Khans Bajrigar Kingdoms

Khans Bajrigar Kingdoms We have All kinds of Bajrigar cage birds. stay with us invite your family and friends in this page. a
(1)

আমার বাচ্চাদের জন্য নিজে গিয়ে খাবার কিনি, নিজে ঝেড়ে পানিতে ধুয়ে ধুলাবালি মুক্ত করে খেতে দেই,ভালবাসার পাখি গুলোর একটু বেশ...
04/12/2022

আমার বাচ্চাদের জন্য নিজে গিয়ে খাবার কিনি, নিজে ঝেড়ে পানিতে ধুয়ে ধুলাবালি মুক্ত করে খেতে দেই,
ভালবাসার পাখি গুলোর একটু বেশি যত্ন নিতে পারলে ভাল লাগে

গতকাল ১৮-১০-২০২২ তারিখ ছিল  মুক্তিযোদধা টাওয়ার, মোহাম্মদ পুরে বাজরিগার পাখি উৎসব।পাখি ভালবাসি তাই পাখির যেকোন উৎসবে নিজে...
29/10/2022

গতকাল ১৮-১০-২০২২ তারিখ ছিল মুক্তিযোদধা টাওয়ার, মোহাম্মদ পুরে বাজরিগার পাখি উৎসব।
পাখি ভালবাসি তাই পাখির যেকোন উৎসবে নিজের উৎসাহে যোগদান করতে সব সময় আগ্রহি হয়ে থাকি।
কারন এরকম উৎসবে যোগদান করলে পাখি বিষয়ক শিক্ষার অনেক কিছু সব সময় থাকে। আর অভিজ্ঞ পাখালদের সহচার্যে আসা এবং তাদের অভিজ্ঞতা জানতে পারা অনেক বড় ব্যাপার আমার কাছে।
Bugrigar Society of Bangladesh এমন উৎসবের আয়োজনে তাদের মেধা শ্রম সময় সবকিছুই সহযোগীতা করে একটি সফল আয়োজন করতে পেরেছেন। এমন একটি আয়োজনে নিজেকে জড়িয়ে আমি ধন্য হচ্ছি। যদিও আয়োজনে জড়িয়েছি কোন কিছু পাবো এমন আশায় নয়, শুধু শিক্ষার আশায়। তারপরেও যদি কেউ প্ররিশ্রমের মূল্য দিয়ে সন্মান দেয় তাহলে তো আগামিতে আরো এমন কাজে জড়িত হতে কার না আগ্রহ হয়।
অপ্রত্যাশিত পাওয়া হচ্ছে এখন থেকে আমি BSB কার্যকরি পরিষদের সদস্য হিসেবে থাকবো।
ধন্যবাদ BSB এর সকল সদস্যদের।

বৃষ্টি ময় দিন
24/10/2022

বৃষ্টি ময় দিন

আলহামদুলিল্লাহ সফল ভাল এ মাসে তৃতীয় বারের মতো ঢাকার বাইরে পাখি পাঠালাম
17/10/2022

আলহামদুলিল্লাহ সফল ভাল এ মাসে তৃতীয় বারের মতো ঢাকার বাইরে পাখি পাঠালাম

04/10/2022

আমার গুড মর্নিং

বৃষ্টি দিনে খিচুড়ি খেতে কে না পছন্দ করে। আমার মুরগীর/ ছাগলের বাচ্চা গুলোর জন্য আমিও খিচুড়ি বানাচ্ছি। এ খিচুড়ি রান্না করত...
03/10/2022

বৃষ্টি দিনে খিচুড়ি খেতে কে না পছন্দ করে। আমার মুরগীর/ ছাগলের বাচ্চা গুলোর জন্য আমিও খিচুড়ি বানাচ্ছি। এ খিচুড়ি রান্না করতে হয় না বানাতে হয়

গত পরশু পোস্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ সুদূর আজমপুর, টুংঙী থেকে ভাই নিজে এসে ১ জোড়া নিয়ে গেলেন।আর নেয়ার সাথে সাথে পাখি ন...
25/09/2022

গত পরশু পোস্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ সুদূর আজমপুর, টুংঙী থেকে ভাই নিজে এসে ১ জোড়া নিয়ে গেলেন।
আর নেয়ার সাথে সাথে পাখি নিজের কাজ করছে আর আমার সন্মান বাড়াচ্ছে।
আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছে।
বি দ্রঃ পরের ৩ টা ছবি ভাইয়ের পাঠানো।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, অনেকেই জিজ্ঞেস করেন আমার পাখি কে কি খেতে দেই, খুব সকালে আগে পানি দেই,তারিখ অনুযায়ী ভিন...
15/09/2022

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, অনেকেই জিজ্ঞেস করেন আমার পাখি কে কি খেতে দেই,
খুব সকালে আগে পানি দেই,তারিখ অনুযায়ী ভিনেগার, মাসিক কোর্স, সিজোনাল কোর্স, ব্রিডিং কোর্স করাই।
এর পরে সফট ফুড ও এগ ফুড দেই।
তারপরেই সিড মিক্স দেই।
সর্বশেষে দেই ডিম ও বাচ্চা যেগুলোতে আছে তাদের জন্য এক্সট্রা খাবার।

11/09/2022

আলহামদুলিল্লাহ কয়েক দিন আগে বিভিন্ন পাখির গ্রুপে পোস্ট করেছিলাম যাদের নতিম বেবি লাগবে নিয়ে যান, অনেক ভাইয়েরা নিয়ে আমার উপকার করলেন, অন্য দিকে অনেকে ভুল বুঝলেন যে আমি জেপির বেবি দিচ্ছি অথচ আমি কোথাও উল্লেখ করি নি যে জেপির বেবি, সে থাক। আজ সবগুলো হাঁড়ি নামিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ পাখিগুলোর ২ মাস পরিপূর্ণ রেস্ট দিবো, আবার ব্রিডিং সেশনেই হাঁড়ি গুলো লাগিয়ে দিবো।
সবাই দোয়া করবেন।

24/07/2022

কয়েক জোড়া রানিং জেপি (ডিম বাচ্চা করা) ও কিছু (রিজার্ভ রাখা) নরমাল এলবিনো, লুটিনো, রেইনবো বাজরিগার আছে। মিউটেশন, বয়স জানতে ইনবক্স বা কল 01976759022.
বি দ্রঃ ১. ১৫০/২০০ মুরগীর বাচ্চা ক্রেতাগণ নক করবেন না। যারা মিউটেশন বুঝেন আর পাখি কিনতে চান তাদের জন্যই এগুলো।
২. ছবি ভিডিও ইনবক্সে দেয়া যাবে।
৩. ঢাকায় ক্যাশ অন ডেলিভারি করা যাবে শর্ত অনুযায়ী। এছাড়া ও দেশের যেকোন জায়গাতে ডেলিভারি করা যাবে সেখানকার বাসে করে।

18/07/2022

Exclusive things belongs to exclusive people.
সাদা জাপানিজ স্পেঞ্জেল বয়স ২.৫ মাস থেকে ৫ মাস। মেল ফিমেল (একসাথে). মোট ৫ পিস।
গোল্ড ফেস ক্লাসিক জেপি বয়স ২.৫ মাস থেকে ৭.৫ মাস, ফিমেল (দ্বিতীয় ভিডিও ও পরের ছবি গুলো) মোট ৭ পিস।
মেল( তৃতীয় ভিডিও ও পরের ছবি গুগো) মোট ৭ পিস।
মিরপুর ১০ বেনারসি পল্লি, ঢাকা।
+880 197 6759022

নিম, পেয়ারা ও তুলশী পাতা মিক্স এবং ক্যালসিয়াম ও ভিটামিন ব্লক বানিয়েছি নিজের পাখির জন্য, কিছু বাড়তি আছে কারো প্রয়োজন হলে ...
30/06/2022

নিম, পেয়ারা ও তুলশী পাতা মিক্স এবং ক্যালসিয়াম ও ভিটামিন ব্লক বানিয়েছি নিজের পাখির জন্য, কিছু বাড়তি আছে কারো প্রয়োজন হলে নক করবেন। পাতা মিক্স ২০০/ টাকা কেজি এবং ক্যালসিয়াম ও ভিটামিন ব্লক প্রতিটি ২০/
ইনবক্স ও কল 0197-6759022
মিরপুর ১০ বেনারসি পল্লি।

কিছু পাখি আছে বি* ক্রি* করার মতো, বিবরণ নিচে ১. ককাটেল লুটিনো রেড আই ৩.৫ মাস ও ২.৫ মাস বয়সী ২ টি ২. জেপি ডি এফ ও ১০০% ফ্...
05/06/2022

কিছু পাখি আছে বি* ক্রি* করার মতো, বিবরণ নিচে
১. ককাটেল লুটিনো রেড আই ৩.৫ মাস ও ২.৫ মাস বয়সী ২ টি
২. জেপি ডি এফ ও ১০০% ফ্লাওয়ার সেমি এডালট ও ৪ মাস বয়সী ১২ টি
৩. নরমাল বাজরিগার এডালট, সেমি এডালট ও সব বয়সী ৫০/৫৫ টি
আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।
ইনবক্স ও কল করুন।

চলছে নিম পাতা শুকানোর কাজ, শখের পাখির যত্ন টা ঠিকমতো না করতে পারলে কি আর শখ পুরা হয়।
24/05/2022

চলছে নিম পাতা শুকানোর কাজ, শখের পাখির যত্ন টা ঠিকমতো না করতে পারলে কি আর শখ পুরা হয়।

11/05/2022

১. লুটিনো পার্ল ককাটেল বয়স ১.৫ মাস, ১ পিস।
২. DF SP JP বয়স ২ মাস, ৩ পিস।
৩. WF DF Classic JP বয়স ২.৫ মাস, ৩ পিস।
৪. WF DF Classic JP বয়স ৩.৫- ৫ মাস, ৭ পিস।
৫. DF SP JP বয়স ৩ - ৪.৫ মাস, ৫ পিস।
৬. BF JP blood line বয়স ৬-৭ মাস, ৪ পিস।
ইনবক্স ও কল 01976759022 (WhatsApp).

আমাদের পেজের সকল সদস্যদের জানাই ইদের শুভেচ্ছা ও মোবারকবাদ, ইদ মোবারক।
02/05/2022

আমাদের পেজের সকল সদস্যদের জানাই ইদের শুভেচ্ছা ও মোবারকবাদ, ইদ মোবারক।

গ্রে পার্লবয়স ৩.৫ মাসসুস্থ ও একটিভ মিরপুর ১০ বেনারসি পল্লি,  ঢাকাইনবক্স ও কল 01976959022
22/02/2022

গ্রে পার্ল
বয়স ৩.৫ মাস
সুস্থ ও একটিভ
মিরপুর ১০ বেনারসি পল্লি, ঢাকা
ইনবক্স ও কল 01976959022

24/01/2022
Sold out, যারা পাখিকে ভালবাসের আর ভাল পাখি কেনার আশা করেন, তাদের কাছে টাকা না পাখিই টাই আসল। ধন্যবাদ সহিত ভালবাসা গুলো দ...
05/12/2021

Sold out, যারা পাখিকে ভালবাসের আর ভাল পাখি কেনার আশা করেন, তাদের কাছে টাকা না পাখিই টাই আসল। ধন্যবাদ সহিত ভালবাসা গুলো দেয়া নেয়া হলো। চলে গেলো সাতক্ষিরা, খুলনার উদ্দেশ্য।

ককাটেল বেবিরা
23/11/2021

ককাটেল বেবিরা

13/11/2021

ককাটেল ৫ পিস বেবি
জেপি ১০০% ডি এফ ৬ পিস
মাশাল্লাহ

সব গুলো রেইনবো ফিমেল ডিম দিচ্ছে, দিয়েছ এবং তা দিচ্ছে,  বাচ্চা ও ফুটিয়েছে। আলহামদুলিল্লাহ।
10/09/2021

সব গুলো রেইনবো ফিমেল ডিম দিচ্ছে, দিয়েছ এবং তা দিচ্ছে, বাচ্চা ও ফুটিয়েছে। আলহামদুলিল্লাহ।

30/08/2021

পাখি কেনার সময় কিছু কাজ করা থেকে বিরত থাকবেন।

🔸কখনো অযাচিত দাম বলবেন না। লাইক আপনিও জানেন, ব্রিডারও জানে পাখির দাম ৪০০০ হওয়া উচিত। এখন ব্রিডার চাইলো ৪৫০০ আর আপনি বলে বসলেন ২০০০/২৫০০। এসব করলে প্রথমেই ভালো ব্রিডাররা রিপ্লে দেয়া বন্ধ করে দেয়।

🔹পাখির দাম ব্রিডার টু ব্রিডার ভ্যারি করে। সেইম পাখি বাচ্চা একজনের কাছে ৩০০০ আবার আরেকজন ১৮০০-২০০০ এ সেল দিচ্ছে। এর কারণও থাকে। দেখা যায় ৩০০০ পিসে যিনি সেল দিচ্ছেন তিনি খাওয়ায় সব ইমপোর্টেড ফুড, আর ১৮০০-২০০০ এ যিনি সেল দেন তিনি খাওয়ায় দেশি খাবার। সুতরাং আপনারাই বলেন কার পাখির কোয়ালিটি ভালো হবে?

🔸হ্যান্ডফিড করাতে না পারলে বাচ্চা কিনবেন না। কারণ বেশিরভাগ সময়ই হ্যান্ডফিড করাতে না পারলে বাচ্চা মারা যায়।

🔹 অনেকে কেনা পাখি সেল করে দেয়। সে পাখি কত দিয়ে কিনেছেন তা জিজ্ঞেস করাটা খুবই অযাচিত একটা কথা। আপনি তার কাছ থেকে পাখি কিনবেন, এখানে আপনার কেন জানার প্রয়োজন যে সে কত দিয়ে কিনেছে?

🔸 পাখির ডিম বাচ্চার গ্যারান্টি চাওয়া। কিন্তু কোন কিছুর গ্যারান্টি দেয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনি সর্বোচ্চ ব্রিডিং প্রুফ অর্থাৎ বাচ্চা সহ পাখি ছবি/ভিডিও দেখে কিনতে পারেন। এখন বাসায় আনার পর ব্রিড করানোর দায়িত্ব তো আপনার।

🔹 "আমি সেইম পাখি ৮০০ দিয়ে কিনসি, আপনার যদি এ দামে দিতে পারেন তবে জানাবেন।" এ জিনিসটা মনে হয় সবচেয়ে বিরক্তিকর একটা লাইন প্রতিটা সেলারের কাছে। আরে ভাই আপনি কোথা থেকে কি কত দিয়ে কিনসেন সেটা তো আপনার মেটার৷ তা আরেকজনকে বলার কি দরকার? দামে না পোষলে কেটে পড়ুন। এসব করেন দেখে ভালো কোন ব্রিডারের সাথে সম্পর্ক রাখতে পারেন না।

🔸 পাখি বুক করেও না নেওয়া। এটা মনে হয় প্রায় সবাই ই ফেস করেছেন। আজিব একটা সমস্যা। পাখি বুক করবে আর বিক্রেতাকে বলে দিবে সবাইকে না করে দিতে। তারপর নেয়ার দিন সে হাওয়া। কোন খোঁজ নাই, ভুলে যায়। শেষে দেখা যায় পাখি নেয় না। উটকো এক ঝামেলা। পরে আবার পোস্ট দেয়া লাগে। এসব করা থেকে একদমই বিরত থাকুন। পাখি নিতে চাইলে আগে নিজে নিজে ১০ বার ভাবুন। দরকার পরলে কারো সাথে কথা বলে শিওর হয়ে তারপর কনফার্ম করুন। না হলে বাদ দেন। পাখি কনফার্ম করে না নেয়া একটা বেয়াদবি।

🔹পোস্ট পুরোপুরি না পড়েই ইনবক্সে নক দিবেন না। অনেক সময় অনেক কথা পোস্টে সেলার লিখে দেয়। তা না দেখেই সেইম কথা যখন আবার পোস্ট বলা হয় তখন জিনিসটা ভালো দেখায় না।

🔸হোম ডেলিভারি সবাই দেয় না। এবং অনেকে আগে থেকে বলে দেয়, হোম ডেলিভারি সম্ভব না। তারপরও কিছু মানুষ শেষে একটা কথা লাগিয়ে দেয়, হোম ডেলিভারি দিতে হবে।

🔹 সবশেষে পোস্ট দেখলেই প্রাইস প্রাইস বলে কমেন্ট সেকশন ভরিয়ে ফেলা। ফেসবুকে নিয়ম অনুযায়ী পশু পাখি কেনা বেচা করা নিষেধ। তারপরও কিছু মানুষ বার বার প্রাইস/Pp/Price বিভিন্ন শব্দ ব্যবহার করে বিধায় কিছুদিন পর পর দেখা যায় গ্রুপ ফেসবুক কর্তৃপক্ষ ডিজেবল করে দিয়েছে। তাই পোস্ট দেখলে ডাইরেক্ট বিক্রেতাকে ইনবক্সে নক দেয়াটা একটা ভদ্রতা। বিক্রেতা না দেখলে কমেন্ট জানিয়ে দিন ইনবক্স চেক করতে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, ফোন নম্বর এবং ইনবক্সে যোগাযোগ করার ওয়ে থাকা সত্তেও যারা কমেন্টে প্রাইস প্রাইস করে, এরা কখনোই পাখি নেয় না কিংবা নিতে পারে না। কারণ নেয়ার আগ্রহ থাকলে ঠিকই ফোন দিতো অথবা ইনবক্সে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতো।

পাখি নিতে হলে সব সময় এ কাজগুলে করা থেকে বিরত থাকবেন। কোন প্রশ্ন থাকলে ভদ্রভাবে জানতে চাইবেন। কোন বাজে কথা বলবেন না। তাহলে দেখবেন ভালো রেসপন্স পাবেন।


Ahmed Shipu ভাইয়ার থেকে পাওয়া লেখা

দুটোই বাঘপ্রথমটা যিনি বানিয়েছেন তিনিও আর্টিস্টদ্বিতীয়টি যিনি বানিয়েছেন তিনিও আর্টিস্ট।এখন আপনি কোন বাঘটা নিবেন সেটা আপনা...
23/08/2021

দুটোই বাঘ
প্রথমটা যিনি বানিয়েছেন তিনিও আর্টিস্ট
দ্বিতীয়টি যিনি বানিয়েছেন তিনিও আর্টিস্ট।
এখন আপনি কোন বাঘটা নিবেন সেটা আপনার চয়েজ। মনে রাখবেন চিনি যত বেশি ঢালবেন শরবত তত বেশিই মিষ্টি হবে। টাকা খরচ করতে চাইবেন না অথচ ভাল কোয়ালিটিফুল পণ্য চাইবেন তা কি করে হয়।
নয়তো দ্বিতীয় বাঘটিই ভাগ্যে জুটবে
জিনিস যেটা ভাল দাম তার একটু বেশি বুঝতে শিখুন।
তাই কম দামে সবসময় জিনিস কিনতে চেষ্টা করবেন না।
সংগৃহীত

(😊😊বুঝলে বুঝপাতা,না বুঝলে তেজপাতা)

★বাজ্রিগারঃ- ''বাজ্রিগার'' শব্দটি এসেছে ''বেচারিগাহ'' শব্দ থেকে।ব্রিটিশ পাখি পাখি বিজ্ঞানি জন গৌল্ড ১৮৪০ সালে এই নামকরণ ...
21/08/2021

★বাজ্রিগারঃ-
''বাজ্রিগার'' শব্দটি এসেছে ''বেচারিগাহ'' শব্দ থেকে।ব্রিটিশ পাখি পাখি বিজ্ঞানি জন গৌল্ড ১৮৪০ সালে এই নামকরণ করেন।১৭০৫-০৬ সালের সর্বপ্রথম বাজ্রিগারকে পাখি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর বৈজ্ঞানিক নাম হলো ''মেলপসিট্টাকাস আন্ডুলেটাস''।এদের আদিবাস হলো অস্ট্রেলিয়ার পুর্ব এবং দক্ষিণ পশ্চিমাংশের উপকুলবর্তি অঞ্চল সমুহ।প্রায় ৫ মিলিয়ন বছর ধরে এইসব অঞ্চলে বাজ্রিগার বসবাস করছে।১৮৪০ সালে সর্বপ্রথম বাজ্রিগারকে অস্ট্রেলিয়ার বাইরে, ব্রিটেনে আনা হয় এবং ১৮৫০ সালে সর্বপ্রথম খাচায় ব্রিড করানো সম্ভব হয়। অস্ট্রেলিয়ার বনাঞ্চলে যে বাজ্রিগার পাওয়া যেত সেটা হলো সবুজ রঙের,যাকে আমরা ''wild green''বাজ্রিগার বলি থাকি।

১৮৫০ সালে প্রথম খাচায় ব্রিড করানোর পর বিজ্ঞানিরা অন্য রঙের বাজ্রিগার উৎপাদনের চেষ্টা শুরু করেন এবং খুব শীঘ্রই সফলও হন।তাদের অক্লান্ত পরিশ্রমেই আজ আমরা পেয়েছি নানা রঙের,নানা মিউটেশনের বাজ্রিগার। ১৮০৫ সালে মার্কিন বিজ্ঞানি ''জর্জ শ'' সর্বপ্রথম বাজ্রিগার নিয়ে একটি পুর্ণাঙ্গ আর্টিকেল প্রকাশ করেন।''পাক'' নামের একটি বাজ্রিগারকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান বাজ্রিগার হিসেবে ধরা হয়।গিনেজ বুক অব ওয়ার্ড রেকর্ড এর তথ্য অনুযায়ী, সে প্রায় ১৭০০ টি শব্দ বলতে পারতো।১৯৯৫ সালে পাক মৃত্যুবরণ করে।এছাড়া ইতিহাসের সবচেয়ে দীর্ঘায়ু বাজ্রিগার ছিল ''চার্লি''। সে ইংলেন্ডের অধিবাসি ছিল এবং প্রায় ২৮ বছরের মতো বেঁচে ছিল।১৮৫৯ সালে অস্ট্রেলিয়ান সরকার বাজ্রিগার বন থেকে ধরা নিষিদ্ধ করে দেন। মূলত তারপর থেকে ব্যাপক হারে বাজ্রিগার উৎপাদন শুরু হয়।বাংলাদেশে বাজ্রিগার কবে এসেছে সেটা কেউই ঠিক মতো বলতে পারেনা,তবে ধারণা করা হয় ১৮৮৯-৯০ এর দশকেই বাজ্রিগার আমদানি করা শুরু হয়েছে।
সংগ্রহিত। collected.

Address

10/A, 13/14 Benaroshipolli, Mirpur10
Dhaka
1216

Telephone

+8801976759022

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khans Bajrigar Kingdoms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category