Animal Planet Bangladesh APB

Animal Planet Bangladesh APB Stay Connected With Animal Planet Bangladesh for Everything about your Pet
(11)

গতকালকের ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে আমাদের চেয়ারম্যান আজিজুল হাকিম হানী কুকুর এর এট্যাক এর শিকার হয়েছেন,, এবং তিনি প্রচন্ড...
26/12/2023

গতকালকের ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে আমাদের চেয়ারম্যান আজিজুল হাকিম হানী কুকুর এর এট্যাক এর শিকার হয়েছেন,, এবং তিনি প্রচন্ড জ্বরে আক্রান্ত,তাই আজকের যত গুলো এপইন্টমেন্ট ছিলো সব ক্যান্সেল করা হচ্ছে, ইনশাআল্লাহ আগামি কাল আপনাদের এপইন্টমেন্ট গুলো পেয়ে যাবেন।

24/12/2023
মিরপুরে এত এবিউজ কেস, এই কারনেমিরপুরে ১০০ কুকুর এর ভ্যাক্সিনেশন প্রোগ্রাম এবং প্রানীতের প্রতি নিষ্ঠুরতা বন্ধে এওয়ারনেস প...
19/12/2023

মিরপুরে এত এবিউজ কেস, এই কারনে
মিরপুরে ১০০ কুকুর এর ভ্যাক্সিনেশন প্রোগ্রাম এবং প্রানীতের প্রতি নিষ্ঠুরতা বন্ধে এওয়ারনেস প্রোগ্রাম এর ব্যবস্থা করা হচ্ছে।
তারিখ- ২৫ ডিসেম্বরে ২০২৩
সময়-দুপুর ১২টা
স্থান- মিরপুর ১১,এভিনিউ ৫, বটতলা,শাহিন স্কুলের সামনে।

আপনারা প্রত্যেক এনিম্যাল লাভারাই আমন্ত্রিত, সবাই থাকবেন আশা করি।

আয়জনে- Animal Planet Bangladesh APB

যোগাযোগ - Md Jahidul Islam Sajib (01712-599760)
আজিজুল হাকিম হানী - 01303397688

দয়া করে সবাই উপস্থিত থাকবেন,সকলের উপস্থিতি খুবই প্রয়োজন।
আমরা পুরো ১১ নাম্বারে সারাদিন এওয়ারনেস প্রোগ্রাম করবো,
খাবার খরচ যার যার নিজের।আমরা খাবারের কোনো আয়জন করতে পারছি না। আর যদি কেউ খাবারের খরচ স্পন্সর করতে চান তাহলে আমাদের জানাতে পারেন।
শুধু মাত্র- ভ্যাক্সিনেশনের যাবতীয় খরচ আমি বহন করবো ইনশাআল্লাহ।

Urgent Adoption... Gender: FemaleAge: 2 monthsFood habit: Boiled chicken and fish, Rice Location : Mirpur-1Potty trained...
18/12/2023

Urgent Adoption...

Gender: Female
Age: 2 months
Food habit: Boiled chicken and fish, Rice
Location : Mirpur-1
Potty trained in littre,

বাসায় বিড়াল আছে এমন হলে ওর জন্য ভালো হয়, কারণ বাসায় অনেক গুলো বিড়ালের মধ্যে থাকছে। আর ও একা একা থাকতে ভয় পায়, কান্না করে।

দাম কেন ইনবক্সে??রেগুলার ক্রেতাদের একটাই অভিযোগ দাম কেন ইনবক্সে বলতে হবে? কেউ কেউ তো অভিযোগ দিয়েই বসে থাকেন না। এক হাত এ...
17/12/2023

দাম কেন ইনবক্সে??
রেগুলার ক্রেতাদের একটাই অভিযোগ দাম কেন ইনবক্সে বলতে হবে? কেউ কেউ তো অভিযোগ দিয়েই বসে থাকেন না। এক হাত এগিয়ে বাটপার-চিটারও বলে বসেন।
আসলে দাম ইনবক্সে বলার কিছু কারণ আছে, জানলে হয়তো আপনিও সাপোর্ট করবেন এবং ইনবক্সে এসে ক্রয় করতেই অভ্যস্ত হয়ে যাবেন।

০১. ফেসবুক সাধারণ সেল পোস্টকে রিচ করে না। এটা তাদের পলিসিগত ইস্যু। কিন্তু একটা পোস্টে যখন বারবার কমেন্ট হয় তখন সেটি এমনি উপরে চলে আসে। বারবার শো হয়। এতে রিচ হয় কয়েকগুণ বেশি।
এ কারণে একজন যখন মূল্য কত জানতে চান সেই পোস্টটা নতুন করে সামনে চলে আসে। মূল্য লেখা থাকলে কাস্টমার সেটিতে কোনো রিয়েক্ট না দিয়ে চলে যান...

০২. মূল্য লেখা থাকলে অন্য সেলার বা বাইরের কেউ এসে তাকে কমেন্ট বা ইনবক্সে বলে যায় ৫০ টাকা কমে দিতে পারবো আমি, আমার থেকে নেন। এভাবে সেলারের প্রতি বাজে ধারণা তৈরি হয়। মার্কেট নষ্ট হয় কয়েক জনের জন্য। কাষ্টমার এটা বুঝেনা যে কোয়ালিটি সেম না, তারা ভাবে আমি তো কমেই পাচ্ছি।

০৩. মূল্য উল্লেখ থাকলে অনেক বাজে লোক এসে কমেন্ট করে ভাই এটা আমি এত দিয়ে কিনেছি, আপনার কাছে বেশি কেন। আসলে প্রডাক্টের কোয়ালিটিভেদে পন্যের দামে কম বেশি হয়, কিন্তু কেউ যখন সরাসরি কমন্টে প্রকৃত বিচার না করেই অভিযোগ করে সেটিতে ভুল ধারণা জন্মায়।

বিড়ালের ভ্যাক্সিন দেয়া নিয়ে কিছু ঘটনাঃ #ঘটনা-১ঃবিড়াল পালিতাঃ ম্যাম, আমার বিড়ালের বয়স ২মাস ১৭ দিন। ভ্যাক্সিন দিতে হবে?? ড...
02/12/2023

বিড়ালের ভ্যাক্সিন দেয়া নিয়ে কিছু ঘটনাঃ

#ঘটনা-১ঃ
বিড়াল পালিতাঃ ম্যাম, আমার বিড়ালের বয়স ২মাস ১৭ দিন। ভ্যাক্সিন দিতে হবে??
ডাক্তারঃ হ্যাঁ, খুব দ্রুত ভ্যাক্সিন করায়ে নিবেন
বিড়াল পালিতাঃ না করালে কি কোনো সমস্যা আছে?
ডাক্তারঃ ভ্যাক্সিন না করালে রোগাক্রান্ত হবার সম্ভাবনা আছে, তাতে রোগীর শারিরীক কষ্ট, অর্থনৈতিক ক্ষতি, মানষিক দুশ্চিন্তা। এমনকি রোগী মারা ও যেতে পারে।
বিড়াল পালিতাঃ এতো ছোটো বয়সে ভ্যাক্সিন দিব। ও সহ্য করতে পারবে? থাক কয়েকদিন পরেই দেই।
ডাক্তারঃ 😑😑

১৩ দিন পর,
বিড়াল পালিতাঃ ম্যাম, আমার বাচ্চাটা কেমন জানি করছে। গায়ে অনেক জ্বর ছিল, বমি করছে, পাতলা পায়খানা।। কি করব।।
ডাক্তারঃ দ্রুত হাসপাতালে নিয়া আসেন
[হাসপাতালে আনার পথে বাচ্চাটা মারা যায়]

#ঘটনা-২
বিড়াল পালিতাঃ আপা, ভ্যাক্সিন কি দিতেই হবে?
ডাক্তারঃ বিড়ালকে সুস্থ রাখতে চাইলে ভ্যাক্সিন অবশ্যই দিতে হবে।।
বিড়াল পালিতাঃ এতো টাকা দিয়া ভ্যাক্সিন দিব??
ডাক্তারঃ 😑😑

মাসখানেক পর,
বিড়াল পালিতাঃ আপা, আমার বিড়াল খুব অসুস্থ।। কিছুই খাচ্ছে না, সব বমি করে ফেলে দিচ্ছে, মুখের চারপাশ কেমন জানি হয়ে গেছে।।
ডাক্তারঃ হাসপাতালে নিয়া আসেন
[বিড়ালটি ২দিন চিকিৎসা নিয়ে কিছুটা উন্নতি হলেও ৩য় দিন মারা যায়]
বিড়াল পালিতাঃ আপা, সেই তো খরচ হলো, বাচ্চাটাও বাচলো না। যদি ভ্যাক্সিন টা দিয়ে নিতাম।। তাহলে বাচ্চাটাকে হয়তো হারাতে হতো না।

পরিশেষে একটাই কথা, আপনার পোষা প্রানী আপনার-ই পরিবারের সদস্য। তার সকল দ্বায়ীত্ব আপনার-ই। তাই একজন ভেট এর পরামর্শ অনুযায়ী যথা সময়ে ভ্যাক্সিন দিয়ে প্রানীর সুস্থতা নিশ্চিত করবেন।।

Inbox Us for More information 💖💛

মনে থাকবে তো?
01/12/2023

মনে থাকবে তো?

আপনার বিড়াল কে কেনো ভ্যাক্সিন দিচ্ছেন না? যদি বেশি আর্থিক সমস্যা হয়ে থাকে আমাদের জানান।বিঃদ্রঃ- দামি ফ্ল্যাট মালিক,বাড়িও...
28/11/2023

আপনার বিড়াল কে কেনো ভ্যাক্সিন দিচ্ছেন না?
যদি বেশি আর্থিক সমস্যা হয়ে থাকে আমাদের জানান।

বিঃদ্রঃ- দামি ফ্ল্যাট মালিক,বাড়িওয়ালা,
পার্সিয়ান অথবা ফরেইন ব্রিড এর মালিক, দামী ভার্সিটিতে পড়ুয়া বড় লোকের সন্তান, ভালো এমাউন্ট ইনকাম করা লোকেরা দয়া করে আর্থিক সমস্যা দেখিয়ে ডিস্কাউন্ট চেয়ে লজ্জা দিবেন না।

তবে হ্যা,যদি নিজের এলাকার রাস্তার বিড়ালদের ভ্যাক্সিন দেয়াতে চান তবে আপনি যেই হন না কেনো, আপনাকে অবশ্যই ডিস্কাউন্ট দিয়ে দেয়া হবে।

ভ্যাক্সিন দেয়াতে গাফিলতি করবেন না।

যেকোনো স্টুডেন্ট দের জন্যেই বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে, তবে তার বিড়াল কে অবশ্যই দেশি রেস্কিউড হতে হবে,
কারন যারা ১৫/২০/৩০ হাজার টাকা দিয়ে ফরেইন ব্রিড কিনতে পারবে তারা ১৫০০/২০০০ দিয়ে ভ্যাক্সিন ও দিতে পারবে। তাই ফরেইন ব্রিডার দের জন্য ডিস্কাউন্টের কোনো সুবিধা নেই (স্টুডেন্ট হলেও)

অযথা ইনবক্স এ এসে দামাদামি করবেন না।

এবার শিতের শুরুতেই রেকর্ড সংখ্যক বিড়াল ফ্লু (প্যানলিউকোপেনিয়া) ভাইরাসে ইফেক্টেড হয়ে মারা গিয়েছে। আপনার বিড়ালের জীবন বাচা...
20/11/2023

এবার শিতের শুরুতেই রেকর্ড সংখ্যক বিড়াল ফ্লু (প্যানলিউকোপেনিয়া) ভাইরাসে ইফেক্টেড হয়ে মারা গিয়েছে। আপনার বিড়ালের জীবন বাচাতে দ্রুত ভ্যাক্সিনের আয়তায় নিয়ে আসুন। সামান্য কয়টা টাকার জন্য আপনার বিড়ালকে মৃত্যুর মুখে ঢেলে দিয়েন না।
🔴🔴🔴🔴
Worlds Number One Cat Vaccine- Nobivac-1-hcp Is available now,

যেকোনো সময়েই ফ্লু এবং প্লেগ রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়।
অনেকেই মনে করতে পারেন আমার বিড়াল বাসায় থাকে, বাইরে যায় না,তার ফ্লু হবে বা প্লেগ হবে না, এটা সম্পুর্ন ভুল ধারনা। ফ্লু বা প্লেগ একবার হয়ে গেলে তখন মৃত্যু কামনা করা ছাড়া উপায় নাই। আল্লাহ সকল বাচ্চাকে এই মরনব্যাধি থেকে হেফাজত করুক আমিন।
আপনাদের কাছে অনুরোধ করছি,যত দ্রুত সম্ভব আপনাদের বিড়াল কে ফুলকোর্স ভ্যাক্সিন দিন এবং তাকে সুরক্ষার আয়তায় নিয়ে আসুন।

⛔বিড়ালের ২.৫ মাসের অধিক হলেই ভ্যাক্সিন দেয়া যাবে।
⛔প্রেগন্যান্ট অবস্থায় ভ্যাক্সিন দেয়া যাবে না।
⛔ফ্লু বা প্লেগ আক্রান্ত বিড়াল কে ভ্যাক্সিন দেয়া যাবে না।
⛔অথেন্টিক পেজ থেকে ভ্যাক্সিন সংগ্রহ করুন।
⛔কখনই অদক্ষ লোক দিয়ে ভ্যাক্সিন পুশ করাবেন না। অবশ্যই তাকে দক্ষ এনিম্যাল এক্টিভিস্ট,দক্ষ ভেট এসিস্ট্যান্ট, দক্ষ নার্স হতে হবে।
⛔ আপনার বিড়াল কে সুরক্ষার দায়িত্ব আমাদের সবার,দয়া করে ভ্যাক্সিন দিতে গাফিলতি করবেন না।

⛔ বিড়াল যাদের আগে ভ্যাক্সিন দেয়া নেই তারা অবশ্যই ২৮ থেকে ৪৫ দিনের মধ্যে সেকেন্ড ডোজ ভ্যাক্সিন দিবেন,, প্রথম ডোজ এবং সেকেন্ড ডোজ এর প্রাইস আলাদা,, কম বেশি হতে পারে, সেটা সম্পুর্ন মার্কেট প্রাইসের উপর ডিপেন্ড করবে। সেকেন্ড ডোজ না দিলে ৫/৬ মাস পরে গিয়ে ভ্যাক্সিন ফেইল করতে পারে,তাই সকলের উচিত ভ্যাক্সিনের সেকেন্ড ডোজ দেয়া

আমাদের কাছে বিড়ালের সব ধরনের ভ্যাক্সিন এভেইলেবল রয়েছে।এবং ১০০% দক্ষ লোক দিয়ে ভ্যাক্সিন পুশ করানো হয়,
নিচে ডিটেইলস দেয়া হলো।

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
1-Nobivac 1-hcp ® Full Course combined Vaccine For Cats

🔴 Feline Calicivirus (FCV) (cat flu) এই রোগ হলে বিড়ালের অতিরিক্ত ঠান্ডা লাগে,সর্দী হয়,খিচুনি হয়,অত:পর মারা যায়।

🔴 Feline Rhinotracheitis (নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা),. এ রোগে আক্রান্ত হলে বিড়াল খুব দ্রুত শ্বাস নিতে থাকে,শ্বাস নেয়ার সময় মুখ থেকে আওয়াজ হয়, প্রচুর হাচি কাশি দেয়, অনেক শ্বাসকষ্ট হয়,দ্রুত অক্সিজেন মাস্ক না দিলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে।

🔴 Feline Panleukopenia (FPV), (Cat Plague) ক্যাট প্লেগ কে আমরা অনেকেই ক্যাট ফ্লু বলে থাকি। এই রোগ হলে বিড়ালের বমি হয়, খাবার বন্ধ করে দেয়, বমির সাথে রক্ত যেতে পারে,রক্ত পায়খানা হয়,পেট ফুলে যায়,শরির শুকিয়ে দুর্বল হয়ে যায় অত:পর মারা যায়। এই রোগ হল্র বিড়াল ২ ঘন্টা থেকে ৬ ঘন্টার মধ্যে মারা যেতে পারে। শতকরা ১০% বিড়াল বেচে যায় সঠিক চিকিৎসার আয়তায় আনলে।
🔴 Feline Chlamydophila. এটি একটি ভাইরাল ইনফেকশন জাতিয় রোগ যাতে বিড়ালের শরিরের বিভিন্ন স্থানে ব্যাকটেরিয়া এটাক করে। ক্ষত হয়ে যায় বিভিন্ন স্থানে।মুখ,পায়খানা রাস্তা সহ বিভিন্ন যায়গায় ঘা হয়ে যায়।।

2- RABISIN®

জলাতঙ্ক বিড়ালের একটি মারাত্মক এবং প্রানঘাতী সংক্রামক রোগ।এই রোগ বিড়ালের খামচি অথবা কামরের মাধ্যমে মানুষের মধ্যেও ছড়াতে পারে।এই রোগ একবার হয়ে গেলে এর আর কোনো চিকিৎসা নেই। Rabisin vaccine বিড়ালকে জলাতঙ্ক (rabies) থেকে রক্ষা করে।

🔴প্রাইস জানতে ইনবক্স করুন। Home Service Charge Depends on your location.

বিঃদ্রঃ- Appointment Confirm করতে আপনার লোকেশন ইনবক্স করুন.

18/11/2023

গত ৭ দিনে পরিচিত দের মধ্যে প্রায় ১৬-১৭ জনের বিড়াল ফ্লু ভাইরাস (প্যানলিওকোপেনিয়া) ভাইরাসে ইফেক্টেড হয়ে মারা যাচ্ছে।
এখন এই ফ্লু এর সিজন, যারা যারা ভ্যাক্সিন দিতে গাফিলতি করতেছেন।
ফ্লু হয়ে আপনার বিড়াল মারা গেলে সামলাতে পারবেন তো?

শীত কালে বিড়াল বা কুকুর কে গোসল করানো একদমি নিষেধ,, যতই ভ্যাক্সিনেটেড থাকুক বা না থাকুক।শীতকালে গোসল করালে হতে পারে বিড়া...
14/11/2023

শীত কালে বিড়াল বা কুকুর কে গোসল করানো একদমি নিষেধ,,
যতই ভ্যাক্সিনেটেড থাকুক বা না থাকুক।
শীতকালে গোসল করালে হতে পারে বিড়ালের ফ্লু অথবা ঠান্ডাজনিত বিভিন্ন মরনব্যাধি। কুকুর এর হতে পার্ভো অথবা নিউমনিয়া ধরনের রোগ।
শীত কালে বিড়াল বা কুকুর কে একদমি গোসল করানো যাবে না,

তাহল কি করবেন ভাবছেন?
জি,,
ড্রাই ওয়াশ বা ড্রাই বাথ হতে পারে এর সলুশ্যন,
তাই আমরা নিয়েছি Hug and Wag Dry bath.

এটি ব্যবহারে আপনার পোষা প্রানীর শরিরের ময়লা চলে যাবে, এবং জীবানুমুক্ত হবে,লোম পড়া কমে যাবে,শরিরের উকুনো চলে যাবে। এবং আপনার বিড়ালের লোম করে করবে আরো উজ্জ্বল ও সিল্কি।

তাই এখনই অর্ডার করুন আমাদের এই Hug and Wag ড্রাই বাথ।

অর্ডার করতে ইনবক্স করুন আমাদের পেজে।

ঢাকা সিটি তে ডেলিভারি চার্জ ৬০ টাকা।
ঢাকার আসে পাশের এলাকায় ১০০ টাকা।
এবং ঢাকার বাহিরে ১২০ টাকা।

বিজয় র‍্যাকিন সিটি মিরপুর ১৩ তে কুকুর হত্যা হচ্ছে প্রায় ৩ বছর যাবত। এই কারনে আমরা অনেক বার পদক্ষেপ নেয়ার পরেও সেখানে প্র...
12/11/2023

বিজয় র‍্যাকিন সিটি মিরপুর ১৩ তে কুকুর হত্যা হচ্ছে প্রায় ৩ বছর যাবত।
এই কারনে আমরা অনেক বার পদক্ষেপ নেয়ার পরেও সেখানে প্রানীর প্রতি নিষ্টুরতা কমাতে পারি নি।
আগামি কাল রাত ৮টা ৩০ মিনিটে মিরপুর ১৩ রুপসি আবাসিক এলাকার সামনে বিজয় রাকিন সিটির যত এনিম্যাল লাভার আছেন এবং মিরপুরের যত এনিম্যাল লাভার আছেন তাদের নিয়ে একটি মিটিং এর আয়জন করা হচ্ছে। আপনারা যারা যারা উপস্থিত থেকে ওখানের কুকুর এর জীবন বাচাতে চান তারা তারা সকলেই চলে আসবেন।

মিটিং মুল লক্ষ- সবার মতামত নিয়ে আমরা একটি কমিটি বানাবো এবং পরবর্তী তে আমাদের কার্যক্রম কি হবে সে বিষয়ে আলোচনা করবো।

তাই সকলকেই ওখান উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ - 01860956959 (Azizul Hakim Honey)

Pic for attention....

শিত কাল কিন্তু চলে এসেছে, ফ্লু বা প্লেগ রোগ হয়ে প্রচুর বিড়াল অলরেডি মারাও গেছে।যারা যারা মনে করছেন যে বিড়াল বাসায় থাকে,ক...
05/11/2023

শিত কাল কিন্তু চলে এসেছে, ফ্লু বা প্লেগ রোগ হয়ে প্রচুর বিড়াল অলরেডি মারাও গেছে।যারা যারা মনে করছেন যে বিড়াল বাসায় থাকে,কিছু হবে না,তারা ভুল ভাবছেন,, যেকোনো বিড়ালই ফ্লু ইফেক্টেড হতে পারে। এবং ফ্লু হওয়া বিড়াল এর মদ্ধে ৯০% বিড়ালই মারা যায়। তাই দ্রুত আপনার আদরের পোষা প্রানীকে ভ্যাক্সিনের আয়তায় নিয়ে আসুন। আমাদের ভ্যাক্সিনেশন হোম সার্ভিস চালু আছে, ডিটেইলস এবং এপইন্টমেন্ট নিতে ইনবক্স করুন আমাদের এখনি।আর,দ্রুত ভ্যাক্সিনেশন কোর্স কম্পলিট করুন।
ধন্যবাদ।

01/11/2023

আমাদের কাস্টোমাররা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি এপইন্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ।
কখনো কোনো কারনে যদি সময় মত এপইন্টমেন্ট দিতে না পারি আমরা তাহলে বুঝে নিবেন,,কিছু এমন একটা হয়েছে যার কারনে এপইন্টমেন্টটা দিতে অনেক বেশি প্রব্লেম হয়ে যেতো,আমরা সহজে এপইন্টমেন্ট ক্যান্সেল করিনা।
অনেক সময় এমনো হয় যে আপনার বিড়াল বা কুকুর এর ভ্যাক্সিন এর থেকে জরুরি হয়ে পরে আরেকটা বিড়ালের জীবন বাচানো,অনেক সময় বিল্ডিং থেকে পড়ে যাওয়া বা এক্সিডেন্ট করা বিড়াল কে রেস্কিউ করে চিকিৎসা দিতে হবে, তার জীবন বাচাতে হনে, সেক্ষেত্রে ভ্যাক্সিন দেয়াটার থেকে জরুরি ওই বিড়ালের জীবন বাচানো,ভ্যাক্সিন আপনি চাইলে ১/২/৩/৪/৫/৬/৭ দিন পরেও নিতে পারবেন,এতে করে কোনো সমস্যা হবে না। 😊 আর যারা ওই সিচুয়েশনে রাগ করে এপইন্টমেন্ট কনফার্ম করার পরেও ক্যান্সেল করে দেন,তাদের কে নেক্সট টাইম এপইন্টমেন্ট নিলেও এই সার্ভিস আমরা প্রোভাইড করবো না।
কারন আমাদের এই পেজ ওয়েল্ফেয়ার টাইপ পেজ,, বিজনেজ পেজ নয়।
ধন্যবাদ।

আমাদের একজন সম্মানিত ক্লাইন্ট এই বিড়াল টাকে রেস্কিউ করেছেন,, খুবই সুন্দর বিড়াল,খুবই প্লেফুল এবং ফ্রেন্ডলি।বিড়াল টা মাছ ভ...
25/09/2023

আমাদের একজন সম্মানিত ক্লাইন্ট এই বিড়াল টাকে রেস্কিউ করেছেন,, খুবই সুন্দর বিড়াল,খুবই প্লেফুল এবং ফ্রেন্ডলি।
বিড়াল টা মাছ ভাত সবি খায়।
লিটার দিলে পটি লিটারে করবে।
তার বাসায় অলরেডি বিড়াল থাকায় তার বাসায় সে এই বিড়াল কে রাখতে পারবে না। যদি কেউ চান এই বিড়াল টা কে Adopt করতে,দয়া করে নিচের নাম্বারে যোগাযোগ করুন।
লোকেশন-মিরপুর শেওড়াপাড়া।

মোবাইল---+8801765288917

🔴🔴🔴🔴Cat vaccine Is available now 🔴🔴🔴Flu (Panleokopenia)  and Rabies Vaccineযেকোনো সময়েই ফ্লু এবং প্লেগ রোগ বাতাসের মাধ্য...
25/09/2023

🔴🔴🔴🔴
Cat vaccine Is available now 🔴🔴🔴

Flu (Panleokopenia) and Rabies Vaccine
যেকোনো সময়েই ফ্লু এবং প্লেগ রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়।
অনেকেই মনে করতে পারেন আমার বিড়াল বাসায় থাকে, বাইরে যায় না,তার ফ্লু হবে বা প্লেগ হবে না, এটা সম্পুর্ন ভুল ধারনা। ফ্লু বা প্লেগ একবার হয়ে গেলে তখন মৃত্যু কামনা করা ছাড়া উপায় নাই। আল্লাহ সকল বাচ্চাকে এই মরনব্যাধি থেকে হেফাজত করুক আমিন।
আপনাদের কাছে অনুরোধ করছি,যত দ্রুত সম্ভব আপনাদের বিড়াল কে ফুলকোর্স ভ্যাক্সিন দিন এবং তাকে সুরক্ষার আয়তায় নিয়ে আসুন।

⛔বিড়ালের ২.৫ মাসের অধিক হলেই ভ্যাক্সিন দেয়া যাবে।
⛔প্রেগন্যান্ট অবস্থায় ভ্যাক্সিন দেয়া যাবে না।
⛔ফ্লু বা প্লেগ আক্রান্ত বিড়াল কে ভ্যাক্সিন দেয়া যাবে না।
⛔অথেন্টিক পেজ থেকে ভ্যাক্সিন সংগ্রহ করুন।
⛔কখনই অদক্ষ লোক দিয়ে ভ্যাক্সিন পুশ করাবেন না। অবশ্যই তাকে দক্ষ এনিম্যাল এক্টিভিস্ট,দক্ষ ভেট এসিস্ট্যান্ট, দক্ষ নার্স হতে হবে।
⛔ আপনার বিড়াল কে সুরক্ষার দায়িত্ব আমাদের সবার,দয়া করে ভ্যাক্সিন দিতে গাফিলতি করবেন না।

⛔ বিড়াল যাদের আগে ভ্যাক্সিন দেয়া নেই তারা অবশ্যই ২৮ থেকে ৪৫ দিনের মধ্যে সেকেন্ড ডোজ ভ্যাক্সিন দিবেন,, প্রথম ডোজ এবং সেকেন্ড ডোজ এর প্রাইস আলাদা,, কম বেশি হতে পারে, সেটা সম্পুর্ন মার্কেট প্রাইসের উপর ডিপেন্ড করবে। সেকেন্ড ডোজ না দিলে ৫/৬ মাস পরে গিয়ে ভ্যাক্সিন ফেইল করতে পারে,তাই সকলের উচিত ভ্যাক্সিনের সেকেন্ড ডোজ দেয়া

⛔প্রতিবার ভ্যাক্সিনেশনের প্রাইস আলাদা। অনেকেই ভুল ধারনা রাখেন যে এইবার ভ্যাক্সিন দিলে হয়তো পরেরবার ফ্রি৷ এটা ভুল ধারনা, প্রতিবারই আপনাকে আলাদা ভাবে পে করতে হবে।

আমাদের কাছে বিড়ালের সব ধরনের ভ্যাক্সিন এভেইলেবল রয়েছে।এবং ১০০% দক্ষ লোক দিয়ে ভ্যাক্সিন পুশ করানো হয়,
নিচে ডিটেইলস দেয়া হলো।

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
1-Ronvac ® Full Course combined Vaccine For Cats

🔴 Feline Calicivirus (FCV) (cat flu) এই রোগ হলে বিড়ালের অতিরিক্ত ঠান্ডা লাগে,সর্দী হয়,খিচুনি হয়,অত:পর মারা যায়।

🔴 Feline Rhinotracheitis (নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা),. এ রোগে আক্রান্ত হলে বিড়াল খুব দ্রুত শ্বাস নিতে থাকে,শ্বাস নেয়ার সময় মুখ থেকে আওয়াজ হয়, প্রচুর হাচি কাশি দেয়, অনেক শ্বাসকষ্ট হয়,দ্রুত অক্সিজেন মাস্ক না দিলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে।

🔴 Feline Panleukopenia (FPV), (Cat Plague) ক্যাট প্লেগ কে আমরা অনেকেই ক্যাট ফ্লু বলে থাকি। এই রোগ হলে বিড়ালের বমি হয়, খাবার বন্ধ করে দেয়, বমির সাথে রক্ত যেতে পারে,রক্ত পায়খানা হয়,পেট ফুলে যায়,শরির শুকিয়ে দুর্বল হয়ে যায় অত:পর মারা যায়। এই রোগ হল্র বিড়াল ২ ঘন্টা থেকে ৬ ঘন্টার মধ্যে মারা যেতে পারে। শতকরা ১০% বিড়াল বেচে যায় সঠিক চিকিৎসার আয়তায় আনলে।

2- RABISIN®

জলাতঙ্ক বিড়ালের একটি মারাত্মক এবং প্রানঘাতী সংক্রামক রোগ।এই রোগ বিড়ালের খামচি অথবা কামরের মাধ্যমে মানুষের মধ্যেও ছড়াতে পারে।এই রোগ একবার হয়ে গেলে এর আর কোনো চিকিৎসা নেই। Rabisin vaccine বিড়ালকে জলাতঙ্ক (rabies) থেকে রক্ষা করে।

🔴প্রাইস জানতে ইনবক্স করুন। হোম সার্ভিস চার্জ আলাদা। Home Service Charge Depends on your location.

বিঃদ্রঃ- Appointment confirm করতে আপনার লোকেশন ইনবক্স করুন।কোনো প্রি পেমেন্টের প্রয়োজন নেই।

ঢাকার মধ্যে এপইন্টমেন্ট কনফার্ম করার ২/৩ দিনের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

Nobivac vaccine is not available now... the offer for Nobivac vaccine is also over...
14/09/2023

Nobivac vaccine is not available now...

the offer for Nobivac vaccine is also over...

যাদের যাদের এপইন্টমেন্ট ছিলো বিড়ালের ভ্যাক্সিনের তাদের সবাই কে আন্তরিক ভাবে দুঃখীত,, আমি শারিরীক ভাবে খুবি অসুস্থ,সকাল থ...
01/09/2023

যাদের যাদের এপইন্টমেন্ট ছিলো বিড়ালের ভ্যাক্সিনের তাদের সবাই কে আন্তরিক ভাবে দুঃখীত,,
আমি শারিরীক ভাবে খুবি অসুস্থ,
সকাল থেকে বমির সাথে রক্ত যাচ্ছে।প্রচন্ড পরিমানে জ্বর। আমি হসপিটালে যাচ্ছি চিকিৎসার জন্য। দয়া করে আপনারা কিছু মনে করবেন না।সুস্থ হলে ইনশাআল্লাহ সবার এপইন্টমেন্ট আমি কনফার্ম করে ফেলবো ইনশাআল্লাহ। আমার এই অসুস্থতার জন্য দয়া করে আমাকে ক্ষমাসুন্দর দেখবেন,এভাবে কখনোই আমি এপইন্টমেন্ট ক্যান্সেল করি নি। দয়া করে সবাই অপেক্ষা করুন। এবং আমার জন্য দোয়া করুন যাতে আমি সুস্থ হয়ে সবার কাছে ফেরত আসতে পারি।

কিছুদিন আগের ঘটনা একটি গাড়ি চাপা দিয়ে কুকুরকে ভয়াবহভাবে আহত হয়। পরবর্তীতে আমরা আজকে থানায় গিয়ে তার বিরুদ্ধে জিডি কর...
17/08/2023

কিছুদিন আগের ঘটনা একটি গাড়ি চাপা দিয়ে কুকুরকে ভয়াবহভাবে আহত হয়। পরবর্তীতে আমরা আজকে থানায় গিয়ে তার বিরুদ্ধে জিডি করি। এবং আমাদের সাথে পল্লবী থানার মিরাজ ভাই আমাদের সাথে গিয়ে আমাদেরকে সাহায্য করেন। আমাদের কাছে কেসটা যেভাবে উপস্থাপন করা হয়েছিল আসলে আমরা গিয়ে তার ঠিক বিপরীত দেখতে পাই। কুকুরটাকে যিনি গাড়ি চাপা দিয়েছেন তিনি সরাসরি অনিচ্ছাকৃতভাবে কুকুরটিকে গাড়ি চাপা দিয়েছেন। পরবর্তীতে তিনি কুকুরটাকে নিয়ে হসপিটালে দেখান এবং চিকিৎসার আওতায় নিয়ে আসেন। যেটা আমাদের জানা ছিল না। যেহেতু তিনি কুকুরটাকে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসার আয়ত্তে নিয়ে আসছে তার মানে তিনি ভালো একজন মানুষ। কারণ বর্তমানে কেউ কোন এক্সিডেন্ট করলে কুকুরকে হসপিটালে চিকিৎসার আওতায় না নিয়ে এসে সেটাকে ইগনোর করে ফেলে রেখে চলে যায়। কিন্তু যার বিরুদ্ধে এই অভিযোগ সে এই কাজটি করেনি সে বরং কুকুরটিকে নিয়ে হসপিটালে নিয়ে যেয়ে চিকিৎসার আওতায় নিয়ে আসেন। আমাদের সাথে আজকে গিয়েছিলেন এনিমেল ওয়েলফেয়ারের সিনিয়র এ্যানিমেল অ্যাক্টিভিস্ট রুকসাত হক আপা। তার উদ্যোগে আজকে আমাদের এই ক্যাম্পেইন এবং অ্যাওয়ারনেস সাকসেসফুল হয়েছে। আমাদের সাথে আরও ছিল বাংলাদেশ এনিমেল রাইটসের চেয়ারম্যান সৈয়দ আহমেদ নাঈমুল ইসলাম, আর্ট অফ এনিমেল রেসকিউয়ারস বাংলাদেশের চেয়ারম্যান অভিজিৎ দাস অর্ণব।
জিডি করেছেন আমাদের এনিমেল প্লানেট বাংলাদেশের চেয়ারম্যান আজিজুল হাকিম হানী।কুকুরটার পরবর্তী চিকিৎসা খরচ এনিমেল প্লানেট বাংলাদেশের তরফ থেকে বহন করা হবে। নিচে পুলিশের সাথে যে অভিযোগ দিয়েছেন তিনি আছেন সাথে আছেন যার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছিল সে তাদের দুজনকে মিলিত করে দেয়া হয়েছিল মূলত তারা ব্যক্তিগত ঝামেলার জেরে এই ঝামেলায় পড়েন।ঘটনার মূলসূত্রপাত থেকে আমরা জানতে পারি যে কুকুরটা আসলে অনিচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। ধন্যবাদ পল্লবী থানার এসআই মোঃ মিরাজ ভাইকে এবং পল্লবী থানার ওসি স্যার জনাব মাহফুজুর রহমান মিয়া ভাইকে। যার বিরুদ্ধে এলিগেশন আসছে সে বলেছে নেক্সট টাইম থেকে তিনি সাবধানে গাড়ি চালাবেন এবং যদি কখনো কোন কুকুরকে অসুস্থ অবস্থায় পান তবে নিজে থেকে তার চিকিৎসার অথবা তার আয়ত্তের বাহিরে থাকলে তিনি আমাদের সাথে যোগাযোগ করবেন।

সার্বিক সহযোগিতায় আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এনিমেল ওয়েলফেয়ারের সিনিয়র এনিমেল অ্যাক্টিভিস্ট রুকসাত হক আপাকে, আমি আরো ধন্যবাদ দিতে চাই অ্যানিমেল রাইটসের চেয়ারম্যান সৈয়দ আহমেদ নাইমুল ইসলাম কে, আর্ট অফ এনিমেল রেসকিউয়ার্স বাংলাদেশের চেয়ারম্যান অভিজিৎ দাস অর্ণবকে, জাহিদুল ইসলাম ভাইকে।আজ আপনারা পাশে ছিলেন বলেই আমরা এই দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি।
শীঘ্রই এনিমেল প্লানেট বাংলাদেশের তরফ থেকে ওই কুকুরকে ভ্যাকসিনেট করে দেয়া হবে।

এনিমেল প্লানেট বাংলাদেশের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

৮০% কাস্টোমার ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার দিয়ে ধুপ করে ক্যান্সেল করে দেয়।যাদের নেয়ার, তারা চার্জ দিয়েই নিতে পারবে, আর যাদ...
16/08/2023

৮০% কাস্টোমার ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার দিয়ে ধুপ করে ক্যান্সেল করে দেয়।
যাদের নেয়ার, তারা চার্জ দিয়েই নিতে পারবে, আর যাদের ধানাই পানাই করার ইচ্ছা আছে তারা ১০০% প্রশ্ন করবে।

আপনার বিড়াল বা কুকুর এর জন্য আমাদের যে যে সার্ভিস রয়েছে তা নিচে ডিটেইলস সহ দেয়া হলো আপনাদের সুবিধার্থে।🔺বিড়ালের ভ্যাক্সি...
14/08/2023

আপনার বিড়াল বা কুকুর এর জন্য আমাদের যে যে সার্ভিস রয়েছে তা নিচে ডিটেইলস সহ দেয়া হলো আপনাদের সুবিধার্থে।

🔺বিড়ালের ভ্যাক্সিন
🔴 https://m.facebook.com/story.php?story_fbid=621557016784357&id=100067901930911&mibextid=Nif5oz

🔺 Immunosky spray দূর্বলতা দূর হবে সাথে সাথেই
🔴 https://m.facebook.com/story.php?story_fbid=621040300169362&id=100067901930911&mibextid=Nif5oz

🔺 কানের ইয়ার মাইটস এর জন্য
🔴 https://m.facebook.com/story.php?story_fbid=621030260170366&id=100067901930911&mibextid=Nif5oz

🔺 Eye Care, চোখের পানি পরা,ময়লা জমা রোধ করবে
🔴 https://m.facebook.com/story.php?story_fbid=622034050069987&id=100067901930911&mibextid=Nif5oz

🔺মুখে রুচি বাড়াবে
🔴 https://m.facebook.com/story.php?story_fbid=607623574844368&id=100067901930911&mibextid=Nif5oz

🔺 কুকুর বিড়ালের হাইপাওয়ার মাল্টিভিটামিন
🔴 https://m.facebook.com/story.php?story_fbid=606078191665573&id=100067901930911&mibextid=Nif5oz

🔺 ১ থেকে ২ ফোটাতেই উকুন চলে যাবে
🔴 https://m.facebook.com/story.php?story_fbid=595534829386576&id=100067901930911&mibextid=Nif5oz

🔺কৃমির সমস্যা সমাধানের জন্য রয়েছে -Parasitic Injection যা বিড়ালের শরিরের ভিতরের এবং বাইরের পরজীবি হত্যা করবে।

এছাড়াও আপনি চাইলে কৃমীর জন্য ট্যাবলেট নিতে পারেন-- Kiwof ট্যাবলেট অথবা Helmenticide L ট্যাবলেট যার বিড়ালের কৃমির সমস্যা কে সমাধান করবে।

আপনার কি প্রয়োজন আমাদের কে জানান।

ইনবক্স করুন আমাদের পেজে অথবা যোগাযোগ করুন আমাদের নাম্বারে। 01303-397688

Hey, আপনার বিড়াল বা কুকুর এর কি চোখ দিয়ে অনবরত পানি পরে? ঘুম থেকে উঠলেই চোখে ময়লা বা ক্যাতর এ মেখে থাকে? চোখে আঘাত পেয়েছ...
14/08/2023

Hey, আপনার বিড়াল বা কুকুর এর কি চোখ দিয়ে অনবরত পানি পরে? ঘুম থেকে উঠলেই চোখে ময়লা বা ক্যাতর এ মেখে থাকে? চোখে আঘাত পেয়েছে? অথবা চোখে ইনফেকশন হয়েছে?
🔴🔴🔴🔴🔴🔴
এ ধরনের সমস্যার জন্য অবশ্যই আপনাকে ডক্টর এর পরামর্শ নিতে হবে।

নিচের এই Moxifloxacin Eye Drop ব্যবহার করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনার যাবতীয় সমস্যার সমাধান হবে। অবশ্যই ইনবক্স এ বিড়ালের চোখের সম্পুর্ন ডিটেইলস দিতে হবে, তাহলে আমাদের অভিজ্ঞ আপনাকে ডোজ এবং যাবতীয় করনীয় জানিয়ে দিবেন ইনশাআল্লাহ।

প্রোডাক্ট টি অর্ডার করতে ইনবক্স করুন আমাদের (24hours) অথবা কল করুন (01303397688 2pm to 8pm)

Dhaka City Delivery charge -60 taka
Urban Area Inside DhakaDivision -100 taka
Out Side Dhaka city-120 taka

ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করতে হবে ইনশাআল্লাহ ❤️❤️

🔴🔴🔴🔴Worlds Number One Cat Vaccine- Nobivac-1-hcp Is available now,যেকোনো সময়েই ফ্লু এবং প্লেগ রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়।অ...
13/08/2023

🔴🔴🔴🔴
Worlds Number One Cat Vaccine- Nobivac-1-hcp Is available now,

যেকোনো সময়েই ফ্লু এবং প্লেগ রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়।
অনেকেই মনে করতে পারেন আমার বিড়াল বাসায় থাকে, বাইরে যায় না,তার ফ্লু হবে বা প্লেগ হবে না, এটা সম্পুর্ন ভুল ধারনা। ফ্লু বা প্লেগ একবার হয়ে গেলে তখন মৃত্যু কামনা করা ছাড়া উপায় নাই। আল্লাহ সকল বাচ্চাকে এই মরনব্যাধি থেকে হেফাজত করুক আমিন।
আপনাদের কাছে অনুরোধ করছি,যত দ্রুত সম্ভব আপনাদের বিড়াল কে ফুলকোর্স ভ্যাক্সিন দিন এবং তাকে সুরক্ষার আয়তায় নিয়ে আসুন।

⛔বিড়ালের ২.৫ মাসের অধিক হলেই ভ্যাক্সিন দেয়া যাবে।
⛔প্রেগন্যান্ট অবস্থায় ভ্যাক্সিন দেয়া যাবে না।
⛔ফ্লু বা প্লেগ আক্রান্ত বিড়াল কে ভ্যাক্সিন দেয়া যাবে না।
⛔অথেন্টিক পেজ থেকে ভ্যাক্সিন সংগ্রহ করুন।
⛔কখনই অদক্ষ লোক দিয়ে ভ্যাক্সিন পুশ করাবেন না। অবশ্যই তাকে দক্ষ এনিম্যাল এক্টিভিস্ট,দক্ষ ভেট এসিস্ট্যান্ট, দক্ষ নার্স হতে হবে।
⛔ আপনার বিড়াল কে সুরক্ষার দায়িত্ব আমাদের সবার,দয়া করে ভ্যাক্সিন দিতে গাফিলতি করবেন না।

⛔ বিড়াল যাদের আগে ভ্যাক্সিন দেয়া নেই তারা অবশ্যই ২৮ থেকে ৪৫ দিনের মধ্যে সেকেন্ড ডোজ ভ্যাক্সিন দিবেন,, প্রথম ডোজ এবং সেকেন্ড ডোজ এর প্রাইস আলাদা,, কম বেশি হতে পারে, সেটা সম্পুর্ন মার্কেট প্রাইসের উপর ডিপেন্ড করবে। সেকেন্ড ডোজ না দিলে ৫/৬ মাস পরে গিয়ে ভ্যাক্সিন ফেইল করতে পারে,তাই সকলের উচিত ভ্যাক্সিনের সেকেন্ড ডোজ দেয়া

আমাদের কাছে বিড়ালের সব ধরনের ভ্যাক্সিন এভেইলেবল রয়েছে।এবং ১০০% দক্ষ লোক দিয়ে ভ্যাক্সিন পুশ করানো হয়,
নিচে ডিটেইলস দেয়া হলো।

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
1-Nobivac 1-hcp ® Full Course combined Vaccine For Cats

🔴 Feline Calicivirus (FCV) (cat flu) এই রোগ হলে বিড়ালের অতিরিক্ত ঠান্ডা লাগে,সর্দী হয়,খিচুনি হয়,অত:পর মারা যায়।

🔴 Feline Rhinotracheitis (নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা),. এ রোগে আক্রান্ত হলে বিড়াল খুব দ্রুত শ্বাস নিতে থাকে,শ্বাস নেয়ার সময় মুখ থেকে আওয়াজ হয়, প্রচুর হাচি কাশি দেয়, অনেক শ্বাসকষ্ট হয়,দ্রুত অক্সিজেন মাস্ক না দিলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে।

🔴 Feline Panleukopenia (FPV), (Cat Plague) ক্যাট প্লেগ কে আমরা অনেকেই ক্যাট ফ্লু বলে থাকি। এই রোগ হলে বিড়ালের বমি হয়, খাবার বন্ধ করে দেয়, বমির সাথে রক্ত যেতে পারে,রক্ত পায়খানা হয়,পেট ফুলে যায়,শরির শুকিয়ে দুর্বল হয়ে যায় অত:পর মারা যায়। এই রোগ হল্র বিড়াল ২ ঘন্টা থেকে ৬ ঘন্টার মধ্যে মারা যেতে পারে। শতকরা ১০% বিড়াল বেচে যায় সঠিক চিকিৎসার আয়তায় আনলে।
🔴 Feline Chlamydophila. এটি একটি ভাইরাল ইনফেকশন জাতিয় রোগ যাতে বিড়ালের শরিরের বিভিন্ন স্থানে ব্যাকটেরিয়া এটাক করে। ক্ষত হয়ে যায় বিভিন্ন স্থানে।মুখ,পায়খানা রাস্তা সহ বিভিন্ন যায়গায় ঘা হয়ে যায়।।

2- RABISIN®

জলাতঙ্ক বিড়ালের একটি মারাত্মক এবং প্রানঘাতী সংক্রামক রোগ।এই রোগ বিড়ালের খামচি অথবা কামরের মাধ্যমে মানুষের মধ্যেও ছড়াতে পারে।এই রোগ একবার হয়ে গেলে এর আর কোনো চিকিৎসা নেই। Rabisin vaccine বিড়ালকে জলাতঙ্ক (rabies) থেকে রক্ষা করে।

🔴প্রাইস জানতে ইনবক্স করুন। Home Service Charge Depends on your location.

বিঃদ্রঃ- Appointment Confirm করতে আপনার লোকেশন ইনবক্স করুন.

13/08/2023

Cat Vaccine and deworming Available For Home Service 🔺

Area- Mirpur, Dhanmondi, Mohammadpur, Mogbazar, Uttara, Mohakhali,Tejgaon,Rampura,Banasree,Shantinagar,Malibag,Mouchak,Malibag,Gulshan, Banani,Kakrail,

For More Details Please Inbox Us‼️‼️‼️‼️

Vaccinate Your Cat If he/she is 3months+ Of age.

Here Vaccine Details Given Below..

1-Nobivac® Feline 1-HCPCh, Cat Vaccine

🔴 Feline Calicivirus (FCV) (cat flu) এই রোগ হলে বিড়ালের অতিরিক্ত ঠান্ডা লাগে,সর্দী হয়,খিচুনি হয়,মুখে,দাতে জিহবায় ঘা হয়,অত:পর মারা যায়।

🔴 Feline Rhinotracheitis (নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা),

🔴 Feline Panleukopenia (FPV), (Cat Plague) ক্যাট প্লেগ কে আমরা অনেকেই ক্যাট ফ্লু বলে থাকি। এই রোগ হলে বিড়ালের বমি হয়, খাবার বন্ধ করে দেয়, বমির সাথে রক্ত যেতে পারে,রক্ত পায়খানা হয়,পেট ফুলে যায়,শরির শুকিয়ে দুর্বল হয়ে যায় অত:পর মারা যায়।

🔴 Feline Chlamydophila. এটি একটি ভাইরাল ইনফেকশন জাতিয় রোগ যাতে বিড়ালের শরিরের বিভিন্ন স্থানে ভাইরাস এটাক করে। ক্ষত হয়ে যায় বিভিন্ন স্থানে।মুখ,পায়খানা রাস্তা সহ বিভিন্ন যায়গায় ঘা হয়ে যায়।।

2- RABISIN®

জলাতঙ্ক বিড়ালের একটি মারাত্মক এবং প্রানঘাতী সংক্রামক রোগ।এই রোগ বিড়ালের খামচি অথবা কামরের মাধ্যমে মানুষের মধ্যেও ছড়াতে পারে।এই রোগ একবার হয়ে গেলে এর আর কোনো চিকিৎসা নেই। Rabisin vaccine বিড়ালকে জলাতঙ্ক (rabies) রোগ থেকে রক্ষা করে।

3- Deworming ®
২মাস বয়স হতে ডিওয়ারমিং করানো উচিত প্রতি ৩ মাস পরপর, এতে করে বিড়ালের শরিরের Internal এবং External Parasites গুলো ক্লিয়ার হয়ে যবে। ভিতরগত পরজীবি যেমন ফিতা কৃমি,গুড়া কৃমি,যকৃত কৃমি, মাইক্রোস্কোপিক ভাইরাস গুলা ক্লিয়ার হবে, সাথে সাথে আবার বাইরের ফ্লি,টিক, উকুন জাতীয় পরজীবি গুলোও ক্লিয়ার হবে তাই সকলের উচিত বিড়ালের স্বাস্থ রক্ষার্থে প্রতি ৩ মাস পরপর ডিওয়ারমিং ইঞ্জেকশন দেয়া।

বিঃদ্রঃ সামাজিক সমস্যা এবং কম্পিটিশন অনেক বেশি হওয়ার কারনে প্রাইস টা পাবলিক প্লেসে বলা যাচ্ছে না। প্রাইস জানতে ইনবক্স করুন। আমরা চেস্টা করি কমে দেয়ার জন্য। যেটা অন্য মানুষের সহ্য নাও হতে পারে। আবার একেক টা এরিয়ায় একেক রকম চার্জ হবে সেক্ষেত্রে কাস্টোমার মধ্যে কনফিউশন আসতে পারে। তাই প্রাইস জানতে ইনবক্স করুন ‼️‼️‼️

আপনার বিড়াল বা কুকুর কি দূর্বল? আগের মত প্লেফুল না? সারাদিন ঘুমায়, খেলাধুলা করে না,মুখে রুচি নেই?🔴🔴🔴🔴🔴টেনশনের কোনো কারন ...
12/08/2023

আপনার বিড়াল বা কুকুর কি দূর্বল? আগের মত প্লেফুল না? সারাদিন ঘুমায়, খেলাধুলা করে না,মুখে রুচি নেই?
🔴🔴🔴🔴🔴
টেনশনের কোনো কারন নেই।

আমরা নিয়ে এসেছি Pet Deodorizing Mouth Spray---- IMMUNOSKY ORAL SPRAY..

কোনো সাইড ইফেক্ট ছাড়াই আপনার বিড়ালের শরির কে রাখবে সতেজ,উৎফুল্ল,শক্তিশালি এবং সুস্থ ইনশাআল্লাহ।

প্রাইস আর ব্যবহার এর নিয়মাবলি জানতে এখনি ইনবক্স করুন আমাদের পেজে (২৪ঘন্টা) অথবা কল করুন - 01303397688 (দুপুর ২ টা থেকে ৮ টা পর্যন্ত কল নেয়া হয়) এই নাম্বারে।

ধন্যবাদ

বিড়াল বা কুকুর এর কানে ময়লা জমেছে? 🔴🔴🔴🔴🔴🔴🔴আসলে সেগুলো কে ইয়ার মাইটস বলে যেটা মাইক্রোস্কোপ এ দেখা যাবে খুবই ক্ষুদ্র পোকা ...
12/08/2023

বিড়াল বা কুকুর এর কানে ময়লা জমেছে?
🔴🔴🔴🔴🔴🔴🔴
আসলে সেগুলো কে ইয়ার মাইটস বলে যেটা মাইক্রোস্কোপ এ দেখা যাবে খুবই ক্ষুদ্র পোকা যেটা ধীরে ধীরে আপনার পোষা প্রানীর মস্তিষ্ক পর্যন্ত পৌছে যাবে।

Ear Mites কে আমরা অনেক হালকা ভাবে নিলেও এটা যে কতটা ভয়ংকর তা বুঝা যাবে যখন এটি চিকিৎসার অভাবে বাড়তে বাড়তে এক সময় ইনফেকশন হয়ে যাবে।

তাই দ্রুত আপনার বিড়ালের ইয়ার মাইটস এর চিকিৎসা নিন।

ইনবক্স করুন আমাদের।

এই POMISOL EAR DROP আপনাকে ইয়ারমাইটস এর চিকিৎসা করতে সাহাজ্য করবে,খুব কম সময়েই আপনার বিড়ালের ইয়ার মাইটস ক্লিয়ার করে ফেলবে।

এই অসুধের কোনো সাইড ইফেক্ট নেই।

ঢাকা সিটির ভিতরে ৬০ টাকা ডেলিভারি চার্জ
ঢাকার আসে পাশে ১০০ টাকা এবং ঢাকার বাইরে ১২০ টাকা ডেলিভারি চার্জ।

অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ আগে পে করতে হবে।

ডোজ এবং প্রাইস জানতে ইনবক্স করুন।
ধন্যবাদ ❤️

09/08/2023

Nobovac 1-hcp Cat Combined Vaccine (USA) Is available now.

Inbox us for more details...

আমাদের আদরের ছোট বোন,দূর্দান্ত একজন এনিম্যাল রেস্কিউয়ার  আর নেই,, 😭😭😭
08/08/2023

আমাদের আদরের ছোট বোন,দূর্দান্ত একজন এনিম্যাল রেস্কিউয়ার আর নেই,, 😭😭😭

পুলিশ ধারণা করছে, ফাতেমা কোনো কিছু খেয়েছেন। সেখান থেকে বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে। তবে ফাতেমার স্বজনদের অভিযো....

Reviews 😻😻💖💞😻😻😻
26/07/2023

Reviews 😻😻💖💞😻😻😻

বিড়ালের কানে ইয়ারমাইটসের চিকিৎসার জন্য ইনবক্স করুন। ইনশাআল্লাহ ভালো সমাধান এবং সাজেশন দেয়া যাবে ❤️❤️
26/07/2023

বিড়ালের কানে ইয়ারমাইটসের চিকিৎসার জন্য ইনবক্স করুন। ইনশাআল্লাহ ভালো সমাধান এবং সাজেশন দেয়া যাবে ❤️❤️

Tortie ব্রিডের দুইটি সুন্দর বিড়াল Adoption এ দেয়া হবে। বয়স দুই মাস,খাদ্যাভ্যাস -সিদ্ধ মাছের সাথে ভাত,চিকেন সিদ্ধ।দুইজনেই...
26/07/2023

Tortie ব্রিডের দুইটি সুন্দর বিড়াল Adoption এ দেয়া হবে। বয়স দুই মাস,

খাদ্যাভ্যাস -সিদ্ধ মাছের সাথে ভাত,চিকেন সিদ্ধ।

দুইজনেই পটি ট্রেইন করা মাশাল্লাহ।

এই বিড়াল সেল করা হবে না,একদম ফ্রি।
তবে অবশ্যই বিড়াল কে সুন্দর পরিবেশে রাখবেন৷ সময় মত ভ্যাক্সিন দিবেন। অসুস্থ হলে চিকিৎসা করাবেন। নিজের সন্তানের মত ভালোবাসবেন।।
মাঝে মধ্যে আপডেট দিবেন।।

যারা আগ্রহী, আমাদের কে ইনবক্স করতে পারেন।ধন্যবাদ।।

লোকেশন- বসুন্ধরা

24/07/2023

Dhakar বাইরে ভ্যাক্সিনেশন চালু করা উচিত?

কার কার বাসা ঢাকার বাইরে যারা ভ্যাক্সিন দিতে চাচ্ছেন,
একটা সার্ভে করে তারপর ডিসিশন নিবো।।

বিড়ালের লোমপড়া নিয়ে চিন্তিত? 🙂🔴🔴🔴🔴🔴🔴🔴বিড়াল প্রেমিক দের সবার চেনা পরিচিত একটি সাপ্লিমেন্ট এর নাম হচ্ছে Cat Star. অনেক অভি...
22/07/2023

বিড়ালের লোমপড়া নিয়ে চিন্তিত? 🙂

🔴🔴🔴🔴🔴🔴🔴
বিড়াল প্রেমিক দের সবার চেনা পরিচিত একটি সাপ্লিমেন্ট এর নাম হচ্ছে Cat Star. অনেক অভিজ্ঞ ডক্তর দের পরামর্শ অনুযায়ী ক্যাট স্টার সিরাপ টি বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি করে।এবং লোম পড়া রোধে ম্যাজিকালি কাজ করতে সক্ষম এই ক্যাট স্টার। লোমপড়া সমস্যা একবারে কেউ সলুশ্যন দেয়া টা অনেক কস্ট কর। কিন্তু ক্যাটস্টার ব্যবহারে লোম পড়া একদম কমে যায়। এবং লোম উজ্জ্বল এবং মজবুত করে ফেলে।
এই ক্যাটস্টার এর কোনো সাইড ইফেক্ট নেই কারন এটি সম্পুর্ন অর্গানিক উপায়ে বানানো হয়।
যারা আগে ব্যবহার করেছেন তারা এর উপকারি সম্পর্কে অবগত আছেন। এর ডোজ ওজনের উপর ভিত্তি করে আমাদের অভিজ্ঞ ভেটেরিনারি ডক্টর দিয়ে জানিয়ে দেয়া হবে। এটি দীর্ঘদিন ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না, কারন এটি কোনো অসুধ বা মেডিসিন নয়। এটি বিড়ালের ট্রিটের মতই এক ধরনের মজাদার খাবারের মতই। এর কোনো সাইড ইফেক্ট নেই।
🔴🔴🔴🔴🔴🔴
বোতল টি ১০০ এম এল এর।
প্রতি ১০ এম এল এ রয়েছে-
🔺 Omega 3, 6, 9 Fatty Acid --- 6800 mg
🔺 L-Taurine --- 100mg
🔺 Biotin--- 100mcg
🔺 Zinc--- 10mg
🔺 Vitamin A--- 1800 UI
🔺 Vitamin D3---200 UI
🔺 Vitamin E--- 20 UI

ব্যবহার বিধি বিড়ালের বয়স এবং ওজনের উপর ডিপেন্ড করে জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।

এটি এখন আমাদের কাছে পাওয়া যাবে। যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা সকলে আমাদের পেজের ইনবক্স এ অথবা আমাদের Whatsapp নাম্বারে মেসেজ দিন, আপনার নাম, সম্পুর্ন এড্রেস(বাসা,লাইন বা রোড, থানা/উপজেলা,জেলা,বিভাগ) ,ফোন নাম্বার দিন।

প্রোডাক্টের Regular Price- 620 টাকা,
Offer price-500 taka only
প্যারালাইজড বিড়াল দের জন্য আমাদের সব প্রোডাক্টে রয়েছে বিশেষ ধরনের ছাড়।

ঢাকা সিটির ভিতরে এর ডেলিভারি চার্জ ৬০ টাকা
ঢাকার আশে পাশের এরিয়া - গাজিপুর,সাভার,কেরানীগঞ্জ, নারায়নগঞ্জ,রুপগঞ্জ এসব এরিয়া তে ডেলিভারি চার্জ ১০০ টাকা
ঢাকা ডিভিশন এর বাইরে ১২০ টাকা ডেলিভারি চার্জ,

সম্পুর্ন ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন আমাদের এই প্রোডাক্ট, কোনো অগ্রিম পেমেন্ট নেই।তবে ঢাকা সিটির বাহিরে হলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ আগে দিতে হবে। প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি বয় কে টাকা বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ।

Animal Planet Bangladesh এর সাথে থাকার জন্য সবাই কে অসংখ্য ধন্যবাদ।

কয়েকটা পেজের ফ্রড ব্যবসায়ী কে দেখলাম Pet Me Gel এর বক্স এ ক্যাট ট্রিট ঢুকিয়ে সেটা কে Original পেট মি জেল বলে কম দামে সেল...
22/07/2023

কয়েকটা পেজের ফ্রড ব্যবসায়ী কে দেখলাম Pet Me Gel এর বক্স এ ক্যাট ট্রিট ঢুকিয়ে সেটা কে Original পেট মি জেল বলে কম দামে সেল দিচ্ছে এবং কাস্টোমার রা সরল মনে নিচ্ছেও। সবাই কে রিকোয়েস্ট করবো একটু যাছাইবাছাই করে কিনুন,, কম দামে সব সময় জিততে গেলে ঠকতে হয়।

পেজ গুলো বিরুদ্ধে বলতে চাচ্ছিলাম কিন্তু সাময়িক সমস্যার কারনে কিছু বলতে পারছি না,তবে সিগ্রই ব্যবস্থা গ্রহন করা হবে ইনশাআল্লাহ।

21/07/2023

বিড়াল কুকুর এর যেকোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি, টেনশন নাই। ❤️

🔴🔴Hey, আপনার কুকুর বা বিড়াল কি না খেয়ে থাকে? ২/৩/৪ দিন যাবত খাওয়া কমিয়ে দিয়েছে? বা আগের মত খাচ্ছে না? মুখে রুচি কম? আবার...
16/07/2023

🔴🔴Hey, আপনার কুকুর বা বিড়াল কি না খেয়ে থাকে?

২/৩/৪ দিন যাবত খাওয়া কমিয়ে দিয়েছে?

বা আগের মত খাচ্ছে না?

মুখে রুচি কম?

আবার এমনো হতে পারে, খাবার খাচ্ছে কিন্তু শরির বাড়ছে না, এর মানে হচ্ছে আপনার বিড়াল যা খাচ্ছে সেগুলোর পুষ্টিগুন তার শরিরে যথাযথ ভাবে পৌছাচ্ছে না, পটি হয়ে বের হয়ে যাচ্ছে। এরকম সাধারণত অনেক বিড়াল বা কুকুর এই সমস্যার স্বীকার হচ্ছে। ভেট দের পরামর্শের প্রথম স্থানে আছে এই পেট মি জেল। 🔴 এইটা 100% Organic একটা সাপ্লিমেন্ট যেটার কোনো রকমের কোনো সাইড ইফেক্ট নাই 🔴,, এটা দিনে দুই থেকে তিন বার যদি সামান্য সামান্য করে চাটান তাহলেই মুখে রুচি চলে আসবে ইনশাআল্লাহ,, এটা এতটাই উপকারি যে আপনার বিড়াল যা খাচ্ছে সেগুলোর পুষ্টি গুনাগুন শরিরের প্রত্যেক্টা অঙ্গপ্রত্যঙ্গে পৌছাবে ইনশাআল্লাহ। আপনার বিড়াল যদি প্রেগন্যান্ট হয় তাহলে এই সাপ্লিমেন্ট বা মাল্টিভিটামিন এর কোনো তুলনাই হয় না। এটি আপনি এক মাস বিড়াল কেও খাওয়াতে পারবেন।

এতে রয়েছে • ( Omega 3, 6 & vit E + Prebiotic + Taurine ) is nutritional & energy supplement for DOGS & CATS compositing essential fatty acid, multivitamin, minerals and trace elements.

ব্যবহারবিধি --10 কেজির নিচে কুকুর এবং বিড়াল, প্রতি 4-6 ঘন্টা সরাসরি 1 চা চামচ খাওয়ান। 15 কেজির বেশি কুকুর, প্রতি 4-6 ঘন্টা অন্তর সরাসরি 2 চা চামচ খাওয়ান। (1 চা চামচ প্রায় 6 গ্রাম।) এটি একটি থালা বা প্লেটে রাখা যেতে পারে বা খাওয়ানোর সময় খাবারের সাথে মিশ্রিত করা যেতে পারে। ঘরের তাপামাত্রায় রাখা যাবে।

Stock Limited (প্রাইস জানতে ইনবক্স করুন)
ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ-৬০ টাকা
ঢাকার সিটির বাইরে-১০০ টাকা
ঢাকা বিভাগের বাইরে ১২০ টাকা

অর্ডার করতে এখনি
আপনার নাম-
সম্পুর্ন ঠিকানা
এবং ফোন নাম্বার দিন আমাদের ইনবক্স এ দিন।

Address

House 13, Line-1, Block/C, Mirpur 13, Kafrul, Mirpur Dhaka
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801303397688

Alerts

Be the first to know and let us send you an email when Animal Planet Bangladesh APB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Animal Planet Bangladesh APB:

Videos

Share


Other Animal Rescue Service in Dhaka

Show All