💥কিভাবে বেশি সংখ্যক ডিম বাচ্চা বাঁচানো যায়💥
🔥সর্বোচ্চ লাইভ শেয়ার করে জিতে নিন পুরস্কার 🔥
💥আসসালামু আলাইকুম 😊
বন্ধুরা শুভ সন্ধ্যা 🌼। এইসব ভায়োলেট অপালাইন আর গ্রীন অপালাইন স্পিলিড ব্লু মার্কেটে কি চলব?
গত ৩৯ দিন টানা পাখিদের পিছনে শ্রম দিয়েছি। ফলাফলের জন্য আল্লাহর উপরে ভরসা করেছি। আল্লাহ যে কোয়ালিটি দিয়েছে তাতেই আমি খুশি।
আগামীকাল DNA করার জন্য স্যাম্পল কালেকশন শুরু করব। আপনাদের কারো যদি এই কোয়ালিটির বেবি লাগে যোগাযোগ করবেন।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
Magic Box by Amazon Aviary
✅ 01713479706.
কাজীপাড়া মিরপুর ঢাকা।
মেট্রো রেল স্টেশনের পিলার নম্বর ২৭৩।
সকলের কাছে দোয়ার দরখাস্ত ❤️❤️
@top fans
আমার দেখা সুন্দরতম জায়গার মধ্যে একটি 🤟
আল্লাহ তাআলা বলেন, ‘প্রাণিকুল সৃষ্টির (অন্যতম) কারণ হলো, এগুলোতে তোমরা আরোহণ করে থাকো আর এগুলো সৌন্দর্যের প্রতীক।’ (সুরা নাহল, আয়াত :৮)
আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা হল, একজন পাখাল কখন ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়। নতুন পাখালদের অবশ্যই এ বিষয়টি জানা উচিত। আশা করি ভিডিওতে বলা বিষয়গুলো মাথায় রেখে পাখি কিনলে এবং প্রোপার যত্ন নিলে পাখি পালনে লসের সম্ভাবনা কমে আসবে।
Details আমাজন এভিয়ারি
@top fans #lovebirds Magic Box by Amazon Aviary
💥💥Surprised 😊😊- হিসাবের বাইরে ২ পেয়ার থেকে ৪ টা বেবির সন্ধান। 🫢🫢।
যেকোন মানুষ ফোন করে আমাদের এভিয়ারি ভিজিট করতে পারেন।
০১৭১৩৪৭৯৭০৬.
লোকেশন কাজীপাড়া মিরপুর ঢাকা।
পিলার নম্বর ২৭৩। Part 1
🔥🔥ব্রিডিং কোর্স~ব্রিডিং কোর্স~ব্রিডিং কোর্স🔥🔥
💥পাখির ব্রিডিং কোর্স হিসাবে আমি যা করাই 😊
কাল শুক্রবার সকাল ৭ টা থেকে ১১:৩০ মিনিট পর্যন্ত এভিয়ারি তে থাকবো। আপনারা আমন্ত্রিত।
ভিডিও তৈরি করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন 100094019601210:2048:Maha pigeon loft - আপনারা পেজটা ঘুরে আসতে পারেন 🍎
লাভ বার্ড সংক্রান্ত যে কোন সহযোগিতার জন্য আমাদের কল করতে পারেন ০১৭১৩৪৭৯৭০৬ নম্বরে।
@highlight Part 6
💥আসসালামু আলাইকুম 😊
মাঝে একদিন সফট ফুড দেওয়া হয়নি, মানে সকালে।
বিকালের দিকে ঠিকই দিয়ে পুষিয়ে দিয়েছি, ছবি দেওয়া হয়নি। খুব গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যস্ত ছিলাম - বাবার চোখের অপারেশন।
আজকে আবার ফ্রি হয়ে গেছি।
যেহেতু শুক্রবার। শুক্রবার মানে, পাখিদের জন্য স্পেশাল 😍।
সবার পাখি সুস্থ সবল থাক , সুস্থ সবল পাখি মানেই বক্স ভর্তি বেবি।
Reday For Breed😊
Age - 9 month's
With DNA card male female confirm.
Home Breeding
Location - kazi para mirpur, Dhaka.
Pric*e - only call me 01713479706
@top fans