Bird's Heaven

Bird's Heaven It's dedicated for all Brids & Nature Lovers.....beyond the geographical boundery.... Pet, Love & support.

12/12/2024
Show Post!!মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ 🤩🤩🤩
24/06/2024

Show Post!!
মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ 🤩🤩🤩

গরুর মাংস উৎপাদন করে লাভবান হতে চান? আসুন লাভের মন্ত্র শিখিয়ে দেই!!!************************************************খুব ...
04/06/2024

গরুর মাংস উৎপাদন করে লাভবান হতে চান?
আসুন লাভের মন্ত্র শিখিয়ে দেই!!!
************************************************

খুব কম খরচে মাংস উৎপাদনের একটা কৌশল আপনাদের আজ শিখিয়ে দিচ্ছি যেটা প্রান্তিক খামারীদের জন্য খুবই কার্যকরী হবে।
আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো মোটামুটি বয়স্ক কিছু গাভী বা বলদ/ষাঁড়(বলদ/ষাঁড়ের বয়স কিছুটা কম হলেও সমস্যা নেই,চার দাঁত বা ছয় দাঁত হলেও চলবে) সংগ্রহ করতে হবে যে গুলি খুব অযত্নে ছিল কিন্তু মোটামুটি সুস্থ। মনে রাখবেন এই ধরনের গরু সংগ্রহ করাটাই এই কর্মজজ্ঞের মূলমন্ত্র!
এবার গরু সংগ্রহ করার পর সেগুলিকে কৃমিনাশক দিয়ে কৃমিমুক্ত করে দুইটা ভ্যাক্সিন দিয়ে দিবেন। একটা হলো ক্ষুরা রোগের ভ্যাক্সিন আরেকটা হলো তড়কা বা এন্থ্রাক্স রোগের ভ্যাক্সিন। গবাদিপশু পালন ও কৃষি ।
এবার আসি গরুকে কি কি খাবার দিবেন সেই আলোচনা নিয়ে। শুধু মাত্র ৪ টা উপাদান দিয়ে গরুর দানাদার খাদ্য তৈরী করুন।
১। ঈস্ট ফার্মেন্টেটেড কর্ণ ৫০%।
২। দেশী মিলের কুরা ৩০%।
৩। ছোলা/মটর/খেসারীর ভুষি১০%।
৪। সরিষার খৈল ১০%।
এবার প্রতি ১০০ কেজি লাইভওয়েটের গরুকে তৈরী করা দানাদার খাদ্য দেন ১ কেজি করে। আর ১০০ কেজি লাইভওয়েটের গরুকে ১ ইঞ্চি করে কাটা খড় ও ৫০ গ্রাম চিটাগুড় পানিতে ভিজিয়ে খেতে দিন। এর সাথে আরো যোগ করুন যে কোন কাঁচা ঘাস। ১০০ কেজি লাইভওয়েটের গরুকে ৪-৫ কেজি কাঁচা ঘাস দিন ছোট ছোট করে কেটে। এভাবেই প্রতিদিন গরুকে খাদ্য প্রদান করুন।
এবার আসি ফার্মেন্টেটেড কর্ণ কিভাবে তৈরী করবেন সেই বিষয়ে। আমি ১ কেজি ফার্মেন্টেটেড কর্ণ বানানোর প্রক্রিয়া বলে দিচ্ছি,আপনারা এটাকে থাম্বরুল ধরে বেশী লাগলে বেশী বানাবেন, কম লাগলে কম বানাবেন। ফার্মেন্টেটেড কর্ণ একবার তৈরী করার পর ১৮ ঘন্টার বেশী বাসি করবেন না।
ফার্মেন্টেটেড কর্ণ বানানোর প্রক্রিয়াঃ
***************************************
১ কেজি ভুট্টার গুড়া (সুজির দানার মতো হলে ভালো হয়) পানিতে মিশিয়ে মাখা মাখা করবেন।
এবার এককাপ কুসুম গরম পানিতে ১ চা চামচ চিনি বা মোলাসেস দিন,১ চা চামচ বেকারি ইস্ট (স্যাকারোমাইসিস সেরাভেসা) ঢালুন এবং ভালো করে সব মিশিয়ে ফেলুন। ১০ মিনিট অপেক্ষা করুন। দেখবেন কাপের ঈস্ট লাইভ হয়ে ফুলে উঠবে। এবার কাপের পানিতে মিশানো ঈস্ট আগে থেকে মাখা মাখা করে মেশানো ভুট্টার গুড়ার সাথে ভালো করে মিশিয়ে নিন এবং একটা বালতি বা পাত্রে এয়ারটাইট বা বায়ুনিরোধী করে রেখে দিন ৮-১০ ঘন্টা। এর পরে সেটা গরুকে খাওয়ানোর উপযোগী হয়ে যাবে। ব্যাস ফার্মেন্টেটেড কর্ণ তৈরী হয়ে গেলো।
উপরের নিয়মানুযায়ী যদি আপনি হাড্ডিসার বা কম স্বাস্থ্যসম্পন্ন গরুকে আড়াই থেকে তিন মাস খাওয়াতে পারেন তাহলে আপনার গরু অনেক মোটাতাজা হয়ে যাবে যা অবাক করার মতোই মনে হবে সাথে সাথে আপনি গরু বিক্রি করে যথেষ্ট লাভও করতে পারবেন। এই প্রক্রিয়াটা আমি আগেও অনেকবার পোস্ট করেছি, অনেকের জ্ঞাতার্থে আবারও করলাম।
এই প্রক্রিয়ায় গরু পালন করে যদি কেউ লাভবান না হন তাহলে নির্দ্বিধায় আমাকে জানাবেন, লাভবান হলেও কষ্ট করে হলেও একটু জানাবেন।
( মুক্তি মাহমুদ ভাইয়ের লিখা )

অল্প সময়ের মধ্যে গরু মোটাতাজাকরণ কৌশলঃকৃমিমুক্ত করণঃ লিভানিড ট্যাবলেট 100কেজিতে 1টি সকালে খালি পেটে খাওয়াবেন 2ঘন্টা কিছু...
19/04/2024

অল্প সময়ের মধ্যে গরু মোটাতাজাকরণ কৌশলঃ

কৃমিমুক্ত করণঃ

লিভানিড ট্যাবলেট 100কেজিতে 1টি সকালে খালি পেটে খাওয়াবেন 2ঘন্টা কিছুই খেতে দিবেন না, এর 15 দিন পরে রেনাডেক্স বা এনডেক্স 60কেজিতে 1টি এ হিসেব করে খাওয়াবেন, এর 15দিন পরে এমেক্টিন প্লাস ইনজেকশন 100কেজিতে 4মিলি এ হিসেব করে চামড়ার নিচে পুশ করবেন। কৃমিনাশক ব্যবহারের পরের দিন থেকে 20দিন জিসভেট বড় হলে 100মিলি, আর মাঝাড়ি হলে 80 মিলি এবং ছোট হলে 50 মিলি করে এবং আদার রস,সোডা,লেবু রস,চিটাগুড়/লালি/চিনি ও বায়োগাট 2টি করে 5দিন খাওয়াবেন, এ সব খাওয়ালে লিভার টনিকের প্রয়োজন পড়বে না বা লিভার টনিকের কাজ হয়ে যাবে!

ভিটামিন ইনজেকশনঃ

1)ভিটাফস ইনজেকশন
2)ভিটাএডি3ই ইনজেকশন
3)এমাইনোভিট প্লাস ইনজেকশন
4)বায়োনল ফোর্ট ইনজেকশন
বড় গরুর জন্য 2পারে 10+10=20মিলি,
মাঝাড়ির জন্য 15মিলি, ছোট হলে 10মিলি করে সব গুলোই 7দিন পরপর 4বার করবেন।

দানাদার খাদ্যের রেশনঃ

ধান -- 20 কেজি
ভুট্রা -- 15 কেজি
গম -- 15 কেজি
ছোলা ভুট -- 10 কেজি
সয়াবিন -- 10 কেজি
সরিষার খৈল -- 10 কেজি
গমের ভুসি -- 10 কেজি
লবন -- 3 কেজি
লাইমস্টোন -- 3 কেজি
ডিসিপি -- 2 কেজি
ডিবি -- 1 কেজি
প্রিমাফেট/বার্গাফেট -- 1 কেজি।

উল্লেক্ষিত ব্যবস্থাদি আপনার গরুকে সরবরাহ করলে খুব দ্রুত সময়ের মধ্যে মোটাতাজা হবে ইনশাআল্লাহ্!

Male/Female in Poultry???
19/04/2024

Male/Female in Poultry???

রানিং মাসে কারো ইমারজেন্সি বাসা লাগলে এখনই উঠতে পারবেন বাসা ফাঁকা আছে। নতুন বাসা। ভাড়া ৩২০০টাকা/রুম। ২ রুম।  টাইলস ছাড়...
01/12/2023

রানিং মাসে কারো ইমারজেন্সি বাসা লাগলে এখনই উঠতে পারবেন বাসা ফাঁকা আছে। নতুন বাসা। ভাড়া ৩২০০টাকা/রুম। ২ রুম। টাইলস ছাড়া, রুমের বাহিরে টয়লেট, রান্নাঘর শেয়ার।

*২৪ ঘণ্টা পানি
*গ্যাস নাই
*লোকেশনঃ মান্ডা ছাতা মসজিদ/মনখার গলি।
বিশেষ করে : চাকরিজীবী ব্যাচেলার, ফ্যামিলি এবং স্টুডেন্ট অগ্রধিকার দেওয়া হবে।
যোগাযোগ করুন : 01787338844

মান্ডা ছাতা মসজিদের গলি তে ৩রুম ভাড়া হবে (১২/১৪ ফুট)। নতুন ও খোলামেলা পরিবেশ । আলাদা আলাদা ৩ রুম। গ্যাস নাই। লাকড়ি/সিলিন...
04/11/2023

মান্ডা ছাতা মসজিদের গলি তে ৩রুম ভাড়া হবে (১২/১৪ ফুট)। নতুন ও খোলামেলা পরিবেশ । আলাদা আলাদা ৩ রুম। গ্যাস নাই। লাকড়ি/সিলিন্ডার চুলা। ৩৫০০টাকা/রুম, কারেন্ট আলাদা।০১৭৮৭৩৩৮৮৪৪

02/09/2023

সাকার ফিশ সংক্রান্ত হুমকি 😭😭😭

এক্টা গ্রে প্যারট টেম করা মেল দরকার। ডি এন এ টেস্ট ও ক্লোজড রিং থাকতে হবে। আর্জেন্ট। ০১৭৮৭৩৩৮৮৪৪পিক ফর এটেনশন।
23/08/2023

এক্টা গ্রে প্যারট টেম করা মেল দরকার। ডি এন এ টেস্ট ও ক্লোজড রিং থাকতে হবে। আর্জেন্ট। ০১৭৮৭৩৩৮৮৪৪

পিক ফর এটেনশন।

Finally!  Alhamdulillah!! 😍😍
15/08/2023

Finally! Alhamdulillah!! 😍😍

08/08/2023

Looking for 1 pair tamed Blue and Gold macaw Urgently. Please call +8801787338844.

28/06/2023

আমাদের পেজের সকল সদস্য, গ্রাহক ও শুভানুধ্যায়ী দের জানাই - ঈদ মোবারাক 🥳🥳🥳

Bird seedmix ratio.....
17/06/2023

Bird seedmix ratio.....

16/06/2023
‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম'-  ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।’ ‘ঈদ মুবারক’
21/04/2023

‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম'- ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।’ ‘ঈদ মুবারক’

Address

Dag No. 3069, North Manda, Ward-72, Mugda Thana
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when Bird's Heaven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category