Magic Box by Amazon Aviary

Magic Box by Amazon Aviary Different Mutation in a box Honesty is the only Policy

দুঃখিত 😪
27/01/2025

দুঃখিত 😪

💥💥আসসালামু আলাইকুম 😄ফুল টাইম চাকরির  পাশাপাশি লাভ বার্ড পালেন কে কে? কমেন্টসে রিপ্লাই দিয়েন।
26/01/2025

💥💥আসসালামু আলাইকুম 😄
ফুল টাইম চাকরির পাশাপাশি লাভ বার্ড পালেন
কে কে? কমেন্টসে রিপ্লাই দিয়েন।

💥💥বেবি সেল্ফ ফিড হওয়ার  আগেই, প্যারেন্টস আবার ডিম দিয়ে ফেলে। সমাধান কি?
25/01/2025

💥💥বেবি সেল্ফ ফিড হওয়ার আগেই, প্যারেন্টস আবার ডিম দিয়ে ফেলে। সমাধান কি?

24/01/2025

💥কিভাবে বেশি সংখ্যক ডিম বাচ্চা বাঁচানো যায়💥
🔥সর্বোচ্চ লাইভ শেয়ার করে জিতে নিন পুরস্কার 🔥

23/01/2025

💥আসসালামু আলাইকুম 😊
বন্ধুরা শুভ সন্ধ্যা 🌼। এইসব ভায়োলেট অপালাইন আর গ্রীন অপালাইন স্পিলিড ব্লু মার্কেটে কি চলব?

গত ৩৯ দিন টানা পাখিদের পিছনে শ্রম দিয়েছি। ফলাফলের জন্য আল্লাহর উপরে ভরসা করেছি। আল্লাহ যে কোয়ালিটি দিয়েছে তাতেই আমি খুশি।

আগামীকাল DNA করার জন্য স্যাম্পল কালেকশন শুরু করব। আপনাদের কারো যদি এই কোয়ালিটির বেবি লাগে যোগাযোগ করবেন।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
Magic Box by Amazon Aviary
✅ 01713479706.
কাজীপাড়া মিরপুর ঢাকা।
মেট্রো রেল স্টেশনের পিলার নম্বর ২৭৩।
সকলের কাছে দোয়ার দরখাস্ত ❤️❤️
fans

23/01/2025

😍

22/01/2025

আমার দেখা সুন্দরতম জায়গার মধ্যে একটি 🤟

পাখিই  যখন পাখাল 🤟its a part of marketing, Don't take it otherwise 😄আমাদের কাছে বিভিন্ন মিউটেশনের শুধু মাত্র লাভ বার্ড ই...
22/01/2025

পাখিই যখন পাখাল 🤟
its a part of marketing, Don't take it otherwise 😄
আমাদের কাছে বিভিন্ন মিউটেশনের শুধু মাত্র লাভ বার্ড ই পাওয়া যায় 😄। আমরা অন্য কোন পাখি উৎপাদন বা বিক্রি করি না।

বিশ্বাস না হলে এই নম্বরে ফোন দিতে পারেন -
০১৭১৩৪৭৯৭০৬।

আর যদি সরাসরি এসে দেখতে চান - কল দিয়ে চলে আসবেন। কাজীপাড়া, মিরপুর, ঢাকা।

💙💙💙Blue Opaline💙💙💙💙💙💙Best Quality 💙💙💙
22/01/2025

💙💙💙Blue Opaline💙💙💙
💙💙💙Best Quality 💙💙💙

🔥🔥আসসালামু আলাইকুম 😊আপাতত মাশাল্লাহ বললেই হবে 😄😄।নজর দেওয়া মানা 🧿🧿। একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি - না এখন থাক, বেটার ...
21/01/2025

🔥🔥আসসালামু আলাইকুম 😊
আপাতত মাশাল্লাহ বললেই হবে 😄😄।
নজর দেওয়া মানা 🧿🧿।
একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি - না এখন থাক, বেটার একটা ভিডিও মেক করে ফেলি।

৭৬০০ টাকায় এলবিনো ফিসারের ব্রিডিং  পেয়ার 🤣
20/01/2025

৭৬০০ টাকায় এলবিনো ফিসারের ব্রিডিং পেয়ার 🤣

🔥🔥আসসালামু আলাইকুম 😊আপাতত মাশাল্লাহ বললেই হবে 😄😄।নজর দেওয়া মানা 🧿🧿। সাইজ-  এক খানা ছোট বালিশের মত।
20/01/2025

🔥🔥আসসালামু আলাইকুম 😊
আপাতত মাশাল্লাহ বললেই হবে 😄😄।
নজর দেওয়া মানা 🧿🧿।
সাইজ- এক খানা ছোট বালিশের মত।

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥এলবিনো - ফিমেল -১০-১১ মাস- গুড হেল্থ। লোকাল ব্রিড - ক্লোজ রিং- ডিএনএ করা। আগে আসলে আগে ভিত্তিতে সে* ল হবে। ...
20/01/2025

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
এলবিনো - ফিমেল -১০-১১ মাস- গুড হেল্থ।
লোকাল ব্রিড - ক্লোজ রিং- ডিএনএ করা।
আগে আসলে আগে ভিত্তিতে সে* ল হবে।
যে কোন প্রয়োজনে -০১৭১৩৪৭৯৭০৬।
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

We are here to care birds reproduction system 🤟
20/01/2025

We are here to care birds reproduction system 🤟

20/01/2025

আল্লাহ তাআলা বলেন, ‘প্রাণিকুল সৃষ্টির (অন্যতম) কারণ হলো, এগুলোতে তোমরা আরোহণ করে থাকো আর এগুলো সৌন্দর্যের প্রতীক।’ (সুরা নাহল, আয়াত :৮)

19/01/2025

আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা হল, একজন পাখাল কখন ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়। নতুন পাখালদের অবশ্যই এ বিষয়টি জানা উচিত। আশা করি ভিডিওতে বলা বিষয়গুলো মাথায় রেখে পাখি কিনলে এবং প্রোপার যত্ন নিলে পাখি পালনে লসের সম্ভাবনা কমে আসবে।

Details আমাজন এভিয়ারি
fans Magic Box by Amazon Aviary

যারা শুধু হ্যান্ডফিড এর ওপর নির্ভর করেন তাদের জন্য  এই পোস্টে কবুতরের  শরীরে একটি বিশেষ গ্রন্থি থাকে, যেখান থেকে পুষ্টিক...
19/01/2025

যারা শুধু হ্যান্ডফিড এর ওপর নির্ভর করেন তাদের জন্য এই পোস্টে
কবুতরের শরীরে একটি বিশেষ গ্রন্থি থাকে, যেখান থেকে পুষ্টিকর এক ধরনের দুধজাতীয় তরল তৈরি হয়। এই তরলকে বলা হয় ক্রপ মিল্ক। এতে প্রোটিন, ফ্যাট, অ্যান্টি-অক্সিডেন্ট এবং খনিজ পদার্থের সমৃদ্ধ মিশ্রণ থাকে। পুরুষ ও মহিলা উভয় কবুতর এই দুধ উৎপাদন করতে সক্ষম। ডিম ফোটার কিছুদিন আগেই বাবা-মায়ের শরীরে এই দুধ তৈরি হতে শুরু করে।

বাচ্চা লাভ বার্ড ডিম থেকে বের হওয়ার পর প্রথম দশ দিন এই দুধই তাদের মূল খাদ্য হিসেবে দেওয়া হয়। শুধু কবুতর নয়, পেঙ্গুইন ও ফ্লেমিঙ্গোও এ ধরনের দুধ তৈরি করে বাচ্চাদের খাওয়ায়।

💥আসসালামু ওয়ালাইকুম 😊আজকে কি পয়লা ফাল্গুন?  হঠাৎ সবাই ফাল্গুনের পোশাক  কেন পরল? আজকে হঠাৎ হিমুর  সাথে দেখা। সেই যে কটক...
19/01/2025

💥আসসালামু ওয়ালাইকুম 😊
আজকে কি পয়লা ফাল্গুন? হঠাৎ সবাই ফাল্গুনের পোশাক কেন পরল?

আজকে হঠাৎ হিমুর সাথে দেখা। সেই যে কটকটে হলুদ পাঞ্জাবি। চোখে মুখে নিশ্চিত এখনো ঘুম লেগে আছে। Opaline Aviary 🙂। Ashraf Afrose Arisha

মামুন ভাই - ছয় ফুট উচ্চতার মানুষ। সরকারি কর্মকর্তা। পদবি শুনলেই গা ছমছম করে 🫢।অমায়িক ব্যবহার।কয়েকদিনের ভিতরে মানুষটা কর্মস্থল পরিবর্তন হয়ে যাবে।
মিস উ 😪 Maha pigeon loft

শাহিন ভাই। আমি নিশ্চিত করে বলতে পারি মানুষটার ফুসফুস এখনো অনেক ঝরঝরে। মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে আমার জানা ছিল না। থ্যাংক ইউ টু পার্টিসিপেট উইথ আছ AH Shahin

Sajib Ahmed Shehab অনেক গুছিয়ে কথা বলেন। পাখির প্রতি গভীর ভালোবাসা৷ কৃতজ্ঞতা ডাকে সাড়া দেওয়ার জন্য।

সবার প্রতি কৃতজ্ঞতা এবং গভীর ভালোবাসা।আপনারা সকলে মুখরিত করেছেন আমার ছোট আভিয়ারি টি আজকে। আমি খুব নগণ্য একজন মানুষ, আপনাদের যেকোনো কাজে আমাকে পাশে পাবেন।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম
কাজীপাড়া, মিরপুর ঢাকা।
পিলার নম্বর ২৭৩।
০ ১ ৭ ১ ৩ ৪ ৭ ৯ ৭ ০৬।

Address

Kazipara
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Magic Box by Amazon Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category