহাম্মদপুর।

লোকেশনে এসে নিয়ে যেতে হবে। শর্ত সাপেক্ষে কুরিয়ার পসিবল।

Presented by:Aquaculture center - ACC

Attention plz:মিডটেক গাছ গিভএওয়েঃLindernia Parviflora Variegated (submerged) Rotala bonsai (submerged) quality as per pi...
23/10/2023

Attention plz:

মিডটেক গাছ গিভএওয়েঃ

Lindernia Parviflora Variegated (submerged)
Rotala bonsai (submerged) quality as per picture.
Monti Carlo (emerge)
Ludwigia palustris (emerge)
Hygrophila lancea
'araguaia' (emerge)

শর্তঃ CO2 setup আলা ট্যাংক থাকতে হবে। সেটা কমেন্টসে দেখাতে হবে।

পিকআপ পয়েন্টঃ মোহাম্মদপুর।

যারা আগে ACC product নিয়েছেন, তাদের শুধু মাত্র কুরিয়ার করা পসিবল।

নতুনদের লোকেশনে এসে নিয়ে যেতে হবে।

Presented by: Aquaculture center - ACC

100% natural matured planted aquarium complete setup. ————-👉 10”X10” crystal glass aquarium with 2 side glass edging. Ea...
20/10/2023

100% natural matured planted aquarium complete setup.
————-
👉 10”X10” crystal glass aquarium with 2 side glass edging. Easy to carry size.
👉 Blue Betta (fighter) fish, ramshorn snail (cleaning crew)
👉 Dolphin H80 filter(including ceramic ring+extra synthetic cotton) - Filter must run 24 hr
👉 Light (5W) - (Light maximum daily 6-8 hrs on)
👉 ACC all in 250 ml fertiliser (use 1/2 pumps 1/2 times in an week)
👉 ACC anti chlorine - 250 ml (only use 1/2 pumps after 30%-40% (3/4 plastic mugs) water change in every 2 weeks regularly)
👉 Tropica fish food - feed twice a day 6/8 pallets (দানা) each time. Never more than that.
👉 Hardscape - White Stone Statue, different types of rooks.
👉 Plants - Anubias barteri broad leaf, Vallisneria Leopard, Vallisneria Italiana, Vallisneria Nana, Broad-Leaf Water Sprite (Ceratopteris Cornuta)
👉 Substrate - Soil with shylhet sand capping. Osmocote plus added in substrate. If you want, you could add any further plants in this substrate later.

(more details in picture’s description).
———

👉 If you would have it, at least 8-12 months no need to go for anything. Whole package is covered each and every items for a complete planted aquarium.
This would be very easy & convenient for any new beginner aquarist to take care of it without any special effort 🎏
——-

👉 Pick up point Mohammadpur, Dhaka
👉 In condition Home delivery possible inside Dhaka.
👉 Comments for further details

প্রায় ৬৫ জাতের উপর খুবই কম দামে বেস্ট কোয়ালিটির আকুয়াটিক প্লান্টস নিতে হলে যোগাযোগ করুন।মোস্টলি ছবি (২/৩ টা বাদে) আমার ন...
03/02/2023

প্রায় ৬৫ জাতের উপর খুবই কম দামে বেস্ট কোয়ালিটির আকুয়াটিক প্লান্টস নিতে হলে যোগাযোগ করুন।
মোস্টলি ছবি (২/৩ টা বাদে) আমার নিজের প্ল্যান্টেড অ্যাকুরিয়াম থেকে তোলা (ইমারজ + সাবমারজ)।অন্য কারো ইন্টারনেট থেকে চটকদার ছবি দেখে কিনে ধরা খাবেন না! আমাদের বাংলাদেশের লো অথবা মিডটেক সেটআপে সেই কালার আনা অনেক ক্ষেত্রে অসম্ভব!
মূল শিটে সব অরিজিনাল ছবি দেয়া আছে। ৬৫+ প্লান্টস এর ছবি আলাদা করে এডিট করা পেরা বলে কিছু কিছু দিলাম। আস্তে আস্তে সব কয়টা দিব! সাথে পট কোয়ান্টিটির (২ পট) ছবিও দেয়া আছে কিছু। টোটাল প্রাইজ লিস্ট/ছবি Excel/PDF এ এক সাথে পেতে হলে ইনবক্স করুন।
শুধু মাত্র হবিস্টরা আমার মোহাম্মাদপুর, ঢাক বাসায় এসে দেখে হাতে হাতে যে কোন পরিমান প্লান্টস নেয়ার সুযোগ আছে। সাথে ২৫+ tank (Pure breed Guppy + shrimps breeding) দেখার সুযোগ।
ঢাকা বা বাংলাদেশ এর যে কোন যায়গায় কুরিয়ার করা যাবে। ঢাকার মধ্যে একই দিনে পেতে ১০০ টাকা। পরের দিনে পেতে ৬০ টাকা। আর ঢাকার বাইরে ১১০-১৫০ টাকা।
অল্প টাকার প্লান্টস বার বার কুরিয়ার করতে যাওয়া পেইন! জানি অনেকেরই বেশি প্লান্টস কেনার প্রয়োজন/সামর্থ্য নাই। তবু আশা করব কুরিয়ার এর ক্ষেত্রে ডিসেন্ট এমউন্ট প্লান্টস অর্ডার করবেন। না হলে অপেক্ষা করতে হবে অন্য কুরিয়ার এর সাথে পাঠানোর!
আমার কারনে দুর্ভাগ্য বসত প্লান্টস এর কোন ক্ষতি হলে আলোচনা সাপেক্ষে সে কটা রিপ্লেছমেন্ট পাবেন। তবে অবশ্যই আনবক্সিং ভিডিও করে দেখাতে হবে। যেটা যে কোন অনলাইন পণ্য কেনার ক্ষেত্রে করা উচিৎ, তাই না?
সকল গাছের মূল্য আর পরিমান প্রথমেই ল-টেক আর মিড-টেক আলাদা আলাদা ফাইলে দেয়া আছে। সম্পূর্ণ এই লিস্ট নিয়ে দেখতে চাইলে ইনবক্স করুন।
কিছু গাছ শেষ হয়ে যাওয়ার জন্য বা রি-প্ল্যান্ট করার জন্য আপাতত available নাই। সেগুলা ঐ ফাইলে N/A (not available) লিখা আছে। অচিরেই হইতো আবার পাবেন।
ধন্যবাদ।
Available submerged plants:
--------------
Low tech –
1. Micra
2. Java Moss
3. Difformis variegated
4. Vallisneria spiralis 'Leopard'
5. Helanthium tenellum 'Green'
6. Nymphoides hydrophylla 'Taiwan'
Mid tech –
1. Riccia Moss
2. Lindernia rotundifolia 'Variegated'
3. Proserpinaca palustris
4. Bacopa colorata
5. Ludwigia polycarpa
6. Rotala sp. "Gia Lai" / "H'Ra"
7. Rotala rotundifolia - Green
==============
All Mid-Tech Plants List:
----------------------
M1 Dwarf Hairgrass
M2 Monte Carlo
M3 Lilaeopsis brasiliensis
M4 Glossostigma elatinoides
M5 Staurogyne sp. porto velho
M6 Long Hairgrass (Eleocharis Vivipara)
M7 Alternanthera reineckii 'Mini'
M8 Limnophila Rugosa
M9 Reineckii Rosaefolia
M10 Lobelia cardinalis
M11 Rotala indica 'Bonsai'
M12 Rotala Vietnam
M13 Rotala wallichii
M14 Alternanthera reineckii
M15 Myriophyllum tuberculatum
M16 Alternanthera reineckii 'Pink'
M17 Rotala sp. "Gia Lai" / "H'Ra"
M18 Rotala rotundifolia - Green
M19 Ludwigia palustris (easy red plant)
M20 Ludwigia peruensis /glandulosa (easy red plant)
M21 Hyptis lorentziana
M22 Ludwigia polycarpa
M23 Proserpinaca palustris
M24 Limnophila aromatic
M25 Limnophila aromatica mini
M26 Limnophila hippuridoides
M27 Ludwigia inclinata var. verticillata 'Cuba' Cuban Ludwigia
M28 Nesaea pedicellata golden
M29 Ammania gracilis
M30 Ludwigia Senegalensis
M31 Persicaria sp. 'sao paulo'
M32 Bacopa colorata (rare)
M33 Ludwigia ovalis
M34 Cuphea anagalloidea
M35 Ludwigia repens rubin
M36 Myriophyllum aquaticum (Vell.) Verdc.
M37 Hygrophila lancea 'araguaia'
M38 Lindernia Rotundifolia
M39 Lindernia rotundifolia 'Variegated'
M40 Pogostemon erectus
===========================
All Low-Tech Plants List:
-----------------------
L1 Micra - "Hemianthus micranthemoides (best low tech carpet)"
L2 Hydrocotyle tripartita
L3 Cardamine lyrata
L4 Staurogyne repens
L5 Dwarf sagittaria
L6 Cryptocoryne wendtii (best low tech mid)
L7 Cryptocoryne crispatula var. balansae
L8 Helanthium tenellum 'Green' - (best low tech mid)
L9 Bacopa colorata (best red low tech plant)
L10 Bacopa caroliniana (best low tech plant)
L11 Heteranthera zosterifolia Stargrass
L12 Myriophyllum aquaticum (Vell.) Verdc.
L13 Nymphoides hydrophylla 'Taiwan'
L14 Aponogeton ulvaceus
L15 Hygrophila corymbosa (Best low tech back)
L16 Hygrophila difformis (Best low tech back)
L17 Difformis variegated (Best low tech back)
L18 Ludwigia repens rubin
L19 Staurogyne sp. Brown
L20 Hygrophila polysperma sunset rosanervig
L21 Nymphaea lotus (Tiger lotus)
L22 hygrophila siamensis 53b
L23 Vallisneria spiralis 'Leopard' (rare red jungle val)
L24 Vallisneria americana 'Natans' (Big jungle val)
L25 Rotala sp. "Nanjenshan"
L26 Hornwort
L27 Mexican sword
L28 Water Lettuce
L29 Java Fern broad leaf
L30 Java Fern regular
L31 Anubias nana golden
L32 Water Lily (Hardy) (বিদেশি বারোমাসি শাপলা ফুল)
L33 Lotus (Size - Big, Medium, Small) (বিদেশি পদ্ম ফুল - ০৩ জাতের)

29/10/2022

Peace 😇

অনেক রিভিও আছে, যেগুলো একাউন্ট হোল্ডারের প্রাইভেসি রেসট্রিকশনের জন্য সবাই দেখতে পায় না। তাই কি আর করা, স্ক্রিনসটই ভরসা। ...
28/10/2022

অনেক রিভিও আছে, যেগুলো একাউন্ট হোল্ডারের প্রাইভেসি রেসট্রিকশনের জন্য সবাই দেখতে পায় না। তাই কি আর করা, স্ক্রিনসটই ভরসা। 😇

Few ACC aquascapings are working in progress. 😎
19/10/2022

Few ACC aquascapings are working in progress. 😎

বাংলাদেশের আবহাওয়াতে (নিম্নমানের পানি + উচ্চ তাপমাত্রা) ACC Fertiliser এবং গাছ ব্যবহার করে, অতি দ্রুত (দেড় মাস) এই অভাবন...
03/10/2022

বাংলাদেশের আবহাওয়াতে (নিম্নমানের পানি + উচ্চ তাপমাত্রা) ACC Fertiliser এবং গাছ ব্যবহার করে, অতি দ্রুত (দেড় মাস) এই অভাবনীয় সাফল্য অর্জন করতে পেরে আমরা মুগ্ধ। যেমনটা আশা করা হয়েছিল সেই অনুযায়ী অসাধারণ ফলাফল।

It was our challenge and now it's our success story. Green, lush and healthy plants. There are no visible algaes as well. 🙂

আমরা বিশ্বাস করি যে কোন পণ্যের গুন অবশ্যই আগে নিজেদের উপর যাচাই করে, তার ফলাফল কাস্টমারদের দেখানোটা অন্যতম দায়িত্বের মধ্যে পরে। সেই উদ্দেশেই ACC এর এই সেটআপটা করা। এবং দেশের আর সাধারণ দশ জনের মত সেট আপ। কোন বাড়তি expensive equipment ব্যবহার করা হয়নি। মোস্টলি DIY - garden soil, light, filter etc.
উদ্দেশ্য, দেখানো যে, চাইলেই যে কেও বাংলাদেশের এই আবহাওয়াতে এই রকম planted aquarium বানাতে সক্ষম হতে পারবেন বাড়তি কোন equipment/ বিশেষ খরচ ছাড়া।

এখন এই planted aquarium টা বলা যায় মোটামুটি পূর্ণতা অবস্থায় পৌছেছে।
Hardscape design - Aquaculture center - ACC
All fish, shrimps & snails breeder - Aquaculture center - ACC

Be with us.
Thanks.

All Fertilizers, Algae controller & Chlorine erase water conditioner list & prices including every other details:1. ACC ...
25/08/2022

All Fertilizers, Algae controller & Chlorine erase water conditioner list & prices including every other details:

1. ACC Macro – 250 ml – 300 taka
2. ACC Macro – 450 ml – 550 taka
3. ACC Micro – 250 ml – 400 taka
4. ACC Micro – 450 ml – 650 taka
5. ACC All in 1 for low tech – 250 ml – 350 taka
6. ACC All in 1 for low tech – 450 ml – 600 taka
7. ACC Special Iron(Fe) – 250 ml – 350 taka
8. Advance Chlorine erase water conditioner – 250 ml – 250 taka
9. Advance Chlorine erase water conditioner – 450 ml – 400 taka
10. Algae controller - 250 ml - 500 tk
11. Slow releasing ground fertiliser with capsule (Osmocote plus - macro + Micro) - 15 pcs - 150 tk

==============

আমার ACC অ্যাকুয়াটিক ফার্টিলাইজার তৈরি করার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে, আমি-আমাদের মত দেশি হবিস্টদের জন্য আন্তর্জাতিক মানের একটি ফার্টিলাইজার এভেইলেবল করা এবং দাম হতে হবে সবার হাতের নাগালে। অর্থাৎ অ্যাকুয়ারিস্টদের প্রয়োজন আর সামর্থ্যকে মূল্য দেয়া।

আমার শুরু থেকেই প্ল্যান্টেড অ্যাকুরিয়াম করার ঝোঁক। আমাকে যারা চিনে তারা জানেন আমার প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের বিবর্তন-উন্নতি, সৌন্দর্য। নিজের বানানো ফার্টিলাইজারই ব্যাবহার করে আসছি বহু দিন ধরে। শুরুতে অন্য সব দামি দামি commercial fertilizer ব্যাবহার করে দেখছি। দেখা গেছে ঐগুলো দামে আসলেই পোষায় না! আর হাতের নাগালে পাওয়াও তেমন সহজ না।
২০০৩ সালে বাংলাদেশের খামার বাড়ি থেকে “Roof top flower garden” ক্যাটাগরিতে প্রথম পুরষ্কার পাই আমরা। এখনও বাংলাদেশের সব চাইতে সেরা গোলাপ বাগানটা আমাদের ছাদে। মেইনটেইন করে চলছি তার বেস্ট কোয়ালিটি। কয়েক যুগের সেই প্ল্যান্টেড অ্যাকুরিয়াম আর গাছ করার অভিজ্ঞতা কাজে আসছে আমার এই ফার্টিলাইজার লাইন আপনাদের হাতে তুলে দিতে।

আমার ফার্টিলাইজারের সকল উপাদানগুলো ল্যাব গ্রেডেড - মাইক্রো (যেমন নাইট্রেটস, ফসফেটস, পটাসিয়াম, সালফার, চিলেটেড ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম) বা অন্যান্য প্রয়োজনীয় সমস্ত ম্যাক্রো উপাদানগুলো (যেমন চিলেটেড আইরন, চিলেটেড ম্যাঙ্গানিজ, চিলেটেড জিঙ্ক, চিলেটেড কপার, মলিবডেনাম ইত্যাদি) অত্যন্ত সুষম অনুপাতে দেয়া আছে।
অনুপাতটা Estimative Index (EI) ডোজ মেথড ফলো করা হয়েছে। 1990-এর দশকে টম বার এই পদ্ধতিটা বের করে। যার টার্গেট - অ্যাকুরিয়ামের গাছের সর্বোচ্চ বৃদ্ধি। EI সিস্টেমটা সিম্পল, অ্যাকুয়ারিয়ামের পানিতে ননস্টপ সর্বোচ্চ পরিমান নিউট্রিএন্স সরবরাহ বহাল রাখা। সেই ক্ষেত্রে সারটাকে সর্বোচ্চ ঘন করে বানাতে হয়। যাকে বলে, গাছের গলা অবধি খাওয়ানোর বাবস্থা! সপ্তাহে একদিন (প্রয়োজনে দুইবার) বড় একটা water change করার মাধ্যমে আগের অপ্রয়োজনীয় বাড়তি উপাদানগুলো ফেলে, রিসেট করে আবার বাকি দিন ঠেশে সার দেয়ার সিস্টেমটা হচ্ছে (EI) ডোজ।

PPS, PPS pro, lean dose ইত্যাদি হচ্ছে সারের পানির মিক্সিং এ সেম নিউট্রিএন্স কম পরিমানে রাখা, বুঝে শুনে দেখে দেয়া, অ্যাকুরিয়ামের গাছের পরিমান/ক্যাটাগরি বুঝে। উনারা টেস্ট কিট নিয়া বসেন। কোন নিউট্রিএন্স কমলো না বাড়ল মেপে-টেপে দেখে ডোজিং করেন। কি যে এক প্যারা!
EI ডোজে তেমন কোন টেস্ট/মাপার বালাই নাই। গাছের সব প্রয়োজন/অনুপাত অনুযায়ী সর্বোচ্চ পরিমানে পানিতে ঢালা থাকবে। মিক্সিং এ দুহাত ভরে সব দেয়া, এবার প্রয়োজন/চাহিদা অনুযায়ী বোতলের গায়ে লেখা নিয়মে ডোজ অ্যাডজাস্ট করুন।

বাংলাদেশে সবার জন্য, সব রকম চাহিদা পূরণ করছে, এমন কোনো বিদ্যমান লোকাল ফার্টিলাইজার আসলে খুঁজে পাইনাই, যেটার গুণগত মান আন্তর্জাতিক স্ট্যান্ডারের এবং
অবশ্যই দেশের সবার ক্রয় ক্ষমতার মধ্যে আছে। দেখি নাই যে, দেশের আবহাওয়া/পানিতে পূর্ণ কার্যকরী উপাদান সেগুলোতে ব্যাবহার করা হইতেছে। অনেক বোতলের গায়ে নাই কোন আন্তর্জাতিক স্ট্যান্ডারের ডিটেইলস। মোস্টলি চলছে প্রতারণা।

কাছের অনেক বন্ধু-শুভাকাঙ্ক্ষী বলছিলেন, "আপনের ফার্টিলাইজারের কোয়ালিটি, পরিমান অনুসারে দাম বাজারের আর দশটা পণ্যের চাইতে বেশি হওয়া উচিৎ। তা না হলে কেও কেও সারটা ব্যাবহার না করেই ভাবতে পারে – 'দামে কম! তার মানে কোন ঘাপলা আছে'।"
আমি নিজে হবিস্ট-ভোক্তা হিসেবে দেখছি, দেশে অ্যাকুরিয়াম রিলেটেড পণ্যের গলা কাটা দাম রাখা কাকে বলে! আর ভুয়া দুই নম্বরি জিনিস ধরায় দেয়া তো আছেই! ধরা খাইছি অসংখ্য বার।
সেম কাজ এখন আমি নিজে কিভাবে করি? আমার কাছ থেকে Plants (have 50+ collections), Guppy, Shrimp যারা যারা নিছে, নিচ্ছেন তারা জানেন আমার পণ্যের মান, সুলভ মূল্য, সার্ভিস, প্যাকিং আর আফটার সার্ভিস কেমন। গিফট, গিভ এওয়ে তো আছেই।
আমার ফার্টিলাইজারগুলো প্রয়োজন অনুযায়ী ব্যাবহার করে দেখুন। বিশ্বাস রাখি, একবার ব্যাবহার করলেই বুঝবেন আপনাকে ভবিষ্যতে আর অন্তত ফার্টিলাইজার নিয়ে দুশ্চিন্তা করা লাগবে না।

যাহোক, দিন শেষে যার যার নিজেদের সুন্দর একটা তরতাজা গাছে ভরা অ্যাকুয়ারিয়াম থাকুক সেটাই চাই আমরা। এই শখ আর দশটা শখের মত খুব একটা সহজ নয় যে, এক-দুই বেলা খাবার দিলাম, বাকি দিন চরে বেড়াবে। তবে কষ্ট যতই হোক, সময়/শ্রম দিলে এবং তার ফলাফল চোখের সামনে দেখা দিলে, তার আনুভুতিটাই অন্য রকম। আশা করি সবাই কালারফুল, তরতাজা গাছে ভরা অ্যাকুয়ারিয়ামের গর্বিত মালিক হন।

যে কেও যে কোন প্রয়োজনে-অপ্রয়োজনে মেসেজ বা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোন রকম ভাল-খারাপ উপদেশ, সাজেশন, রিভিউ, কমেন্টস আদান-প্রদান ইত্যাদি সব সময় মোস্ট ওয়েলকাম।

=========

যারা একটু বেশি জানতে চান তাদের বলি:
—————————————————

বাংলাদেশের পানির পিএইচ (সোজা হিসাব, অম্ল পানি না ক্ষারীয় পানি, acid, Alkaline) এর কোন আগা মাথা নাই। বেশির ভাগ অঞ্চলে পানি ক্ষারীয় অর্থাৎ পিএইচ বেশি। দেশের লিকুইড ফার্টিলাইজার ব্যবহৃত নিউট্রিএন্স উৎস অর্থাৎ যেই উপাদানগুলো আলাদা আলাদা করে দেয়া হচ্ছে তাতে সেই পিএইচ কম-বেশিতে গাছ অনেক ক্ষেত্রে সেই নিউট্রিএন্স গ্রহণ করতে পারে না।
পিএইচ কম-বেশি হলে কোন কোন নিউট্রিএন্স গাছের ব্যাবহার উপযোগী থাকে বা না থাকে নীচের চার্টটা দেখতে পারেন। Green circle মানে সেই পিএইচে রেঞ্জে সেই নিউট্রিএন্সটা গ্রহণ করতে পারে। Red circle মানে সেই পিএইচে রেঞ্জে সেই নিউট্রিএন্সটা গ্রহণ করতে পারে না।
এই সমস্যা দূর করার কয়েকটা উপায় – হয় পানির পিএইচ কন্ট্রোল করা। যেমন, RO water ব্যাবহার, যা সবার নাগালে নাই। বা অস্বাভাবিক উচ্চ মূল্যে aquatic commercial soil ব্যাবহার করা যা পানির পিএইচ কন্ট্রোল করে। যদিও বাজারে এখন নকল আর অতি নিম্ন মানের নতুন চায়না ব্রান্ডের commercial soil এ ভরা। চেনার উপায় নাই! লাস্ট উপায় হচ্ছে ফার্টিলাইজারে নিউট্রিএন্স উৎস/টাইপ এমন ফর্মে থাকতে হতে হবে যেগুলো পিএইচ কম-বেশি হলেও তাতে সেগুলো গাছ সহজে গ্রহন করতে পারবে, কোন হেরফের হয় না। তার জন্য আন্তর্জাতিক মানের সব ফার্টিলাইজারে “চিলেটেড ফর্ম” ব্যাবহার করা হয়। এক কথায়, চিলেটেড ফর্ম হচ্ছে নিউট্রিএন্সটা এমন করে বানানো যাতে সে ডানে-বামে অন্য কোন বিক্রিয়া/ঝামেলা কাধে না নিয়ে সরাসরি গাছ গ্রহণ করতে পারে।

আমার ACC ফার্টিলাইজারগুলোতে সর্বোচ্চ ০৬ টা উপাদানে chelated ফর্ম ব্যবহৃত করা হয়েছে। Iron(Fe) এর টা সব চাইতে সেরা চিলেটেড ফর্ম – FeEDDHA Iron(Fe) যা পানির পিএইচ 4.0 – 10.0 তেও গাছ গ্রহণ করতে পারে।

অপর দিকে চিলেটেড ফর্ম – EDTA Iron(Fe) যা পানির পিএইচ মাত্র 4.0 – 6.5 তে গাছ গ্রহণ করতে পারে। অন্যথায় এইটা ইউজলেস! আর একটা Iron(Fe) এর উৎস আছে Ferrous sulphate (FeSo4)। দেশে একজন সেটা নাকি ধুমায় বেচে শুনছি। দেখতে হাল্কা হলুদ/সবুজাভ। দামে সস্তার-সস্তা, গুড়া আকারে পাওয়া যায়। ওইটা হচ্ছে সব চাইতে গারবেজ। FeSo4 ফসফেটকে (PO4) এর সাথে বিক্রিয়া করে আলাদা বন্ড/যৌগ করে বসে থাকে। ফলে P, Fe দুইটাকেই গাছ গ্রহণ করতে পারে না।

“Benefit of chelated Iron-Fe (বা অন্য কোন নিউট্রিএন্স) in planted tank” বা FeEDDHA Iron(Fe) Vs EDTA Iron(Fe) দিয়ে গুগুলে সার্চ দিলে অসংখ্য তথ্য পাবেন।
Iron ছাড়া অন্য সব নিউট্রিএন্স কাজই করবে না।

Iron is utilized by plants to produce chlorophyll, a green pigment that helps plants to absorb light and make energy.

ক্লোরোফিল নাই মানে সব নাই! গাছ আধা মরা হইয়া টিকা থাকবে।

=========

Every day you learn something is a GOOD day.
Happy fish keeping to my entire fellow hobbyist.

অ্যাকুয়ারিস্টদের “চোয়াল ঝুলে যাওয়া” ব্যাপারটা যে আক্ষরিক অর্থে ঘটে যেতে পারে S.m. Fazle Rabby ভাই এর Fish Me তে না ঢুকলে...
04/08/2022

অ্যাকুয়ারিস্টদের “চোয়াল ঝুলে যাওয়া” ব্যাপারটা যে আক্ষরিক অর্থে ঘটে যেতে পারে S.m. Fazle Rabby ভাই এর Fish Me তে না ঢুকলে কেও ধারনা করতে পারবে না।

বাংলাদেশে বর্তমানে অল্প কিছু মানুষ অ্যাকুয়াস্কেপকে নেক্সট লেভেলে নেয়ার ক্রেডিট পাবে। তার মধ্যে রাব্বি ভাই অন্যতম। উনি বাংলাদেশে অ্যাকুয়াস্কেপকে সামনে আগানোর নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করে দিচ্ছেন, সেটা অনস্বীকার্য।
Pantho Sadik এর হাত ধরে গড়ে উঠা যোগ্য উত্তরসরি।

ACC feels honoured that Fish Me called us to be their supplier.

Fertilizer list & prices:1. ACC Macro – 250 ml – 300 taka2. ACC Macro – 450 ml – 550 taka3. ACC Micro – 250 ml – 400 tak...
24/07/2022

Fertilizer list & prices:

1. ACC Macro – 250 ml – 300 taka
2. ACC Macro – 450 ml – 550 taka
3. ACC Micro – 250 ml – 400 taka
4. ACC Micro – 450 ml – 650 taka
5. ACC All in 1 for low tech – 250 ml – 350 taka
6. ACC All in 1 for low tech – 450 ml – 600 taka
7. ACC Special Iron(Fe) – 250 ml – 350 taka
8. Advance Chlorine erase water conditioner – 250 ml – 250 taka
9. Advance Chlorine erase water conditioner – 450 ml – 400 taka
10. Algae controller - 250 ml - 500 tk

প্রায় ৬৫ জাতের উপর খুবই কম দামে বেস্ট কোয়ালিটির আকুয়াটিক প্লান্টস নিতে হলে যোগাযোগ করুন।মোস্টলি ছবি (২/৩ টা বাদে) আমার ন...
24/07/2022

প্রায় ৬৫ জাতের উপর খুবই কম দামে বেস্ট কোয়ালিটির আকুয়াটিক প্লান্টস নিতে হলে যোগাযোগ করুন।
মোস্টলি ছবি (২/৩ টা বাদে) আমার নিজের প্ল্যান্টেড অ্যাকুরিয়াম থেকে তোলা (ইমারজ + সাবমারজ)।অন্য কারো ইন্টারনেট থেকে চটকদার ছবি দেখে কিনে ধরা খাবেন না! আমাদের বাংলাদেশের লো অথবা মিডটেক সেটআপে সেই কালার আনা অনেক ক্ষেত্রে অসম্ভব!
মূল শিটে সব অরিজিনাল ছবি দেয়া আছে। ৬৫+ প্লান্টস এর ছবি আলাদা করে এডিট করা পেরা বলে কিছু কিছু দিলাম। আস্তে আস্তে সব কয়টা দিব! সাথে পট কোয়ান্টিটির (২ পট) ছবিও দেয়া আছে কিছু। টোটাল প্রাইজ লিস্ট/ছবি Excel/PDF এ এক সাথে পেতে হলে ইনবক্স করুন।

শুধু মাত্র হবিস্টরা আমার মোহাম্মাদপুর, ঢাক বাসায় এসে দেখে হাতে হাতে যে কোন পরিমান প্লান্টস নেয়ার সুযোগ আছে। সাথে ২৫+ tank (Pure breed Guppy + shrimps breeding) দেখার সুযোগ।

ঢাকা বা বাংলাদেশ এর যে কোন যায়গায় কুরিয়ার করা যাবে। ঢাকার মধ্যে একই দিনে পেতে ১০০ টাকা। পরের দিনে পেতে ৬০ টাকা। আর ঢাকার বাইরে ১১০-১৫০ টাকা।
অল্প টাকার প্লান্টস বার বার কুরিয়ার করতে যাওয়া পেইন! জানি অনেকেরই বেশি প্লান্টস কেনার প্রয়োজন/সামর্থ্য নাই। তবু আশা করব কুরিয়ার এর ক্ষেত্রে ডিসেন্ট এমউন্ট প্লান্টস অর্ডার করবেন। না হলে অপেক্ষা করতে হবে অন্য কুরিয়ার এর সাথে পাঠানোর!
আমার কারনে দুর্ভাগ্য বসত প্লান্টস এর কোন ক্ষতি হলে আলোচনা সাপেক্ষে সে কটা রিপ্লেছমেন্ট পাবেন। তবে অবশ্যই আনবক্সিং ভিডিও করে দেখাতে হবে। যেটা যে কোন অনলাইন পণ্য কেনার ক্ষেত্রে করা উচিৎ, তাই না?

সকল গাছের মূল্য আর পরিমান প্রথমেই ল-টেক আর মিড-টেক আলাদা আলাদা ফাইলে দেয়া আছে। সম্পূর্ণ এই লিস্ট নিয়ে দেখতে চাইলে ইনবক্স করুন।
কিছু গাছ শেষ হয়ে যাওয়ার জন্য বা রি-প্ল্যান্ট করার জন্য আপাতত available নাই। সেগুলা ঐ ফাইলে N/A (not available) লিখা আছে। অচিরেই হইতো আবার পাবেন।

ধন্যবাদ।

==============

Mid-Tech Plants List:
----------------------
M1 Dwarf Hairgrass
M2 Monte Carlo
M3 Lilaeopsis brasiliensis
M4 Glossostigma elatinoides
M5 Staurogyne sp. porto velho
M6 Long Hairgrass (Eleocharis Vivipara)
M7 Alternanthera reineckii 'Mini'
M8 Limnophila Rugosa
M9 Reineckii Rosaefolia
M10 Lobelia cardinalis
M11 Rotala indica 'Bonsai'
M12 Rotala Vietnam
M13 Rotala wallichii
M14 Alternanthera reineckii
M15 Myriophyllum tuberculatum
M16 Alternanthera reineckii 'Pink'
M17 Rotala sp. "Gia Lai" / "H'Ra"
M18 Rotala rotundifolia - Green
M19 Ludwigia palustris (easy red plant)
M20 Ludwigia peruensis /glandulosa (easy red plant)
M21 Hyptis lorentziana
M22 Ludwigia polycarpa
M23 Proserpinaca palustris
M24 Limnophila aromatic
M25 Limnophila aromatica mini
M26 Limnophila hippuridoides
M27 Ludwigia inclinata var. verticillata 'Cuba' Cuban Ludwigia
M28 Nesaea pedicellata golden
M29 Ammania gracilis
M30 Ludwigia Senegalensis
M31 Persicaria sp. 'sao paulo'
M32 Bacopa colorata (rare)
M33 Ludwigia ovalis
M34 Cuphea anagalloidea
M35 Ludwigia repens rubin
M36 Myriophyllum aquaticum (Vell.) Verdc.
M37 Hygrophila lancea 'araguaia'
M38 Lindernia Rotundifolia

===========================

Low-Tech Plants List:
-----------------------
L1 Micra - "Hemianthus micranthemoides (best low tech carpet)"
L2 Hydrocotyle tripartita
L3 Cardamine lyrata
L4 Staurogyne repens
L5 Dwarf sagittaria
L6 Cryptocoryne wendtii (best low tech mid)
L7 Cryptocoryne crispatula var. balansae
L8 Helanthium tenellum 'Green' - (best low tech mid)
L9 Bacopa colorata (best red low tech plant)
L10 Bacopa caroliniana (best low tech plant)
L11 Heteranthera zosterifolia Stargrass
L12 Myriophyllum aquaticum (Vell.) Verdc.
L13 Nymphoides hydrophylla 'Taiwan'
L14 Aponogeton ulvaceus
L15 Hygrophila corymbosa (Best low tech back)
L16 Hygrophila difformis (Best low tech back)
L17 Difformis variegated (Best low tech back)
L18 Ludwigia repens rubin
L19 Staurogyne sp. Brown
L20 Hygrophila polysperma sunset rosanervig
L21 Nymphaea lotus (Tiger lotus)
L22 hygrophila siamensis 53b
L23 Vallisneria spiralis 'Leopard' (rare red jungle val)
L24 Vallisneria americana 'Natans' (Big jungle val)
L25 Rotala sp. "Nanjenshan"
L26 Hornwort
L27 Mexican sword
L28 Water Lettuce
L29 Java Fern broad leaf
L30 Java Fern regular
L31 Anubias nana golden
L32 Water Lily (Hardy) (বিদেশি বারোমাসি শাপলা ফুল)
L33 Lotus (Size - Big, Medium, Small) (বিদেশি পদ্ম ফুল - ০৩ জাতের)

06/06/2022
25/03/2022

School of fish 😍
My Black neon tetras 🥰

25/03/2022

Shoal of fish 😍
My Danios 🥰

25/03/2022

আমার ব্রিড করা বেটা 😎

21/03/2022

সেরা কোয়ালিটি এবং সব চাইতে কমে প্রতিটা জাতের এডাল্ট হতে ফ্রাই সব আকারের পাইকারি (দাম আরও কম রাখা যাবে)/খুচরা হিসাবে দেয়া যাবে।
লোকেশনঃ মোহাম্মাদপুর বাস স্ট্যান্ড, ঢাকা।
আমার বাসায় এসে দেখে নেয়ার সুযোগ আছে।

1. Yellow taxido ribbon
* Semi adult
* Juvenile, fry

2. Blue taxido
* Ready to bread
* Juvenile, fry

3. Neon Blue:
* Ready to bread
* Fully adult pair
* Juvenile, fry –

4. HB Blue:
* Ready to bread
* Fully adult pair
* Juvenile, fry

5. Yellow albino
* Ready to bread

6. Red tail yellow snake skin
* Ready to bread

7. Coral red
* Ready to bread

8. Yellow albino
* Ready to bread

9. Dark Mosaic
* Ready to bread
* Juvenile, fry

10. Red Tail Platinum Elephant ear
* Ready to bread
* Juvenile, fry

11. Yellow Cobra
* Ready to bread
* Juvenile, fry

12. Mix bread
* Ready to bread
============

সব আমার অরিজিনাল ভিডিও।

শর্ত শাপেক্ষে কুরিয়ার করা সম্ভব।
আরো ডিটেইলস জানতে ইনবক্স করুন।

ধন্যবাদ।

09/03/2022
06/03/2022

আমার কিছু টুকরো টুকরো জলজ পৃথিবী 🥰🥰

যারা একটু বেশি জানতে চান তাদের বলি, বাংলাদেশের পানির পিএইচ (সোজা হিসাব, অম্ল পানি না ক্ষারীয় পানি, acid, Alkaline) এর কো...
06/03/2022

যারা একটু বেশি জানতে চান তাদের বলি, বাংলাদেশের পানির পিএইচ (সোজা হিসাব, অম্ল পানি না ক্ষারীয় পানি, acid, Alkaline) এর কোন আগা মাথা নাই। বেশির ভাগ অঞ্চলে পানি ক্ষারীয় অর্থাৎ পিএইচ বেশি। দেশের লিকুইড ফার্টিলাইজার ব্যবহৃত নিউট্রিএন্স উৎস অর্থাৎ যেই উপাদানগুলো আলাদা আলাদা করে দেয়া হচ্ছে তাতে সেই পিএইচ কম-বেশিতে গাছ অনেক ক্ষেত্রে সেই নিউট্রিএন্স গ্রহণ করতে পারে না।
পিএইচ কম-বেশি হলে কোন কোন নিউট্রিএন্স গাছের ব্যাবহার উপযোগী থাকে বা না থাকে নীচের চার্টটা দেখতে পারেন। Green circle মানে সেই পিএইচে রেঞ্জে সেই নিউট্রিএন্সটা গ্রহণ করতে পারে। Red circle মানে সেই পিএইচে রেঞ্জে সেই নিউট্রিএন্সটা গ্রহণ করতে পারে না।
এই সমস্যা দূর করার কয়েকটা উপায় – হয় পানির পিএইচ কন্ট্রোল করা। যেমন, RO water ব্যাবহার, যা সবার নাগালে নাই। বা অস্বাভাবিক উচ্চ মূল্যে aquatic commercial soil ব্যাবহার করা যা পানির পিএইচ কন্ট্রোল করে। যদিও বাজারে এখন নকল আর অতি নিম্ন মানের নতুন চায়না ব্রান্ডের commercial soil এ ভরা। চেনার উপায় নাই! লাস্ট উপায় হচ্ছে ফার্টিলাইজারে নিউট্রিএন্স উৎস/টাইপ এমন ফর্মে থাকতে হতে হবে যেগুলো পিএইচ কম-বেশি হলেও তাতে সেগুলো গাছ সহজে গ্রহন করতে পারবে, কোন হেরফের হয় না। তার জন্য আন্তর্জাতিক মানের সব ফার্টিলাইজারে “চিলেটেড ফর্ম” ব্যাবহার করা হয়। এক কথায়, চিলেটেড ফর্ম হচ্ছে নিউট্রিএন্সটা এমন করে বানানো যাতে সে ডানে-বামে অন্য কোন বিক্রিয়া/ঝামেলা কাধে না নিয়ে সরাসরি গাছ গ্রহণ করতে পারে।

আমার ACC ফার্টিলাইজারগুলোতে সর্বোচ্চ ০৬ টা উপাদানে chelated ফর্ম ব্যবহৃত করা হয়েছে। Iron(Fe) এর টা সব চাইতে সেরা চিলেটেড ফর্ম – FeEDDHA Iron(Fe) যা পানির পিএইচ 4.0 – 10.0 তেও গাছ গ্রহণ করতে পারে।

অপর দিকে চিলেটেড ফর্ম – EDTA Iron(Fe) যা পানির পিএইচ মাত্র 4.0 – 6.5 তে গাছ গ্রহণ করতে পারে। অন্যথায় এইটা ইউজলেস! আর একটা Iron(Fe) এর উৎস আছে Ferrous sulphate (FeSo4)। দেশে একজন সেটা নাকি ধুমায় বেচে শুনছি। দেখতে হাল্কা হলুদ/সবুজাভ। দামে সস্তার-সস্তা, গুড়া আকারে পাওয়া যায়। ওইটা হচ্ছে সব চাইতে গারবেজ। FeSo4 ফসফেটকে (PO4) এর সাথে বিক্রিয়া করে আলাদা বন্ড/যৌগ করে বসে থাকে। ফলে P, Fe দুইটাকেই গাছ গ্রহণ করতে পারে না।

“Benefit of chelated Iron-Fe (বা অন্য কোন নিউট্রিএন্স) in planted tank” বা FeEDDHA Iron(Fe) Vs EDTA Iron(Fe) দিয়ে গুগুলে সার্চ দিলে অসংখ্য তথ্য পাবেন।
Iron ছাড়া অন্য সব নিউট্রিএন্স কাজই করবে না।

Iron is utilized by plants to produce chlorophyll, a green pigment that helps plants to absorb light and make energy.

ক্লোরোফিল নাই মানে সব নাই! গাছ আধা মরা হইয়া টিকা থাকবে।

06/03/2022
06/03/2022

Address

2/38, Razia Sultana Road, Mohammadpur, Dhaka/
Dhaka
1207

Telephone

+8801714453574

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aquaculture center - ACC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aquaculture center - ACC:

Videos

Share


Other Aquatic Pet Stores in Dhaka

Show All