25/08/2022
All Fertilizers, Algae controller & Chlorine erase water conditioner list & prices including every other details:
1. ACC Macro – 250 ml – 300 taka
2. ACC Macro – 450 ml – 550 taka
3. ACC Micro – 250 ml – 400 taka
4. ACC Micro – 450 ml – 650 taka
5. ACC All in 1 for low tech – 250 ml – 350 taka
6. ACC All in 1 for low tech – 450 ml – 600 taka
7. ACC Special Iron(Fe) – 250 ml – 350 taka
8. Advance Chlorine erase water conditioner – 250 ml – 250 taka
9. Advance Chlorine erase water conditioner – 450 ml – 400 taka
10. Algae controller - 250 ml - 500 tk
11. Slow releasing ground fertiliser with capsule (Osmocote plus - macro + Micro) - 15 pcs - 150 tk
==============
আমার ACC অ্যাকুয়াটিক ফার্টিলাইজার তৈরি করার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে, আমি-আমাদের মত দেশি হবিস্টদের জন্য আন্তর্জাতিক মানের একটি ফার্টিলাইজার এভেইলেবল করা এবং দাম হতে হবে সবার হাতের নাগালে। অর্থাৎ অ্যাকুয়ারিস্টদের প্রয়োজন আর সামর্থ্যকে মূল্য দেয়া।
আমার শুরু থেকেই প্ল্যান্টেড অ্যাকুরিয়াম করার ঝোঁক। আমাকে যারা চিনে তারা জানেন আমার প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের বিবর্তন-উন্নতি, সৌন্দর্য। নিজের বানানো ফার্টিলাইজারই ব্যাবহার করে আসছি বহু দিন ধরে। শুরুতে অন্য সব দামি দামি commercial fertilizer ব্যাবহার করে দেখছি। দেখা গেছে ঐগুলো দামে আসলেই পোষায় না! আর হাতের নাগালে পাওয়াও তেমন সহজ না।
২০০৩ সালে বাংলাদেশের খামার বাড়ি থেকে “Roof top flower garden” ক্যাটাগরিতে প্রথম পুরষ্কার পাই আমরা। এখনও বাংলাদেশের সব চাইতে সেরা গোলাপ বাগানটা আমাদের ছাদে। মেইনটেইন করে চলছি তার বেস্ট কোয়ালিটি। কয়েক যুগের সেই প্ল্যান্টেড অ্যাকুরিয়াম আর গাছ করার অভিজ্ঞতা কাজে আসছে আমার এই ফার্টিলাইজার লাইন আপনাদের হাতে তুলে দিতে।
আমার ফার্টিলাইজারের সকল উপাদানগুলো ল্যাব গ্রেডেড - মাইক্রো (যেমন নাইট্রেটস, ফসফেটস, পটাসিয়াম, সালফার, চিলেটেড ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম) বা অন্যান্য প্রয়োজনীয় সমস্ত ম্যাক্রো উপাদানগুলো (যেমন চিলেটেড আইরন, চিলেটেড ম্যাঙ্গানিজ, চিলেটেড জিঙ্ক, চিলেটেড কপার, মলিবডেনাম ইত্যাদি) অত্যন্ত সুষম অনুপাতে দেয়া আছে।
অনুপাতটা Estimative Index (EI) ডোজ মেথড ফলো করা হয়েছে। 1990-এর দশকে টম বার এই পদ্ধতিটা বের করে। যার টার্গেট - অ্যাকুরিয়ামের গাছের সর্বোচ্চ বৃদ্ধি। EI সিস্টেমটা সিম্পল, অ্যাকুয়ারিয়ামের পানিতে ননস্টপ সর্বোচ্চ পরিমান নিউট্রিএন্স সরবরাহ বহাল রাখা। সেই ক্ষেত্রে সারটাকে সর্বোচ্চ ঘন করে বানাতে হয়। যাকে বলে, গাছের গলা অবধি খাওয়ানোর বাবস্থা! সপ্তাহে একদিন (প্রয়োজনে দুইবার) বড় একটা water change করার মাধ্যমে আগের অপ্রয়োজনীয় বাড়তি উপাদানগুলো ফেলে, রিসেট করে আবার বাকি দিন ঠেশে সার দেয়ার সিস্টেমটা হচ্ছে (EI) ডোজ।
PPS, PPS pro, lean dose ইত্যাদি হচ্ছে সারের পানির মিক্সিং এ সেম নিউট্রিএন্স কম পরিমানে রাখা, বুঝে শুনে দেখে দেয়া, অ্যাকুরিয়ামের গাছের পরিমান/ক্যাটাগরি বুঝে। উনারা টেস্ট কিট নিয়া বসেন। কোন নিউট্রিএন্স কমলো না বাড়ল মেপে-টেপে দেখে ডোজিং করেন। কি যে এক প্যারা!
EI ডোজে তেমন কোন টেস্ট/মাপার বালাই নাই। গাছের সব প্রয়োজন/অনুপাত অনুযায়ী সর্বোচ্চ পরিমানে পানিতে ঢালা থাকবে। মিক্সিং এ দুহাত ভরে সব দেয়া, এবার প্রয়োজন/চাহিদা অনুযায়ী বোতলের গায়ে লেখা নিয়মে ডোজ অ্যাডজাস্ট করুন।
বাংলাদেশে সবার জন্য, সব রকম চাহিদা পূরণ করছে, এমন কোনো বিদ্যমান লোকাল ফার্টিলাইজার আসলে খুঁজে পাইনাই, যেটার গুণগত মান আন্তর্জাতিক স্ট্যান্ডারের এবং
অবশ্যই দেশের সবার ক্রয় ক্ষমতার মধ্যে আছে। দেখি নাই যে, দেশের আবহাওয়া/পানিতে পূর্ণ কার্যকরী উপাদান সেগুলোতে ব্যাবহার করা হইতেছে। অনেক বোতলের গায়ে নাই কোন আন্তর্জাতিক স্ট্যান্ডারের ডিটেইলস। মোস্টলি চলছে প্রতারণা।
কাছের অনেক বন্ধু-শুভাকাঙ্ক্ষী বলছিলেন, "আপনের ফার্টিলাইজারের কোয়ালিটি, পরিমান অনুসারে দাম বাজারের আর দশটা পণ্যের চাইতে বেশি হওয়া উচিৎ। তা না হলে কেও কেও সারটা ব্যাবহার না করেই ভাবতে পারে – 'দামে কম! তার মানে কোন ঘাপলা আছে'।"
আমি নিজে হবিস্ট-ভোক্তা হিসেবে দেখছি, দেশে অ্যাকুরিয়াম রিলেটেড পণ্যের গলা কাটা দাম রাখা কাকে বলে! আর ভুয়া দুই নম্বরি জিনিস ধরায় দেয়া তো আছেই! ধরা খাইছি অসংখ্য বার।
সেম কাজ এখন আমি নিজে কিভাবে করি? আমার কাছ থেকে Plants (have 50+ collections), Guppy, Shrimp যারা যারা নিছে, নিচ্ছেন তারা জানেন আমার পণ্যের মান, সুলভ মূল্য, সার্ভিস, প্যাকিং আর আফটার সার্ভিস কেমন। গিফট, গিভ এওয়ে তো আছেই।
আমার ফার্টিলাইজারগুলো প্রয়োজন অনুযায়ী ব্যাবহার করে দেখুন। বিশ্বাস রাখি, একবার ব্যাবহার করলেই বুঝবেন আপনাকে ভবিষ্যতে আর অন্তত ফার্টিলাইজার নিয়ে দুশ্চিন্তা করা লাগবে না।
যাহোক, দিন শেষে যার যার নিজেদের সুন্দর একটা তরতাজা গাছে ভরা অ্যাকুয়ারিয়াম থাকুক সেটাই চাই আমরা। এই শখ আর দশটা শখের মত খুব একটা সহজ নয় যে, এক-দুই বেলা খাবার দিলাম, বাকি দিন চরে বেড়াবে। তবে কষ্ট যতই হোক, সময়/শ্রম দিলে এবং তার ফলাফল চোখের সামনে দেখা দিলে, তার আনুভুতিটাই অন্য রকম। আশা করি সবাই কালারফুল, তরতাজা গাছে ভরা অ্যাকুয়ারিয়ামের গর্বিত মালিক হন।
যে কেও যে কোন প্রয়োজনে-অপ্রয়োজনে মেসেজ বা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোন রকম ভাল-খারাপ উপদেশ, সাজেশন, রিভিউ, কমেন্টস আদান-প্রদান ইত্যাদি সব সময় মোস্ট ওয়েলকাম।
=========
যারা একটু বেশি জানতে চান তাদের বলি:
—————————————————
বাংলাদেশের পানির পিএইচ (সোজা হিসাব, অম্ল পানি না ক্ষারীয় পানি, acid, Alkaline) এর কোন আগা মাথা নাই। বেশির ভাগ অঞ্চলে পানি ক্ষারীয় অর্থাৎ পিএইচ বেশি। দেশের লিকুইড ফার্টিলাইজার ব্যবহৃত নিউট্রিএন্স উৎস অর্থাৎ যেই উপাদানগুলো আলাদা আলাদা করে দেয়া হচ্ছে তাতে সেই পিএইচ কম-বেশিতে গাছ অনেক ক্ষেত্রে সেই নিউট্রিএন্স গ্রহণ করতে পারে না।
পিএইচ কম-বেশি হলে কোন কোন নিউট্রিএন্স গাছের ব্যাবহার উপযোগী থাকে বা না থাকে নীচের চার্টটা দেখতে পারেন। Green circle মানে সেই পিএইচে রেঞ্জে সেই নিউট্রিএন্সটা গ্রহণ করতে পারে। Red circle মানে সেই পিএইচে রেঞ্জে সেই নিউট্রিএন্সটা গ্রহণ করতে পারে না।
এই সমস্যা দূর করার কয়েকটা উপায় – হয় পানির পিএইচ কন্ট্রোল করা। যেমন, RO water ব্যাবহার, যা সবার নাগালে নাই। বা অস্বাভাবিক উচ্চ মূল্যে aquatic commercial soil ব্যাবহার করা যা পানির পিএইচ কন্ট্রোল করে। যদিও বাজারে এখন নকল আর অতি নিম্ন মানের নতুন চায়না ব্রান্ডের commercial soil এ ভরা। চেনার উপায় নাই! লাস্ট উপায় হচ্ছে ফার্টিলাইজারে নিউট্রিএন্স উৎস/টাইপ এমন ফর্মে থাকতে হতে হবে যেগুলো পিএইচ কম-বেশি হলেও তাতে সেগুলো গাছ সহজে গ্রহন করতে পারবে, কোন হেরফের হয় না। তার জন্য আন্তর্জাতিক মানের সব ফার্টিলাইজারে “চিলেটেড ফর্ম” ব্যাবহার করা হয়। এক কথায়, চিলেটেড ফর্ম হচ্ছে নিউট্রিএন্সটা এমন করে বানানো যাতে সে ডানে-বামে অন্য কোন বিক্রিয়া/ঝামেলা কাধে না নিয়ে সরাসরি গাছ গ্রহণ করতে পারে।
আমার ACC ফার্টিলাইজারগুলোতে সর্বোচ্চ ০৬ টা উপাদানে chelated ফর্ম ব্যবহৃত করা হয়েছে। Iron(Fe) এর টা সব চাইতে সেরা চিলেটেড ফর্ম – FeEDDHA Iron(Fe) যা পানির পিএইচ 4.0 – 10.0 তেও গাছ গ্রহণ করতে পারে।
অপর দিকে চিলেটেড ফর্ম – EDTA Iron(Fe) যা পানির পিএইচ মাত্র 4.0 – 6.5 তে গাছ গ্রহণ করতে পারে। অন্যথায় এইটা ইউজলেস! আর একটা Iron(Fe) এর উৎস আছে Ferrous sulphate (FeSo4)। দেশে একজন সেটা নাকি ধুমায় বেচে শুনছি। দেখতে হাল্কা হলুদ/সবুজাভ। দামে সস্তার-সস্তা, গুড়া আকারে পাওয়া যায়। ওইটা হচ্ছে সব চাইতে গারবেজ। FeSo4 ফসফেটকে (PO4) এর সাথে বিক্রিয়া করে আলাদা বন্ড/যৌগ করে বসে থাকে। ফলে P, Fe দুইটাকেই গাছ গ্রহণ করতে পারে না।
“Benefit of chelated Iron-Fe (বা অন্য কোন নিউট্রিএন্স) in planted tank” বা FeEDDHA Iron(Fe) Vs EDTA Iron(Fe) দিয়ে গুগুলে সার্চ দিলে অসংখ্য তথ্য পাবেন।
Iron ছাড়া অন্য সব নিউট্রিএন্স কাজই করবে না।
Iron is utilized by plants to produce chlorophyll, a green pigment that helps plants to absorb light and make energy.
ক্লোরোফিল নাই মানে সব নাই! গাছ আধা মরা হইয়া টিকা থাকবে।
=========
Every day you learn something is a GOOD day.
Happy fish keeping to my entire fellow hobbyist.