উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ধনবাড়ী, টাঙ্গাইল।

  • Home
  • Bangladesh
  • Gopalpur
  • উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ধনবাড়ী, টাঙ্গাইল।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ধনবাড়ী, টাঙ্গাইল। আপনার গবাদিপ্রাণি ও পাখির লালনপালন এ প্রয়োজনীয় বিষয়ে যোগাযোগ করতে পারেন।

15/09/2024
স্কুল মিল্ক ফিডিং প্রোগ্রাম মনিটরিং। ০৯/০৯/২০২৪ খ্রিস্টাব্দ।
09/09/2024

স্কুল মিল্ক ফিডিং প্রোগ্রাম মনিটরিং। ০৯/০৯/২০২৪ খ্রিস্টাব্দ।

ধনবাড়ী উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম আরো গতিশীল করতে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তাকে ল্যাপটপ...
04/09/2024

ধনবাড়ী উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম আরো গতিশীল করতে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তাকে ল্যাপটপ ও এলএফএদেরকে ট্যাপ প্রদান করা হয়েছে।

অদ্য ২৮/০৮/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রোজ বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ধনবাড়ী, টাংগাইল এবং প্রাণিসম...
28/08/2024

অদ্য ২৮/০৮/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রোজ বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ধনবাড়ী, টাংগাইল এবং প্রাণিসম্পদ এর গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন, টাংগাইল জেলার স্বনামধন্য সম্মানিত জেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডা. মো: মোস্তাফিজুর রহমান।

তিনি "তনয় এগ্রো কমপ্লেক্স " এর ফিড় মিল পরিদর্শন কালে বিভিন্ন ইউনিট ঘুরে দেখে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
LDDP প্রকল্পের অধীনে নির্মাণাধীন Wet Market পরিদর্শনকালে তিনি এর সঠিক নির্মাণ এবং কার্যকর ব্যবহার এর উপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষে তিনি অত্র উপজেলার সম্মানিত স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করে জাতীয় জনগুরুত্বপূর্ণ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব ডা: তাপস কান্তি দত্ত, ভেটেরিনারি অফিসার, টাংগাইল, জনাব ডা. মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার এবং জনাব ডা. মোহাম্মদ গোলাম মোর্শেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ধনবাড়ী, টাংগাইল।

22/08/2024

সুপ্রিয় খামারি, আসসালামু আলাইকুম।
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা শুরু হয়েছে। যদিও আমাদের ধনবাড়ী উচু এলাকা। বন্যার সম্ভাবনা কম। তারপরও আসুন আমরা সতর্ক অবস্থায় থাকি।

তবে তিস্তা ব্যারেজ দিয়ে কুড়িগ্রাম, রৌমারী হয়ে যমুনা নদীতে পানির প্রবাহ এবং উচ্চতা বৃদ্ধির আশংকা রয়েছে। তাই সময় নিয়ে আমরা মানুষের পাশাপাশি গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিতে কিছু ব্যবস্হা নিতে পারি।

১। যতদূর সম্ভব গবাদিপশুর খাবার উঁচু স্হানে সংরক্ষণ করা,
২। সাইলেজ যাদের ছিল তা সংরক্ষণ করা, প্রয়োজনে সাইলেজ কিনে রাখা,
৩। নিচু এলাকার বিশেষ করে কেরামজানি বাজার, কেন্দুয়া এবং নল্লা বাজারের আশেপাশের নিচু এলাকার ঘাসগুলো তলিয়ে যাবার সম্ভাবনা থাকলে কেটে সংরক্ষণ করা। অল্প পানি হলে (২-৩ ইঞ্চি), ঘাসের মাঝে নাড়া দিয়ে মাটিতে অক্সিজেন যাবার ব্যবস্থা করবেন। এতে ঘাস বেচে থাকে।

৪। যেহেতু বন্যার সময় পানিবাহিত রোগ ছড়াতে পারে তাই স্যালাইন, টুকটাক প্রাথমিক ঔষধ ঘরে রাখা। আর বিশেষ করে যাদের মূরগীর খামার রয়েছে তারা যদি আশংকা করেন পানি খামারে ঢুকবে তবে আগে থেকেই পরিবেশ বুঝে ব্যবস্হা নিবেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ধনবাড়ী একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, বন্যায় প্রাণিসম্পদ ক্ষতিগ্রস্ত হলে/ঝুকিপূর্ণ হলে/অসূস্থ হলে কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। কন্ট্রোল রুমের নাম্বার গুলো হলো
01324290086(ULO)
01739943114(LEO),
01518609624(Intern), 01712692459(SALO-Animal Health), 01727817898(SALO- AI),
01728784340 (VFA- Extension), 01781734476(VFA-AI).

05/08/2024

আলহামদুলিল্লাহ। জনতার জয় হয়েছে।
এরপর দ্বায়িত্ব বেড়ে গিয়েছে।

সংখ্যালঘু সহ সকলকে নিরাপত্তা দিন।

আনন্দের আতিশয্যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না।

আইন হাতে তুলে নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবেন না।

প্রতিশোধের নেশায় মত্ত না হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন।

লুটপাট ও ভাঙচুর হতে দিবেন না।

সবাই সংযত আচরণ করি। পরিবেশটা নষ্ট করলে ক্ষতি আমাদেরই।

কোয়েল খামার পরিদর্শন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান। খামারি: জনাব সপ্না, 01926-988595, একসাথে বেশি পরিমাণে কোয়েলের ডিম কিন...
17/07/2024

কোয়েল খামার পরিদর্শন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান। খামারি: জনাব সপ্না, 01926-988595, একসাথে বেশি পরিমাণে কোয়েলের ডিম কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

একটি গাভীর একসংগে ২ টি বাচ্চা হয়েছে। আজ গাভীটি কিছুটা অসূস্থ হয়েছিল। আলহামদুলিল্লাহ, এখন অবস্থা ভালো। প্রয়োজনীয় পরামর্শ ...
16/07/2024

একটি গাভীর একসংগে ২ টি বাচ্চা হয়েছে। আজ গাভীটি কিছুটা অসূস্থ হয়েছিল। আলহামদুলিল্লাহ, এখন অবস্থা ভালো। প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। খামারি, জনাব জামাল, ০১৭২০৬৯৬০১৫

অদ্য ১৩/০৭/২০২৪ইং তারিখে পাইস্কা ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড এ, তাকওয়া ডেইরি ফার্ম & সংলগ্ন গবাদিপশুর  বাদলা  রোগের টিকা প্রয়োগ...
13/07/2024

অদ্য ১৩/০৭/২০২৪ইং তারিখে পাইস্কা ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড এ, তাকওয়া ডেইরি ফার্ম & সংলগ্ন গবাদিপশুর বাদলা রোগের টিকা প্রয়োগ করেন, জনাব ওবায়দুল্লাহ, ভি.এফ.এ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ধনবাড়ি, টাংগাইল।

মাংস বেশি পাওয়া গেলেও ‘ব্রাহমা জাত’ নিয়ে কেন এত কঠোরতা
12/07/2024

মাংস বেশি পাওয়া গেলেও ‘ব্রাহমা জাত’ নিয়ে কেন এত কঠোরতা

মাংস বেশি পাওয়া গেলেও ‘ব্রাহমা জাত’ নিয়ে কেন এত কঠোরতা

নিম্নলিখিত টিকা সমূহ অত্র কার্যালয়ে মজুদ রয়েছে।  আপনি প্রয়োজন মনে করলে, সরকারি বিধি মোতাবেক সংগ্রহ করতে পারবেন(স্টক থাকা...
09/07/2024

নিম্নলিখিত টিকা সমূহ অত্র কার্যালয়ে মজুদ রয়েছে। আপনি প্রয়োজন মনে করলে, সরকারি বিধি মোতাবেক সংগ্রহ করতে পারবেন(স্টক থাকা পর্যন্ত)। ধন্যবাদ।

27/06/2024

"স্বাস্থ্য সেবার মত গবাদীপশুর চিকিৎসায় ভেটেরিনারি পেশাকেও জরুরি সেবা ঘোষনা করা দরকার' - জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এমপি মহোদয়।

সম্মানিত জেলা প্রাণিসম্পদ অফিসার, টাংগাইল মহোদয় এর সাথে APA স্বাক্ষরের সময়।
24/06/2024

সম্মানিত জেলা প্রাণিসম্পদ অফিসার, টাংগাইল মহোদয় এর সাথে APA স্বাক্ষরের সময়।

RUSSELL’S VIPERরাসেলস ভাইপার সাপ (Daboia russelii) হল ভারত ও বাংলাদেশের আদিবাসী Viperidae পরিবারের একটি অত্যন্ত বিষাক্ত ...
21/06/2024

RUSSELL’S VIPER

রাসেলস ভাইপার সাপ (Daboia russelii) হল ভারত ও বাংলাদেশের আদিবাসী Viperidae পরিবারের একটি অত্যন্ত বিষাক্ত সাপ। প্যাট্রিক রাসেলের নামে এর নামকরণ করা হয়েছে এবং এটি ভারতের বড় চারটি সাপের একটি। এটি বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বিষাক্ত।

সাপটি ১.৫ মিটার পর্যন্ত বড় হতে পারে, এর মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। থুতু ভোঁতা, গোলাকার এবং উত্থিত, নাকের ছিদ্র বড়। এরা ২-৩ বছরে প্রাপ্ত বয়স্ক হয় এবগ একসাথে প্রায় ১১ টি বাচ্চা দেয়(Ovoviviparous). এটি যদিও অত্যন্ত বিষাক্ত এবং ভারতে অসংখ্য সাপের কামড়ের ঘটনার জন্য দায়ী, তবুও কম আক্রমণাত্মক (ভারতে) বলে মনে করা হয়।
সাধারণত এটি লোকসমাগম এডিয়ে চলতে চেষ্টা করে এবং যেচে কোন মানুষকে কামড়াতে চায় না। বেশির ভাগ কামড় ঘটে যখন মানুষ অসাবধানতাবশত সাপটিকে সামলানোর/কাজে বাধা দেয়ার চেষ্টা করে। তারা বিদ্যুৎ গতিতে আঘাত করতে পারে। গ্রামবাসীদের দ্বারা শিয়াল, গুইসাপ এবং বেজির মতো প্রাকৃতিক শিকারী হত্যা পরিবেশগত ভারসাম্যকে ব্যাহত করেছে, যার ফলে সাপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটি একটি নিশাচর প্রাণী হিসাবে পরিচিত, তবে ঠান্ডা আবহাওয়ার সময় দিনের বেলায় এটি আরও সক্রিয় হয়ে ওঠে। প্রকৃতপক্ষে, ইঁদুর এবং টিকটিকির উপস্থিতিই মানুষের বাসস্থানের প্রতি আকৃষ্ট হওয়ার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।
এর ভেনম ফ্যাক্টর X activator যা অত্যন্ত বিষাক্ত Metalloproteinase, রক্ত জমাট ফ্যাক্টর X (FX) কে সক্রিয় করে, যার ফলে শিকারের অস্বাভাবিক রক্ত জমাট বাঁধে এবং দ্রুত মৃত্যু ঘটে।

13/06/2024

Address

Gopalpur
1990

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801718700640

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ধনবাড়ী, টাঙ্গাইল। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ধনবাড়ী, টাঙ্গাইল।:

Videos

Share

Category