Animals Have Feelings Too

Animals Have Feelings Too Please Stay Connected

~বিনীর গল্প~রেদওয়ান আহমেদ রাকাতসালটা ছিল ২০১৮। রোজার সময় আমরা পরিবারের সবাই মিলে ইফতার করছিলাম। হঠাৎ আমার পায়ে খামচির অন...
03/03/2024

~বিনীর গল্প~
রেদওয়ান আহমেদ রাকাত
সালটা ছিল ২০১৮। রোজার সময় আমরা পরিবারের সবাই মিলে ইফতার করছিলাম। হঠাৎ আমার পায়ে খামচির অনুভব করলাম, পিছে তাকিয়ে দেখি এত মায়াবী চেহারার একটা বিড়ালছানা। আমি ডাকতেই চলে এলো, কিছু খাবার দিলাম,খাওয়ার পর থেকেই আমার পিছু পিছু আমার রুমে চলে এলো। ও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, ওর চোখ দুটো যেন বলছে বাবা আমায় রেখে দাও৷ আমিও ভাবলাম আজ থেকে ও আমার। ওর নাম রাখলাম বিনী।
ওকে কয়েকবার ডাকার পরই ও বুঝে গেছে ওর নাম বিনী। ডাকলেই সাড়া দিত। আমার বিনী ছিলো খবুই আদরপ্রিয়, যখন ওর আদর পেতে ইচ্ছে হতো মাথা উঁচু করে দিত। রাতে ঘুমাত আমার বুকের উপর, পরে মানুষের মতো বালিশে মাথা রেখে কাথা গায়ে জড়িয়ে ঘুমাত। আমাকে রেডি হতে দেখলে ও পাগলের মতো করত। কোথাও গেলে ফিরে এসে দেখতাম ও দরজার সামনে বসে আছে। যদি কোনো বিড়ালকে খাবার দিতে দেখত, তাহলে আর রুমে আসতে চাইত না। পরে আমি অনেক আদর করে নিয়ে আসতাম। বিনীর সাথে দিনগুলো বেশ ভালোই কাটছিল।
২০২১-এ আমি চলে এলাম সৌদি আরবে। আসার সময় যখন আমি ওর কাছে বিদায় নিতে গেলাম ও আমাকে জোরে একটা খামচি দিয়ে দিল। তারপর থেকে আমার ছোট বোন ওর দেখাশোনা করত। বিনী আমাকে যেমন ভালোবাসত, তেমনি আমার বোনকেও ভালোবাসতো। প্রতিদিন ওর সাথে ভিডিও কলে কথা বলতাম, আমার প্রতিটা কথার জবাব দিত মেও মেও করে, যেন ও সব বুঝে। আমি কল দিলেই দেখতাম ও কোথা থেকে এসে হাজির, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত।
১৫ এপ্রিল, ২০২৩ রোজার মধ্যেই সেহরির পর বাড়ি থেকে কল এলো, ভিডিও কল রিসিভ করেই দেখি বিনীর প্রাণহীন দেহটা। আমি পাথর হয়ে গিয়েছিলাম। আমার সন্তান আর নাই, আমার বিনী আর নাই। আমি কত কিছু ভেবে রেখেছিলাম, দেশে ফিরে ওর সাথে কত কিছু করব ,কত কিছু ওর জন্য নিয়ে যাব। কিন্তু আল্লাহ ওকেই নিয়ে গেল। বিনীর সাথে দেখা করার আশা আমার সারাজীবনের জন্য আশা হয়েই রয়ে গেল।
সবশেষে বিনীকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমাকে আজও ভুলেনি তোমার বাবা। আমায় মাফ করে দিও বিনী। বাবা তোমায় শেষবারের মতো বুকেও নিতে পারি নাই।

প্রত্যেকের জন্য যারা তাদের সেরা বন্ধুকে ভালোবাসে এবং হারিয়েছে। আমরা ব্যথা জানি। তোমার প্রতি আলিঙ্গন …Emanuele Grandi এর...
16/11/2023

প্রত্যেকের জন্য যারা তাদের সেরা বন্ধুকে ভালোবাসে এবং হারিয়েছে। আমরা ব্যথা জানি। তোমার প্রতি আলিঙ্গন …
Emanuele Grandi এর চলমান কবিতা আমাদের চার পায়ের বন্ধুদের উৎসর্গ করা হয়েছে.
"আপনি যদি আমাকে কয়েকটি স্নেহ দেওয়ার ভয় পান তবে আপনার জানা উচিত যে আমি একটিও ভুলিনি।
তুমি যদি আমাকে একবারও বকাঝকা করার জন্য অনুশোচনা কর, তবে তোমার জানা উচিত যে আমি তা মনেও রাখি না।
আপনি যদি মনে করেন যে আপনি আমাকে অনেক দিন ধরে একা রেখে গেছেন, আপনার জানা উচিত যে আমি সবসময় আপনার জন্য অপেক্ষা করছিলাম।
আপনি যদি আমার সাথে অল্প সময় কাটাতে ভয় পান তবে আপনার জানা উচিত যে আমি, এমনকি সেই সামান্য, প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।
আপনি যদি মনে করেন যে আপনি আমার সাথে খুব কম খেলেছেন, আপনার জেনে রাখা উচিত যে আপনি আমার দিকে কতবার বল ছুড়েছেন তা আমি কখনও গণনা করিনি।
আপনি যদি মনে করেন আমি আপনার পারফিউমের কথা ভুলে গেছি, তবে আপনার জানা উচিত যে আমি বাতাসে এটির গন্ধ পাচ্ছি।
আপনি যদি অন্য জীবনে পুনর্জন্ম পেতে চান তবে আপনার জানা উচিত যে আমি সেই জীবনেও আপনার কুকুরছানা হতে চাই।
আপনি যদি নিশ্চিত হন যে আপনার কিছু ত্রুটি রয়েছে, তবে আপনার জানা উচিত যে আমার জন্য আপনিই নিখুঁত।
আপনি যদি বিশ্বাস করেন যে ভালবাসার শেষ থাকতে পারে, তবে আপনার জানা উচিত যে আমার হৃদয়ে ভালবাসার স্থান অসীম।
আপনি যদি মনে করেন যে আমার সম্পর্কে আপনার অনুশোচনা আছে, তবে আপনার জানা উচিত যে আমি আপনার সাথে কাটানো জীবনের এক সেকেন্ডও পরিবর্তন করব না।
আপনি যদি মনে করেন যে আপনি আমাকে ডাকলে আমি আর আপনার কণ্ঠস্বর শুনতে পাই না, তবে কেবল সূর্যাস্তের হাওয়াকে আপনার কথাগুলি আমাকে আনার দায়িত্ব অর্পণ করুন।
আপনি যদি মনে করেন আমি আপনার চেহারা ভুলতে পারি, আপনার জানা উচিত যে আমি আপনার চেহারা উপভোগ করার জন্য একা থাকতে চেয়েছিলাম।
আপনি যদি মনে করেন আমি আপনার চেয়ে কাউকে বেশি ভালবাসতে পারতাম, তবে আপনার জেনে রাখা উচিত যে আমি আপনাকে নিজের থেকেও বেশি ভালবাসি।
তুমি যদি মনে করো আমি একটা নরম সোফা চাই, জেনে রাখ তোমার সাথে আমিও পাথরের উপর শুয়ে থাকতাম।
আপনি যদি মনে করেন যে আপনি আমাকে যা দিয়েছেন তার চেয়ে আমি আরও বেশি চেয়েছি, আপনার জানা উচিত যে আমি সবসময় অনুভব করেছি
বিশ্বের সবচেয়ে সুখী কুকুরছানা মত.
আপনি যদি কখনও একা অনুভব করেন তবে আপনার জানা উচিত যে আমি কখনই আপনার পাশে আমার জায়গা ছেড়ে যাইনি।
আপনি যদি মনে করেন আমার জীবন সংক্ষিপ্ত, আপনার জানা উচিত যে আমি যদি আপনার পাশে না কাটাতাম তবে আমি এক মিনিটও বেশি বাঁচতে চাইতাম না।
আপনি যদি ভয় পান যে আমি আর আপনার কাছে নেই, তবে জেনে রাখুন যে আপনি চোখ বন্ধ করলেই আমি আপনার পাশে ঘুমিয়ে পড়ব।
আপনি যদি মনে করেন যে আপনি সঠিক সিদ্ধান্ত নেননি, আপনার জানা উচিত যে আমি সবসময় আপনাকে বিশ্বাস করেছি।
সর্বদা."

ইদুরের লেজ কাটার চেয়ে তোদের মত আওয়ামী লীগের কুত্তাদের লেজ কাটা বেশী জরুরী। তোরা ইদুরের চাইতেও বেশি ভয়ানক এবং খাদ্যশষ্যের...
21/10/2023

ইদুরের লেজ কাটার চেয়ে তোদের মত আওয়ামী লীগের কুত্তাদের লেজ কাটা বেশী জরুরী। তোরা ইদুরের চাইতেও বেশি ভয়ানক এবং খাদ্যশষ্যের পাশাপাশি দেশের টাকাগুলোও নষ্ট করে থাকিস। আর এখন এই অবলা প্রাণীদের উপর নির্যাতন শুরু করছোস। তোদের কোন ক্ষমা নেই।
খবরের লিংক কমেন্টে.......

দয়া করে ওদেরকে কোন পরস্থিতিতেই ছেড়ে যাবেন না।
15/10/2023

দয়া করে ওদেরকে কোন পরস্থিতিতেই ছেড়ে যাবেন না।

আপনি একটা বিড়ালের বাচ্চা পালা শুরু করবেন। আপনার খাবার প্লেট থেকে একটুখানি মাছ একটুখানি রুটি কিংবা আপনার মুখের চিবানো একট...
12/10/2023

আপনি একটা বিড়ালের বাচ্চা পালা শুরু করবেন। আপনার খাবার প্লেট থেকে একটুখানি মাছ একটুখানি রুটি কিংবা আপনার মুখের চিবানো একটু মাংশ তাকে খাইতে দিবেন। সে মজা করে খাবে। আপনি ঘুমাতে গেলে আপনার সাথে এসে শুবে। বসে থাকলে কোলে এসে বসবে। আপনি আদর দিবেন। সপ্তাহে একদিন তাকে আপনি আদর করে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাবেন।
আপনি পছন্দসই একটা নাম রাখবেন। নাম ধরে ডাকলে সে দৌড়ে আসবে। আপনি তার সাথে ছবি তুলবেন,স্টোরি দিবেন। মাঝে মাঝে সে আপনাকে বিরক্ত করবে, জিনিসপাতি ভেঙে ফেলবে ছিড়ে ফেলবে। আপনি রাগ হয়ে দুইটা থাপ্পড় দিবেন,কিছুক্ষণ পর আবার আপনিই কোলে নিয়ে আদর দিবেন।
ধীরে ধীরে ছোট অবলা প্রাণীটার প্রতি আপনার প্রচন্ড রকমের মায়া ভালোবাসা সৃষ্টি হবে যে মায়া হাজার টাকাও কেনা যায় না। একটা সময় একটু খোচাখুচি একটু আদর না দিলে আপনার ভালো লাগবে না। শুধু ওই বাচ্চাটার সাথেই অনেক সময় ব্যয় করবেন। ঠিক তখনই কোন রোগ ছাড়া, কারণ ছাড়া একদম হুদাই সে আপনার পাহাড় সমান মায়া ভালোবাসা আদর যত্ন সব ছেড়ে মরে যাবে।
আপনি নিজেকে স্বান্তনাও দিতে পারবেন না, কাঁদতেও পারবেন না। একটা চাপা যন্ত্রণা অনুভব করবেন শুধু।
কেউ হয়তো বলবে "আরে ছোট্ট একটা বিলাই-ই তো মরছে"। তাদের কথা আপনি মেনে নেন যে সে ছোট্ট একটা সামান্য বিলাই কিন্তু ওই ছোট্ট সামান্য বিলাইটার প্রতি আপনার স্মৃতিমাখা পাহাড়সমান দীর্ঘদিনের মায়া আপনাকে যন্ত্রণা দিয়ে যাবে বহুদিন বহুসময়। একটা সময় সব ভুলে গেলেও হঠাৎ মনে পড়লে বুকটা ছেত করে উঠবে,ওর ছবি দেখলে চোখে পানি এসে যাবে। ওইটার মতো মায়া আর কোনোটার প্রতি আনতে পারবেন না সিউর। যতই বলেন সামান্য ছোট একটা বিলাই। মায়া মানুষের মনে বইসা যায়। একদম মনের অতল গভীরে।
লেখা:ইরফান সামী

I Am Crying!
13/07/2023

I Am Crying!

24/06/2023

আর দেখা হবে না প্রিয় মানুষের সাথে।

hi how are you guysCan I have space on your profile?So why delay and share now how are you guysCan I have space on your ...
24/06/2023

hi how are you guys
Can I have space on your profile?
So why delay and share now how are you guys
Can I have space on your profile?
So why delay and share now.

Crying
16/06/2023

Crying

আমাকে খাবার দিয়েছিলেন অনেক খুশি হয়েছিলাম।কিন্তু বুঝতেই পারিনি বিশ্বস্তার জন্য বিষ উপহার দিবেন🥲
20/05/2023

আমাকে খাবার দিয়েছিলেন অনেক খুশি হয়েছিলাম।
কিন্তু বুঝতেই পারিনি বিশ্বস্তার জন্য বিষ উপহার দিবেন🥲

14/05/2023
04/05/2023

ভিডিওটি দেখে না হেসে পারবেন না।

03/05/2023

হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাবে।

02/05/2023

Hey You are Laughing. I Can See It!

30/04/2023

পশুপাখিদের মজার ভিডিও।

26/04/2023

প্রচন্ড গরমে যদি কোন পশুপাখি আপনার বাড়িতে আসে তাহলে তাকে তাড়িয়ে দিবেন না।
পারলে তাকে একটু পানি পান করান।

05/04/2023

পশু পাখিদের ও অনুভূতি আছে।

Please Help Us.
23/03/2023

Please Help Us.

30/12/2022

Copied From Facebook!
Animals Have Feeling Too

29/12/2022

Do You Loves Animals?
আপনি কি পশুপাখি ভালোবাসেন?

27/12/2022

আজকের সেরা ছবি!
09/12/2022

আজকের সেরা ছবি!

30/06/2022
26/06/2022

Allah Please

23/06/2022

মানুষের সাথে কবুতরের ভালবাসা! ♥♥♥

22/06/2022

সিলেটের বন্যায় পশু পাখিদের অবস্থা খারাপ। সবাই দোয়া করবেন। আল্লাহ যেন মানুষ সহ সকল পশুপাখিকে হেফাযত করেন।

বন্যায় পশু-পাখির ক্ষতি দেখছে কেউ?বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে।এই বিপর্যয়কর পরিস্থিতিতে বাণিজ্যিক ও ব্যক্তিগতভাবে গড়...
22/06/2022

বন্যায় পশু-পাখির ক্ষতি দেখছে কেউ?

বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে।

এই বিপর্যয়কর পরিস্থিতিতে বাণিজ্যিক ও ব্যক্তিগতভাবে গড়ে ওঠা গরু, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি ও হাঁসের খামার ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। বন্যার কারণে গবাদিপশু ও হাঁস-মুরগি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় মৃত্যুর সংখ্যাটা তুলনামূলক কম। তবে খড়-কুটো ও উন্নত জাতের চাষ করা ঘাসসহ খাদ্য ব্যবস্থাপনা পড়েছে হুমকির মুখে।

রবিবার (১৯ জুন) জেলা প্রাণিসম্পদ অফিসের হালনাগাদ তথ্য অনুযায়ী, সিলেটের সবগুলো উপজেলাই বন্যায় ক্ষতিগ্রস্ত। ৭২টি ইউনিয়নে প্লাবিত চারণভূমির পরিমাণ ৫ হাজার ৭৭৪ একর। গবাদি খামার, হাঁস-মুরগির খামার, কৃষি ভূমি ও দানাদার খাদ্য, নষ্ট খড় ও ঘাস ও মৃত পশু-পাখি মিলিয়ে মোট ক্ষতি আড়াই কোটি টাকারও বেশি।

বন্যায় সিলেটে ক্ষতিগ্রস্ত মোট গরুর সংখ্যা ২ লাখ ৮১৩টি, মহিষ ২৬ হাজার ৮৭৭টি, ছাগল ৪৮ হাজার ৪১১টি, ভেড়া ১৮ হাজার ১৫৫, মুরগি ৪ লাখ ৫৯ হাজার ৭৩৯টি ও হাঁস ২ লাখ ৪৪ হাজার ১৯২টি।

এর মধ্যে মারা গেছে— গরু ১১টি, মহিষ ৫টি, ছাগল ২৪টি, ভেড়া ১০টি, মুরগি ২ হাজার ৭১৫টি ও হাঁস ৪৯১টি।

জেলায় গবাদি পশুর খামারের সংখ্যা ৭৪৫। গবাদি পশু আছে ৩০ হাজার ৭৩টি। হাঁস-মুরগির খামারের সংখ্যা ৩৩৫ এবং হাঁস-মুরগির সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ১৩১টি।

বন্যায়-পশুপাখি-3

নষ্ট হওয়া খড়ের পরিমাণ ১ হাজার ৯৩৪ টন, যার আনুমানিক মূল্য ৯৬ লাখ ৭০ হাজার টাকা এবং ঘাসের পরিমাণ ২ হাজার ৯৬১ টন, যার দাম প্রায় ১ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা।

এ বিষয়ে জানতে চাইলে রবিবার (১৯ জুন) জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুস্তম আলী বলেন, গো-খাদ্যসহ প্রাকৃতিক খাবারে সমস্যা বেশি। ক্ষয়ক্ষতির আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। বন্যা শেষ হলে মোট হিসাব বলা যাবে। এ ছাড়া বন্যপ্রাণীদের ক্ষতির বিষয়টি তো আছেই।’

প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা বলছেন, বন্যা কবলিত এলাকার গবাদিপশু ও হাঁস-মুরগি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় ক্ষয়ক্ষতি কম হলেও বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী, পাখি, পোকামাকড় মিলিয়ে বাস্তুসংস্থান মহাবিপদে রয়েছে। পশু-পাখির বাসস্থান, চিরণ ও খাদ্যে বড় ঘাটতি দেখা দিয়েছে। বন্যার্ত মানুষের সাহায্যে নানা সরকারি-বেসরকারি সংস্থা এগিয়ে এলেও এদের দেখার কেউ নেই।

এ বিষয়ে জেলা বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সরকারি ওয়েবসাইটেও কোনও তথ্য মেলেনি।

15/06/2022
15/06/2022

Address

Manikganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Animals Have Feelings Too posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Dhaka pet stores & pet services

Show All