08/02/2023
পাখির জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রাকৃতিক খাবার ও উপকারিতাঃ
১) তুলসী পাতা : ঠান্ডা, কাশি, শ্বাস কস্ট, ফুসফুসের সমস্যা দূর করে, জ্বরনাশক, ভিটামিন কে এর উৎস।
কয়েকটি পাতা বেটে খাবার পানিতে মিশিয়ে বা ধুইয়ে হাতে ডলে হা করে খাইয়ে দিতে পারেন ।
২) এলোভেরা : গরমে দুর্বলতা কমায়, কিডনি ফুসফুস ভাল থাকে, পালক গজায়, পেটের সমস্যা দূর করে, বাচ্চার লোম ছেঁড়া বন্ধ হয়, কাঁটা ছেঁড়া পোড়া ক্ষত ভাল হয়, ত্বকের জন্য বিশেষ উপকারী।
৩) পুদিনা পাতা : পেটের সমস্যা ও আমাশয় দূর করে, রুচি বর্ধক ও ঠান্ডা ভাব দূর করে, শক্তিবর্ধক, ।
কয়েকটি পাতা বেটে খাবার পানিতে মিশিয়ে বা ধুইয়ে হাতে ডলে হা করে খাইয়ে দিতে পারেন ।
৪) থানকুনি পাতা : পেটের সমস্যা ও আমাশয় দূর করে, রক্ত পড়া বন্ধ করে, বায়ু নাশক, প্রশান্তি দান করে।
কয়েকটি পাতা বেটে খাবার পানিতে মিশিয়ে বা ধুইয়ে হাতে ডলে হা করে খাইয়ে দিতে পারেন ।
৫) নিম পাতা : কৃমি নাশক, শক্তিশালী জীবাণুনাশক, মাইট ধ্বংস হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পরিবেশের বাতাস পরিষ্কার করে। বেশি খাওয়ানো যাবেনা।
কয়েকটি পাতা বেটে খাবার পানিতে মিশিয়ে বা ধুইয়ে হাতে ডলে হা করে খাইয়ে দিতে পারেন ।
৬) আদা : কফ পরিষ্কার করে, হজমকারক, বায়ুনাশক, বমিভাব দূর করে, দীর্ঘ মেয়াদী ব্যথা দূর করে।
১ লিটার এ ২ চামচ আদা বাটা মিশিয়ে ঐ পাণি ছেকে খাওয়াতে পারেন খাবার পাণি হিসাবে প্রতি মাসে ৫ দিন ।
৭) রসুন : জ্বর নাশক, ঠান্ডা ভাব দূর করে, এগ বাইন্ডিং প্রতিরোধক। আস্ত রেখে দিলে পোকা মাকড় আসে না। বেশি খাওয়ানো যাবেনা।
১ লিটার এ ২ চামচ রসুন বাটা মিশিয়ে ঐ পাণি ছেকে খাওয়াতে পারেন খাবার পাণি হিসাবে প্রতি মাসে ৫ দিন ।
৮) হলুদ : বায়ুনাশক, ব্যথা নাশক, রক্ত পড়া বন্ধ করে, ক্ষত নাশক, ভাঙ্গা অঙ্গ জোড়া দিতে বিশেষ সাহায্যকারী।
১ লিটার এ ২ চামচ হলুদ বাটা মিশিয়ে ঐ পাণি ছেকে খাওয়াতে পারেন খাবার পাণি হিসাবে প্রতি মাসে ৫ দিন ।
৯) পেয়ারা ও পেয়ারা পাতা : এন্টি অক্সিডেন্ট, পালক গজায়, প্রচুর ভিটামিন সি এর উৎস।
১০) জাম্বুরা : জ্বর নাশক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড় মজবুত করে, চর্বি কমায়। বেশি খাওয়ানো যাবেনা।
১১) তরমুজ : এন্টি অক্সিডেন্ট, গরমে দুর্বলতা কমায়, আঘাতের ধকল দূর করে, হজমকারক, বায়ুনাশক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
১২) লেবুর রস : এন্টি অক্সিডেন্ট, চর্বি কমায়, গরমে দুর্বলতা কমায়, ভিটামিন সি এর উৎস, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেকোন ক্ষত দ্রুত শুকায়, রুচি বর্ধক, হজমকারক, ফুসফুসের সমস্যা দূর করে।
১৩) সজনে ঃ
সজনে ডাঁটা, পাতা ও ফুল, তিনেরই উপকারিতা আছে।
সজনে পাতা :
পাখিকে রোগ মুক্ত রাখে, রোগ প্রতিরোধ খমতা বাড়ায়,
পাখির হজম শক্তি বাড়ায়।