RR Aviary Bangladesh

RR Aviary Bangladesh Love � for pets

Dear Friends,Kindly subscribe to our YouTube channel as below link 👇বন্ধুরা আপনারা সকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্র...
03/11/2023

Dear Friends,
Kindly subscribe to our YouTube channel as below link 👇
বন্ধুরা আপনারা সকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।

This is a family vlog channel whereas our all members name start by "R" letter. We uploaded and share our daily activities with friend and family. Hope all a...

26/04/2023
New member JP Budgies
10/04/2023

New member JP Budgies

The color's of love........
01/03/2023

The color's of love........

Tame size cockatiel baby at Uttara, sector 042 pcs lutino parl & 2 PCs lutinoAge 10 to 20 daysAsking price 2800/pcsCall ...
20/02/2023

Tame size cockatiel baby at Uttara, sector 04
2 pcs lutino parl & 2 PCs lutino
Age 10 to 20 days
Asking price 2800/pcs
Call 01921519087

🟥💥ডিমের খোসার পুষ্টিগুণ এবং উপকারিতা:-প্রতিদিন ডিম খাওয়ার পর ফেলে দিচ্ছেন কি ডিমের খোসা নামের ক্যালসিয়ামের খনি? যুগে যুগ...
13/02/2023

🟥💥ডিমের খোসার পুষ্টিগুণ এবং উপকারিতা:-

প্রতিদিন ডিম খাওয়ার পর ফেলে দিচ্ছেন কি ডিমের খোসা নামের ক্যালসিয়ামের খনি? যুগে যুগে মানুষের আমিষ–জাতীয় খাদ্যের প্রধান উৎসগুলোর একটি হয়ে আছে ডিম। মানবজাতির ইতিহাসে প্রথম কীভাবে মানুষের মনে মা পাখির রক্তচক্ষু এড়িয়ে পাখির বাসা থেকে এই প্রায় গোলাকৃতি বস্তু ফাটিয়ে ভেতরের উপাদেয় অংশ খাবার কথা মাথায় এল, তা সত্যি নৃতাত্ত্বিক গবেষণার ব্যাপার। তবে এই ব্যাপারে কোনোই সন্দেহ নেই যে ছেলে–বুড়ো সবার জন্য সহজলভ্য ও সহজপাচ্য এই প্রোটিন–জাতীয় খাদ্যের জুড়ি মেলা ভার। 🙂

✅ডিমের খোসার রয়েছে বৈচিত্র্যময় উপযোগিতা আর বহুমুখী ব্যবহার। সারা বিশ্বে বছরে প্রায় ৮০ মিলিয়ন মেট্রিক টন ডিম উৎপাদিত হয়। বাংলাদেশে বর্তমান সময়ে অন্য যেকোনো প্রাণীজ আমিষের চেয়ে ডিমের আধিপত্য বেশি ঘরে ঘরে। দামে কম, বেশি পুষ্টিকর হওয়ার সঙ্গে সঙ্গে প্রোটিন বুস্ট আপের প্রধান উপায়ই হচ্ছে ডিম খাওয়া। এ থেকেই বোঝা যাচ্ছে, এই এত এত ডিমের কত খোসা আমরা ফেলে দিচ্ছি প্রতিদিন! অথচ ডিমের খোসার রয়েছে বৈচিত্র্যময় উপযোগিতা আর বহুমুখী ব্যবহার।

✅বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ডিমের খোসায় ক্যালসিয়াম মূলত ক্যালসিয়াম কার্বনেট হিসেবে থাকে, যা কিনা আমাদের হাড় ও দাঁতের মূল উপাদানের সঙ্গে একেবারে সামঞ্জস্যপূর্ণ। তাই তা সহজে ও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই শরীরে শোষিত হয়ে আমাদের উপকার করতে পারে। সারা বিশ্বে হাড়ের ব্যথা, ক্ষয়, জোড়ের বিকৃতিতে কষ্ট পাচ্ছেন যাঁরা, এমনকি হাড়ের কার্টিলেজ শুকিয়ে যেতে থাকা রোগীরাও ডিমের খোসার চূর্ণ সেবন করে সুস্থ জীবন যাপন করছেন। এ ছাড়া পেশির সংকোচন-প্রসারণ, স্নায়ুতন্ত্র ভালো রাখা ও শরীরের কোষগঠনের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে ক্যালসিয়ামের বিকল্প নেই।

🟥ডিমের খোসার চূর্ণ তৈরি করার নিয়ম:-

প্রথমেই ভালো, রোগমুক্ত, অর্গানিক, তাজা ডিমের খোসা নিয়ে তার পর্দা, আঠাসহ আলগা ময়লা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। খেয়াল রাখতে হবে, যেন ডিমের খোসা খুব পাতলা না হয়। এবার জীবাণুমুক্ত করার জন্য ফুটন্ত পানিতে খোসাগুলো ভালোভাবে ১০-৩০ মিনিট ফুটিয়ে নিতে হবে। খোসাগুলো তুলে পানি ঝরিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। যেন সম্পূর্ণ জলীয় অংশ চলে যায়। এবার ডিমের খোসাগুলো কফি গ্রাইন্ডার বা চিনি গুঁড়া করার ব্লেন্ডারে মিহি গুঁড়া করে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের খোসাচূর্ণ। একটি শুকনা বয়ামে ভরে রাখতে হবে।

🟥পশু ও পাখির খাদ্যে ডিমের খোসা:-

শুধু মানুষের নয়, পশু ও পাখির খাদ্যকেও ক্যালসিয়ামের পরিপূর্ণতা দিতে পারে ডিমের খোসার চূর্ণ। এ ছাড়া পাখি নিজে নিজেই ঠুকরে ডিমের খোসা খেতে পছন্দ করে। বাড়ির পোষা পাখির জন্য ডিমের খোসার চূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ । পশু পাখির খাবারে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে পারে ডিমের খোসা।

🟥পাখিকে কিভাবে ডিমের চূর্ণ খেতে দিবেন:-

পাখিদেরকে সফ্টফুডের সাথে নিয়মিত পরিমাণ মতো ডিমের চূর্ণ মিশিয়ে দিতে হবে। এতে করে পাখির ক্যালসিয়ামের অভাব দূর হবে।ধন্যবাদ

ব্রিডিং এর আগে ৩০ দিন পাখিকে যে সব খাবার  দিয়ে রেডি করবেন তা নিচে দেওয়া হল ঃ-* পরিষ্কার ও ফ্রেশ সীড মিক্স প্রতিদিন খেতে ...
08/02/2023

ব্রিডিং এর আগে ৩০ দিন পাখিকে যে সব খাবার দিয়ে রেডি করবেন তা নিচে দেওয়া হল ঃ-
* পরিষ্কার ও ফ্রেশ সীড মিক্স প্রতিদিন খেতে দিতে হবে ।
* রান্না করা খাবার - যেমন ভুট্টা সিদ্ধু প্রতিদিন অল্প করে , ২ ঘণ্টা পর চেঞ্জ করে দিবেন ।
* এগ ফুড প্রতিদিন বা ১ দিন পর আরেক দিন । এক দিন দিবেন রান্না করা খাবার আরেক দিন দিবেন এগ ফুড ।
* শাকসবজি - ২ দিন পর পর পাখিকে শাকসবজি দিবেন , যা সে পছন্দ করে । কিন্তু অল্প পরিমানে । বেশি দিলে না খেয়ে তা নিয়ে খেলা করবে ।
* টক জাতীয় খাবার বা যে কোন ফল [ যা পাখি খায় ] - খুব অল্প পরিমান দিবেন যেমন - আমরা ,কামরাঙ্গা ।
* আপেল ভিনেগার - [ ACV ] ১ চা চামুচ ১ লিটার পানিতে প্রতি দিন ।
* সব সময় খাঁচায় সাগরের ফেনা , মিনারেল ব্লক , ভিটা ব্লক দিয়ে রাখবেন ।
* মাঝে মাঝে জীবাণুনাশক দিয়ে খাঁচা ও রুম স্প্রে করতে হবে ।
* ব্রিডিং এর ৪৫ দিন আগে ক্রিমিনাশক পাখিকে খেতে দিতে হবে ।
# # ৩০ দিন আপনার পাখিকে ভালমন্দ খাওয়ালেন এখন আপনি হাড়ি দিবেন তাহলে ৭ দিন আগে থেকে ভালমানের মাল্টি ভিটামিন খেতে দিন ।যেমন - প্যানামিন , ডেলি নেচারের ব্রীড + , মেগা-ভিট, ভিটা ক্যাল ।
আমার এই টিপস বাহিরের অনেক বড় বড় পাখি ব্রীডারদের কাছ থেকে নেয়া । যা আমাকে বিদেশি পাখি বিশেষজ্ঞ Azizul Haque Farhad স্যার সংগ্রহ করে দিয়েছেন ।

পাখির কৃমিমুক্ত করণ পদ্ধতি আধা লিটার পানি ফুটিয়ে ১০/১২টি নিমপাতা আর রসুনের দুই কোয়া দশ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে ঠাণ্ডা হল...
08/02/2023

পাখির কৃমিমুক্ত করণ পদ্ধতি
আধা লিটার পানি ফুটিয়ে ১০/১২টি নিমপাতা আর রসুনের দুই কোয়া দশ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে ঠাণ্ডা হলে পাখিকে খেতে দিন পরপর তিন দিন ।
এই পানি দিয়ে পাখির থাকার জায়গা স্প্রে করে দিতে পারেন ।পাখির গায়ে লাগলেও কোন সমস্যা হবে না ।
সংরক্ষণ পদ্ধতি
এই পানি দুই সপ্তাহ ফ্রিজে রাখা যাবে তবে তিন চার দিন পরপর জ্বাল দিতে হবে ।আর দেয়ার সময় জ্বাল দিয়ে নরমাল করে দিতে হবে ।

পাখির জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রাকৃতিক খাবার ও উপকারিতাঃ১) তুলসী পাতা : ঠান্ডা, কাশি, শ্বাস কস্ট, ফুসফুসের সমস্যা দূর কর...
08/02/2023

পাখির জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রাকৃতিক খাবার ও উপকারিতাঃ
১) তুলসী পাতা : ঠান্ডা, কাশি, শ্বাস কস্ট, ফুসফুসের সমস্যা দূর করে, জ্বরনাশক, ভিটামিন কে এর উৎস।
কয়েকটি পাতা বেটে খাবার পানিতে মিশিয়ে বা ধুইয়ে হাতে ডলে হা করে খাইয়ে দিতে পারেন ।
২) এলোভেরা : গরমে দুর্বলতা কমায়, কিডনি ফুসফুস ভাল থাকে, পালক গজায়, পেটের সমস্যা দূর করে, বাচ্চার লোম ছেঁড়া বন্ধ হয়, কাঁটা ছেঁড়া পোড়া ক্ষত ভাল হয়, ত্বকের জন্য বিশেষ উপকারী।
৩) পুদিনা পাতা : পেটের সমস্যা ও আমাশয় দূর করে, রুচি বর্ধক ও ঠান্ডা ভাব দূর করে, শক্তিবর্ধক, ।
কয়েকটি পাতা বেটে খাবার পানিতে মিশিয়ে বা ধুইয়ে হাতে ডলে হা করে খাইয়ে দিতে পারেন ।
৪) থানকুনি পাতা : পেটের সমস্যা ও আমাশয় দূর করে, রক্ত পড়া বন্ধ করে, বায়ু নাশক, প্রশান্তি দান করে।
কয়েকটি পাতা বেটে খাবার পানিতে মিশিয়ে বা ধুইয়ে হাতে ডলে হা করে খাইয়ে দিতে পারেন ।
৫) নিম পাতা : কৃমি নাশক, শক্তিশালী জীবাণুনাশক, মাইট ধ্বংস হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পরিবেশের বাতাস পরিষ্কার করে। বেশি খাওয়ানো যাবেনা।
কয়েকটি পাতা বেটে খাবার পানিতে মিশিয়ে বা ধুইয়ে হাতে ডলে হা করে খাইয়ে দিতে পারেন ।
৬) আদা : কফ পরিষ্কার করে, হজমকারক, বায়ুনাশক, বমিভাব দূর করে, দীর্ঘ মেয়াদী ব্যথা দূর করে।
১ লিটার এ ২ চামচ আদা বাটা মিশিয়ে ঐ পাণি ছেকে খাওয়াতে পারেন খাবার পাণি হিসাবে প্রতি মাসে ৫ দিন ।
৭) রসুন : জ্বর নাশক, ঠান্ডা ভাব দূর করে, এগ বাইন্ডিং প্রতিরোধক। আস্ত রেখে দিলে পোকা মাকড় আসে না। বেশি খাওয়ানো যাবেনা।
১ লিটার এ ২ চামচ রসুন বাটা মিশিয়ে ঐ পাণি ছেকে খাওয়াতে পারেন খাবার পাণি হিসাবে প্রতি মাসে ৫ দিন ।
৮) হলুদ : বায়ুনাশক, ব্যথা নাশক, রক্ত পড়া বন্ধ করে, ক্ষত নাশক, ভাঙ্গা অঙ্গ জোড়া দিতে বিশেষ সাহায্যকারী।
১ লিটার এ ২ চামচ হলুদ বাটা মিশিয়ে ঐ পাণি ছেকে খাওয়াতে পারেন খাবার পাণি হিসাবে প্রতি মাসে ৫ দিন ।
৯) পেয়ারা ও পেয়ারা পাতা : এন্টি অক্সিডেন্ট, পালক গজায়, প্রচুর ভিটামিন সি এর উৎস।
১০) জাম্বুরা : জ্বর নাশক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড় মজবুত করে, চর্বি কমায়। বেশি খাওয়ানো যাবেনা।
১১) তরমুজ : এন্টি অক্সিডেন্ট, গরমে দুর্বলতা কমায়, আঘাতের ধকল দূর করে, হজমকারক, বায়ুনাশক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
১২) লেবুর রস : এন্টি অক্সিডেন্ট, চর্বি কমায়, গরমে দুর্বলতা কমায়, ভিটামিন সি এর উৎস, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেকোন ক্ষত দ্রুত শুকায়, রুচি বর্ধক, হজমকারক, ফুসফুসের সমস্যা দূর করে।
১৩) সজনে ঃ
সজনে ডাঁটা, পাতা ও ফুল, তিনেরই উপকারিতা আছে।
সজনে পাতা :
পাখিকে রোগ মুক্ত রাখে, রোগ প্রতিরোধ খমতা বাড়ায়,
পাখির হজম শক্তি বাড়ায়।

পাখীর জন্য নিম পাতার উপকারিতা১। নিমের দ্রবন উৎকৃষ্ট কৃমি ও জিবানুনাশক। পাখির কৃমি হলে পাখিকে টানা তিন দিন নিমের দ্রবণ খে...
08/02/2023

পাখীর জন্য নিম পাতার উপকারিতা
১। নিমের দ্রবন উৎকৃষ্ট কৃমি ও জিবানুনাশক। পাখির কৃমি হলে পাখিকে টানা তিন দিন নিমের দ্রবণ খেতে দিন। (দিনের বেলায় নিমের দ্রবণ, বিকাল বেলায় সাধারণ খাবারে পানি)
২। পাখির শরীরের উকুন/পোকা ধ্বংস করতে নিম সিদ্ধ পানি পাখির গায়ে স্পে করুন অথবা গোসলের পাত্রে দিন টানা এক সপ্তাহ (এক দিন পর পর)।
৩। নিম পাখির শরীরে যেকোনো ক্ষতঃস্থানে ইনফেকশন রোধ করতে সাহায্য করে। নিমকে বলা হয় প্রাকৃতিক এন্টিসেপ্টিক।
৪। পাখির খাঁচায় পাখির বসার জন্য নিমের ডাল ব্যবহার এবং সপ্তাহে একদিন কাঁচা নিমপাতা পাখিকে খেতে দিতে পারেন। এতে পাখি জীবাণুমুক্ত ও সুস্থ থাকবে।

খাবার টেবিলে কুমড়া থাকলে আমার মত অনেকেই হয়তো ছুঁয়েও দেখেন না 😛 কিন্ত রান্না হওয়ার আগে কুমড়ার উপরে হামলা করা আবশ্যক। নিজে...
08/02/2023

খাবার টেবিলে কুমড়া থাকলে আমার মত অনেকেই হয়তো ছুঁয়েও দেখেন না 😛 কিন্ত রান্না হওয়ার আগে কুমড়ার উপরে হামলা করা আবশ্যক। নিজের জন্য না, পাখিদের জন্য। কারণ কুমড়ার বীজ পাখির জন্য অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, যেটা হয়তো আমরা অনেকেই জানিনা এবং এত উপাদেয় বীজগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে নষ্ট করি।
কুমড়ার বীজ সম্পূর্ণ কোলেস্টেরল মুক্ত এবং এতে যে কার্বোহাইড্রেট ও ফ্যাট আছে তা অত্যন্ত ভালো মানের এবং স্বাস্থসম্যত। এতে উল্লেখযোগ্য পরিমাণে প্রোটিন, ফাইবার, ওমেগা ৩ এবং ওমেগা 6s বিদ্যমান। ভিটামিন এ এবং ভিটামিন কে এর একটি উল্লেখযোগ্য উৎস্য হল কুমড়ার বীজ। সেই সাথে এটাকে বলা যায় খনিজ উপাদানের আধার। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, কপার এগুলো সবই কুমড়ার বীজে বিদ্যমান।
১০০ গ্রাম কুমড়ার বীজ থেকে প্রায় ৪৪৬ ক্যালোরি শক্তি পাওয়া যায়। হার্টের স্বাস্থ্য ভালো রাখতে কুমড়ার বীজ অনেক বেশি উপকারী। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অনেকক্ষেত্রে কৃমি বা অন্যান্য পরজীবী নাশক হিসেবে কাজ করে, শরীরের অভ্যন্তরে তাদের বংশবৃদ্ধিকে বাঁধা দেয়। সহজে হজম হয় এবং পরিপাক ক্রিয়া সুষ্ঠুভাবে চলতে সাহায্য করে।
সুতরাং বুঝতেই পারছেন এই অবহেলিত জিনিসটা পাখির জন্য কতটা উপাদেয় একটা খাবার হতে পারে। আমি শুধু বাসায় আনা কুমড়া না, অনেক সময় পরিচিত সবজি ওয়ালাদের থেকে চেয়েও নিয়াসি। সীডগুলো ভালো করে ধুয়ে টানা ২-৩ দিন কড়া রোদে শুকালেই পাখিকে দেয়ার জন্য তৈরী। রোদ না থাকলে হালকা আঁচে তেল ছাড়া ফ্রাইপ্যানে ভেজেও দেয়া যায়। বাজেরিগার থেকে ম্যাকাও পর্যন্ত সব পাখিই খেতে পারে তবে পাখির আকার অনুসারে বীজও সেরকম ছোট/বড় হলে ভালো হয়। বাজেরিগারের ক্ষেত্রে খোসা ছাড়ানোটা দিলে বেস্ট হয়। এছাড়া এখন অনেক পেটশপেও কুমড়ার বীজ পাওয়া যায়, একান্তই না পেলে Sifat E Rabbani আপুর সাথেও যোগাযোগ করতে পারেন বা আমাকে জানাতে পারেন। উল্লেখ্য, এটা মানুষের জন্যেও অনেক উপযোগী একটি খাবার।
এমন অনেক পুষ্টিকর সীডই আছে যা আমাদের কাছে অবহেলিত, কিন্ত পাখির জন্য অনেক পুস্টিকর। ধীরে ধীরে সবগুলার সাথেই পরিচয় করাবো ইনসাল্লাহ। ধন্যবাদ।
copy sanjid islam shorod vai

হ্যান্ড ফিডিং এর বিভিন্ন পদ্ধতি আছে তার মধ্যে চারটি উল্লেখযোগ্য পদ্ধতি এখানে আলোচনা করা হলঃ১. নিজের হাতের সাহায্যে খাওয়া...
08/02/2023

হ্যান্ড ফিডিং এর বিভিন্ন পদ্ধতি আছে তার মধ্যে চারটি উল্লেখযোগ্য পদ্ধতি এখানে আলোচনা করা হলঃ
১. নিজের হাতের সাহায্যে খাওয়ানোঃএই পদ্ধতি সবচেয়ে নিরাপদ। খাবার নরম করে গোলাকার বা দানাদার করে মুখের সামনে ধরলে নিজে নিজে খেতে পারে।এতে পাখির অভ্যন্তরিণ কোনো ক্ষতি (internal injured) হয় না।(চিত্র -০১)।
২.চামচ(Spoon)ঃএই পদ্ধতিটিও নিরাপদ কারন অভ্যন্তরিন ক্ষতির সম্ভবনা থাকে না। পাখির সামনে চামুচ ধরলে নিজে নিজ খেয়ে নেয়। তবে পাখিকে অভ্যাস করাতে বেশ কষ্ট করতে হয়। (চিত্র -০২)।
৩.ড্রপার(Dropper)ঃ ড্রপার পখির মুখে খুব বেশি প্রবেশ না করিয়ে খাওয়াতে হয়। এটা মোটামুটি নিরাপদ পদ্ধতি তবে অনভিজ্ঞতার জন্য কখনও কখনও বিপদ ডেকে আনতে পারে বা অভ্যন্তরীণ ক্ষতি হতে পারে (চিত্র -০৩)।
৪.সিরিঞ্জ(Syringe) ঃ এটা সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় পদ্ধতি। সিরিঞ্জ আর রবারের নলের সাহায্যে পাখির মুখের ভিতর খাবার প্রবেশ করাতে হয়। তাই পাখির জন্য বড় ধরনের বিপদও ডেকে আনতে পারে।এই পদ্ধতিতে অভ্যন্তরীণ ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে নতুনদের জন্য। এই পদ্ধতি অবলম্বন করার আগে পাখির শরীরবৃত্তীয়(Anatomy) সম্পর্কে ধারনা নেওয়া দরকার। অন্তত অভিজ্ঞ ব্যাক্তির সাহায্য নেওয়া উচিত।(চিত্র -৪ ও ৫)।
এই পদ্ধতিগুলো অবলম্বন করার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
* সুস্থ বাচ্চার লক্ষন খাবরের জন্য বা খিদা লাগলে মুখ হা করে ডাকতে থাকে খাবারের জন্য।
* প্রতিবার হ্যান্ড ফিডিং এর সময় ফ্রেশ খাবার নিতে হবে।
*খাবার যেন নরম ও খুবই হালকা গরম থাকে।
*পাখিকে খাওয়ানোর আগে নিজের হাত ভালভাবে ধুয়ে নিতে হবে।
*চামচ/ড্রপার /সিরিঞ্জ প্রতিবার খাওয়ানোর পূর্বে গরম পানি দিয়ে ভালভাবে পরিষ্কার করে নিতে হবে।
*বয়স অনুযায়ী খাবারের পরিমান ও খাওয়ানো সময় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ (চিত্র ঃ সবার শেষ চিত্র- Chart)

আপনার শখের পাখি কে পেয়ারা খেতে দিন।।।কথায় বলে ৮টি আপেল আর একটি পেয়ারা সমান উপকারী। পেয়ারা এমন একটি ফল যা বাংলাদেশের আনাচ...
08/02/2023

আপনার শখের পাখি কে পেয়ারা খেতে দিন।।।
কথায় বলে ৮টি আপেল আর একটি পেয়ারা সমান উপকারী। পেয়ারা এমন একটি ফল যা বাংলাদেশের আনাচে কানাচে পাওয়া যায়। পেয়ারা এমন কোন ফল নয় যে কেউ চিনবে না বা দামও খুব একটা বেশি না ।
পেয়ারাতে থাকে আমিষ ২.৫৫ গ্রাম, শর্করা ১৪.৩ গ্রাম, ফাইবার ৫.৪ গ্রাম, কোলেস্টেরল ০ মিলিগ্রাম, চর্বি ০.৯৫ গ্রাম, ভিটামিন এ ৬২৪ আইইউ, ভিটামিন সি ২২৮ মিলিগ্রাম, পটাশিয়াম ৪১৭ মিলিগ্রাম, ক্যালসিয়াম ১৮ মিলিগ্রাম, সোডিয়াম ২ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ২২ মিলিগ্রাম, ফসফরাস ১১ মিলিগ্রাম, লৌহ ০.২৬ মিলিগ্রাম, জিংক ০.২৩ মিলিগ্রাম, লাইকোপেন ৫২০৪ মাইক্রোগ্রাম।
পাকা পেয়ারা খেতে দিলে পাখির শরীরের অতিরিক্ত চর্বি এবং ওজন খুব দ্রুত কমানো সম্ভব৷
পাখির পাতলা পুপসের সময় কচি পেয়ারার পাতার রস কিছুক্ষন পরপর খাওয়ালে এই রস পাখির পায়খানা কমায় এবং পাতলা পায়খানা নিয়ন্ত্রন করে দ্রুত আরোগ্য দেয়।
কালেক্টেড

03/02/2023
03/02/2023

Love 💕

বাংলাদেশের শৌখিন পোষা পাখি জগতের শীর্ষ স্থানীয় গ্রুপ Avian Community of Bangladesh আরো একটি মেগা ইভেন্টের আয়োজন করতে যাচ...
31/01/2023

বাংলাদেশের শৌখিন পোষা পাখি জগতের শীর্ষ স্থানীয় গ্রুপ Avian Community of Bangladesh আরো একটি মেগা ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে.........
বিস্তারিত চমক আসিতেছে......

৩ পিস লোটিনো ককাটেলবয়স ৩/৪ মাসহেলথ & কোয়ালিটি মাশাআল্লাহলোকেশন উত্তরা, সেক্টর ০৪।যোগাযোগ 01921519087দাম ৩৫০০/-(আলোচনা ...
18/01/2023

৩ পিস লোটিনো ককাটেল
বয়স ৩/৪ মাস
হেলথ & কোয়ালিটি মাশাআল্লাহ
লোকেশন উত্তরা, সেক্টর ০৪।
যোগাযোগ 01921519087
দাম ৩৫০০/-(আলোচনা সাপেক্ষে) প্রতি পিস।

Tame size lutino cockatiel baby are available at Uttara sector 04.01921519087
05/12/2022

Tame size lutino cockatiel baby are available at Uttara sector 04.
01921519087

একটু ঘুরাগুরি......।
03/10/2022

একটু ঘুরাগুরি......।

My Mehmet & Mehrima baby
23/09/2022

My Mehmet & Mehrima baby

Yellow df 2 pair Age 5-6 month Location : Sector 04, Uttara01921519087RR Aviary Bangladesh
16/09/2022

Yellow df 2 pair
Age 5-6 month
Location : Sector 04, Uttara
01921519087
RR Aviary Bangladesh

11/09/2022

মাশাআল্লাহ,,,,,,

নতুন সদস্য ৪.৫ মাস বয়স।
11/09/2022

নতুন সদস্য ৪.৫ মাস বয়স।

Address

Sector 04, Uttara
Dhaka
1230

Telephone

+8801921519087

Website

Alerts

Be the first to know and let us send you an email when RR Aviary Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Dhaka pet stores & pet services

Show All