Candy The Cutest Cat

Candy The Cutest Cat Welcome to "Candy: The Cutest Cat" page, where cuteness overload awaits you!

এটা কিন্তু আমি না এটা আমার বংশের প্রদীপ
25/11/2023

এটা কিন্তু আমি না এটা আমার বংশের প্রদীপ

আমি কিন্তু বালিত থালা গুমাতে পালি না। আজকে অনেক থান্ডা পলেছে। এতো থীত কম্বল ছেড়ে উঠবো না।
25/11/2023

আমি কিন্তু বালিত থালা গুমাতে পালি না। আজকে অনেক থান্ডা পলেছে। এতো থীত কম্বল ছেড়ে উঠবো না।

24/05/2023

"Meet Candy: The Cutest Cat on the Internet!"
"Looking for some daily cuteness overload? Look no further! Introducing Candy, the most lovable and playful cat you'll ever meet. Follow our page, Candy, to witness Candy's hilarious antics, heart-melting moments, and captivating adventures. From heartwarming snuggles to gravity-defying acrobatics, Candy will brighten up your day and put a smile on your face. Don't miss out on this purr-fect dose of feline fun! Like and follow Candy now!"

30/04/2023

লেখাটা এতো বড় হবে বুঝতে পারিনি, ধৈয্য নিয়ে পড়লে খুশি হবো:🙏
ওরে রাস্তার ডাস্টবিনে ছুড়ে ফেলেছিল আমার বাসার পাশের দোকাদার, তখন ওর বয়স মাত্র ১২/১৪ দিন। ঐ বয়সের বাচ্চাটাকে নিয়ে এসে পরিস্কার করে দেই। তখন অবশ্য মাছ খাওয়া শিখে গিয়েছিল। তাই খুব একটা সমস্যা হয় নি।
আশ্চর্যের বিষয় হচ্ছে - ১ম দিন থেকেই সে বালিতে প্রসাব ও পায়খানা করতো। গত ১.৫ বছরে ১ দিনও ঘরের কোথাও সে প্রসাব বা পায়খানা করে নি।
১ম ছ মায় গামলার বালিতে করলেও, এখন সে বাহিরে গিয়ে সেরে আসে। ঘরের গামলায়া বালি থাকলেও একমাত্র ইমার্জেন্সির সময় ব্যবহার করে।
৩ মাস বয়সে ফ্লু হয়েছিল, ৭ দিন ওকে দিন রাত ২৪ ঘন্টা সিরিঞ্জ এ করে ঔষধ ও খাবার খাইয়েছি।
এরপর ফ্লুর সাথে যুদ্ধ করে বেঁচে যায়। গত নভেম্বর এ কে বা কারা ওকে বুকে ছুরি বা ধারালো কিছু দিয়ে আঘাত করে। এতো বড় ক্ষত হয়ে যায় যে, ভ্যাটেনারি সার্জন পর্যন্ত সেলাই দিতে অস্বীকৃতি জানায়। তারপরও সে ১ টা সেলাই করে দেয় কোনরকমে। কিন্তু ৩ দিনের মাথায় সেলাই খুলে আরও বড় ক্ষত হয়ে যায়। পরবর্তী তে ডা সেলাই করতে পারবে না বলে জানিয়ে দেয়।
দুশ্চিন্তায় পড়ে যাই। অনেকটা আশা ছেড়ে দেই। হয়তো ওকে আর বাচঁতে পারবো না। ২ দিন সে বাসায় না ফেরায় ধরেই নিয়েছিলাম হয়তো ক্যান্ডি আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু যখন ২ দিন পড় ফিরে আসলো, ওরা সাড়া শরীর ক্ষত আর কাদা মাটিতে মাখা ছিল।
আমি আশায় বুক বাধি, ওকে গোসল করিয়ে, ওর ক্ষত জায়গাটা দেখে কলিজা কেঁপে ওঠে। ওটা এতো বড়ো হয়েছিল এবং ভিতর থেকে মাংস বের হয়েছিল।
নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। জানিনা কিভাবে মাথায় আসলো সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট ও এনেস্থিসিয়া মেডিসিন হলে আমি ওকে সেলাই করে দিতে পারবো।
যদিও জিনিস গুলো জোগাড় করা সহজ ছিল না তারপরও জোগাড় করে ফেলি। আর আমি অল্প কিছু দিন ভ্যাটেনারী ঔষধের দোকান করেছিলাম, তাই ইনজেকশন দেওয়া আমার কাছে সাধারণ বিষয় ছিল। সমস্যা হলো এনেস্থিসিয়া দিলেও ও হাত পা ছোড়াছুড়ি করবে। তাই চেয়ারকে অপারেশন থিয়েটার বানিয়ে নিলাম। আর ওর হাত পা চারদিকে ভালোভাবে বেধে নিয়ে সেলাই সম্পন্ন করলাম। আমাকে এই কাজে আমার স্ত্রী অনেক সাহস ও সহযোগিতা দিয়েছে। সেলাই এর পর ও যাতে ঐখানে জিহবা না দিতে পারে তাই নিজে ডিজাইনার হিসেবে, নিজেই একটা বিশেষ প্যান্ট বানালাম পুরাতন জিন্স কাপড় দিয়ে। এর পর প্রতিদিন ১ বার ড্রেসিং করে দিতাম। প্রায় দীর্ঘ ১.৫ মাস পর সে পুরো সুস্থ হয়ে যায়।
আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে ওকে ফেরত পেয়েছি।
গত রোজার মাসে ২.৫ বাজলেই সে উঠে ডাকা শুরু করে দিতো। ঠিক এখনও ওর মনে হয় আমরা রোজা রাখবো, রাত ২.৫ বাজলেই সে এতে ডেকে তুলে। এতে অবশ্য ভালোই হয় নফল রোজা করছে আমার স্ত্রী ওর উঠতে সমস্যা হয় না।
গতকাল আমি বাসায় ফিরেছি যখন কোথা থেকে দৌড়ে এসে পা জড়িয়ে ধরলো, কোলে নিলাম তারপর শান্ত হলো।
আসলে বিড়াল না পলান করলে আপনি কখনোই বুঝবেন না ওরা কতটা মমতাময়ী, কতটা ভালোবাসা দেয়।
বিশেষ একটা কথা: আজ পর্যন্ত শুধু ১ দিন ও কড়াইতে ইলিশ মাছ নিজে থেকে নিয়ে খেয়েছে।
সে আসলে আমার বিড়াল না, আমার সন্তানের মতো জায়গা দখল করে নিয়েছে মনে।🥰🥰🥰🥰🥰
Candy বিলাই লাভ ইউ সো মাচ।

Address

Dhaka

Telephone

+8801796009603

Website

Alerts

Be the first to know and let us send you an email when Candy The Cutest Cat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Candy The Cutest Cat:

Videos

Share