বিড়াল কুকুর এর যেকোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি, টেনশন নাই। ❤️
Update- বিড়াল টা মারা গেছে, অনেক চেস্টা করেছি বাচ্চা টা কে বাচানো কিন্তু পারি নাই 😭😭 বাচ্চাটা ফ্লু ইফেক্টেড ছিলো আগে থেকে,সেই অবস্থায় এরকম কুকুর এর এট্যাক হয়েছে।। 😔😔
ওর জন্য কেনা মেডিসিন গুলো অন্য কুকুর বিড়ালের জন্য ব্যবহার করা যাবে। আর কিছু টাকা ফান্ড এসেছে, যাদের যাদের ফান্ডের টাকা ফেরত লাগবে তারা তারা কাইন্ডলি পেজে ইনবক্স এ বিকাশ নাম্বার দিন, (অবশ্যই যে নাম্বার দিয়ে সেন্ড মানি করেছিলেন সে নাম্বার টাই দিবেন), আপনার প্রাপ্য বুঝিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই কে
Vaccination Home Service done ❤️
Vaccination Home Service চলছে ❤️
লোকেশন- রামপুরা বনস্রী
Urgent fund needed... Bkash- 01303397688 ( personal) Ref- Maggot Cat
Urgent Fund Needed 🔴🔴
জরুরি অনুদানের প্রয়োজন। বিড়ালটার মুখে ক্ষত হয়ে পোকা হয়ে গেছে যাকে ম্যাগট বলা হয়, চিকিৎসার জন্য দ্রুত অনুদানের প্রয়োজন, যার যতটুকু সামর্থ আছে সবাই অনুদান দিয়ে সাহাজ্য করুন। পোস্টের কমেন্টে ছবি দেয়া হলো, অনুদানের ব্যবহার,খরচ সকল কিছু এই পোস্টের কমেন্টে দেয়া হবে পরবর্তী সময়ে।। সকলের এমারজেন্সি অনুদান দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
অনুদান পাঠানোর জন্য নিম্নের বিকাশ নাম্বার ব্যবহার করুন।
01303397688 ( Personal) Reference - Maggot Cat
চিড়িয়াখানা বন্ধের দাবিতে Stop Zoo Movement Of Bangladesh এর প্রোগ্রামে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন Ruksath Haque আপা
চিড়িয়াখানা বন্ধের দাবিতে Stop Zoo Movement Of Bangladesh এর প্রোগ্রামে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন রুকসাথ হক আপা
উক্ত আয়জন অরগানাইজ করা হয়েছে Save The Nature of Bangladesh সংগঠন এর পক্ষ হতে।।
সার্বিক সহযোগিতায় সাথে ছিলো Animal Planet Bangladesh APB , Bangladesh Animal Rights BDAR, Art Of Animal Rescuer,Voiceless Group Of Bangladesh এবং অন্যান্য সেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন সেচ্ছাসেবকগন।।
চিড়িয়াখানা বন্ধের দাবিতে Stop Zoo Movement Of Bangladesh এর প্রোগ্রামে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন Razzak Apa
চিড়িয়াখানা বন্ধের দাবিতে Stop Zoo Movement Of Bangladesh এর প্রোগ্রামে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন প্রানীকল্যান সেচ্ছাসেবী আফিফা রাজ্জাক মুনা আপা
উক্ত আয়জন অরগানাইজ করা হয়েছে Save The Nature of Bangladesh সংগঠন এর পক্ষ হতে।।
সার্বিক সহযোগিতায় সাথে ছিলো Animal Planet Bangladesh APB , Bangladesh Animal Rights BDAR, Art Of Animal Rescuer,Voiceless Group Of Bangladesh এবং অন্যান্য সেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন সেচ্ছাসেবকগন।।
চিড়িয়াখানা বন্ধের দাবিতে Stop Zoo Movement Of Bangladesh এর প্রোগ্রামে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন Advocate Farhana Chowdhury
চিড়িয়াখানা বন্ধের দাবিতে Stop Zoo Movement Of Bangladesh এর প্রোগ্রামে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন Advocate Farhana Chowdhury
উক্ত আয়জন অরগানাইজ করা হয়েছে Save The Nature of Bangladesh সংগঠন এর পক্ষ হতে।।
সার্বিক সহযোগিতায় সাথে ছিলো Animal Planet Bangladesh APB, Bangladesh Animal Rights BDAR, Art Of Animal Rescuer,Voiceless Group Of Bangladesh এবং অন্যান্য সেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন সেচ্ছাসেবকগন।।
Flu Treatment Home service
Flu Treatment home service...
90% Recovered In 2 days of treatment Alhamdulillah..
Let's pray for her
Animal Walfare Bangladesh এর সিনিয়র এনিম্যাল এক্টিভিস্ট রুকসাথ হক আপার উদ্যেগে এওয়ারনেস প্রোগ্রাম।
Animal Walfare Bangladesh এর সিনিয়র এনিম্যাল এক্টিভিস্ট রুকসাথ হক আপার উদ্যেগে আজ পুরান ঢাকার একটি এলাকায় প্রানীকল্যান বিষয়ক জনসচেতনতা মুলক প্রোগ্রাম এর আয়োজন করা হয়।
উক্ত প্রোগ্রামে বক্তব্য রাখেন Animal Planet Bangladesh এর ফাউন্ডার এবং চেয়ারম্যান আজিজুল হাকিম হানী। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন-
হোসনে আরা সীমা, জাহিয়ান খান, ফাতেমা মাঈশা, ধরা জামান ( শাকিলা) , জেরিন, সাইফ জামান, শিহাব, আবু সিদ্দিক, অভিজিৎ (Art Of Animal Rescuer) নাঈমুল (Animal Rights Bd) ওখানকার লোকাল একজন এক্টিভিস্ট আর দুই জন রিপোর্টার ও একজন ফটোগ্রাফার।
বিস্তারিত ভিডিওতে।
Justice For The Black Dog...
https://m.facebook.com/groups/295340471219980/permalink/1198981740855844/
Update- ‼️‼️‼️
কুকুর যেটাকে পিটিয়ে মারার চেস্টা করা হয়েছিলো। সেটার জাস্টিস নেয়ার চেস্টায় আমরা সফল হয়েছি।
জাস্টিস মানে এই নয় যে কুকুর টাকে যে মেরেছে তা কে জেলে দিতে হবে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি যে কুকুর টা জীবিত আছে,কিন্তু আমাদের কাছে ভুল তথ্য দেয়া হয়েছিলো যে বাশ দিয়ে মারছে, একদম মেরে ফেলছে,এমন না। তবে নির্যাতন করেছে অবশ্যই সেটার প্রমান আমরা পেয়েছি। আপাতত কুকুর টার চিকিৎসা চলছে।
আমরা ওই এলাকায় সাক্সেস্ফুল ভাবেই ওই লোক কে শিক্ষা দিতে পেরেছি এবং সে ওয়াদা করেছে আর কোনো দিন সে কুকুর কে মারবে না বা কোনো প্রানীর প্রতি নিষ্ঠুরতম আচরন করবে না,এবং ওই এলাকার সব বাসায়ি আমরা সোশ্যাল এওয়ারনেস ক্রিয়েট করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
বাকিটা ভিডিও তে..........
Dog Vaccine Available - 01303397688
Dog Vaccine Available,
Combined Without Rabies Only 750 Taka
Combined With Rabies 850 Taka
If Anyone needs,,
Please contact Us, inbox us or call us - 01303397688
আপনার পোষা কুকুর বিড়াল কে প্যারাসিটামল জাতীয় মেডিসিন থেকে দূরে রাখুন।
সাবধান ‼️‼️
প্যারাসিটামল জাতীয় সকল অসুধ আপনার পোষা কুকুর বিড়ালের জন্য হতে পারে মৃত্যুর কারন ‼️‼️
আমরা অনেকেই আমাদের পোষা বিড়াল বা কুকুর কে না জেনেই না বুঝেই কোনো পশু ডাক্তারের পরামর্শ ছাড়াই নাপা জাতীয় প্যারাসিটামল খাইয়ে দেই। এটা ওদের শরিরের জন্য কতটা ক্ষতিকর তা হয়তো বলে বুঝানো যাবে না।
অনেকেরই বিড়াল মারা যেতে পারে বা শরির একেবারে অসুস্থ হয়ে যেতে পারে।
নিচের এই ভিডিও তে Vet.Abdur Rahman প্যারাসিটামল জাতীয় মেডিসিন কেনো কুকুর বা বিড়ালের জন্য বিষ তা বিস্তারিত বিশ্লেষণ করেছেন।
আপনাদের কাছে অনুরোধ সকল প্রানীপ্রেমি যারা কুকুর বা বিড়াল পুষছেন সকলকে এই সতর্কতামুলক ভিডিও টি শেয়ার করুন।
Animal Health Care Center
Dr. vet Abdur Rahman (PSTU)
A Sisters Concern By Katabon Online - কাটাবন অনলাইন
A Co-operative Institute Of Animal Planet Bangladesh APB
House-13,Line-1,
Opex garments er samne,
Block C,
Mirpur 13,Dhaka
Mobile-
01303397688
01318-862297
Rescued a Puppy from a big dirty drain Rescued By Azizul Hakim Honey
দয়া করে না পড়ে না বুঝে যাবেন না ‼️‼️
আমি আজিজুল হাকিম হানী,
দুপুরে দেখলাম,
একজন পোস্ট করেছিলেন যে একটা ময়লার ড্রেসে একটা বিড়াল আটকা পরেছে।
আমি সেখানে গিয়ে দেখি সেখানে বিড়াল নয় কুকুর এর একটা ছোট্ট বাচ্চা পরে আছে।
লাইফ রিস্ক নিয়ে নামলাম,
যা ভিডিও তে স্পষ্ট।
তারপর ড্রেনের একদম শেষ মাথায় গিয়ে দেখলাম একটা ছোট্ট বাচ্চা কুকুর আটকে পরে আছে।
তারপর তাকে উদ্ধার করলাম।
উদ্ধার করে উপরে উঠার পর দেখলাম Robinhood The Animal Rescuers এর টীম মেম্বার রা আসলো তাদের গাড়ি নিয়ে।
অত:পর বাচ্চাটাকে রেস্কিউ করার পর দেখলাম ভিতরে মা কুকুর ও আছে,
২/৩ ঘন্টা চেস্টা করলাম মা কে বের করার তবে শেষে গিয়ে দেখলাম মা এর বের হওয়ার যায়গা আছে।কিন্তু বাচ্চাটার বের হওয়ার যায়গা নেই।
আমি বাচ্চাটাকে,রেস্কিউ করে একটা সেফ প্লেসে রেখে এসেছি আলহামদুলিল্লাহ।।
যারা যারা বলছেন বাচ্চাটা রবিনহুড দা এনিম্যাল রেস্কিউয়ার রেস
Cat Rescued From Tea Stall
Previous Post
https://www.facebook.com/groups/295340471219980/permalink/1154526168634735/
বিড়াল টা কে একটা দোকানদার গলায় দড়ি দিয়ে আটকে রাখতো।
অতঃপর এ নিয়ে পোস্ট করেন একজন প্রানীপ্রেমি আমাদের এনিম্যাল ওয়াল্ফেয়ার এর একটি গ্রুপ এ।
সেখানে আমাদের এনিম্যাল ওয়াল্ফেয়ার এর এক্টিভিস্ট রুকসাথ হক আপা আমাদের এনিম্যাল প্লানেট বাংলাদেশ এর Rescue Director Syed Ahmod Naimul Islam কে মেনশন দিলে নাইমুল দ্রুত নারায়ণগঞ্জ এর উদ্যেশ্যে রউনা দেন, সাথে ছিলেম রিমা ইসলাম নামের এক আপু।
পুরো রেস্কিউ কার্যক্রম এর অনুদান স্পন্সর করেন হারুনি ভাই।
অসংখ্য ধন্যবাদ জানাই নাইমুল কে নিঃসার্থ ভাবে একজন সুপারম্যান এর মত বিড়াল টা কে অসাধু এবং হিংস্র মানুষ গুলার হাত থেকে রক্ষা করার জন্য। মহান আল্লাহ তোমাকে হায়াতুত্তাইয়েবা দান করুন আমিন।
এদিকে অন্য সকলকে যারা এই রেস্কিউ কার্যক্রম এ অনুদান দিয়ে মেধা দিয়ে মতামত ও সাপোর্ট দিয়েছেন তাদের সকলকে Animal Planet Bangladesh Team এর পক্ষ হত
Happy Valentines Day
VALENTINES DAY উপলক্ষে ঘুরতে নেয়ার কথা বলে নিউটার করে দিলাম আমাদের পিল্লাদ কে 😜 খুব মন খারাপ করে আছে সে
Update-2 February 2022
কুকুর টা আগের থেক অনেক টাই ভালো, তবে এখনো ট্রমা থেকে উঠে আসতে পারে নাই। দোয়া করিয়েন সবাই যেনো সে সিগ্রই সুস্থ হয়ে যায়। আল্লাহ ভরসা
Treatment on going...
Update Of Timpani
কুকুর টার মুখের উপর দিয়ে বাইক গেছে।। অবস্থা প্রথমে ভয়াবহ ছিলো,এখন হালকা নড়াচড়া করছে। চোখ খুলছে,মুখ দিয়েও হাল্কা কথা বলার চেস্টা করছে।। আশা করি সুস্থ হয়ে যাবে,সকলের দোয়া প্রার্থনা করছি।। ❤️❤️
পেল্লাদ কে খুজে পাওয়া গিয়েছে।
আমাদের পিল্লাদ কে সকাল থেকে পাওয়া যাচ্ছিলো না,, সারাদিন খোজার পর এই মাত্র পাইলাম, এখন রাত ১২.২৩।
এ কেমন বিচার? 😜
মিরপুর ২ এ চলছে দুদু খাওয়ার প্রতিযোগিতা।
😜
Please drive slowly
Please drive slowly.
আলহামদুলিল্লাহ পুলিশ এশেছে, তারা ব্যবস্থা নিচ্ছে।
এনিম্যাল প্লানেট বাংলাদেশ টীম আমরা আছি।