31/07/2024
যারা জীবনে জুম্মার নামাজ ছাড়া কোনও নামাজ পড়ে না অথবা কোনও নামাজই পড়ে না অথবা সিজনাল সুযোগ সুবিধামত পড়ে মাঝে মাঝে তারা বেশ ভালো থাকে। তাদের খুব একটা ক্ষয়ক্ষতি হয়না জীবনে। কিন্তু যারা এক ওয়াক্ত নামাজ কাজা করতে ভয় পায়, যেকোনও পরিস্থিতিতে নামাজ নিয়ে অস্থির হয়ে যায় তাদেরই অনেক সময় এমন এমন ক্ষতি হয় যেটার কোনও কারণেই নাই। তাহলে কি আল্লাহ মুমিনের হেফাজত বলতে কিছুই করেন না? তাহলে প্রথম দলে অন্তর্ভুক্ত হলে দোষ কী?? "পরীক্ষা নিচ্ছেন" এর আই ওয়াশ আসলে খুব বেশি সময় চলে না।