07/07/2021
একটা আদর্শ ব্রিডিং পেয়ার খুব সহজে একজন ব্রীডার হাত ছাড়া করে না৷ হয়তো পেয়ার টা ঝামেলা করে নইলে ব্রীডারের আর্থিক অবস্থা অথবা অন্যান্য প্রব্লেম এর কারনে সে*ল করে।
মনে করেন,
একটা লুটিনো পেয়ার ৪টা করে ডিম বাচ্ছা করে। সেই পাখি টা কেন ব্রীডার ক*ম দা*মে সে*ল করবে? অনেকেই বলেন ভাই একটা ব্রিডিং পেয়ার দেন৷ অনেক রিকোয়েস্ট করে রাজি করানোর পর যখন দা*মে*র বেলায় আসেন তখন বলে উঠেন ভাইয়া আপনি তো ডাকাতি করতেসেন। নানান কথা বলে থাকেন। কেনো ভাই? রিকোয়েস্ট আপনি করসেন ভালো একটা ব্রিডিং পেয়ার এর জন্য৷ একটা কোকাটিয়েল পাখি এডাল্ট হইতে ১২-১৪ মাস লাগে। আমার বেশির ভাগ পেয়ার ১৫মাস+ বয়সে এ ব্রিডিং এ দেই৷ এতদিন পালার পরে রেজাল্ট করার পর কেন আমার রেডি পেয়ার আপনাকে ক*মে দিবো? যেখানে আমি প্রতি ব্রীডে ৪টা করে বেবি পাই। প্রতি পিস বেবির মু*ল্য ২৫০০ টাকা ৷ তাহলে (৪*২৫০০)= ১০০০০টা*কা*র বেবি সে*ল করতে পারি প্রতি ব্রীডে। সেখানে আমি কেন ৮০০০-১০০০০ এ পেয়ার সে*ল করবো?
আমি যদি সে*ল করি অবশ্যই আমি ওভার প্রা*ই*জে*ই সে*ল করবো৷ এটাই স্বাভাবিক।
যারা বলেন ডাকাতি করতেসি তাদের উদ্দেশ্য করে বলতেসি। ভাইয়া আপনি বেবি নিয়া পালেন তারপর মেইল-ফিমেইল কনফার্ম করেন, ব্রীডিং এ দেন। কি কি প্রব্লেম করতেসে সেগুলা রিকভারি করেন তখন বুঝতে পারবেন কেন আমি ওভার প্রা*ই*জে সে*ল দেই ❤️।অনেকেই বলে উঠেন ভাইয়া আমার থেকে না হয় লা*ভ না করলেন। কেন ভাই আপনি কি আমার এভিয়ারির ১ মাসের খ*র*চ বহন করবেন?অনেকেই বলে উঠেন ভাইয়া আমি শখ করে পালবো। প্রথমত বলবো আপনি শখে পালেন না এটা হলো সব থেকে বড় মিথ্যা কথা। শখ করে কেন ব্রিডিং পেয়ার নিবেন? বেবি নিলেই তো পারতেন। টেইম ও করতেন শখ টাও পূরন হইতো। আপনি তো শুরুতেই ব্য*ব*সা*র চিন্তা করসেন।কারন আপনি ব্রীডিং পেয়ার নিবেন ৪টা বেবি হবে সে*ল করে আপনি আপনার অন্য চাহিদা মিটাইবেন। এগুলা বললেই আমি ভালো না। যাই হোক অনেক কিছু বলে ফেলসি। কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিবেন। সবাই সুস্থ থাকুন, ঘরেই থাকুন।
ধন্যবাদ❤️