Bangladesh Small Animal Veterinary Association-BASAVA

Bangladesh Small Animal Veterinary Association-BASAVA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Small Animal Veterinary Association-BASAVA, Veterinarian, 48, Kazi Alauddin Road, Dhaka.

সম্মানিত পেট প্র‍্যাকটিশনার গণ,আসসালামু আলাইকুম,  এই মূল্য তালিকা BASAVA কর্তৃপক্ষ সারা বাংলাদেশের পেট প্রাক্টিসিং ভেটের...
04/11/2024

সম্মানিত পেট প্র‍্যাকটিশনার গণ,
আসসালামু আলাইকুম, এই মূল্য তালিকা BASAVA কর্তৃপক্ষ সারা বাংলাদেশের পেট প্রাক্টিসিং ভেটেরিনারিয়ানদের সাথে মিটিং করে সবার মতামতের ভিত্তিতে নির্ধারণ করেছে। তাই সবাইকে এই মূল্য তালিকা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

নোটিশের লিংকঃ https://drive.google.com/file/d/1cICJZp9gybntvwGY_q7CKd8msQriPJtN/view?usp=drive_link

ডাঃ এস. এম. নাহিদুজ্জাহান টুটুল
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক,
বাংলাদেশ স্মল এনিমেল ভেটেরিনারি এসোসিয়েশন (বাসাভা)

সম্মানিত পেট প্র্যাকটিশনার গণ,আসসালামু আলাইকুম, দেশের সকল পেট প্র্যাকটিশনার বৃন্দকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ স্মল এনিম...
28/10/2024

সম্মানিত পেট প্র্যাকটিশনার গণ,
আসসালামু আলাইকুম, দেশের সকল পেট প্র্যাকটিশনার বৃন্দকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ স্মল এনিমেল ভেটেরিনারি এসোসিয়েশন (BASAVA) এর জন্য সাধারণ সদস্যপদ গ্রহণ করা হচ্ছে। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য দেশের পোষা প্রাণী চিকিৎসা খাতের উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য সকল পেট প্র্যাকটিশনারদের একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করা। তাই সাধারণ সদস্য হিসেবে বাসাভা-তে যোগ দিতে এবং স্মল এনিমেল ভেটেরিনারিয়ানদের বৃহত্তর কমিউনিটির অংশ হতে আপনাদের আমন্ত্রন জানানো হইলো।
বাসাভার সদস্য হওয়ার শর্ত সমূহঃ
১) ভেটেরিনারি ডিগ্রিঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (DVM), বি.এসসি. ভেট. সাইন্স এন্ড এএইচ (B.Sc Vet Sci. & AH) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
২) পেশাগত লাইসেন্সঃ আবেদনকারীর বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (BVC) কর্তৃক অনুমোদিত ভেটেরিনারি প্র্যাকটিশনার হিসেবে লাইসেন্স থাকতে হবে।
৩) পেশাগত অভিজ্ঞতাঃ ছোট প্রাণীদের (বিশেষ করে পোষা প্রানী ও পাখি) চিকিৎসা বা প্র্যাকটিসের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
৪) আদর্শ ও নিয়ম মেনে চলাঃ BASAVA এর গঠনতন্ত্র ও নীতিমালা মেনে চলার প্রতিশ্রুতি দিতে হবে।
৫) আবেদন ফি ও বার্ষিক চাঁদাঃ নির্দিষ্ট আবেদন ফি ও বার্ষিক চাঁদা প্রদান করতে হবে।
৬) আবেদন প্রক্রিয়াঃ নির্দিষ্ট আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। আবেদনপত্র যাচাই কমিটি দ্বারা পর্যালোচিত হবে।
ফর্ম ডাউনলোড করুন।
ফর্ম প্রিন্ট করে যথাযথ ভাবে পূরন করে, স্ক্যান করুন
স্ক্যান কপি, মেইল করুনঃ [email protected]
পরবর্তীতে মূল প্রিন্ট কপি/হার্ড কপি, বাসাভার দপ্তর সম্পাদক বা কার্যনির্বাহী কমিটির যেকোন সদস্যকে বুঝাইয়া দিতে হবে।
৭) প্রস্তাবক ও সমর্থক সদস্যঃ মেম্বারশিপের জন্য দুইজন প্রস্তাবক সদস্যের (যাহারা ইতোমধ্যে BASAVA এর সদস্য) সুপারিশ বা প্রস্তাবনা প্রয়োজন হবে।
আবেদন পত্র ডাউনলোড লিংকঃ https://drive.google.com/file/d/11LeRCQu6_yHJ1AzFR3wr-upZsLPb_ymg/view?usp=drivesdk
এই বিজ্ঞপ্তি ডাউনলোড লিংকঃ
https://drive.google.com/file/d/123LU2ktEhoU_GwqLNBiIdFez_oQ9ZGvU/view?usp=drivesdk
সাধারন সদস্য ফিঃ
ক্যাশ: ২০০০ টাকা
বিকাশ: ২০৪০ টাকা (রেফারেন্স হিসেবে বিভিসি রেজিস্ট্রেশন নাম্বার দেবেন)
বিকাশ নাম্বার: 01819804457
টাকা পাঠানোর পর ভেরিফিকেশনের জন্য নিম্নোক্ত তথ্যগুলো লিখে 01819804457 নাম্বারে SMS করুন।
নামঃ
বিভিসি রেজিস্ট্রেশন নাম্বারঃ
কর্মরত ক্লিনিক বা চেম্বারের নামঃ
মোবাইল নাম্বার (যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে):
ট্রানজেকশন আইডিঃ
এখনই বাসাভা এর 'সাধারন সদস্য' হয়ে স্মল এনিমেল প্রাকটিসে ভেটেরিনারি পেশায় একটি গুরুত্বপূর্ণ অবদান রাখুন।
জরুরী প্রয়োজনেঃ +8801819804457, +8801686906626, +8801825921868

ডাঃ এস এম নাহিদুজ্জাহান টুটুল
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক,
বাংলাদেশ স্মল এনিমেল ভেটেরিনারি এসোসিয়েশন (বাসাভা)

Address

48, Kazi Alauddin Road
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Small Animal Veterinary Association-BASAVA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category