কেনো পোষা প্রাণীকে সবসময় অনলাইনে দেখানো উচিত না আজকে এর একটা বাস্তব উদাহরণ দেয়া হলো
এই বিড়ালের মালিক অনলাইনে নক দিয়ে বিড়ালের এরকম কাশির এবং ঠান্ডা লাগার ব্যাপারটি বললেন। স্বাভাবিকভাবেই সকল ডাক্তার ই এই সমস্যা কে rhinits অথবা common cold ধরে চিকিৎসা দিবেন। বিড়াল খাওয়া দাওয়া ঠিক মতো করে বিধায় আমরাও সেইম চিকিৎসা দিলাম। তবে ওষুধ খাওয়ানোর আগেই বিড়াল টি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। মালিকের মন মানছিলো না বিধায় উনি ক্লিনিকে নেয়ার কথা বলেন এবং সাজেস্ট করলাম তাহলে ওষুধ না দিয়ে আগে এক্সরে করানোর জন্য।
পরবর্তীতে এক্স-রে রিপোর্টে Lungs এর কন্ডিশন থেকে gastrointestinal সমস্যাই বেশি দেখা গেছে এমনকি obstruction থাকারও সম্ভাবনা রয়েছে। প্রচুর গ্যাসের সমস্যার কারণে বিড়াল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে।
এই বিড়ালকে অনলাইনে যতো ভালো ডাক্তার ই দেখানো হতো না কেনো এক্সরে করানো ছাড়া কখনোই সঠিক চিকিৎসা প